নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন আমি থাকব নাকো আমায় রেখ মনে

আমি এক যাযাবর

তুষার কাব্য

আমি এক উড়নচন্ডী,একলা পথিক...স্বপ্ন বুনি পথের ধূলোয়, \nচাঁদনী রাতে জ্যোৎস্না মাখি...\nদূর পাহাড়ের গাঁয়...\n\n\nফেসবুকে: https://www.facebook.com/tushar.kabbo

তুষার কাব্য › বিস্তারিত পোস্টঃ

সীতাকুণ্ড,মিরসরাই ট্রেক,ভবঘুরে জীবনের গল্প...(দ্বিতীয় পর্ব)

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫০

সন্ধ্যা হতে বেশী বাকি নেই।আমাদের যেমন করেই হোক সন্ধ্যার মধ্যেই মিরেরসরাই পৌছতে হবে এবং অন্তত একটা হলেও ঝর্না দেখে আসতে হবে।পশ্চিম আকাশের হেলে পড়া রক্তাভ লাল সূর্যকে বিদায় দিয়ে নামতে শুরু করলাম দুরন্ত গতিতে।কিন্তু চাইলেই তো সবখানে আর দৌড়ে নামা যায়না।যদিও ওঠার রাস্তা থেকে নামার রাস্তাটা অনেকটাই প্রশস্ত।তারপরেও নামতে নামতে ৩০ মিনিট লেগে গেল।দেরী না করে সিএনজি নিয়ে চলে এলাম আমবাড়িয়া।দেখি গাইড আমাদের জন্য অপেক্ষা করছে।এদিকে খিদেয় পেট চো চো করছে।এতক্ষন খিদের কথা মনেই ছিলনা।কি আশ্চর্য!নিজাম ভাই এর বাড়িতে আবার আমাদের জন্য রান্না হয়েছে।কিন্তু সময় কোথায় বৃথা সময় নষ্ট করিবার!তাই সামনের দোকান থেকে কেক কলা খেয়েই দে ছুট।

ইতোমধ্যে সূর্য ডুবে গেছে।সন্ধ্যা পেড়িয়ে রাতের আগমনী বারতা টের পাচ্ছি।শুরু করে দিলাম এক অসম্ভব রোমাঞ্চকর,ভয়ঙ্কর ট্রেকিং।একেতো অন্ধকার হয়ে যাচ্ছে সাথে কয়েকদিনের বৃষ্টিতে রাস্তায় হাঁটু পরিমান কাদার পাহাড়।সেই বীভৎস কাদার রাজ্যে হাটাই যেখানে কষ্টসাধ্য সেখানে আমরা রীতিমতো দৌড়েছি ঝর্ণার মাদকতাময় আহবানে।হাতের লাথিটার গুরুত্ত এবার খুব বেশি টের পাচ্ছিলাম।আধো আলো আধারিতে এবড়ো থেবড়ো রাস্তায় কতবার যে চিৎপটাং খেতে হতো তার হিসেব রাখার জন্য হিসাবরক্ষক নিয়োগ দেয়া লাগত। :D তারপরেও যে দুই এক বার কাদামাটি তে গড়াগড়ি খাইনি তা কিন্তু বলছিনা।গোপন কথা থাকনা গোপন। ;) আমাদের নিজাম ভাই তার মুখস্ত রাস্তায় স্বভাবতই উসাইন বোলটের গতিতে হাঁটছে সবার আগে।পিছনে আমরা দৌড়াচ্ছি।আমি কিন্তু তার পিছনে আঠার মতই লেগে ছিলাম।:-*


কাদার রাস্তার ফাঁকে ফাঁকে মাঝে মাঝেই ঠাণ্ডা ঝিরি পেয়ে যাচ্ছিলাম যা আমাদের জন্য ছিল আশীর্বাদের মত।কখনও কখনও উত্তাল ঝর্না বেয়ে নেমে আসা কোমর পরিমান পানির স্রোত পাড় হতে হয়েছে যা বেশ ভয় পাওয়ার মত বিশেষ করে অনিশ্চিতের রাস্তায় যে সাঁতার পারেনা তার জন্য আধো অন্ধকার রাতে স্রোতস্বিনী পানির পানির ঢেউ পাড় হওয়া সাহসের বটে তবে সেই সাথে নিজেদের কে রিচারজও করে নিয়েছি,ঠাণ্ডা পানির ঝাপটা মেরে আবার রিলোড করেছি আমাদের।


