নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন আমি থাকব নাকো আমায় রেখ মনে

আমি এক যাযাবর

তুষার কাব্য

আমি এক উড়নচন্ডী,একলা পথিক...স্বপ্ন বুনি পথের ধূলোয়, \nচাঁদনী রাতে জ্যোৎস্না মাখি...\nদূর পাহাড়ের গাঁয়...\n\n\nফেসবুকে: https://www.facebook.com/tushar.kabbo

তুষার কাব্য › বিস্তারিত পোস্টঃ

ডুয়ার্সে জঙ্গল সাফারী (শেষ পর্ব)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩০



পরদিন ভোর ৫টায় উঠে গেলাম ঘুম থেকে।উঠে দেখি আরো ৪জন আমাদের সাথে সাফারীতে যাওয়ার জন্য তৈরি।ওরা কলকাতা থেকে আসছে।একই গাড়িতে আমরা ৬জন।সাথে ন্যাশনাল পার্কের একজন বন্দুকধারী গাইড।

গাড়ি ছাড়তেই একটা রোমাঞ্চকর অনুভূতি হল।আমাদের গাড়ির সাথে আরো ১০-১২টি গাড়ি সঙ্গী হলো।এক সময় দেখলাম গাড়ি গুলি বিভিন্ন দিকে চলে যাচ্ছে।গাইড জানাল সাফারীটা হচ্ছে এক ধরনের ভাগ্যের খেলা।কার সামনে কখন কি পড়ে বলা যায়না।কেউ হয়তো হাতি,বাইসন,হরিন,ময়ূর অনেক কিছুই দেখে আবার কারো ভাগ্য অতটা প্রসন্ন নাও হতে পারে।











গাইডের গল্প শুনছি আর অধীর আগ্রহে দু'চোখ মেলে ধরেছি বন মাঝে।কখন পাব তাদের দেখা।হঠাত একজন আনন্দের আতিশয্যে চিৎকার করে উঠলো।দেখি একটু দুরেই গাছের ডালে একটা ময়ূর বসে আছে।কাছে যাওয়া যাবেনা তাই দূর থেকেই জুম করে ছবি নিলাম।এবারে গেলাম যেখানে সচরাচর হাতি দেখা যায় এমন জায়গায়।বেশ কিছুক্ষন অপেক্ষা করেও হাতির দেখা আর পাইনা।চলে আসব সেই সময় দেখি দূর থেকে একটা হাতি লুকিয়ে যেন আমাদেরই দেখছে ;)















সবাই চিৎকার করে উঠল।কিন্তু বেরসিক গাইড আমাদের উত্তেজনায় জল ঢেলে দিল।সে জানাল কিছুতেই হাতির কাছাকাছি যাওয়া যাবেনা।কারন কোন কারনে বন্য হাতি একবার খেপে গেলে আর রক্ষে নেই X((







হাতি কে টা টা করে আর একটু এগুতেই দেখি দুইটা হরিণ আমাদের চলন্ত গাড়ির সামনে দিয়ে দৌড়ে রাস্তা পাড় হয়ে গেল।কত্তো ডাকলাম ওদের আর একবার আয়,তোদের সাথে একটু ফটোসেশান করি।:|

