নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেলিম রেজা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সয়েল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে অধ্যায়নরত । ওয়েব: http://tselimrezaa.wordpress.com

এক্স রে

সেলিম রেজা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সয়েল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে অধ্যায়নরত ।

এক্স রে › বিস্তারিত পোস্টঃ

এরশাদোলজি (রম্য)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৭

বিশিষ্ট রাজনীতিবিদ, নারীদরদীয়া প্রেমিক পুরুষ আলহাজ হোমিওপ্যাথিক এরশাদ ওরফে পল্টিবাদি লাফাইন্যায়ে ডিগবাজীকে নিয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখায় রীতিমত তোলপাড় শুরু হয়ে গেছে।



আজকের আলোচনা অজ্ঞানে বিজ্ঞানে সজ্ঞানী এরশাদ।



পদার্থ বিজ্ঞান :

১/বাহ্যিক কোনো আল্টিমেটাম না দিলে এরশাদ চিরকাল এরশাদই থাকবে এবং তার মতামতের পরিবর্তনের হার সুষম গতিতে চলতে থাকবে।



২/এরশাদের মতামতের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত নারী প্রভাব ও অর্থপ্রভাবের সমানুপাতিক। নারী ও অর্থ যেদিকে ক্রিয়া করে এরশাদের মতামতের পরিবর্তনও সেই দিকে ঘটে।



৩/এরশাদের প্রত্যেক মন্তব্যেরই একটি সমান এবং বিপরীতমুখী মন্তব্য আছে ।



৪/সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোন পল্টিবাজি লক্ষ্য করা যায় তখন তাকে এরশাদীয় পল্টি বলে।



৫/একক সময়ে পরিবর্তিত সিদ্ধান্তকেই পল্টিবাজি বলে



৬/বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলই এরশাদ কে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণের মান এরশাদের দ্বিমুখী মন্তব্যের গুণফলের সমানুপাতিক এবং মন্তব্যদ্বয়ের মধ্যবর্তী তফাতের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই আকর্ষণ মন্তব্যদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে ।



৭/এরশাদের সিদ্ধান্ত বা পল্টিবাজী হচ্ছে একপ্রকার রাজনৈতিক অবস্থা যা নির্ধারণ করে এরশাদ কোনো রাজনৈতিক দলের সংস্পর্শে যাবে কি যাবে না।



রসায়ন

১/এরশাদের সিদ্ধান্ত সাম্যাবস্থায় উপনীত হলে সেটা সম্মুখ এবং পশ্চাত উভয়দিকে ধাবিত হয় এবং এই ধাবিত হওয়ার গতি এত বেশি থাকে যে বোঝা যায় না উনি কোনদিকে।



২/পর্যায় সারনীর ৪২০নাম্বার মৌল(অবস্থান্তর) এরশাদের(Er) যোজনী নিয়ে বিজ্ঞানীরা বিপাকে।



৩/কার্বনের চেয়েও বহুরূপী মৌল এরশাদ(Er)



জীব বিজ্ঞান

১/এরশাদের দেহে আরো বাড়তি ১২ জোড়া ক্রোমোজম পাওয়া গেছে। এই বাড়তি ১২জোড়া ক্রোমোজম হল XY বাদে A-Z । তার চরিত্রের জন্য এই বাড়তি ক্রোমোজম কেই দায়ী করা হচ্ছে। বাড়তি ক্রোমোজম কেমনে ঢুকল বুইঝা লন :-P



২/ভাইরাস এবং এরশাদের ধর্ম এক। ভাইরাস জীব না জড় এটা নিয়ে যেমন সন্দেহ আছে তেমনি……



৩/এরশাদের মাঝে বিপরীত বৈশিষ্টের #ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং সিদ্ধান্ত গ্রহণের সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়।



৪/বিজ্ঞানের যে শাখায় এরশাদের প্রেম ভালোবাসা, রাজনীতি, মতামত ইত্যাদী নিয়ে আলোচনা করা হয় তাকে #এরশাদোলজি বলে।



গণিত

১/সমকামী(সমকোনী) এরশাদের পল্টির(p) বর্গ তার অপর দুই সম্পদ নারী(w) এবং অর্থের(m) পল্টির বর্গের যোগফলের সমান। অর্থাত p^2=w^2+m^2





উল্লেখ্য নোবেল কমিটি আগামী বছর থেকে এরশাদোলজির উপর পুরস্কার দেবে। সো দ্রুত এরশাদোলজি শিখুন পল্টিবাজির স্বাদ নিন।



আমি চিপায় গেলাম :-P

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

নিজাম বলেছেন: অতি সুন্দর, বুদ্ধিমান ও মজার রম্য রচনা। সাধারণত এমন বৈজ্ঞানিক মেধা দিয়ে রচনা করা দূরহ। এসবের মাধ্যমে এরশাদের চরিত্র বিচিত্রভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

এক্স রে বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় নিজ+আম ভাইয়া। প্রথমে ভয় পেয়েছিলাম এই ভেবে কেউ হয়ত এটা পড়বে না। গতকাল ফিজিক্স পড়তে পড়তে এটা লিখে ফেলি। এখন সূত্রগুলোও একেবারে নখদর্পনে চলে এসেছে। ভালো থাকবেন ভাইয়া :-)

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

নিউক্লিয়াসে অবস্থানরত ইলেক্ট্রন বলেছেন: হাহাপগে :v এরশাদ কে এইভাবে পচালেন

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

এক্স রে বলেছেন: অনেক ধন্যবাদ ইলেক্ট্রন ভাইয়া। ঠিক পচানি না। একটু মজা করলাম আর কি। ভালো থাকবেন :-) ক

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

মশিকুর বলেছেন:
মানুষের বৈজ্ঞানিক নাম> homo sapiens
এরশাদের বৈজ্ঞানিক নাম> homo ershad

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

এক্স রে বলেছেন: homo ershad আন্ডারলাইন্ড ;-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.