নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন আমি থাকব নাকো আমায় রেখ মনে

আমি এক যাযাবর

তুষার কাব্য

আমি এক উড়নচন্ডী,একলা পথিক...স্বপ্ন বুনি পথের ধূলোয়, \nচাঁদনী রাতে জ্যোৎস্না মাখি...\nদূর পাহাড়ের গাঁয়...\n\n\nফেসবুকে: https://www.facebook.com/tushar.kabbo

তুষার কাব্য › বিস্তারিত পোস্টঃ

“নিঃসঙ্গ কাব্যদ্বীপ”

১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭

বান্দরবানের থানচি থেকে টানা দুইদিন পাহাড় ঝরনা ধরে হাঁটার পর পৌছলাম শেরকর পাড়ায় ।ক্লান্ত অবসন্ন দেহ যখন একটু ঠাই খুজছিল ভয়ঙ্কর নির্জন ওই পাহাড় চূড়ায় ,তখন মনে হলো তাবুতে হারিয়ে যাওয়ার আগে কিছুটা লিখে নেই সাক্ষী করে এই সুন্দরের



------------------------------------







যেখানে বসত করেছি সায়াহ্ন অন্ধকারে ।

বিকেলের সোনা রং, আলো, শীতের হলুদ মঞ্জুরি ছুঁয়ে

গায়ে এসে পড়েছে চুপি চুপি

উত্তরের বাতাস গাইছে আয়েসী গান,অবিরাম

আমার ক্লান্ত শরীরে ।



এখানে আকাশ ছুঁয়েছে বাতাসের শরীর

সুতীব্র ভালবাসায়,গহীন শুন্যতার ভেতর

সঁপে দেওয়া নির্জন জুমঘরে ।

আর পাহাড়, মেঘ কে করেছে দূর্বা ঘাস,

ভেজা তুলোয়,নরোম আদরে ভালবাসায় মেখে নিয়েছে অস্তিত্বের অবগুন্ঠনে।



এখানে কুহকের ডাক যেন বেহাগের সুর,

এক অদ্ভুত হৃদয় ছেড়া তান হয়ে বাজে

সু উচ্চ পাহাড়ের ভাঁজে ভাঁজে ।



আজ ,অবসন্ন চৈতন্যের মোহনায় লেপ্টে আছে পূর্নিমার চাঁদ

শাদা সঙ্খমালার চাদর বিছিয়ে সমস্ত সত্তায়

আর আমার অভিলাষী মন আশ্রয় খোঁজে

নিঃসঙ্গ সন্নাসিনীর কাছে

এই শান্ত সরোবরে...







মন্তব্য ৮৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬

নেক্সাস বলেছেন: এক কথায় অসাধরণ


এখানে আকাশ ছুঁয়েছে বাতাসের শরীর
সুতীব্র ভালবাসায়,গহীন শুন্যতার ভেতর
সঁপে দেওয়া নির্জন জুমঘরে ।
আর পাহাড়, মেঘ কে করেছে দূর্বা ঘাস,
ভেজা তুলোয়,নরোম আদরে ভালবাসায় মেখে নিয়েছে অস্তিত্বের অবগুন্ঠনে।



দৃশ্যকল্প মনে হল নিজের চোখে দেখলাম। আহ জুমঘরে যদি আবার যেতে পারতাম।



১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ নেক্সাস ভাই ।

আমার মনটাও মাঝে মাঝেই সেই জুম ঘরে চলে যায় ,নির্জনতা আমাকে ডাকে প্রতিনিয়ত ।প্রকৃতির সান্নিধ্যে থাকার এক অদ্ভুত মজা আছে । বারবার আমাকে তাই ফিরে যেতে হয় তার কাছে.... :D


ভালো থাকুন অনেক...

২| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ।
কবিতায় যেন প্রকৃতি নিজে এসে ধরা দিয়েছে।
ভালো লাগলো।

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র ।আচ্ছা রাজপুত্র দিশেহারা হলো কেন ? ;) :)

ভালো থাকুন সবসময়...

৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫

সানড্যান্স বলেছেন: বাহ! ক্যামেরা ছাড়াই ক্যাচ করে ফেলেছেন!

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১১

তুষার কাব্য বলেছেন: চোখের ক্যামেরায়,মনের ক্যামেরায়,হাতের ক্যামেরায় সবগুলোতেই ধরে ধারণ করে নিয়েছি সানড্যান্স ভাই :D ।সেই দুরন্ত যাত্রার গল্প নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ।

শুভেচ্ছা পড়ন্ত বিকেলের....

৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: কোন একদিন কোন এক লেখায় উঠে আসবে দিশেহারা কেন আমি।
ভাল থাকবেন।

১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

তুষার কাব্য বলেছেন: অবশ্যই দিশেহারা রাজপুত্র।আপনার সেই গল্প শোনার অপেক্ষায় থাকলাম।শুভকামনা থাকল।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৪

নীলপরি বলেছেন: স্নিগ্ধ ভাললাগা ।অসাধারন ।

১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

তুষার কাব্য বলেছেন: আপনার ভাললাগায় প্রীত হলাম নীলপরি।অনেক ভালথাকুন ।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪০

কলমের কালি শেষ বলেছেন: তাবুতে হাড়িয়ে... এইখানে বোধয় হারিয়ে হবে । :)

এখানে কুহকের ডাক যেন বেহাগের সুর,
এক অদ্ভুত হৃদয় ছেড়া তান হয়ে বাজে
সু উচ্চ পাহাড়ের ভাজে ভাজে ।


অসাধারণ । কবিতায় নির্মল প্রকৃতির ছোঁয়া ।

শুভ কামনা । :)

১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ ভাই টাইপো টা ধরিয়ে দেওয়ার জন্য :) অফিসে বসে তাড়াহুড়ো করে পোস্ট করতে যেয়ে এই অবস্থা :D

শীতের হিমেল হাওয়ার শুভেচ্ছা ।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা ভালো লেগেছে ভাই।

১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ জাদিদ ভাই।সেদিন একটুর জন্য মনে হয় দেখা হলনা হসপিটালে।আমরা সবাই ছিলাম রাত ৯ টা অবধি।

শুভকামনা নিরন্তর।

৮| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২২

কাবিল বলেছেন: ভালো লেগেছে

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০০

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ কাবিল।ভাল থাকুন ।

নতুন বছরের প্রতিটি সময় হোক আনন্দের।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৪

তুষার কাব্য বলেছেন: তাও ভাল মোটামুটি পর্যন্ত মনে ধরেছে।একদম ফেলে তো আর দেন নাই :D

শুভেচ্ছা থাকল।

১০| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভাগ্যিস আপনার দেহটা ক্লান্ত হয়ে তাঁবুতে একটু আশ্রয় খুঁজছিল, তা না হলে এতো সুন্দর কবিতাটি হয়তো আমরা পেতাম না।
বান্দরবানের নৈসর্গিক সৌন্দর্যকে কবিতায় সুন্দর করে তুলে ধরেছেন রূপক আর উপমার মাধুরী মিশিয়ে। শব্দচয়নও চমৎকার হয়েছে। অনেক ভালো লাগলো তুষার কাব্য। নিরন্তর শুভ কামনা রইলো।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৪

তুষার কাব্য বলেছেন: আমার আঙিনায় স্বাগতম বিদ্রোহী বাঙালী আপনাকে।

এতো সুন্দর করে বিশ্লেষণাত্মক মন্তব্য আপনার কাছ থেকে পাওয়া সত্যি অনেক আনন্দের।সবার পোস্টে আপনার মন্তব্য গুলি দেখতাম কতটা সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট ধরে আপনি ব্যাখ্যা করছেন।আজ আমিও পেলাম আপনাকে :)

সত্যি কবিতার ভাজে ভাজেও হয়তো ক্লান্তি লেগে আছে।জানিনা কত টুকো আনতে পেরেছি সৌন্দর্যের ছোঁয়া।

অনেক ভাল থাকুন।

১১| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

প্রামানিক বলেছেন: ক্লান্ত শ্রান্ত দেহে পাহাড়ের চূড়ায় বসে চমৎকার কবিতা লিখেছেন। ধন্যবাদ

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৭

তুষার কাব্য বলেছেন: ক্লান্ত শরীরের ক্লান্তিময় কবিতা আপনার ভাল লেগেছে শুনে আমারও খুব ভাল লাগছে।

শুভেচ্ছা নিরন্তর।

১২| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

মনিরা সুলতানা বলেছেন: বাহ

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২০

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

ভাল থাকুন সকাল সন্ধ্যা রাত্রি ।

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

মায়াবী রূপকথা বলেছেন: সুন্দর তো। :)

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৩

তুষার কাব্য বলেছেন: আপনার ভাললাগায় কৃতজ্ঞতা।

ভাল থাকুন সারাবেলা।

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৫

বাড্ডা ঢাকা বলেছেন: অসাধারণ হয়েছে কবিতা ।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৬

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

নিরন্তর শুভকামনা থাকল।

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫

পার্থ তালুকদার বলেছেন: চমৎকার লিখেছেন তো ।

এবার সিলেট আসেন আর একটা কবিতা দেন ভাই।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫১

তুষার কাব্য বলেছেন: হাহাহা আমি কোথাও ঘুরতে গেলে কবিতা লেখা হয়।বাসায় থাকলে সময় খুঁজে পাইনা :P