কিন্তু আমার ডাকে সাড়া দেওয়ার সময় কই ওদের।:((

তারপর গেলাম হাতির অভয়ারন্যে।যেটা কোর এরিয়া নামে পরিচিত।ওখানে সর্বসাধারনের প্রবেশ নিষেধ।দূর থেকেই হাতি'দের অবাধ বিচরন দেখতে হয়।দেখলাম একটু পর পর হাতির পাল আপন মনে রাস্তা পার হয়ে বনের এপার থেকে ওপার চলে যাচ্ছে।যেন নিজের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে আপন খেয়ালে।ওখান থেকে ফেরার পথে হঠাৎ করে গাইড আমাদের চুপ করিয়ে দিল।ড্রাইভারও সাথে সাথে গাড়ি বন্ধ করে দিল।বুঝলাম এইবার কিছু একটা পেয়েছি।দেখলাম আমাদের গাড়ির বেশ কিছু সামনে দিয়ে একটা বাইসন চলে যাচ্ছে।আমাদেরকে পাত্তাই দিচ্ছেনা /:) মনে হয় দেখেনাই এমন একটা ভান করে চলে গেল।গাইড আমাদের আগেই সাবধান করে দিয়েছিল বাইসন হচ্ছে এই বনে সবচেয়ে আকাঙ্খিত।সবসময় তার দেখা পাওয়া যায়না।তারচেয়েও বড় কথা এমনিতে সহজ,সরল,হাবা-গোবা দেখতে হলে কি হবে মাঝে মধ্যে এরাই স্বভাববিরুদ্ধ হিংস্র আচরন করে X(( নাদুসনুদুস শরীর নিয়েও নাকি চিতা'র মতো লাফ দিতে পারে।আমরা সবাই স্ট্যাচু হয়ে গেলাম।উনি চলে যাওয়ার পর মনে পড়ল আরে ওটারতো ছবিই নেওয়া হয়নি।অতি উত্তেজনায় ক্যামেরা বের করতে ভূলে গেলাম।অবশ্য ইতিমধ্যে শতো শতো ময়ূরের ছবি নেওয়া হয়ে গেছে।এই পার্কে সবচেয়ে সহজলভ্য হচ্ছে এই ময়ূর আর নাম না জানা বিচিত্র রকমের হাজারো পাখিদের দল।গাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে দলবেধে।যেন স্ট্রাইক করেছে কিছুতেই আমাদের যেতে দিবেনা B-) আবার কখনো একলা এসে পাশে দাঁড়ায়।মনে হয় ছবি তোলার জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। কাউকে শতো বার ডেকেও কাছে আনা যায়না আর কেউ এসে স্বেচ্ছায় ধরা দেয়।

















একসময় উত্তেজনার ট্রেন থামল।ইতিমধ্যে ৫ ঘন্টা পেরিয়ে গেছে।অনেক কিছু দেখলাম।যেন এক রোমাঞ্চকর যাত্রা।হাজারো ছবির এক সম্মিলিত নোটবক।যাত্রাপ্রসাদ এবং চন্দ্রচূর ওয়াচ টাওয়ার থেকে বনের নৈশ্যব্দতার স্বাক্ষি হওয়া অসাধারন এক অভিগ্গতা।অসংখ্য পাখিদের ছন্দময় কিচিরমিচির যেন আমাদের আবার ফিরে আসারই আমন্ত্রন জানাচ্ছিল।



কিভাবে যাবেন,কি করবেনঃ



যদি কলকাতা হয়ে যেতে চান তবে আপনাকে শিয়ালদাহ্ থেকে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস অথবা দার্জিলিং মেইলে এন্.জিপি আসতে হবে।ওখান থেকে ট্রেনে নিউ মাল জংশন হয়ে লাটাগুড়ি।অথবা আপনি যদি শিলিগুড়ি হয়ে আসেন সেক্ষেত্রে আপনাকে ট্রেনে চালশা হয়ে লাটাগুড়ি আসতে হবে।আগে থেকেই রিসোর্ট রিজার্ভ করে আসা বুদ্ধিমানের কাজ হবে।কারন অনেক সময়ই রিসোর্ট ফাঁকা পাওয়া যায়না।শিলিগুড়িতে এমন অনেক ট্র্যাভেল এজেন্সী আছে।এখানে উল্লেখ্য জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত পার্ক বন্ধ থাকে।





প্রথম পর্বের লিঙ্ক



Click This Link

মন্তব্য ৪৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১

কালাভীমরুল বলেছেন: Nice....

