নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেলিম রেজা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সয়েল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে অধ্যায়নরত । ওয়েব: http://tselimrezaa.wordpress.com

এক্স রে

সেলিম রেজা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সয়েল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে অধ্যায়নরত ।

এক্স রে › বিস্তারিত পোস্টঃ

বিখ্যাতদের ঈদ ভাবনা (রম্য)

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৫

ঈদের শপিং নিয়ে শুধু আমাদেরই ভাবনা নেই। বিখ্যাত ব্যক্তিরাও ঈদের শপিং নিয়ে ভেবে গেছেন অনেক কিছু। আসুন দেখে নেই কে কি ভেবেছেন।



রবীন্দ্রনাথ ঠাকুর:-



চারিদিকে গিজগিজ মানুষের বরষা।

শপিং মলে ঘুরে বেড়াই, নাহি ভরসা।

রাশি রাশি ভারা ভারা

শপিং করা হল সারা,

গিন্নি কে দেই তাড়া

চলো এবার বাসা

কিনিতে কিনিতে পোশাক ফুরালো টাকা পয়সা।



এতগুলো শপিং ব্যাগ, আমি একেলা।

দুই হাত জুড়ে তারা করিছে খেলা।

গিন্নি কে দেখি একা,

মুখ খানি মেকআপ মাখা

হেটে চলে আঁকাবাকা

সাড়াটি বেলা,

শপিং ব্যাগে ডুবে আমি, হাটি একেলা।





কাজী নজরুল ইসলাম:-



সাম্যের গান গাই -

আমার চক্ষে পাখি-পাঞ্জাবী কোনো ভেদাভেদ নাই।

ঈদে যা-কিছু মহান্ পোশাক চির-

মনোহর

অর্ধেক তার কিনিয়াছে নারী, অর্ধেক তার নর।

ঈদে যা-কিছু এলো নতুন ডিজাইন জর্দ্দা পান সুপারি

অর্ধেক তার পরিয়াছে নর, অর্ধেক তার নারী।

বিদেশী পোশাক বলিয়া কে তোমার পাখিকে করে হেয়-জ্ঞান?

তারে বল, আদি-পোশাক আর নহে,

এখন সব মডার্ন।





সুফিয়া কামাল:-



"হে কবি, নীরব কেন ঈদ যে এসেছে ধরনীতে,

শপিং মলে যাইবে না নাকি পাখি ড্রেস কিনিতে?"

কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-

"দোকানের দুয়ার গেছে কি খুলি?

পাখির দাম কমিয়াছে কি? এসেছে কি নতুন ডিজাইন?

রমনীরা কি পাখির টানে হয়েছে অধীর আকুল?"





ফররুখ আহমদ:-



শপিং শেষ হতে কত দেরী পাঞ্জেরী?

এখনো তোমার কত সময় যাবে লেগে?

পাখি, লুঙ্গী ড্যান্স ওঠেনি কি শপিং ব্যাগে?

তুমি হাটছো দুলে দুলে, আমি ব্যাগ টানি আয়েশ ভুলে;

ঘেমে নেয়ে একাকার, শূণ্য মানিব্যাগ নাড়ি।





শামসুর রহমান:-



'এই যে আসুন, ঘুরে যান আমাদের দোকান।

বউ ছেলেমেয়ের ঈদের পোশাক কিনে নিয়ে যান

দেখিয়ে পাখি ড্রেস টিকে-

বললাম পানসেমুখো ক্রেতাকে

"এ পোশাক এনেছিলাম অনেক, এক পিসই আছে এখন,

হুহু করে বিক্রী হয়ে গেছে সবগুলো

আপনার জন্য এ এক পিসই পড়ে ছিল"





মুনীর চৌধুরী:-



মানুষ মরে গেলে পঁচে যায়। বেঁচে থাকলে শপিং এ যায়। কারনে অকারনে শপিং এ যায়। সকালে বিকালে শপিং এ যায়।





লালন শাহ:-



শপিং মলে অচিন পাখি কেমনে আসে যায়,

একবার ধরতে পারলে সোহাগ করি

দিতাম তারে গায়।

কেমনে আসে যায়।



নিউটন:-



স্বামীদের মানিব্যাগ ফাকা হওয়ার হার তার উপর প্রযুক্ত শপিং ব্যাগের সমানুপাতিক এবং স্ত্রী যেদিকে রওনা দেয় স্বামীদের গন্তব্যস্থলও সেদিকে হয়।

মন্তব্য ৪৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৮

অপ্‌সরা বলেছেন: হা হা এমনিতেই হাসছিলাম পোস্ট পড়ে কিন্তু নীচে এসে এটা দেখে ভাবলাম নাহ প্রিয়তেই নিয়ে যাই।



লালন শাহ:-
শপিং মলে অচিন পাখি কেমনে আসে যায়,
একবার ধরতে পারলে সোহাগ করি
দিতাম তারে গায়।
কেমনে আসে যায়।

:)

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৩

এক্স রে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আপনি পোস্ট টা প্রিয়তে নিয়েছেন নি:সন্দেহে এটা আমার জন্য আনন্দের ব্যপার্।
ভালো থাকবেন।
ঈদ মোবারক :-)

২| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১০

মুক্তকণ্ঠ বলেছেন: ভালো লেগেছে।

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৪

এক্স রে বলেছেন: ধন্যবাদ :-)
ঈদ মোবারক :-)

৩| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১০

লেখোয়াড় বলেছেন:
হে হে হে হেে ............ হা হা হা হা ...........

