নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

তুমি তো কংক্রিট আর ইস্পাত!

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৫

কারুকাজ,
কারুর খাজ বা ভাঁজ
সব মিলিয়ে অসহ্য আনন্দ।

তাঁতের বসত ঘ্রাণ,
তুমুল মেশার উল্লাস।

কিম্বা শুধুই ঠোঁটাঠুঁটি
আর শরীরের বিভিন্ন রেশম চুলে
মুখ ডোবানো।

কিম্বা,

বলে ওঠা,
দেবী,
উঠে বসোতো একটু
সোজা হয়ে
মোড়ানো পায়ে
মাথা রাখি।

আর নাহয়
ডেফনির মতন
তীর হাতে আদেশ করো
আমি তাড়িয়ে আনি
হরিণের দল।

আমি যে প্রতি প্রত্যুষে
খুঁজি তোমার সোঁদা ঘ্রাণ,

অথচ,

তুমি মৃত্তিকা নও,
কংক্রিট আর ইস্পাত ।

- ত্রিশোনকু। ২১ শে সেপ্টেম্বর, রাত
বারোটা পঁচিশ, বনানী।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫০

সনেট কবি বলেছেন: জটিল!

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০২

বার্ণিক বলেছেন: বুঝি নাই।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

চিটাগং এক্সপ্রেস বলেছেন: কবিতা ভাল লেগেছে।
আপনার নামটা পরিচিত মনে হচ্ছে। চট্টগ্রাম সেনাবিদ্রোহ নামে আপনার কি কোন বই আছে

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: এখন আর কেউ দেবী নেই। সব পিশাচ হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.