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ কালাভীমরুল ।একরাশ শুভেচ্ছা।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

দারুন।
ফ্রিতে আমরাও একটা ট্রিপ পেয়ে গেলাম।।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ দূর্জয় ভাই।
শুধু ফ্রি ফ্রি ট্রিপ নিলেই হবেনা মাঝে মাঝে দিতেও হবে B-)
ভালো থাকুন।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০১

জুন বলেছেন: ঝরঝরে বর্ননা তুষার কাব্য । ভালোলাগলো বেশ। ছবিগুলো ও বেশ সুন্দর।ময়ুর গুলোতো জয়পুর রাজস্থানে বাসার মুরগীর মত ঘুরে বেড়ায় ঘরের আশে পাশে।
যাক যেতে হবে একবার ।
আমরা উটি যাবার সময় নীলগিরি পাহাড়ে যেই বিশাল এক বন্য হাতি রাস্তা জুড়ে দাড়িয়েছিল আমরা সব চুপচাপ বসেছিলাম গাইডের নির্দেশে। সেটা আমাদের বিশাল এসি বাসটাকে উড়িয়ে দেয়ার জন্য যথেষ্ট ছিল। আর ছোট ভ্যারাইটির হাতির পাল অনেক দেখেছিলাম।
আর ব্যংককের সাফারীতে তো সব রকম জন্ত জানোয়ার নির্বিঘ্নে ঘুড়ে বেড়াচ্ছে। আমরাই গাড়ীর ভেতর নিরাপত্তা বজায় রেখে জানালা দিয়ে ওদের দেখছিলাম।
+

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৭

তুষার কাব্য বলেছেন: আপু,ব্লগে আসার পর থেকে আপনাকেই ঘোরাঘুরির ক্ষেত্রে আদর্শ মানি।বিস্ময় লাগে ভাবতে এত্ত এত্ত জায়গা কি করে ঘুরলেন :-*
রাজস্থান এখনো যাইনি(এই ঈদের ছুটিতে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ভিসার জন্য সিরিয়াল পাইনি) তবে ওটি গেছি ২০০১ এ।অসাধারন একটা জায়গা।নীলগিড়ীর হাতিগুলি আসলেই মারাত্বক।ছবি টবি কিচ্ছু নেই শুধু স্মৃতিটাই বেঁচে আছে /:)
ভালো থাকুন সবসময়।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

এম ই জাভেদ বলেছেন: ছবি আর বর্ণনায় একাত্ম হয়ে যেন এই মাত্র ঘুরে এলাম ডুয়ার্স এর সা ফারি পার্ক থেকে । ধন্যবাদ আপনাকে । আমি কিন্তু আফ্রকার এক হাতির সাথে ফটো সেশন করতে পেরেছিলাম।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৫

তুষার কাব্য বলেছেন: আরে বাহ্‌.... .,অসাধারন একটা ছবি।ছবিটা কি সাফারিতে গিয়ে তোলা নাকি অন্য কোথাও?ইচ্ছে আছে একবার হলেও আফ্রিকায় আসব সাফারিতে।
শুভেচ্ছা রইলো।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

আরুশা বলেছেন: সুন্দর পোস্ট তুষার কাব্য । অজানা জায়গা জানানোর জন্য :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৭

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ আরুশা আপনাকে।শুভেচ্ছা নিরন্তর।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর বর্ণনা।ছবিগুলো ও ভাল লেগেছে।ময়ূর অনেক সুন্দর পাখী তবে তাদের নাকি কোনদিন জুটি হয় না। স্রষ্টার অভিশপ্ত প্রাণী। ময়ূর আর সাপ নাকি আদমহাওয়ার বেহেশতের পাহাড়াদারছিল।সাপ ছিল সবচেয়ে সুন্দর প্রাণী।আদম হাওয়া গন্দম খেল ।দায়িত্বে অবহেলার কারণে সাপ হয়ে গেল বিষাক্ত।আর ময়ূর হয়ে গেল একা। ২য় প্লাস বুঝে নিন। :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৩

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই।অনেক কিছু জানা হলো।আর আপনার প্রো পিকটার জন্য বেশি করে ধন্যবাদ।আমার খুব খুব প্রিয় একজন অভিনয় শিল্পী।
প্লাসের জন্য আর একটা ধন্যবাদ :D

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম ভাই।ভালো থাকুন-সুস্থ থাকুন।

