নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

পরপারে প্রেরিতব্য একটি চিঠি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

. ত্রিশোনকু
ফেইসবুক

লেফটেন্যান্ট কর্নেল এনায়েতুল হক।
পরপার।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬।

প্রিয় কর্নেল এনায়েত,

শুভেচ্ছা নিও।

তোমার প্রতি আমার অপত্য স্নেহ সম্পর্কে তোমার কোন সন্দেহ ছিল না।

মনে পড়ে? তুমি সাঁতার জানতে না বলে আমি একদিন তোমাকে এমন বকা দিয়েছিলাম যে তুমি কেঁদে ফেলেছিলে?

এনায়েত,

মনে আছে, যদ্দিন তুমি আর্টিলারি সেন্টার ও স্কুলে ছিলে প্রতিটি সেহেরী আমার বাসায় করেছিলে? ইফতার তো দূর অস্ত।

তুমি আমার প্রায় সব কিছুই জানতে। আমার প্রেম- অপ্রেম, ভাল লাগা-মন্দ লাগা, জীবনের গোপনতম অভিজ্ঞতা, আমার হর্ষ-বিষাদ .....

এনায়েত,

চলে যাবার আগে শুধু একটা কথাই বলা হয়নি তোমাকে।

লিও ও রাদের মতনই তুমি ছিলে আমার অনুজ।

আমার অন্নেক প্রিয়, অনেক স্নেহের, অন্নেক আদরের ছোট ভাইটি, যেখানেই থাকিস, শান্তিতে থাকিস, আনন্দে থাকিস।

-তোর বড় ভাইয়া।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

প্রামানিক বলেছেন: কষ্ট কথা।

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

ত্রিশোনকু বলেছেন: ঠিক।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮

সায়েল বলেছেন: ৩বার আসছে আপনার পোস্টটি....।

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

ত্রিশোনকু বলেছেন: আমি তো একবারই করিলাম। এর মধ্যে আবার তিনটিতেই মন্তব্য পড়েছে।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কষ্টের স্মৃতি।

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

ত্রিশোনকু বলেছেন: বয়ে বেড়ানো যায় না।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫

আরাফআহনাফ বলেছেন: কষ্ট আজীবনের, চাপা কস্ট।

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

ত্রিশোনকু বলেছেন: শতভাগ সহমত।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

উল্টা দূরবীন বলেছেন: গুমোট কষ্টের স্মৃতি।

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

ত্রিশোনকু বলেছেন: হুম।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

আহমেদ জী এস বলেছেন: ত্রিশোনকু ,



এমন কষ্টকর ব্যথা যেন আর কারো ভাগ্যে নসিব না হয় !

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৮

মেরিনার বলেছেন: আপনি কে আমি জানি না, তবে এনায়েতের জন্যই আমি প্রথম ব্লগে পদার্পন করি। আমার এই লেখাটাও এনায়েতের জন্য:
view this link

আপনি যা লিখেছেন তাতে এনায়েতের কোন কল্যাণ নেই - কল্যান শুধুই দোয়াতে - দোয়া করুন আল্লাহ্ যেন তাকে ক্ষমা করেন এবং শহীদ হিসাবে কবুল করেন।

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

ত্রিশোনকু বলেছেন: আমি স্মৃতি চারণ করছি মেরিনার।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫

মেরিনার বলেছেন: পুনশ্চ:
যতদূর মনে পড়ে, আর্টিলারী স্কুল ও সেন্টারে সে ২ বার ছিল। প্রথমবার অনেক ঘন ঘন যাওয়া হতো, আর তখন তার সাথে যারা উঠতো বসতো তাদের চিনতাম...মঞ্জুর, বেগ আরো অনেকে। দ্বিতীয়বার তার বাসায় গিয়েছি, থেকেছি - কিন্তু কাদের সাথে তার খুব সখ্যতা ছিল সেটা এখন আর মনে করতে পারি না। আজকের আগে, সম্ভবত ২০১০-এ আপনার লেখায় সাঁতারের ঘটনাটা পড়েছি, আর ভাবতে চেষ্টা করেছি আপনি কে? আপনি এই ব্লগের খুব জনপ্রিয় লেখক সেটা জানি, তবে আপনি ও আমি সম্পূর্ণ ভিন্ন জগতের কথা লিখি (লিখি বললে ভুল হবে, লিখতাম বলাটাই ভালো) - শুধু বিডিআর হত্যাকান্ডের ব্যাপারটাই বোধ করি কমন! উপরে আপনাকে যে লিংকটা দিয়েছি সেটার প্রথম প্রকাশ প্রথম বার্ষিকীতে(দেখুন: view this link - যদিও আমি বার্ষিকীর কনসেপ্টে বিশ্বাসী নই! এনায়েতের বড় ভাই একজনই, তবু আপনি যেভাবে নিজেকে বড়ভাই বলে দাবী করেছেন, তাতে বোঝা যায় তাকে কত স্নেহ করতেন আপনি! আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দিন!!

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

ত্রিশোনকু বলেছেন: প্রথমবারের।

আমার নাম আপনার লেখায় এসেছে।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫

আবু শাকিল বলেছেন: ত্রিশোনকু দা আপনার পোষ্টটি ৩ বার এসেছে।

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

ত্রিশোনকু বলেছেন: সঠিক।
সমস্যা হ'ল তিনটিতেই মন্তব্য এসেছে।

১০| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০০

ত্রিশোনকু বলেছেন: হুম।

১১| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১১

ত্রিশোনকু বলেছেন: হুম।

১২| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

ত্রিশোনকু বলেছেন: আবার মন্তব্যও তিনটাতে। দেখি কি করা যায়।

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

ত্রিশোনকু বলেছেন: খুব বেশী।

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

ত্রিশোনকু বলেছেন: খুব।

১৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

ত্রিশোনকু বলেছেন: খুব।

১৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২২

ত্রিশোনকু বলেছেন: খুব বেশী।

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

ত্রিশোনকু বলেছেন: খুব বেশী কষ্টের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.