নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

প্রবৃতি তাড়িত অভাজন

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩১



ক্যামু, টলস্টয়, সুনীল বা মান্টোর একটি বই
নির্জন নীল সমুদ্রতটে সৈকত-ছাতার ছায়াতল, সাথে,
স্বল্পবসনা রূপসীর সাহচার্য
আর পাত্র তিনেক জারিত রক্তিম দ্রাক্ষা রস।

আমি এর চেয়ে বেশী কিছু চাইনি কখনো
তাছাড়া, আর কিছু দিয়ে করবোই বা কি?

আমি যে প্রবৃতি তাড়িত এক অভাজন
যার শতভাগ সহজাত।

আমি ডুবি দক্ষ গল্পকারের সৃষ্টির ভেতর,
সমুদ্রের নীল রঙ এ,
অগ্নিজলের পেয়ালাতে,
আর,
আহ,
রূপসীর ব্রিড়া আর সৈষ্ঠবে।

আমার ভাসতে ইচ্ছে করে না কখনোই
যখন ভাসতে হয়ই,
এমন হয় যেন আমি ডাংগার মাছ।

আমার জীবন এই চৌমাত্রিকতাতেই।

আমি যে ইন্দ্রিয় পরায়ন অভাজন, অতি।



২৫ নভেম্বর, ২০১৯, আই ডি বি ভবন, সকাল সাড়ে দশটা ।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৭

রুমী ইয়াসমীন বলেছেন: ভালো লাগলো খুব কবিতার শব্দচয়ন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৮

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ, ইয়াসমীন।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০২

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ও সাবলীল লেখনী।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৮

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ নেওয়াজ।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বহুদিন পর এলেন বস। এর আগে শচীন কর্তার একটা গান দিয়েছিলেন, যদ্দূর মনে পড়ে।

যা চেয়েছেন, তাই তো সবটুকু, তা পেয়ে গেলে আর বেশি কিছু চাওয়ার থাকে না।

কবিতায় ভালো লাগা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৯

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ ধুলোবালিছাই।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: বেশ লাগল কবিতাখানি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১০

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ রাজীব।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুণ লিখেছেন। শুভ কামনা রইলো

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১১

ত্রিশোনকু বলেছেন: কৃতজ্ঞতা কবি।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৭

আহমেদ জী এস বলেছেন: ত্রিশোনকু,




সুন্দর কবিতা বলতেই হবে। ইন্দ্রিয়জ !

তবে ক্যামু-টলষ্টয়-মান্টোর বই সাথে থাকলে স্বল্পবসনা রূপসীর সাহচর্য লাভের প্রবৃত্তি হবার কথা নয়। বোদলেয়ার, হ্যারল্ড রবিনস হলে চলতো।
আর জারিত দ্রাক্ষারস ? সে তো খৈয়াম পড়লে তা চেখে দেখার প্রবৃত্তি হতে পারতো! :||

যাক, অনেকদিন পরে এলেন। শুভেচ্ছা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৬

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ আহমেদ।

তবে, সাদত হাসান মান্টোর নামে অশ্লীলতার অভিযুক্ত হয়েছিল একাধিক বার।

তার বক্তব্য ছিল "''If you find my stories dirty, the society you are living in is dirty. With my stories, I only expose the truth.''"

আর হ্যাঁ ওমর খাইয়ামের রুবাই থেকে এই কবতা অনুপ্রাণিত:

"A Book of Verses underneath the Bough,
A Jug of Wine, a Loaf of Bread--and Thou
Beside me singing in the Wilderness--
Oh, Wilderness were Paradise enow!"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.