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১

েবনিটগ বলেছেন: ১. মিরপুর কাজীপাড়া বাস ষ্ট্যান্ড এর বৈঠকখানা রেষ্টুরেন্ট এর আফগানী মুর্গ পোলাও এবং পাক্কি বিরিয়ানী
২. বেচারাম দেউরীতে অবস্হিত নান্না বিরিয়ানি এর মোরগ-পোলাও
৩. ঝিগাতলার সুনামী রেস্তোরা এর কাচ্চি বিরিয়ানী, গাউছিয়া হোটলের গ্রিল
৪. খিঁলগাও এর ভোলা ভাই বিরিয়ানী এর গরুর চাপ এবং মুক্তা বিরিয়ানী এর গরুর চাপ, খাসীর চাপ এবং ফুল কবুতর
৫. মতিঝিলের ঘরোয়া হোটেল এবং হীরাঝীলের ভূনা খিচুড়ী
৬. হোটেল আল-রাজ্জাকের কাচ্চি+গ্লাসি
৭. লালমাটিয়ার স্বাদ এর তেহারী
৮. নবাবপুর রোডে হোটেল স্টার এর খাসীর লেকুশ, চিংড়ি ,ফালুদা
৯. নয়াপল্টনে হোটেল ভিক্টোরীতে ৭০টি আইটেমের বুফে
১০. হাতিরপুল মোড়ে হেরিটেজ এর শর্মা
১১. শ্যামলী রিং রোডের আল-মাহবুব রেস্তোরার গ্রীল চিকেন
১২. মোহাম্মদপুর জেনেভা/বিহারী ক্যাম্পের গরু ও খাশির চাপ
১৩. মোহাম্মদপুর টাউন হল বাজারের সামনের বিহারী ক্যাম্পের "মান্জারের পুরি"
১৪. চকবাজারের শাহ সাহেবের বিরিয়ানী
১৫. মিরপুর-১০-এর শওকতের কাবাব
১৬. নারিন্দার শাহ সাহেবের ঝুনার বিরিয়ানী
১৭. ইংলিশ রোডের মানিকের নাস্তা
১৮. গুলশানের কস্তুরির সরমা
১৯. সোবহানবাগের প্রিন্স রেস্টুরেন্ট এর কাকড়া
২০. সাইন্স-ল্যাবের ছায়ানীড়ের গ্রীল-চিকেন
২১. নাজিরা বাজারের হাজীর বিরিয়ানী
২২. জেলখানা গেটের পাশে হোটেল নিরবের ব্রেন ফ্রাই
২৩. নয়া বাজারের করিমের বিরিয়ানী
২৪. হাজি বিরিয়ানী এর উল্টা দিকের হানিফের বিরিয়ানী
২৫. লালবাগের ভাটের মসজিদের কাবাব বন
২৬. বংশালের শমসের আলীর ভূনা খিচুড়ী
২৭. খিলগাঁও বাজারের উল্টো পাশে আল রহমানিয়ার গ্রীল চিকেন আর তেহারী
২৮. মতিঝিল সিটি সেন্টারের পিছনের বালুর মাঠের পিছনের মামার খিচুড়ী
২৯. চানখারপুলের নীরব হোটেলের ভুনা গরু আর ভর্তার সাথে ভাত