আমাদের রাস্তা যেন আর ফুরায় না।আমরা নিজেরাও মাঝে মাঝে নিজেদের কে হারিয়ে ফেলছিলাম।একজন এই ট্রেইলে একেবারেই নতুন অন্যজন বেশ অভিজ্ঞ,দলনেতা সে।সবার মধ্যে একই গতি রেখে ট্রেকিং করা খুব মুশকিল বিশেষ করে এরকম যখন দৌড়ের উপর থাকতে হয় কারন সবার ফিটনেস লেভেল এক না যে জন্য আগের জন কে অপেক্ষা করতে হয় পিছিয়ে পড়া ট্রেকারের জন্ন।এটাও একটা অন্য মজা,সবার মধ্যে একতাবদ্ধতা তৈরি করে।এক টা টিম হয়ে কাজ করার,এগিয়ে যাওয়ার।
ঠাণ্ডা পানির শীতল স্রত,কাদাজল মাড়িয়ে আমরা এগিয়ে চলেছি।কিছুদিন আগে উত্তাল বেগে বয়ে আসা ঝর্ণার পানির উন্মত্ততার নিদর্শন পাচ্ছি একটু পর পরি।কতটা ভয়ঙ্কর হতে পারে পাহাড়ি ঢল তার প্রমান রেখে গেছে সে।তার বিষাক্ত দংশনে বিভিন্ন রকমের বাগান উজাড় হয়ে গেছে,ভেসে গেছে ফলের বাগান থেকে শুরু করে সবুজ ফসলের খেত।নিজাম ভাই জানালো এক মাস আগেই এই এলাকা কয়েক কিলোমিটার পর্যন্ত ভেসে গেছিল পানির ভেলায়।


এতক্ষনে শুনতে পাচ্ছিলাম নোয়াতেখুম ঝর্ণার সুতীব্র আহবান।এক অদ্ভুত গন্ধ ভেসে আসছিল বাতাসে।উত্তগ্ন মাদকতা সেই বাতাসে।যারা ঝর্না ভালবাসেন,যাদের সাধ্য নেই তার উন্মত্ত ডাক এড়ানোর তারাই চিনেন এই গন্ধটা।নেশা ধরিয়ে দেয় সমগ্র শিরা উপশিরায়,এমনি বজ্জাত এই গন্ধ।গন্ধ শুকতে শুকতে আশ্চর্য সম্মোহনের মতো গিয়ে দাড়ালাম অনিন্দ্য রুপসি নোয়াতেখুমের সামনে।তারপরের গল্প নিঃশর্ত আত্মসমর্পণের ......


এবার চলুন কিছু মন ভোলানো ছবি দেখে নেই B-)
























চলবে....


প্রথম পর্ব এখানে :

http://www.somewhereinblog.net/blog/tushar007007/29986875

মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৪

খেলাঘর বলেছেন:


সুন্দর

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫৮

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ ভাই...আপনার সীতাকুন্ডের সেই গল্পের কথা কিন্তু এখনো বলেন নাই...শুভকামনা...

২| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বর্ণনা আরেকটু ডিটেইলে দিলে রোমাঞ্চটুকু আরও উপভোগ্য হত। আর ছবি বোধহয় রাতের বেলা হওয়াতে বেশী তোলা হয় নাই, তাই না? তারপরও সবমিলিয়ে পোস্ট ভালো হয়েছে।

শুভকামনা রইলো।

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৪

তুষার কাব্য বলেছেন: ওরে বাব্বা...আরো ডিটেল...? এইটুক লিখতেই আমার জান বেরিয়ে যায়... :P ধন্যবাদ পরামর্শের জন্য বোকা মানুষ...পরেরবার চেষ্ঠা করব আর একটু বড় করতে...আর হ্যা,ঠিকই ধরেছেন..যে ভয়ঙ্কর রাস্তায় আমরা হেটেছি সেখানে কেমেরা বের করার মত অবস্থা বা সময় কোনটাই ছিলনা আমাদের হাতে...তারপরে আবার রাত ও হয়ে গেছিল...পরের পর্বে ছবির পসরা সাজিয়ে আসবো...কথা দিলাম...ভালো থাকুন সবসময়...

৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৪৫

আমিনুর রহমান বলেছেন:




পোষ্টে +


পরের পর্বের অপেক্ষায় রইলাম !

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৭

তুষার কাব্য বলেছেন: প্লাস কৃতজ্ঞতা চিত্তে গ্রহণ করলাম...খুব শিগগির আসছে পরের পর্ব..আশা করছি সেখানেই এই টুর'এর সমাপ্ত ঘোষণা করব... :D ভালা থাকা হোক আমিনুর ভাই...

৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৯

অশ্রুত প্রহর বলেছেন: জায়গা গুলো চমৎকার ..সরাসরি পাহাড় দেখার খুব ইচ্ছে কিন্তু এখন প র্যন্ত দেখা হয় নি।
প্রতিবার প্লান করি ঘুরতে যাব কিন্তু যেকোনো কারনে বাধা পরে যায়।
তবে একদিন যাব ইনশাআল্লাহ .:-)
যদি সেই প র্যন্ত বেচেঁ থাকি।

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১১

তুষার কাব্য বলেছেন: আমাকেতো পাহাড় সবসময় ডাকে..বড় উগ্র সেই ডাক...কিছুতেই ফেরাতে পারিনা তাকে...শুভেচ্ছা ও শুভকামনা থাকলো খুব তারাতারি যেন আপনার পাহাড়ের সাথে মিতালি হয়...ভালো থাকুন নিরন্তর...

৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:১১

জাফরুল মবীন বলেছেন: ভাল পোস্ট +++

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১২

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ মবিন ভাই...কুয়াশাস্নাত ভোরের শুভেচ্ছা....

৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৬

মামুন রশিদ বলেছেন: দারুণ একটা ট্র্যাকিং হলো ।

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩২

তুষার কাব্য বলেছেন: ভয়ঙ্কর মামুন ভাই...ঢাকায় ফেরার পর কি অবস্থা এক এক জনের যদি দেখতেন...৪৮ ঘন্টার মধ্যে ৩৫ ঘন্টাই আমরা ছিলাম হাটার মধ্যে...আপনি,আপনাদের সাথে কিন্তু একটা টুর অবশ্যই দিব...রেডি থাকেন...

৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৮

এহসান সাবির বলেছেন: লোভ ধরিয়ে দিচ্ছেন ভাই.......


সিরিজ চলুক......

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৪

তুষার কাব্য বলেছেন: লোভ যদি সত্যি ধরাতে পেরে থাকি তবেই এই লেখার সার্থকতা..তাহলে চলেন নেক্সট উইক নিঝুম দ্বীপ,পরের উইক সাজেক আমার সাথে....ভবগুরে জীবনের স্বাদ ও পেয়ে যাবেন....হাহাহা

৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৫

এহসান সাবির বলেছেন: নেক্সট উইক না ভাই... ৩/৪ সপ্তাহ আগে প্লান করতে হবে.... অফিসের ঝামেলা আছে তো...

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৫

তুষার কাব্য বলেছেন: আমার সৌভাগ্য/দুর্ভাগ্য যাই বলেন না কেন সপ্তাহে ২দিন ছুটি পাওয়ায় তাতেই দৌড় দেই... :( আর কারো সাথে ছুটি মিলেনা বলে বেশির ভাগ সময় একাই ঘুরে বেড়ায় বন বনান্তে... :| ট্রেকিং টুর গুলো চেষ্ঠা করি গ্রুপ হিসেবে যেতে...বেপার না এহসান ভাই...নিশ্চয় হয়ে যাবে কোনো এক রাতে যখন মিলবে ট্রেন একই প্লাটফর্ম এ...শুভেচ্ছা ও শুভকামনা থাকলো..

৯| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০১

সালমান মাহফুজ বলেছেন: অভিজ্ঞতার সুনিপুন চিত্রায়ণ ।

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২০

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ আপনাকে সালমান মাহফুজ....ভালো থাকুন নিরন্তর ...শুভেচ্ছা ও শুভকামনা...

