নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন আমি থাকব নাকো আমায় রেখ মনে

আমি এক যাযাবর

তুষার কাব্য

আমি এক উড়নচন্ডী,একলা পথিক...স্বপ্ন বুনি পথের ধূলোয়, \nচাঁদনী রাতে জ্যোৎস্না মাখি...\nদূর পাহাড়ের গাঁয়...\n\n\nফেসবুকে: https://www.facebook.com/tushar.kabbo

তুষার কাব্য › বিস্তারিত পোস্টঃ

ডুয়ার্সে জঙ্গল সাফারী(প্রথম পর্ব)

০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:১০

খুব ইচ্ছে ছিল দার্জিলিং থেকে আবারো সিকিম ঘুরে আসার।এমনিতেই বাংলাদেশীদের জন্য সিকিম আসা খুব রিস্কি(পরিচয় লুকিয়ে আসতে হয়),ইদানিং সেটা প্রায় অসম্ভব।প্রচন্ড কড়াকড়ি সিকিম বর্ডারে।তারপরও একটা ব্যবস্থা করে ফেলেছিলাম।সেটাও ভেস্তে গেল যখন জানলাম সিকিম আবার অশান্ত হয়ে পড়েছে।X(

পরে ভাবলাম তাহলে আবার নেপাল যাই।আমার সঙ্গীর আবার কখনো নেপাল যাওয়া হয়নি।শিলিগুড়ি পৌঁছে দেখি সেটাও হচ্ছেনা।দু'দিনের বন্ধ শুরু হয়েছে নেপালে। :(( এখন নতুন করে আবার প্ল্যান করতে হবে।বিকেলে পরিচিত কিছু বন্ধুবান্ধব ছিল ওদের সাথে দেখা করলাম।বিধান মার্কেট ও হংকং মার্কেট ঘুরে ঘুরে শপিং করলাম সামার সেলে।শেষে ওদের পরামর্শে ঠিক করলাম এবার তাহলে ডুয়ার্সেই যাব।

শিলিগুড়ি থেকে চালশা যাওয়ার পথে এরকম দিগন্ত বিস্তৃত অসংখ্য চা বাগানের দেখা পাওয়া যায়



পরদিন সকাল ৮টায় শিলিগুড়ি থেকে ট্রেন।গন্তব্য ৬১কিঃমিঃ দুরত্বের চালশা।রিসোর্ট কনফর্ম করা হয়েছে শিলিগুড়ি থেকেই।এক পাশে দার্জিলিং থেকে নেমে আসা উদ্ধত পাহাড় অন্য পাশে সুবিশাল সব চা বাগান পেড়িয়ে পৌছতে এক ঘন্টার মতো লাগলো।চালশা পৌঁছে পড়লাম আর এক বিপদে।রিসোর্ট কনফার্মেশের রিসিট খুঁজে পাচ্ছিনা।ওখানে এড্রেস সহ ডিটেইল্স ডিরেকশান দেওয়া ছিল।এখন কি করি।ফোন করতে গিয়ে দেখি ফোনে ব্যালেন্স নেই।পুরো চালশা ঘুরেও কোন ফোন বুথ পেলাম না।শেষে একজন কে অনুরোধ করে তার মোবাইল থেকে ফোন করে শিলিগুড়িতে জানালাম যে আমাদের রিসিট হারিয়ে ফেলেছি এবং এটা যেন রিসোর্ট ম্যানেজার কে জানিয়ে দেওয়া হয়।











চালশা থেকে এবার বাসে করে লাটাগুড়ি।এখানেই আমাদের কাঙ্খিত ডুয়ার্সের গরুমারা ন্যাশনাল পার্ক।৮০ বর্গকিঃমিঃ এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কটিকে ১৯৯২ সালে ভারত সরকার ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষনা করে।লাটাগুড়ি নেমে ভ্যানে করে পৌঁছে গেলাম আমাদের রিসোর্ট পাঞ্চোলী।রিসোর্ট ম্যানেজার আমাদের হেনস্তার খবর ইতিমধ্যে জেনে গেছে।বাংলাদেশ থেকে আসছি শুনে সে তো গল্পের ঝাপি খুলে বসল।সে জানাল তার পূর্বপুরুষও বাংলাদেশের এবং তা আমাদের এলাকার।তার মামাদের নাম বলার পর আমিও তাদের চিনতে পারলাম।সে এক মজার দৃশ্য।তার গল্প যেন আর ফুরোয়না।