৩০. ধানমন্ডী লায়লাতির খাসির ভুনা খিচুড়ী
৩১. হোসনী দালান রোডে রাতের বেলার পরটা আর কলিজা ভাজি
৩২. নাজিরা বাজার মোড়ে বিসমিল্লার বটি কাবাব আর গুরদার
৩৩. পুরানা পল্টনে খানা-বাসমতির চাইনিজ প্যাকেজ
৩৪. বনানীর বুমারস রেস্টুরেন্টের বুফে প্যাকেজ
৩৫. ধানমন্ডির কড়াই গোশত এর ইলিশ সস
৩৬. গুলশান ২ এর খাজানার মাটন দম বিরিয়ানী এবং হাইদ্রাবাদী বিরিয়ানী
৩৭. উত্তরার একুশে রেস্তোরার গ্রীল চিকেন
৩৮. ধানমন্ডি/বনানীর স্টার হোটেলের কাচ্চি এবং কাবাব
৩৯. মৌচাকের স্বাদ রেস্তোরার ভাতের সাথে ৩৬ রকমের ভর্তা
৪০. সাইন্স ল্যাবে মালঞ্চ রেস্তোরার কাচ্চি বিরিয়ানী, রেশমী কাবাব
৪১. সুবহানবাগের তেহারী ঘর এর তেহারী-ভুনা খিচুরী
৪২. ভূত এর কাকড়া, সিজলিং, সূপ
৪৩. শর্মা এন পিজ্জার বীফ শর্মা
৪৪. মিরপুর ঝুট পট্টির রাব্বানির চা
৪৫. চকের নূরানি ড্রিংস এর লাচ্ছি
৪৬. চকের বিসমিল্লাহ হোটেলের মোঘলাই পরটা
৪৭. সেন্ট ফ্রান্সিস স্কুলের সামনের মামার আলুর দম।
৪৮. সোহরয়ার্দী কলেজের সামনে জসিমের চটপটি ও ফুচকা।
৪৯. বাংলাবাজারে (সদরঘাট) চৌরঙ্গী হোটেলের সকালের নাস্তা।
৫০. অমূল্য মিষ্টান্ন ভান্ডারের (শাঁখারীবাজার) হালুয়া, পরোটা, সন্দেশ।
৫১. গোপীবাগের খাজা হালিম ও টিটির কাচ্চি
৫২. বাসাবোর হোটেল রাসেলের "শিককাবাব"
৫৩. বায়তুল মোকাররমে অলিম্পিয়া কনফেকশনারীর "চকলেট পেস্টি"
৫৪. কর্নফুলি গার্ডেন সিটির চার তালার "ফুচকা"
৫৫. কাঁটাবন ঢালে অষ্টব্যঞ্জনের বিফ খিচুড়ী
৫৬. পল্টনের (বিজয়নগর পানির ট্যাকিংর পেছনে) নোয়াখালী হোটেলের গরুর কালো ভুনা
৫৭. ডিসেন্ট (মতিঝিল, হাতিরপুল, বনশ্রী, ধানমন্ডি, চক, নওয়াব---এদের প্রচুর শাখা) এর ডেজার্ট আইটেমগুলা ভালো।
৫৮. বিউটি বোডিং এর মুড়িঘন্ট
৫৯. পল্টনের নোয়াখালী হোটেলের কালো ভুনা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩১

