নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেলিম রেজা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সয়েল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে অধ্যায়নরত । ওয়েব: http://tselimrezaa.wordpress.com

এক্স রে

সেলিম রেজা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সয়েল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে অধ্যায়নরত ।

এক্স রে › বিস্তারিত পোস্টঃ

একটি লুঙ্গী ভাবনা (রম্য)

১২ ই মে, ২০১৪ সকাল ৯:৩১

লুঙ্গী খুবই উপকারী, আরামদায়ক,

বিচিত্র এবং বিপজ্জনক পোশাক। লুঙ্গীতে কোনো চেইন কিংবা হুক নেই। এতে কোনো ইলাস্টিকও নেই। লুঙ্গী পরার জন্য কোনো বেইল্ট লাগে না। এক বিশেষ ধরণের গিট্টু দিয়ে লুঙ্গী পরতে হয়। যদি কোনো লুঙ্গী তে চেইন কিংবা হুক থাকে তবে সেটা আসল লুঙ্গী নয়। তাই কেনার সময় এই দিক টা তে খেয়াল রাখতে হবে।



গঠন শৈলির সরলতার দিক দিয়ে ওড়নার পরই লুঙ্গীর অবস্থান। তবে অনেক মেয়েই ওড়না যথাস্থানে রাখে না কিংবা ওড়না পরেই না। কিন্তু লুঙ্গী পরিধান কারীকে অবশ্যই লুঙ্গী যথাস্থানে রাখতে হবে। লুঙ্গী কে কাছা মেরেও পরা যায়। তখন সেটা গিট্টুওয়ালা হাফপ্যান্টের ন্যায় কাজ করে।



লুঙ্গী নিয়ে ড্যান্সও তৈরি হয়ে গেছে। একে লুঙ্গী ড্যান্স বলে। তবে লুঙ্গী ড্যান্স দেয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। অসতর্ক হলে ড্যান্স চলবে ঠিকই কিন্তু লুঙ্গী থাকবে না।



লুঙ্গী একটি সিলিন্ডার কিংবা পাইপ আকৃতির পোশাক। মেয়েদের স্কার্টের সাথে সাদৃশ্য থাকায় একে ছেলেদের স্কার্টও বলা যায়। লুঙ্গী ও স্কার্টের পার্থক্য হল, লুঙ্গী আগা গোড়াই সমান ব্যসার্ধের হয় কিন্তু স্কার্টের আগাগোড়া সমান ব্যসার্ধের না।



যারা লুঙ্গী পরায় অভ্যস্ত না তারা লুঙ্গী পরলে অবশ্যই ব্যাকআপ রাখতে হবে (সাবধানের মাইর নাই)।

লুঙ্গী তে বাড়তি কিছু ফিচার যুক্ত করতে পারলে এটি হয়ে উঠবে আরো আকর্ষনীয় ও নিরাপদ পোশাক। এই যেমন স্মার্টফোন কিংবা মানিব্যাগ রাখার জন্য পকেট। তাহলে আপনি গার্লফ্রেন্ডের সাথে ডেটিং এও লুঙ্গী পরে যেতে পারবেন। লুঙ্গী তে বেইল্ট লাগাতে পারলে তা আরো নিরাপদ হবে। তাই লুঙ্গী তে বেইল্ট লাগানোর জন্য লুপ রাখা যেতে পারে।



প্রযুক্তির উৎকর্ষতায় অনেক অসাধ্যই সাধন হয়েছে। তাই আমরা আশা করতেই পারি অদূর ভবিষ্যতে লুঙ্গীতে পাসওয়ার্ডের ব্যবহার হবে। তখন পাসওয়ার্ড ছাড়া লুঙ্গী খুলবেই না (পাসওয়ার্ড ভুলে গেলে কিংবা হ্যাক হয়ে গেলে আমারে ধইরেন না :-P )। আমরা চাই অতিসত্ত্বর এন্ড্রয়েড চালিত লুঙ্গী আসুক।



জয় হোক লুঙ্গীর,

গরমে আরামের সঙ্গী,

খিয়ানত শাহ লুঙ্গী।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৪ সকাল ৯:৩৬

আজীব ০০৭ বলেছেন: হা হা হা.................

১২ ই মে, ২০১৪ সকাল ৯:৩৭

এক্স রে বলেছেন: :-D :-D ধন্যবাদ :-)

২| ১২ ই মে, ২০১৪ সকাল ৯:৩৭

বিডি আইডল বলেছেন: এই লেখা লেখকের বিনা অনুমতিতে আমার ফেবুতে কপি পেষ্ট করা হইবে ;)

১২ ই মে, ২০১৪ সকাল ৯:৪০

এক্স রে বলেছেন: অনুমতি না নেয়া সত্ত্বেও লেখক অনুমতি দিয়া দিল :-P

৩| ১২ ই মে, ২০১৪ সকাল ১০:০০

তোমোদাচি বলেছেন: হা হা হা......... =p~ =p~

১২ ই মে, ২০১৪ সকাল ১০:০১

এক্স রে বলেছেন: :-D ধন্যবাদ :-)

৪| ১২ ই মে, ২০১৪ সকাল ১০:০৬

দেশপ্রেমিকা বলেছেন: হাসতি হাসতি মরি গেলাম রে ভাই...।। :#)

আসলেই বড় বিপজ্জনক......। লুঙ্গিতে হুক সিস্টেম চালু করা উচিত...।

১২ ই মে, ২০১৪ সকাল ১০:১৫

এক্স রে বলেছেন: বাজারে অতিসত্ত্বর শক্ত প্রাইভেসী সমৃদ্ধ এন্ড্রয়েড লুঙ্গীর আবির্ভাব হওয়া উচিত

৫| ১২ ই মে, ২০১৪ সকাল ১০:১৩

আম্মানসুরা বলেছেন: হাসতে হাসতে মরে গেলুম =p~ =p~ =p~ =p~

১২ ই মে, ২০১৪ সকাল ১০:১৬

এক্স রে বলেছেন: আম্মানসূরা খুবই ভালো মানুষ ছিলেন :-P

৬| ১২ ই মে, ২০১৪ সকাল ১০:২৬

ব্যাক স্পস বলেছেন: এই লেখা লেখকের বিনা অনুমতিতে আমার ফেবুতে কপি পেষ্ট করা হইবে

১২ ই মে, ২০১৪ সকাল ১০:৩২

এক্স রে বলেছেন: হা হা হা অবশ্যই অবশ্যই :)

৭| ১২ ই মে, ২০১৪ সকাল ১০:৫৯

মোগল সম্রাট বলেছেন: মজা পাইলাম......................

১২ ই মে, ২০১৪ সকাল ১১:০৭

এক্স রে বলেছেন: ধন্যবাদ :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.