নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেলিম রেজা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সয়েল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে অধ্যায়নরত । ওয়েব: http://tselimrezaa.wordpress.com

এক্স রে

সেলিম রেজা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সয়েল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে অধ্যায়নরত ।

এক্স রে › বিস্তারিত পোস্টঃ

অগ্নি | মুভি রিভিউ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪

যেহেতু ভ্যালেন্টাইনস ডে, তাই শঙ্কা ছিল সিনেমা হলে অধিকাংশই জোড়ায় জোড়ায় থাকবে । তাই বন্ধুকে বোরকা পরিয়ে হলে নিয়ে যেতে চেয়েছিলাম। বন্ধুকে এই অফার টা দিতেই দিলো একটা থাবড়া। তাই তাকে বোরকা পরানোর প্ল্যান থেকে পিছু হটলাম। কিন্তু হলে ঢুকেই চোখ ছানাবড়া। সবাই দেখি জোড়ায় জোড়ায়! :-/ এতগুলো জোড়ার ভিতর আমরা দুই নাদান অসহায় :-/ এই অসহায়ত্ব নিয়েই দেখা শুরু করলাম ইফতেখার চৌধুরীর সিনেমা অগ্নি। পাশে বসে থাকা জোড়ার ছেলেটা বলে উঠলো, "উফ মাহি! আমার জান"। সে হয়তো ভুলে গিয়েছিল গার্লফ্রেন্ডের সাথে এসেছে। গার্লফ্রেন্ডের হাতে বাড়ি খাওয়ার পর চুপ হয়ে গেল। যাক গার্লফ্রেন্ড ছাড়া আসার একটা সুবিধা উপলব্ধি করলাম। অগ্নি সিনেমা টা মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল। সেই সুবাদে হয়ত হল ছিল হাউজফুল।



কাহিনী সংক্ষেপ:



তানিশা (মাহিয়া মাহী) তার বাবা মা হত্যার প্রতিশোধ নেয়ার জন্য কামালের আস্তানায় ঢুকে তাকে হত্যা করে। কিন্তু বাকি হত্যাকারীদের খুজে পেতে তাকি পাড়ি জমাতে হয় থাইল্যান্ডে। থাইল্যান্ডে গিয়েই তানিশা ছদ্মবেশ ধারন করে। এদিকে কামালের মৃত্যূর খবর গুলজার (আলীরাজ) এর কানে যায়। গুলজারই তানিশার বাবার মূল হত্যাকারী। গুলজার তানিশা কে মারার জন্য ড্রাগন(আরেফিন শুভ) কে পাঠায়। কিন্তু ড্রাগনের চোখ কে ফাকি দিয়েই তানিশা ডন কে ছুরিকাঘাত করে। তানিশা ড্রাগনের মামা কাবিলার বাসা ভাড়া নেয়। ড্রাগন তানিশার প্রেমে পড়ে যায়। কিন্তু ড্রাগন জানতো না তানিশা ছদ্মবেশি কিলার এবং তাদেরই কিলার যাদের ড্রাগন নিরাপত্তা দেয়। ড্রাগনের সেফ হাউজ থেকেই তানিশা ডন কে মেরে ফেলে। ডন কে মারার পর তানিশার পরবর্তী টার্গেট হয় শিবা সানু। শিবা সানু কে মারার পরপরই ড্রাগন টের পেয়ে যায় তানিশা ছদ্মবেশি কিলার্। এদিকে হায়দার(মিশা সওদাগর) ও গুলজার জেনে যায় তানিশাই ছদ্মবেশি কিলার এবং সে ড্রাগনের প্রেমিকা। হায়দার লোক পাঠায় ড্রাগন কে মারার জন্য। কিন্তু তারা ড্রাগন কে না মারতে পেরে তার মামা মামিকে মেরে ফেলে। শেষদিকে তানিশা এবং ড্রাগন এক হয়ে গুলজার ও হায়দার কে হত্যা করে।



যা ভালো লেগেছে:



সিনেমার সবচেয়ে ভালো দিক এর এ্যাকশন দৃশ্যগুলো। কামাল কে মারার দৃশ্যটুকু, আরেফিন শুভর সাথে মাহীর স্পীডবোট চেজিং, গুলজার ও হায়দার কে মারার এ্যাকশন দৃশ্য ইত্যাদি প্রতিটি এ্যাকশন দৃশ্যই দর্শকের ভালো লাগবে। সিনেমার কাহিনীতেও গতি ছিল বলা যায়। সিনেমার চিত্রায়ন, উপস্থাপন, এ্যাকশন এবং কাহিনী মিলিয়ে ভিন্ন স্বাদ পাওয়া যাবে এটা নিশ্চিত। শুভর সাথে মাহীর রোমান্টিক কমেডি গুলো যথেষ্ট উপভোগ্য ছিল। শুভ যতবারই পিস্তল বের করছিল ততবারই মাহির সামনে চলে আসা এবং চিতকার দর্শকদের আনন্দ দিয়েছে। ফুলের বদলে পিস্তল নিয়ে মাহির পেছনে ছোটা, লিফটে মামা তেলাপোকা কম দিল কিনা সংবলিত দৃশ্যগুলো ভালো ছিল। শিশুশিল্পী পূজার অভিনয় বেশ সাবলীল ছিল। পূজা তানিশার ছোটবেলার সাহসী চরিত্রটি বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে। শুভ এবং মাহীর অভিনয় ভালো ছিল। প্রতিটা গানই শ্রুতিমধুর ছিল। ডলবি ডিজিটাল সাউন্ড, ঝকঝকে কালার, লোকেশন সবকিছু মিলিয়ে এটাকে ভালো সিনেমা বলাই যায়।



যা ভালো লাগেনি:



সিনেমাটিতে ভালো না লাগার মত অংশ খুব কম ছিল। সাধারন দর্শকের দৃষ্টিতে ত্রুটি ধরা নাও পড়তে পারে। বোঝা যাচ্ছিল সবাইকে মারার পরই সিনেমা শেষ হয়ে যাবে। এর ভেতরে আরেকটু বৈচিত্র আনলে ভালো হত। প্রথমদিকে কামালের অতিমাত্রায় খসখসে গলা ভালো লাগার মত ছিল না। যেহেতু এ্যাকশন থ্রিলার সিনেমা, তাই শেষ দিকের মারামারি আরেকটু চমকপ্রদ করা উচিত ছিল। কিছু জায়গায় আরেফিন শুভকে কাঁদো কাঁদো ভাবে উপস্থাপন করাটা বেমানান লেগেছে।





পরিচালক- ইফতেখার চৌধুরী

প্রযোজক- শিষ মনোয়ার

রচয়িতা- এ যে বাবু

অভিনয়- মাহিয়া মাহী,

আরেফিন শুভ, আলিরাজ, মিশা সওদাগর, কাবিলা, ডন, শিবা সানু, ড্যানি সিডাক, ইফতেখার চৌধুরী।

সম্পাদক- তৌহিদ হোসেইন

চৌধুরী

স্টুডিও- জাজ মাল্টিমিডিয়া

বণ্টনকারী- জাজ মাল্টিমিডিয়া

মুক্তি- ফেব্রুয়ারি ১৪ , ২০১৪



অগ্নি বাংলা সিনেমার জন্য আশাজাগানিয়া একটি সিনেমা। বাংলা সিনেমার সুদিনের বার্তা বহন করে। এই ধরনের কিংবা এর চাইতে ভালো সিনেমা তৈরি হলেই সিনেমা শিল্প চাঙ্গা হয়ে উঠবে সেটা বলার অপেক্ষা রাখে না ।

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

নোমান১৯৯২ বলেছেন: দেখা লাগবে। অনেক দিন ধরেই অপেক্ষা করছি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

এক্স রে বলেছেন: সময় করে দেখে ফেলুন। বেশ ভালোই লাগবে আশা করি :-)

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৫

কাশেম খান বলেছেন: কালকেই দেখব...
এগিয়ে যাক আমাদের চলচিত্র :) :) :) :) :) :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