১০| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩০

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।

ছবিগুলোও প্রাণবন্ত।

শুভকামনা রইলো ভাই। অনিঃশেষ। সবসময়।

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ দীপংকর চন্দ আপনাকে...শুভেচ্ছা ও শুভকামনা..

১১| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার পোস্ট +++++++ ২য় ভালোলাগা ভ্রাতা :)

এটার কি আরও পর্ব আসবে ?

শুভেচ্ছা :)

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩১

তুষার কাব্য বলেছেন: চেষ্ঠা করছি আর এক পর্বে শেষ করে দিতে...আর নইলে ২ পর্ব...আরো কিছুদিন ধৈর্য ধরে থাকতে হবে আমার সাথে অপূর্ণ রায়হান ভ্রাতা.. সামনের পর্বে আরো অন্নেক ছবি নিয়ে আসবো...শুভেচ্ছা আপনাকেও..

১২| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

সুমন কর বলেছেন: বর্ণনা অার ছবি মিলে চমৎকার পোস্ট। প্রিয়তে রেখে দেই, যদি কখনো সৌভাগ্য হয়।।।।

ভাল থাকুন।

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ সুমন দা..চলে আসুন একবার ঢাকায়..বেরিয়ে পরি একসাথে অজানায় কোনো এক সন্ধায় কিম্বা আধো রাতে...
শুভকামনা নিরন্তর...

১৩| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪০

অদৃশ্য বলেছেন:




আহ্‌, দারুন... মনটা ভরে গেলো ছবিগুলো দেখে... পরেরটার জন্য অপেক্ষাতে থাকলাম...


শুভকামনা...

০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২২

তুষার কাব্য বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভাললাগছে...অপেক্ষা খুব একটা দীর্ঘায়ত করবনা...ভালো থাকুন খুব...

১৪| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:০৫

জোহরা উম্মে হাসান বলেছেন: কি সাঙ্ঘাতিক রোমাঞ্ছকর অভিজ্ঞতা । ছবিগুলোও অসাধারণ । খুব খুব ভালো লাগলো !

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:০৫

তুষার কাব্য বলেছেন: কৃতজ্ঞতা ভালোলাগায়...আমার সার্থকতা...শুভকামনা থাকলো...ভালো থাকবেন খুব...

১৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:০৬

ডি মুন বলেছেন: কিন্তু সময় কোথায় বৃথা সময় নষ্ট করিবার! ----- বাহ, ভ্রমণ পোস্টেও কী চমৎকারভাবে রবীন্দ্রনাথ এসে পড়লেন। " হঠাৎ দেখা " কবিতাটা মনে পড়ে গেল। বেশ বোঝা যাচ্ছে আপনি কাব্যপ্রেমী মানুষ।

গাড়ির আওয়াজের আড়ালে
বললে মৃদুস্বরে ,
“ কিছু মনে কোরো না ,
সময় কোথা সময় নষ্ট করবার ।
আমাকে নামতে হবে পরের স্টেশনেই ;
দূরে যাবে তুমি ,
দেখা হবে না আর কোনোদিনই ।




ছবিগুলো খুব সুন্দর; সেই সাথে বর্ননাও।
শুভেচ্ছা++++++

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:২১

তুষার কাব্য বলেছেন: হাহাহা....আসলে বৈকুন্থে থাকাকালীন শিমুলভাই এত বেশি কবিতা মুখস্থ করিয়েছে যে কবিতার প্রতি প্রেম না হয়ে উপায় ছিলনা... :D ভালো থাকুন মুন ভাই..

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কি মজা! ইস পোলাগো এত মজা কেনু? আমরা যদি এভাবে পারতাম !

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

তুষার কাব্য বলেছেন: চাইলেই কিন্তু পারা যায় আপু...অনেক মেয়েই আজকাল ছেলেদের সাথে সমান তালে ট্রেকিং করছে,রাইডিং,হাইকিং করছে....চাই বুক ভরা সাহস আর সমর্থন...শুভকামনা প্রবাসী আপু...