তুষার কাব্য বলেছেন: ওরে ব্বাবা........এত্তো খানাদানা :P আপনার বিশাল খাবারের লিস্ট দেখেতো খুধা লাইগা গেল /:)
কিন্তু ভাই এইটা তো ভ্রমন ব্লগ আপনার লিস্ট এইখানে কেন X(

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

এম ই জাভেদ বলেছেন: সেলিম ভাই বললেন , ময়ূরের নাকি জুটি হয়না। তাহলে ওদের বাচ্চা হয় ক্যামতে ? পরকীয়া করে বেড়ায় নিশ্চয় :-P তাতে কোন সমস্যা নেই। পশুপক্ষী সমাজে ওসব জায়েজ আছে।

আমার হাতির সাথে তোলা ছবিটা আইভরিকোস্টের আবিদজান চিড়িয়া খানায় তোলা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

তুষার কাব্য বলেছেন: হা হা হা উত্তরটা সেলিম ভাইয়ের কাছেই আশা করছি B-)
আপনার আফ্রিকার গল্প কবে পাব?

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সেই কোন আমলে নানা গল্প উপন্যাসে ডুয়ার্সের কথা জেনে তার প্রেমে বিভোর হয়ে আছি, কিন্তু কবে যে মিলন হবে, আপচুচ বাড়ছেই।

পোস্টের জন্য ধন্যবাদ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

তুষার কাব্য বলেছেন: এই এত্তো কাছে ডুয়ার্স,হাত বাড়ানো দূরত্বে।শুধু একবার বেড়িয়ে পড়ুন ডুয়াসের নাম নিয়ে।৫ দিনেই ডুয়ার্সকে দেখা,চেনা,জানা হয়ে যাবে।শুভকামনা জুলিয়ান ভাই।

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লাগল ভাই... যেতে হবে একবার... :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৩

তুষার কাব্য বলেছেন: জহির ভাই এখনো যাননি ডুয়ার্স?জুন আপুও যায়নি।বাহ্‌ ! আমি তাহলে এই জায়গায় অন্তত আগে গেছি B-)
সব জায়গায় দেখি আমি যাওয়ার আগেই আপনাদের ঘোরা শেষ :D
ভালো থাকুন ভাই।শুভকামনা সবসময়।

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: উনি চলে যাওয়ার পর মনে পড়ল আরে ওটারতো ছবিই নেওয়া হয়নি।অতি উত্তেজনায় ক্যামেরা বের করতে ভূলে গেলাম


আরো অপেক্ষায় ছিলাম..তবে লেখার গাথুনি অনেক ভালো লাগলো...ডুয়ার্সে অবশ্যই যাব...........................

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু।আপনাকে আবারো পেলাম।অবশ্যই যাবেন আমাদের স্বপ্নের ডুয়ার্সে।যাওয়ার আগে যদি আমাকে একটু নক করে যান তাহলে হয়তো আমি আপনার কিছুটা কাজে লাগতেও পারি :D
ভালো থাকুন সবসময়।

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

অদৃশ্য বলেছেন:




মনে হলো যেন শান্তি পেলাম... ভ্রমণ কাহিনী পড়লে আমার খুব শান্তি শান্তি লাগে... অবশ্য আফসোসেরও শেষ থাকেনা যেন...

চমৎকার বর্ণনার সাথে অপূর্ব সব ছবিতে শেষ পর্বটা দারুনভাবেই শেষ হলো...

শুভকামনা...

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৪

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য।আসলে আমার তখনি শান্তি শান্তি লাগে যখন আমি ঘুরতে পারি ডানা মেলে।অজানাকে জানার,দেখার দূর্নিবার আকর্ষনে যখন ছুটতে পারি সকল পিছুটান ফেলে,মনে হয় এরচেয়ে শান্তময় সংগীত বুঝি কিছু নেই।ভালো থাকুন।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০

গোর্কি বলেছেন:
-ময়নাগুড়ি, ধূপগুড়ি, আলিপুর দুয়ার ও হাসিমারা হয়ে ভুটান যাবার পথে ডুয়ার্সের কিছুটা সান্নিধ্য পেয়েছিলাম।
-এমনিতেই ভ্রমণের ব্যাপারে নাচুনে বুড়ি, তারপর দিলেন ঢোলে বারি! -আগামীতে কোনো এক সময় অবশ্যই ঘুরে আসার ইচ্ছে রইলো।
-ঝরঝরে বর্ণনা পড়ে এবং ছবিগুলো দেখে দারুন লাগলো।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৭

তুষার কাব্য বলেছেন: আপনি কি জয়গাঁ হয়ে ভূটান গেছিলেন?আমিও দার্জিলিং থেকে শুরু করে ভূটান পর্যন্ত গেছিলাম।আপনারও কি আমার মতো দম বন্ধ হয়ে যায় নাকি শব্দের গ্যাড়াকলে?কংক্রিটের এই শহর ছেড়ে তাই আমাকে ছুটতে হয় মাঝে মাঝেই নৈঃশব্দের কাছে।ভালো থাকুন।শুভ রাত্রী।

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪১

ভিয়েনাস বলেছেন: ছবি আর বর্নণার সাথে আমরাও ঘুরে ঘুরে বেড়ালাম :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৯

তুষার কাব্য বলেছেন: আমারো খুব ভালো লাগছে আপনাকে ঘুরিয়ে আনতে পারলাম বলে B-)
মাঝে মাঝে আমার সাথে এরকম ফ্রি ফ্রি ঘুরে বেড়াবার আমন্ত্রন রইলো :)
ভালো থাকুন।শুভ রাত্রী।