এক্স রে বলেছেন: দেখে ফেলুন। এগিয়ে যাক আমাদের সিনেমা :-)

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অগ্নি বাংলা সিনেমার জন্য আশাজাগানিয়া একটি সিনেমা। বাংলা সিনেমার সুদিনের বার্তা বহন করে। এই ধরনের কিংবা এর চাইতে ভালো সিনেমা তৈরি হলেই সিনেমা শিল্প চাঙ্গা হয়ে উঠবে সেটা বলার অপেক্ষা রাখে না ।
ট্রেইলার দেখেই ভেবেছিলাম বেশ হবে , মনে মনে ঠিক করে রেখেছিলাম সবার আগে রিভিউ লিখুম ! ট্রেইলার দেখে যেমন ভেবেছিলাম আপনার রিভিউ পড়ে তেমনই মনে হচ্ছে !

এর আগে চোরাবালী দেখেই বলেছিলাম বাংলা ছবি পথ খুঁজে পেয়েছে , টেকনোলজি , সৃজনশীলতা আর অভিনয় শৈলী সব একসাথে লাগে !
ধন্যবাদ আপনাকে পোষ্ট টি দেয়ার জন্য !
এনিওয়ে ঢাকায় কোন হলে চলছে , সিনেপ্লেক্সের সাইট ঘুরে এলাম , কিছউ দেখলাম না , আজকেই দেখতে চাচ্ছি !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮

এক্স রে বলেছেন: ধন্যবাদ ভাইয়া। বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে। যদি ধারাবাহিকতা বজায় রাখা যায় তবে অনেকদূর যেতে পারবে আমাদের সিনেমা।

শুনলাম ঢাকার অধিকাংশ হলেই নাকি চলছে। সিনেপ্লেক্সে না চললে হল গুলোতে খোজ করে দেখতে পারেন অভি ভাইয়া

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩০

দি সুফি বলেছেন: বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। কিন্তু অভিনয় গুণ এবং পরিচালনা খুব একটা ভালো হচ্ছে না। কাহিনীর পাশাপাশী অভিনয়টাই মূখ্য। ট্রেইলার দেখে মনে হয়েছে আর দশটা সাধারন মানের বাংলা ছবির মত বাজে অভিনয়, এক্সপ্রেশন।
আশা করছি ধীরে ধীরে এগুলোও ঠিক হয়ে যাবে।
মুভি রিভিউতে যদি পুরো কাহিনীই লিখে ফেলেন, তাহলে যারা মুভিটি দেখেনি তার দেখার আগ্রহ হারিয়ে ফেলবে। এমনিতে লেখা বেশ প্রাঞ্জল :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

এক্স রে বলেছেন: হ্যা অভিনয় এবং কাহিনীই মূখ্য। তবে অন্যান্য বাংলা সিনেমায় অভিনয় টা আরো আনাড়ি হয়। ছোট ছোট চরিত্রের শিল্পীদের অভিনয় একেবারেই ধরা যায়। অভিনয় যদি প্রানবন্ত নাও হয় তবুও বলব অন্যান্য সিনেমা থেকে এগিয়ে রাখা যায়। আশা করি সবকিছুতেই উন্নতি হবে।

আমার কাছে মনে হয়েছিল পুরো কাহিনী লিখিনি। ভবিষ্যতে রিভিউ লেখার সময় এই দিক টা নজরে থাকবে :-)

ধন্যবাদ :-)

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৭

নিঃসঙ্গ গাংচিল বলেছেন: দেখার ইচ্ছে ট্রেইলর দেখেই ছিল। আপনার রিভিউ পরে বুজলাম দেখতেই হবে। আশা করি আশাহত হব না।

এগিয়ে যাক আমাদের সিনেমা.।।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০২

এক্স রে বলেছেন: দেখে ফেলুন। আমি দেখার সময় পুরো হল মুখরিত ছিল। সমালোচকের দৃষ্টিতে দেখলে সব সিনেমারই সমালোচনা করা যায়। দর্শকের দৃষ্টিতে দেখলে ভালো লাগবে :-)