ঈদ মোবারক।

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৪

এক্স রে বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা । ঈদ মোবারক :-)

৪| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৪

অপ্‌সরা বলেছেন: লেখোয়াড়ভাইয়া এত খুশী কারণ ভাবীকে নিয়ে মার্কেটে যে্তে হয়নি। :P



রোজার আগেই বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে।:):):)

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৬

এক্স রে বলেছেন: তারমানে লেখোয়াড় ভাই ব্যপক বুদ্ধিমান ;-)

৫| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৯

লেখোয়াড় বলেছেন:
@শায়মা থুক্কু অপসরা আপনি এত জানলেন কিভাবে?

নাকি আন্দজে ঢিল মারলেন?

আপনি দেখি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বললেন????????????/

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২০

এক্স রে বলেছেন: অপ্সরা আপুই শায়মা আপু নাকি??
আমি কিন্তু শায়মা আপুকে অনেকদিন ধরে মনে মনে খুজছিলাম

৬| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৩

না পারভীন বলেছেন: ব্যাপক বিনোদন। :)
হাহাপগে।
পোস্ট প্রিয়তে। :)

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৭

এক্স রে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
প্রিয়তে নিয়েছেন বলে আনন্দিত। :-)

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৭

এক্স রে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
প্রিয়তে নিয়েছেন বলে আনন্দিত। :-)

৭| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৩

লেখোয়াড় বলেছেন:
হেরে এত্তা অাপু-অপু-ভপু কইরেন না তো?

বড়ই জ্বালায়।

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৮

এক্স রে বলেছেন: মেয়ে নাম বলেই আপু বলেছিলাম :-P

৮| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৫

অপ্‌সরা বলেছেন: আরে জানোনা আমি পরীর দেশে থাকি ভাইয়া!!! আর পরীর দেশটা আকাশে মানে উপরে আর তাই পরীর দেশ থেকে সবই দেখা যায় তাই জানি !!! :P
@ লেখো্যাড়ভাইয়া।

এক্সরে ভাইয়া শায়মা আপুকে খুঁজছো কেনো? :):):)

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩১

এক্স রে বলেছেন: তেমন কিছু না। অনেকদিন খোজ নাই উনার তাই আর কি :-P

৯| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৭

অপ্‌সরা বলেছেন: ঐ লেখো্যাড় ভাইয়া.........


লেখোয়াড় বলেছেন:
হেরে এত্তা অাপু-অপু-ভপু কইরেন না তো?

বড়ই জ্বালায়।



এই সব কি আমাকে বললে!!!!!!!!!!!!

সব কিন্তু ফাঁস করে দেবো। পরীর দেশ থেকে এই দেশ ঐ দেশ ভীন দেশ কোথাও পালায় লাভ নাই !!!! :P :P :P

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৩

এক্স রে বলেছেন: আমিও বুঝতে পারলাম না কাকে বলল :-P
তবে লেখোয়াড় ভাই সম্পর্কে ফাঁস করে দেন। শর্ত দেয়ার কি দরকার? :-P

১০| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৫

লেখোয়াড় বলেছেন:
এক্সরে শায়মাকে খুঁজছে কারণ সে ঈদের দাওয়াত খাইতে যাবে।

তয় শায়মা কিন্ত বেশি সুবিধার না কইয়া দিলাম।

দেহেন না কিমন আমার পাছে লাগছে............
আমার সব বলে ফাঁস কইরা দিবার চায়!!???

বলি ওই বেচারী, ওই @ শায়মা/অপসরা, আমার কি কি জানেন সব কাইয়া দেন, দেহি কিমন সাহস..................!!

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৭

এক্স রে বলেছেন: ভাই দেখি বিয়াফুক বুদ্ধিমান :-P
তবে সুবিধার হোক আর অসুবিধার হোক আমার কোনো সমস্যা নাই :℃:

১১| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪২

অপ্‌সরা বলেছেন: এক্সরে ভাইয়া কে বলেছে শায়মা আপুকে দেখা যায়না। দেখা যায় ঠিকই তবে নতুন লেখা দেখা যায়না আর কি। তবে লেখোয়াড়ভাইয়ার কথায় কান দিওনা তোমাকে আমার পরীর দেশে দাওয়াৎ।


আর লেখোয়াড় ভাইয়া তুমি এখন কোন দেশে আছো সেটা আমি জানি। :) :) :)

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৫

এক্স রে বলেছেন: পরীর দেশে যাবো কিভাবে? কোনো স্পেশাল বাহন আছে নাকি?
নাকি পরীরা এসে নিয়ে যাবে? :-P

১২| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৫

লেখোয়াড় বলেছেন:
@ অপসরা.............