পাঞ্চোলী রিসোর্ট











দুপুরের খাবার খেয়ে কিছুক্ষন ঘুমিয়ে নিলাম।বিকেলে বেরিয়ে পরলাম ডুয়ার্স ঘুরে দেখতে।ছোটবেলা থেকেই উপন্যাসের পাতায় পাতায় ডুয়ার্সের সাথে পরিচয়।সমরেশ,সুনীল,বুদ্ধদেবের কতো শতো উপন্যাসে আমরা ডুয়ার্সের গল্প শুনে আসছি।লাটাগুড়ি,ময়নাগুড়ি এই নামগুলির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত।এবার মিলিয়ে নেওয়ার পালা।হোটেল ম্যানেজার দিপু দা'কে বলে আগেই একটা ভ্যানের ব্যাবস্থা করে রেখেছিলাম।ভ্যান চালক হঠাত জানতে চাইল আমরা ট্রাইবাল ড্যান্স দেখতে যাচ্ছি কি না।ট্রাইবাল ড্যান্স দেখতে চাইলে আগে থেকেই হোটেলে জানাতে হয়।দিপু দা'র ভূলে এই ইভেন্ট টা দেখা হলোনা।











বনের ভেতরে প্রবেশ করছি







সন্ধ্যার মধ্যে রিসোর্টে ফিরে আসলাম।সাথে নিয়ে আসলাম দিপু দা'র বন্ধুর বাগানের ১কেজি তাজা চা।







চলবে...

মন্তব্য ৪৭ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:২৮

চতুষ্কোণ বলেছেন: চমৎকার। পরের পর্বগুলো আসুক।

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৪৩

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ চতুষ্কোণ ।সাথেই থাকুন।পরের পর্ব চলে আসবে খুব তাড়াতাড়ি।ভালো থাকুন নিরন্তর।

২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৮

তিতাস একটি নদীর নাম বলেছেন: ভাল লাগছে---বেশি বেশি ছবি দিবেন

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৪৮

তুষার কাব্য বলেছেন: আপনার ভালোলাগায় প্রীত হলাম।আরো অনেক ছবি দিব পরের পর্বে।শুভেচ্ছা নিবেন।

৩| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৩

জুন বলেছেন: ডুয়ার্স ডুয়ার্স স্বপ্নের ডুয়ার্স কতবার যে এর উল্লেখ বিশেষ করে সমরেশ মজুমদারের গল্পে। খুব ভালো লাগলো বিশেষ করে ছবিগুলো দেখে।সিকিম আমরাও যেতে পারিনি বাঙ্গলাদেশী বলে :( বিশেষ কোরে ইউএন জব যারা করে তাদের জন্য ক্যটাগরিক্যালী নিষিদ্ধ। তাই আর যাওয়া হয়নি:(
আমরা দার্জিলিং থেকে নামার সময় পাঙ্খাবাড়ী দিয়ে এসেছিলাম। পথে বিখ্যাত মকাইবাড়ী টি গার্ডেনে নেমে অনেকের মুখে শোনা সেখানকার বিখ্যাত চা পাতা কিনে এনেছিলাম ১ কেজি। কিন্ত র চা খেতে পছন্দ করি না বলে রেখে রেখে নষ্ট হয়ে গেল কালক্রমে :(
পরবর্তী পর্বের অপেক্ষায় তুষার।
+

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪২

তুষার কাব্য বলেছেন: আপু,আমি কিন্তু সিকিমে আগেও দু'বার গেছি।লাস্ট ২০০৮ এ।তখন অবশ্য এত কড়াকড়ি ছিলনা।লিংকটা দিয়ে দিচ্ছি।সময় হলে একবার ঘুরে আসবেন।
আর ডুয়ার্স,স্বপ্নের ডুয়ার্স।সত্যি অসাধারন।যারা বন,জঙ্গল,সাফারী পছন্দ করেন তাদের ভালো লাগতেই হবে।আর মাকাইবাড়ির চা কিন্তু সত্যি অসাধারন।আপনি কেন যে শুধু শুধু নস্ট করলেন,আমাকে ডাকলেই হতো :D

Click This Link

৪| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৯

বোকামানুষ বলেছেন: সমরেশ মজুমদারের সাতকাহন পড়ার পর থেকে ডুয়ার্স দেখার অনেক ইচ্ছা ছিল

পরের পর্বের অপেক্ষায়

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৭

তুষার কাব্য বলেছেন: ডুয়ার্স কিন্তু বেশী দুরে না,কাছেই।শুধু পাসপোর্ট,ভিসার ঝামেলা না থাকলে দু'দিনেই ঘুরে আসা যেত /:)
শুভকামনা রইলো।

৫| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:০৮

সায়েম মুন বলেছেন: পোস্টে অনেক ভাললাগা।
ডুয়ার্সের নাম প্রথম শুনেছি সমরেশ মজুমদারের উত্তরাধিকার উপন্যাসে।