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২

গোর্কি বলেছেন:
@ তুষার কাব্য,
-আপনি ঠিকই ধরেছেন। ভারতের জয়্গাঁ হয়ে ভুটানের ফুলসিলিং থেকে কোস্টারে থিম্পু গিয়েছিলাম আজ থেকে প্রায় ২২ বছর আগে। ছবিগুলো সব হারিয়ে ফেলেছি। অনেক মজার কাহিনীসহ চমৎকার অভিজ্ঞতা হয়েছিল।ভ্রমণ পোস্ট আসলে ছবি ছাড়া ঠিক জমে উঠে না। আফসোস! আফসোস!!
-খুব ভালো থাকুন আর বেশি বেশি ভ্রমণ করুন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৩

তুষার কাব্য বলেছেন: সত্যি আফসোস !
আগে যদি জানতাম কখনো সামহোয়্যার এ ছবি পোস্ট করব তাহলে কিছু ছবি নাহয় আমিও রেখে দিতাম :((
ভূটানের গল্পটা না হয় ২২বছর আগের তারপরের আরো নিশ্চয়ই এমন হাড়িয়ে যাওয়ার গল্প আছে সেগুলি'ই শুনতে চাই।
অনেক ভালো থাকুন ভাই।

১৭| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৪

লিখেছেন বলেছেন: jabo ekdin

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৫

তুষার কাব্য বলেছেন: অবশ্যই যাবেন একদিন...

১৮| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪০

বৃশ্চিক রাজ বলেছেন: হ্যাপি বার্থ ডে টু ইউ, হ্যাপি বার্থ ডে টু ইউ, হ্যাপি বার্থ ডে টু ইউ ডিয়ার ব্রো তুষার কাব্য !:#P !:#P !:#P

১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২০

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ বৃশ্চিক রাজ....

১৯| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫১

বলাকাবিহঙ্গ বলেছেন:

১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫৮

তুষার কাব্য বলেছেন: লাল গোলাপ ... :) আমার জন্য...থেঙ্কু থেঙ্কু :D

২০| ১৫ ই অক্টোবর, ২০১৪ ভোর ৫:১০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাহ! ছবি ও বর্ননায় জম্পেশ ।

১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:০১

তুষার কাব্য বলেছেন: এত পুরনো পোস্টে এসে সুন্দর মন্তব্যের জন্য অন্নেক ধন্যবাদ প্রবাসী আপু...রেজওয়ানা আলী তনিমা

২১| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৬

লিরিকস বলেছেন: তোমার খোলা হাওয়া] আমাদের শায়মা আপির অসাম কন্ঠে গাওয়া গান টি শুনতে ও ডাউনলোড করতে পারেন :)

১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৫

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ লিরিক্স ভাই শায়মা আপু'র সুন্দর গান'র লিংক দেওয়ার জন্য..কিন্তু আপু কই গেল?একটু বলে দিন না আপু কে আমি তাঁকে খুঁজছি :D

২২| ১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৯

রোদেলা বলেছেন: কেমন গা ছম ছমে ব্যাপার।ওখানে সাপ বা ডায়নোসর জাতীয় কিছু ছিলো না?আরো জমতো।

১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪০

তুষার কাব্য বলেছেন: দুর্ভাগ্যজনকভাবে কোনো ডাইনোসরের দেখা পাইনি ওখানে ;) :P তবে পরিবেশ টা সত্যি ছমছমে ছিল রোদেলা আপু..।

২৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৯

লিরিকস বলেছেন: ওকে :)

১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:০০

তুষার কাব্য বলেছেন: ওকে ... :D

২৪| ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০২

আমিনুর রহমান বলেছেন:



আগামী মাসে একটা টুর‍্যের সম্ভবনা প্রখর।

১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৯

তুষার কাব্য বলেছেন: তাই নাকি আমিনুর ভাই ?ওয়াও গ্রেট ! কে কে যাওয়ার প্ল্যান হচ্ছে ?লাফাম্গা পার্টি নাকি আবার ?

ভাবি কে ছাড়া যাওয়া কিন্তু একদম ঠিক হবেনা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.