আমি কোন দেশে আছি সেটা বলতে পারলে আপনাকে ৫০০ টাকা দিব।
আর না বলতে পারলে আপনি আমাকে ১০০০ টাকা দিবেন।

এখন বলেন।

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৩

এক্স রে বলেছেন: বাজীতে যেই জিতুক আমার কিন্তু পার্সেন্টেজ চাই :-P

১৩| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫১

অপ্‌সরা বলেছেন: এক্সরে ভাইয়া কালকে দুইটা পাখা পাঠায় দেবো আর লেখোয়াড় ভাইয়া তুমি বিদেশে আছো।:):):)

যাইহোক তোমার তো আর এখন ইফতার না, আমার ইফতার তাই আমি গেলাম ! বাই বাই।:):):)

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৪

এক্স রে বলেছেন: পাখা টা যেন লেটেস্ট মডেলের হয় B-)

১৪| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৪

লেখোয়াড় বলেছেন:
হয় নাই। ভুল জানেন।

বাই।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৬

এক্স রে বলেছেন: বাজী টা হলোনা :-( :-P

১৫| ২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

সুমন কর বলেছেন: মজার।

ভাল লাগল।

২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

এক্স রে বলেছেন: অনেক ধন্যবাদ :-)

১৬| ২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: বেশ মজার ++++++++ :#)

২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১১

এক্স রে বলেছেন: থ্যাংকু :-D

১৭| ২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

চড়ুই বলেছেন: চরম লাগলো। আমি একটা এড করি,

আমাদের পিচ্চি নদী চলে হেলে দুলে
পরনে তার সর্বদা পাখি ড্রেস ঝুলে।
পাড় হয়ে যায় গাড়ি, পাড় হয় গরু
পাখি ড্রেসের ঘের হবে ১৩ হাত সরু।
:P :P :P

২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

এক্স রে বলেছেন: হে হে ধন্যবাদ :-)
আপনার টা অনেক দারুন হয়েছে :-D

১৮| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩২

শান্তির দেবদূত বলেছেন: হা হা হা , বেশ মজার হয়েছে। আপনি ভালোই কবিতা পড়েন বুঝা গেল :)

অগ্রীম ঈদ মোবারক।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৫

এক্স রে বলেছেন: না না আমি একদম কবিতা পড়িনা। এগুলো আমার টেক্সটবুকের কবিতা। তাই পড়া ছিল।

আপনাকেও অগ্রীম ঈদ মোবারক :-D

১৯| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ৩:৩৫

আহসানের ব্লগ বলেছেন: হা হা হা টিসেলিম ভাই ভালা পাইসি। ;)
আমি নাসিমুল আহসান অনুসরন করে নিলাম আপনারে। ;)

২৬ শে জুলাই, ২০১৪ ভোর ৪:০০

এক্স রে বলেছেন: থ্যাংকু ভাই :-D
চিনতে পারছি আগেই।
আপনার নোটিফিকেশন চেক করেন :-)

২০| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: স্বামীদের মানিব্যাগ ফাকা হওয়ার হার তার উপর প্রযুক্ত শপিং ব্যাগের সমানুপাতিক এবং স্ত্রী যেদিকে রওনা দেয় স্বামীদের গন্তব্যস্থলও সেদিকে হয়। :) :) :)

ব্যাফুৃক বিনুদিত হইছি।

ঈদ মোবারক।

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২০

এক্স রে বলেছেন: হে হে হে ধন্যবাদ আপনাকে :-D

ঈদ মোবারক :-)

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৫

এক্স রে বলেছেন: শপিং এ গেলে স্বামীদের এরকম বিপত্তিতেই কিন্তু পড়তে হয় ;-)

২১| ২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৮

sania বলেছেন: ঈদের দিন ভাইয়ার ব্লগ পড়ে ব্যাপক মজা পাইলাম fb id
টা দিবেন। পিলিচ লাগে [[x9.moja]]

২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১৫

এক্স রে বলেছেন: অনেক ধন্যবাদ :-) মজা পেয়েছেন জেনে ভালো লাগলো। টাটকা ঈদের টাটকা শুভেচ্ছা নিন।

আমার ব্লগের লিংক অপশনে এফবি আইডি দেয়া আছে। এইযে নিন http://www.facebook.com/tselim.rezaa
অথবা Tselim Rezaa লিখে সার্চ দিন

২২| ২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১৯

sania বলেছেন: জ্বি , পেয়েছি এতক্ষণ প্রফাইল্টাই পড়ছিলাম।

৫মিনিট আগে রিকু দিয়েছিলাম , ১ মিনিট আগে আবার ক্যানসেল দিয়েছি , আবার এখন দিবো... :-)

২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৫

এক্স রে বলেছেন: রিকু দিয়ে আবার ক্যানসেল করলেন কেন? :-o

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.