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৪

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ আপু।ডুয়ার্সে এসে আমারো মনে হচ্ছিল সব কিছু কত দিনের চেনা,আগে কতবার যেন আসছি।

৬| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:১২

মাহবু১৫৪ বলেছেন: অসাধারণ

++++

সিরিজ পোস্টের সাথেই আছি

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৬

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ। সাথে আছেন জেনে ভালো লাগলো।ভালো থাকুন নিরন্তর।

৭| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:২২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: দার্জিলিং থেকে চা নিয়ে এসেছি তাও এক বছর হলো, এখনো এক প্যাকেট খোলা হয়নি। ওদের চা কেবল হালকা রং হয়। গাঢ় রং হয়না। মানে ওগুলো রং চা এর জন্য, দুধ চা এর জন্য না। তাই আমার আম্মার দার্জিলিং এর চা পছন্দ না।

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬

তুষার কাব্য বলেছেন: হ্যাঁ,ঠিকই বলেছেন সজীব ভাই।দার্জিলিং এর চা হালকা রং হয়।তবে ওই চা কিন্তু শরীরের জন্য খুব উপকারী।আমি দার্জিলিং থেকে যেমন এনেছি তেমনি জলপাইগুড়ির নিজস্ব বাগান থেকেও অনেক চা এনেছি।

৮| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:২৬

ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: ময়নাগুড়ি খুব প্রিয় জায়গা

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩০

তুষার কাব্য বলেছেন: আমারও খুব ভালো লেগেছে ময়নাগুড়ি,লাটাগুড়ি।ময়নাগুড়ির কোথায় যাওয়া হয়েছে আপনার?

৯| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর ভ্রমন ছবি আর বর্ণনা
ঈদ মোবারক শুভকামনা

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:২০

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু।শুভকামনা রইলো।অগ্রীম ঈদ মোবারক।

১০| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৩

বোকামন বলেছেন:
খুব ভালো লাগলো পোস্টটি !
পরবর্তী পর্বের অপেক্ষায় রইলুম :-)

ভালো থাকুন লেখক।।

“+”

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:২৩

তুষার কাব্য বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে।অনেক ভালো থাকুন বোকামন।

১১| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ডুয়ারস বই পত্রে এতো পড়া হয়েছে!

পোস্টে ভালো লাগা!

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:২৯

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ ৎঁৎঁৎঁ ।আসলে উপন্যাসের ডুয়ার্স কে দেখার সাধ ছিল অনেক দিনের।কিছুটা মিটেছে সেই আশ।আবার যেতে হবে কোনদিন।

১২| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আচ্ছা সিকিম যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশীদের সমস্যা কেন?
জানলে জানায়েন, আগ্রহ থাকলো।

দারুন ভালো লাগলো।
এই টাইপ ভ্রমন পোস্ট এমনিতেই ভালো লাগে।
আর সিকিম, শিলং, দার্জিলিং এমন অনেক জায়গার প্রতি লোভ অনেকদিনের।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:১৪

তুষার কাব্য বলেছেন: আসলে আমি যতোটুকু জানি ১৯৭৫ এ সিকিম ভারতের অঙ্গরাজ্য হওয়ার পর থেকেই,কিংবা তারও আগে থেকেই সিকিম খুব সেন্সেটিভ একটা জায়গা।এর কারন এর এক পাশে চীন-তিব্বত,অন্য পাশে ভারত এবং নেপাল।চীনের'ও শ্যান দৃস্টি ছিল সিকিমের প্রতি।
সিকিম শুধু যে বাংলাদেশীদের জন্য নিষিদ্ধ এমন নয়,আরো অনেক দেশের নাগরিকরাও অপাঙ্তেও সেখানে।স্পেশাল পারমিশান নিয়েই কেবল যাওয়া যায়।তবে ২০১০ এর আগে পর্যন্তও সেখানে যাওয়া যেত পরিচয় লুকিয়ে।সিকিম বর্ডারে ওপার বাংলার পরিচয় দিলেই হতো।আমি নিজেও দু'বার গেছি।আমার খুব খুব প্রিয় একটা জায়গা।

১৩| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১০

সেলিম আনোয়ার বলেছেন: ছবিগুলো বেশি ভাল লেগেছে। ছবি কিন্তু অনেক কিছু বলে দেয়। আর ছবি মিথ্যা বলেনা। লেখাও চমৎকার হয়েছে।ডুয়ার্সে জঙ্গল সাফারী ভাল লেগেছে ।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫৩

তুষার কাব্য বলেছেন: ছবি সত্যিই কথা বলে।আর ডুয়ার্সে যাওয়ার পর থেকে যতোক্ষন ছিলাম কতো হাজারো ছবি যে উঠিয়েছি তার ঠিক নেই।ভালো থাকুন আপনি।

