নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

ছোঁয়া!

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪

প্রথমবার!
যখন আমার কনিষ্ঠা
তোমার কনিষ্ঠাকে ছুঁয়েছিল,
অনুপলের জন্যে,

আমি মরে গিয়ে
রম্ভার নাচের স্কুলে ভর্তি হয়েছিলাম।
সে স্কুল তো স্বর্গেরই অংশ,
কে করিয়ে গিয়েছিল সশরীরে স্বর্গে?

সেই ছোট্ট মৃত্যুটিতে ভর করে
কাটিয়ে দিলাম দিন, মাস, কোটি বছর।

পরী আপু,
দ্বিতীয়বার আসতে কি
আরো অনেক, অন্নেক দেরি?

-সকাল ন'টা তেরো, ঊনিশে আগষ্ট, ২০১৫।

মন্তব্য ১১ টি রেটিং +৭/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭

বাউল আলমগী সরকার বলেছেন: বেশ তো অনুভূতির কথাগুলো

২| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯

আহমেদ জী এস বলেছেন: ত্রিশোনকু ,



মোটামুটি লাগলো ।
সহজবোধ্য লাইন ও ভাব । তবে ভাবার্থ অনেক গভীরে প্রোথিত ।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

ধমনী বলেছেন: অনুপলের শব্দটা প্রথম শুনলাম। অনুক্ষণ এর প্রতিশব্দ? কবিতাটা স্লিম ফিগারের। সুন্দর।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগা রইলো।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

এটাই ভালো... অল্প পড়ে বেশি বুঝলাম :)

৬| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

আরজু পনি বলেছেন:

যখন আমার কনিষ্ঠা
তোমার কনিষ্ঠাকে ছুঁয়েছিল,
অনুপলের জন্যে...
...
বেশ রোমান্টিক, ইনোসেন্ট লাগলো ।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

নীলসাধু বলেছেন: চমৎকার।


শুভেচ্ছা রইল।

৮| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ ছোঁয়া । বেশ ভাল লাগলো।

১০| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

সুপান্থ সুরাহী বলেছেন: কিউটি কিউটি কবিতা!

১১| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.