নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

স্যাপিওসেক্সুয়াল

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৭

তুমি আমার বন্ধু হয়ে জানালে ফেইসবুকে
তুমি স্যাপিওসেক্সুয়াল
আমি তাত্তাড়ি অন্তর্জাল ঘেঁটে বের করলাম তার অর্থ।

আমি এক এলেবেলে পাবলিক,
বুদ্ধিও সাধারণ অতি,
খেতে ভালবাসি ভালমন্দ
বুদ্ধির চর্চা করিইনা কখনোই
আমি রীতমত ভয় পেয়ে গেলাম,
তুম নিশ্চয়ই বুদ্ধিমান প্রানী খুঁজছ।

আ্মি কিভাবে তোমার চাহিদা পূরণ করি!
আমার নিদ্রা, নৃত্য, সংগীত, জারিত দ্রাক্ষা
আর প্রিয়দর্শিনীর সংগই আমার পৃথিবী।

আমি আর তোমার পোস্টে লাইক দেইনা
মন্তব্য করিনা, এই ভয়ে যে আমার মন্তব্যেই
তুমি বুঝে নেবে যে আমি অঘা মাল,
তোমার লেখা আমার কাছে হিব্রু বা গ্রিক।

তুমি আমাকে নক করো, আমি ভয় পাই।
তোমার তিন বাক্যের উত্তর দেই আমি এক সিলেবেলে।

একদিন আমাকে খুর রেগে গিয়ে জিজ্ঞেস করলে
তুমি কি যথেষ্ঠ রূপসী নও যে আমি এডিয়ে যাই তোমাকে?

আমি স্বীকার করলাম তুমি অপরূপা,
যে কোন প্রিন্স চার্মিংয়ের স্বপ্নের অপ্সরা।
শুধু আমারই কোন বুদ্ধিবৃত্তিক চর্চা নেই।

২৫/১১/১৯, কালসি, সন্ধ্যা ৭:৩৫

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

হাসিও পেলো

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২১

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ :) ফাতেমা।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: শিরোণামটা কি বদলে দেওয়া যায়?

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৫

সাইন বোর্ড বলেছেন: অনুভূতির সহজ প্রকাশ পাঠককে শেষ পর্যন্ত নিয়ে যায় ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪১

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ সাইন বোর্ড।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


ম্যাঁওপ্যাঁও?

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০০

অজ্ঞ বালক বলেছেন: গত কয়েক বছর ধইরা এই এক শব্দের ব্যবহার এত বেড়ে গেছে যেটা বলার মত না। ভালো লিখছেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

ত্রিশোনকু বলেছেন: :#) :#) :#) :#) :#) :#) :#) :#)

ধন্যবাদ।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৩

নেওয়াজ আলি বলেছেন: অপরূপ লেখা

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ নেওয়াজ।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন এক কাব্য রচনা ।ভালো লাগল ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৬

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ মামা।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৭

গরল বলেছেন: দাদা অনেক দিন পর ব্লগে, ফেসবুকেও অনেক দিন অনুপস্থিত ছিলেন। অসুস্থ ছিলেন নাকি?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৯

ত্রিশোনকু বলেছেন: অসুস্থ নয়।

এখন ব্লগে খুব কম লেখা হয়। অনেক বছর ধরে।

বাড়ানোর চেষ্টায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.