১৪| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫৭

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম আহমদ । ভালো থাকুন,সুস্থ থাকুন।

১৫| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৯

আমিনুর রহমান বলেছেন:


ভালো +++

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান।একরাশ শুভকামনা।

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৩

শায়মা বলেছেন: ডুয়ার্স মানেই সমরেশ, ডুয়ার্স মানেই অঞ্জন দত্ত।


অনেক অনেক ভালো লাগা ভাইয়া।:)

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫২

তুষার কাব্য বলেছেন: ঠিকই বলেছ আপুনি।অনেক বেশী করে চেনা(অবশ্যই সমরেশ,সুনীল,বুদ্ধদেব,অঞ্জন দত্ত'দের সৌজন্যে) ডুয়ার্স কে আরো কাছ থেকে দেখে চিনে আসলাম নতুন করে।
ভালো থাকা হোক শিশির ভেজা ভোরের মতো।

১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:২১

অদৃশ্য বলেছেন:





আমিও ঠিক ওই কথাটিই বলতে চেয়েছেলাম পোষ্টটি দেখে... ডুয়ার্স মানেই... শায়মা বলে দিয়ে গ্যাছেন...

এভাবে অপেক্ষায় রাখাটা কি ঠিক হলো...

শুভকামনা...

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০১

তুষার কাব্য বলেছেন: সুস্বাগতম আমার আঙিনায়।
দু'জনার মনের কথা কেমন করে মিলে গেল B-)
আসলে খুব ব্যাস্ত সময় পার করছি।আশা করছি খুব তাড়াতাড়ি ফিরে আসব পরের পর্ব নিয়ে।অনেক ভালো থাকুন।শুভকামনা।

১৮| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৪

শায়মা বলেছেন: আবারও ডুয়ার্সকে মনে করিয়ে দেবার জন্য আর ছবি দেখানোর জন্য অনেক অনেক থ্যাংকস!!!!!!!!!!!!!!!:)

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

তুষার কাব্য বলেছেন: তোমাকেও অনেকখানি থ্যাংকস আপুনি ।তোমার পিচ্ছিগুলো B-) কেমন আছে?

১৯| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২০

আরজু পনি বলেছেন:

বাহ্ দারুণ শেয়ার !

পরের পর্ব আশা করি শিগগীরই পেয়ে যাবো ।
শুভকামনা ।।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫২

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ আপু।আশা করছি খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে হাজির হয়ে যাব।একরাশ শুভেচ্ছা।

২০| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫

শায়মা বলেছেন: আরও এক ঝঁক নতুন পিচ্চিপাচ্চা পেয়েছি!:)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬

তুষার কাব্য বলেছেন: তাই আপু?গল্পটি শুনতে চাই ।আবার কোন প্রোগ্রাম হলো নাকি?এইবার না বললে কিন্তু খবর আছে X(

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ !! :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩২

তুষার কাব্য বলেছেন: জহির ভাই,আপনার কাছে তো এটা এমন কিছু না।এমন সব জায়গায় আপনারা ঘুরেছেন সত্যি আফসোস হয় /:) কবে যে আমিও আসব ।
শুভ রাত্রী।

২২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শিলিগুড়ি, জল্পাই গুড়ি সবদেখা হয়েছে কিন্তু ডুয়ার্স !!! পড়ছি আর ভেসে বেরাচ্ছি সুনীল, সমরেশের মনের দেশে... ধন্যবাদ লেখক পোস্টের জন্য.. তবে আরো আরো ছবির জন্য পরবর্তী পর্বে যাচ্ছি...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪

তুষার কাব্য বলেছেন: শিলিগুড়ি,জলপাইগুড়ি দেখা শেষ অথচ ডুয়ার্স যাননি বন্ধু?বড্ড কাছ থেকে ফিরে আসছেন আপনি।আপনি আবার ফিরে আসুন সুনীল,সমরেশের ডুয়ার্সে।সেই প্রত্যাশায়।

২৩| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার

১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫৫

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে কাজী ফাতেমা ...

২৪| ০৯ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: রিসোর্টের ছবিগুলো বেশি ভাল লেগেছে।
অবিভক্ত ভারতবর্ষে একটা রেলওয়ে রুট চালু ছিল, লালমনিরহাট থেকে ডুয়ার্স, যেটার নাম ছিল বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে বা সংক্ষেপে বিডিআর। আমাদের পৈত্রিক নিবাস ছিল সেই বিডিআর লাইন সংলগ্ন এলাকায়। 'বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে' নামটি থেকেও আমি আশৈশব ডুয়ার্স এর সাথে পরিচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.