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৪

লিরিকস বলেছেন: সরি ভাইয়া পোস্ট ঠিকই ছিল কিন্তু আমি ভাবছিলাম পোস্ট দেখা যাচ্ছে না :)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

তুষার কাব্য বলেছেন: আমি ঠিক বুজলাম না আপু...এটা কি আমাকে বললেন.... :) :P

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

খেলাঘর বলেছেন:


ওদিকের মানুষরা কেমন?

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩১

তুষার কাব্য বলেছেন: খুব বেশি মানুষের সাথে মেশার সুযোগ হয়নি যদিও...তবে যে কয়জনের সাথে মিশেছি যেমন আমাদের গাইড নিজাম ভাই,তার পরিবার,টিপরা পারার কিছু মানুষের সাথে কথা বলেছি সবাইকে বেশ আন্তরিক মনে হলো...বিশেষ করে যে সব আদিবাসী পল্লী পার হয়ে আমাদের যেতে হয়েছে তাদের কোনো আচরণে মনে হয়নি আমরা তাদের বিরক্তির কারণ,বেশ আন্তরিক অভ্ভর্থনা পেয়েছি সব জায়গায়...আপনার বাড়িও কি ওদিকটায় খেলাঘর ভাই..

১৯| ১০ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:১৯

আরজু মুন জারিন বলেছেন: চমৎকার এক ভ্রমন কাহিনী পড়লাম।লেখককে অনেক ধন্যবাদ। ছবিগুলো খুব সুন্দর; সেই সাথে বর্ননাও ।

শুভকামনা .।

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৯

তুষার কাব্য বলেছেন: কৃতজ্ঞতা সীমাহীন ..ভালো থাকবেন আপু....শুভকামনা...

২০| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৪

এহসান সাবির বলেছেন: পরের পর্বের অপক্ষায়......

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৪

তুষার কাব্য বলেছেন: সাবির ভাই...গেলেন নাতো...আমি কাল ঘুরে আসলাম নিঝুম দ্বীপ...কবে লিখব এই গল্প... :D

২১| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৩

মহান অতন্দ্র বলেছেন: আপনার লেখাগুলো বেশ । ঘরে বসেই ঘুরে আসা যায় । লেখার হাত ও চমৎকার । সময় করে এক সময় সব পড়ে নিব । ভাল থাকবেন ।

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৭

তুষার কাব্য বলেছেন: প্রশংসা টুকো দু'হাত ভরে নিলুম...ভালো থাকুন,সুন্দর থাকুন...

২২| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৪

এহসান সাবির বলেছেন: নিঝুম দ্বীপের গল্প চাই................

বেশি বেশি ছবি..........

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৮

তুষার কাব্য বলেছেন: হাহাহা....লেখায় আমার চরম আলস্য..কিভাবে যে এত লিখে মানুষজন...!!! তবে ছবি আপ করতে কোনো প্রবলেম নাই... :D

২৩| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

এহসান সাবির বলেছেন: তো কই? ছবিই দেন না......

১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১০

তুষার কাব্য বলেছেন: সব কিছু ঠিক ঠাক থাকলে আজকেই দিয়ে দিব সাহস করে ভাই.... :D :P

২৪| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

জুন বলেছেন: চেনা পরিবেশের অচিন ছবি অনেক ভালোলাগলো তুষার । আর রাত বিরাতে সেই দুর্গম আধার পথে যাত্রা তো অনেক ভয়ংকর ।
লেখা আর ছবিতে
+

১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

তুষার কাব্য বলেছেন: আমি আপনার অপেক্ষায়ই ছিলাম আপু। আপনার চেনা পরিবেশের অচেনা গল্প আপনাকে ছাড়া জমবে কেমন করে । :D

আরও দুটো পর্ব আসছে নুতন কিছু ঝর্ণার সাথে মিতালি’র গল্প নিয়ে।একটা দিয়ে দিয়েছি।আর একটা আসছে।

সবসময় শুভকামনা।অনেক ভালো থাকবেন।

২৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

আহসানের ব্লগ বলেছেন: ছবি গুলো দেখে গেলাম আবার ;)

৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২

তুষার কাব্য বলেছেন: ভালো করে দেখে যান আহসান ভাই...কয়দিন পর মিলিয়ে নিয়েন...শুভেচ্ছা... :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.