নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

হাটেত্থে আনতাম আমি

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৮

হাটেত্থে আনতাম আমি হাওয়াই মিঠাই
তিনখান খাইয়া কইতা আমার আরো চাই
কান্দনে বইতা তুমি পুতুলের দিয়া বিয়া
তোমার কান্দন থামাইতাম আমি পায়ে আলতা দিয়া।
বাপেতে দাবাড় দিলে মায়েতে পিটন
কষ্ট হইতো তুমি যে মোর সাত রাজার ধন।

তোমার জন্যে রাখছিলাম লাল কালো রতি
আমার কিইবা সাইধ্য আছে দেই হিরা মোতি।
মেলা থেকে আনছিলাম আলতা আর চুড়ি
সাথে আরো কিনছিলাম কড়ি এক কুড়ি।
বাঁশ বনেতে করলা দেখা গেলা সব নিয়া
পরের দিনইই করলা তুমি আক্কাসেরে বিয়া।

বলছিলা আমারে তুমি ভালবাসো যবর
ক্যামনে তাইলে করতে আছ তুমি পরের ঘর।
আমি অহন বিদিশ হইয়া বনে বাদায় ঘুরি,
আমারে কেরে হাফসোল দিলা ছলিমুদ্দির পুরি?

আক্কাসের তিন বউ আছে তুমি হইবা চাইর
কে বাঁচাইবো তোমারেতে খাইলে হ্যাতের মাইর।

-ত্রিশোনকু, উত্তরা, ০৮/১২/২০১৯, সকাল ৯:৫০

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: অন্য রকম কবিতা!!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৬

ত্রিশোনকু বলেছেন: ভারতের খ্যাতিমান্ন কবি অরুন্ধতি সুব্রামানিয়ামকে আমি একবার জনসমক্ষে জিজ্ঞেস করেছিলাম এই যে আপনি কবিতা লেখেন এগুলো কিচ কবিতা হয়? আপনি তো প্রেম নিয়ে লেখেন ন্না।

কবিতা তো প্রেমের প্রকাশের জন্যেই মূলত।

তা ভগবৎ প্রেম (ধর্ম গ্রন্থগুলো) হোক বা মানব প্রেম।

জ্বালাময়ী কবিতা তো আমার মনে হয় কমউনিস্ট মেনিফেস্টো।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৯

রুমী ইয়াসমীন বলেছেন: আঞ্চলিক ভাষার অন্যরকম কবিতা পড়ে ভালোই লাগলো।

শুভকামনা ও শুভেচ্ছা রইলো...

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ ইয়াসমীন।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহা। লাস্ট দুই লাইনে যাইয়া তো আমি মারা যাইতেছিলাম :)

আমি ভাবতেছিলাম, আক্কাসের কী অবস্থা হইব, যদি চাইর বউ মিলে তার উপর মাউন্ট হয় :)

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা কিন্তু ভালো লেগেছে বস। নিয়মিত হোন, মজা হবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪

ত্রিশোনকু বলেছেন: াহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা।

কেমন আছেন অনেক কালের বন্ধু?

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৩

অজ্ঞ বালক বলেছেন: তুখোড় তুখোড়! দারুন লিখছেন বস!

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৭

ত্রিশোনকু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১০

শামছুল ইসলাম বলেছেন: কবিতার রসাস্বাদন করে প্রীত হলাম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৮

ত্রিশোনকু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ইসলাম।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১

নেওয়াজ আলি বলেছেন: দারুণ এক অনুভুতি ,বেশ ভালো লাগলো ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯

ত্রিশোনকু বলেছেন: আপনাকে ধন্যবাদ অনেক নেওয়াজ।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ, রম্যভাবটা ভালো লাগছে

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১

ত্রিশোনকু বলেছেন: কৃতজ্ঞতা আপনাকে রাজপুত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.