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D :D


প্রথম প্যারাডা জোস হইছে ........ ভাবী মুভি থিয়েটারে যায় নাই ক্যা? :P

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০২

এক্স রে বলেছেন: এইগুলা কইয়া লজ্জা দাও ক্যান? :-P ভাবি কি জিনিস সেইটাই তো বুঝলাম না। ন

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৩

তাসজিদ বলেছেন: ভাল উদ্যোগ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪

এক্স রে বলেছেন: ধন্যবাদ :-)

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

চিরতার রস বলেছেন: মাহীরে ভালা পাই। হ্যারে দেকলেই কলিজায় ব্যাথা শুরু অয় B-)) B-)) B-))

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪

এক্স রে বলেছেন: খবরদার গার্লফ্রেন্ড এর সামনে মাহীর কথা কইয়েন না। থাবড়াও খাওয়া লাগতে পারে :-P

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৯

ডট কম ০০৯ বলেছেন: উফ মাহি!! ;) B-) :-B

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫

এক্স রে বলেছেন: উফ মাহী! কত পোলাই না থাবড়া খাইছে :-P

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫

মামুন রশিদ বলেছেন: বাংলা সিনেমা তার দ্যুতি ফিরে পাক । রিভিউ মজার হইছে ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬

এক্স রে বলেছেন: বাংলা সিনেমা তার দ্যূতি ফিরে পাক।

ধন্যবাদ মামুন ভাইয়া :-)

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯

অনন্ত আরেফিন বলেছেন: হলে গিয়ে দেখার ইচ্ছা আছে, কিন্তু সঙ্গী পাচ্ছিনা বলে এখনো দেখা হচ্ছেনা, তবে দেখে ফেলবো দু এক দিনের মধ্যে আশা করছি, রিভিউ ভালো লেগেছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০

এক্স রে বলেছেন: সময়, সুযোগ, সঙ্গী পেলে দেখে নিয়েন।

ধন্যবাদ :-)

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫

উদাস কিশোর বলেছেন: রিভিউ পড়ে দেখারও সাধ জাগছ :P

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

এক্স রে বলেছেন: সময়, সুযোগ, সঙ্গী(অপশনাল :-P ) পেলে দেখে নিয়েন। বাংলা সিনেমার জয় হোক

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: ট্রেইলার দেখেই মুভি দেখার আগ্রহ চলে গেছে। সাড়ে তিন মিনিটের ট্রেইলারে পুরা কাহিনী দেখায় দিছে। তারপরও দেখব।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

এক্স রে বলেছেন: ট্রেইলার টা অনেকের কাছেই আকর্ষনীয় লেগেছে। সিনেমা টা দেখে নিতে পারেন :-)

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৪

ভষ্ম মানব বলেছেন: বহুল কাঙ্খিত ছবি অগ্নি মূলত Colombiana র বাংলাদেশ সংস্করণ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫১

এক্স রে বলেছেন: এই ব্যপার টা জানা ছিল না। স্ক্রিপ্ট রাইটার এ যে বাবু বলে শঙ্কা টা ছিল :-(

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: কাহিনীতে তো নতুন কিছু নাই! সেই পুরানা জিনিস

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯

এক্স রে বলেছেন: আর দশটা বাংলা সিনেমা থেকে আলাদাই লেগেছিল :-(

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০৫

শান্তির দেবদূত বলেছেন: নেটে পাওয়া যাবে কবে থেকে বলেন :) কাহিনী গতানুগতিক মনে হচ্ছে, তবে বাংলা ছবি প্রমোটের জন্যে হলেও দেখতে হবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮

এক্স রে বলেছেন: গতানুগতিক এর থেকে একটু বাইরেও বলা যায়, অলরেডি এটা ১২-১৩কোটির বেশি আয় করে ফেলেছে সম্ভবত। নেটে পেতে একটু দেরি হবে। কেবল দু সপ্তাহ হল রিলিজ হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.