সিলেট যেকোনো সময় ছলে আসতে পারি।আমার কোথাও আসতে গেলে অত প্লান টান করা লাগেনা।ব্যাগ গুছাই আর দৌড় দেই ;) সো রেডি থাকেন।যেকোনো এক ভোরে এসে ঘুম থেকে দেকে তুলবো :D

১৬| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০৭

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার লেখা । ভাল থাকবেন ।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৫

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । শুভেচ্ছা সতত।

শুভ হোক সময় ।

১৭| ১২ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২৪

ডি মুন বলেছেন:

এখানে কুহকের ডাক যেন বেহাগের সুর,
এক অদ্ভুত হৃদয় ছেড়া তান হয়ে বাজে
সু উচ্চ পাহাড়ের ভাজে ভাজে ।


+++

সুন্দর কবিতা। ভালো লাগল তুষার ভাই। পাহাড়ের ভাঁজে হারিয়ে যেতে ইচ্ছে হচ্ছে :)

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২১

তুষার কাব্য বলেছেন: এতোগুলা ধন্যবাদ আপনাকে। :)

কবে আসবেন সেইটা বলেন । পাহাড়ের ভাঁজে ভাঁজে হারিয়ে যাওয়ার মত আরও অনেক কিছুই পাবেন , শুধু কবে আসবেন সেইটা বলেন ;) :)

ভাল থাকেন সকাল বিকেল রাত ।

১৮| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫২

জাফরুল মবীন বলেছেন: অসাধারণ হয়েছে কবিতাটা! :)

অভিনন্দন ও শুভকামনা জানবেন।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩১

তুষার কাব্য বলেছেন: কবিতা পাঠে কৃতজ্ঞতা মবিন ভাই।

অনেক ভাল থাকুন ।

শুভ রাত্রী ।

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২১

এমএম মিন্টু বলেছেন: ভাল লাগল কবিতা তুষার ভাই । :) B-) ;) !:#P

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ মিন্টু ভাই ।

শুভেচ্ছা শীতের হিম ঠাণ্ডা রাতের । :D :)

২০| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৯

তাশমিন নূর বলেছেন: আগে একটা কমেন্ট করেছিলাম। ঐটা আসে নাই, অথবা কোন কারনে ডিলিট করা হয়েছে। যাক, আবার মন্তব্য করতেছি-

পুরো কবিতাটাই আমার কাছে অসাধারণ লেগেছে।

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৪

তুষার কাব্য বলেছেন: কমেন্টস ডিলিট করার মত দুঃসাহস আমার নেই :P মনে হয় কোন কারনে আসেনি । সামু ভাল বলতে পারবে । এনিওয়ে , আবার কমেন্টস টা করার জন্য বিনীত অনুরোধ রইল ।

অনেক ধন্যবাদ কবিতা পাঠ করার জন্য ।

খুব ভাল থাকুন ।

২১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০৭

ডি মুন বলেছেন:
মন চাইতেছে তো এক্ষুণি আসতে :)

আসব একদিন তারপর পাহাড়ের ভাঁজে হারিয়ে যাব।
আর ফিরব না।

অনেক অনেক দিন পর পাহাড়েই ঘর বাধব :) B-)

আমার একটা পাহাড় কেনার শখ :)

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৮

তুষার কাব্য বলেছেন: পাহাড়ে তো আমি ঘর বাঁধবো । আপনি আবার আমার পথ ধরলেন কেন ? ;) ওইসব হবেনা । হারাতে চান ভাল কথা কিন্তু পাহাড়ে কেন ? ঢাকায় , রাজশাহি তে কম জায়গা আছে হারানোর :)

পাহাড় কিন্তু আমিই কিনব। তখন আবার আমার সাথে এসে ভাগ দিতে যাইয়েন না যেন ।

খুব সাবধান :P

২২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৫

এহসান সাবির বলেছেন: ওয়াও.....!!

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৮

তুষার কাব্য বলেছেন: সাবির ভাই .... :)

২৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৭

আবু শাকিল বলেছেন: কবি খুব ভাল লেগেছে ;)

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ শাকিল ভাই।

মেঘলা দুপুরের শুভেচ্ছা :)

২৪| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫

ফ্‌জলূল করিম বলেছেন: ======এখানে কুহকের ডাক যেন বেহাগের সুর,
এক অদ্ভুত হৃদয় ছেড়া তান হয়ে বাজে
সু উচ্চ পাহাড়ের ভাঁজে ভাঁজে ।


========= ভাল লাগল==

========শুভ কামনা রইল=============

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৮

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ ফজলুল করিম ভাই আপনাকে।

শুভ কামনা থাকল আপনার জন্য।

শুভ রাত্রী।

২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০০

মাহমুদ০০৭ বলেছেন: তুষার ভাইয়ের মতই সুন্দর কবিতা ।
আপ্নেরে হিংসাই ;)

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৬

তুষার কাব্য বলেছেন: করেন করেন ...মন প্রাণ খুলে হিংসে করেন :)

বইমেলার পরে আমাদের ও তো এই কাজ করতে হবে....যখন দেখব অষ্টাদশী তরুনীদের লাইন পরে গেছে তখন ;)

২৬| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৩

সকাল রয় বলেছেন:

আগেও পড়েছিলাম ...আবার পড়লাম ভালো লাগলো খুব

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৯

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ কবি ।

শুভকামনা অহর্নিশ ...

২৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২০

তাশমিন নূর বলেছেন: মুনকে বলেন আমার সাথে যোগাযোগ করতে। আমি একটা পাহাড়ের মালিক আছি। তার কাছে যদি কোন নদী থাকে পাল্টাপাল্টি করে নেওয়া যাবে। আমি আবার নদী কিনতে চাই একটা। :D

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৭

তুষার কাব্য বলেছেন: মুন কিন্তু খুব হিংসুটে...সে কিছুতেই পাহাড়ের বদলে নদী টা ছেড়ে দিবে বলে মনে হয়না... ;) #:-S

তারচেয়ে আমার নদীটাই আপনি নিয়ে নিন...বদলে পাহাড় টা দিন... :) অনেক দিন থেকেই আমার পাহাড় কেনার শখ ।

২৮| ১৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:১৪

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:
এখানে আকাশ ছুঁয়েছে বাতাসের শরীর
সুতীব্র ভালবাসায়,গহীন শুন্যতার ভেতর
সঁপে দেওয়া নির্জন জুমঘরে ।


এক কথায় অসাধারন। ভাল লাগা জানবেন +++

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১১

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ শঙ্খচিল ।

কুয়াশা ভেজা সকালের শুভেচ্ছা ।

২৯| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫০

আমিনুর রহমান বলেছেন:




অসাধারণ !

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আমিনুর রহমান ভাই ।


শীতস্নাত ভোরের শুভেচ্ছা...

সুস্থ থাকুন- সুন্দর থাকুন ।

৩০| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২১

এহসান সাবির বলেছেন: দেখলাম নাতো আর....!

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫২

তুষার কাব্য বলেছেন: দেখার ইচ্ছে থাকলেই দেখা হয়ে যেত আবার সাবির ভাই :D

২/৪ দিনের মধ্যেই আসছি ওদিকে...তখন মন ভইরা দেইখা নিয়েন... ;)

৩১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগা।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

আজ ,অবসন্ন চৈতন্যের মোহনায় লেপ্টে আছে পূর্নিমার চাঁদ
শাদা সঙ্খমালার চাদর বিছিয়ে সমস্ত সত্তায়
আর আমার অভিলাষী মন আশ্রয় খোঁজে
নিঃসঙ্গ সন্নাসিনীর কাছে

১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৩

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ দীপংকর চন্দ। আপনিও খুব ভালো থাকুন....

শুভেচ্ছা শীতের সকালের...

৩২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

প্রবাসী পাঠক বলেছেন: দারুণ কবিতা তুষার ভাই। এই রকম কবিতা লিখতে হলে কি পাহাড়ে যেতে হবে নাকি ভাই?


মুন দেখি কেনা বেচা শুরু করে দিছে!! এই মন্দার সময় কি আর বেচা কেনা হয়? কতদিন হল পাহাড়, নদী আর আকাশ নিয়ে বসে আছি উপহার দেয়ার জন্য। উপহার নেয়ার লোকই পাই না আর মুন আসছে বিক্রি করে নতুন কিছু কিনতে!!! ;)

১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৯

তুষার কাব্য বলেছেন: একদম প্রবাসী ভাই...এইরকম কবিতা পাহাড়ে ছাড়া হয় নাকি... ;)

দেখেন তো ভাই,কেনা বেঁচা কিন্তু মুন শুরু করছে .আমরা কিছু জানিনা #:-S #:-S আমার কথা হচ্ছে আমার একটা পাহাড় চাই ,একান্তই নিজের কোনো ভাগ হইবনা ।

সে যদি আপনি আমারে উপহার দেন তাইলে কি আমার অদলবদল করা লাগে 8-| দেশে আসার সময় নিয়ে আইসেন আমার লাইগা. :) মুন যেন না জানে :P

৩৩| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৬

সুলতানা সাদিয়া বলেছেন: বিদ্রোহী বাঙালির মন্তব্যে সহমত। সুন্দর।

১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৪

তুষার কাব্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সাদিয়া আপু..

শুভকামনা নিরন্তর...

৩৪| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: বান্দরবানের প্রাকৃতিক ঐশ্বর্য দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন । :)

১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২২

তুষার কাব্য বলেছেন: কমেন্টে ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি !

শুভকামনা অহর্নিশ...

৩৫| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮

প্রবাসী পাঠক বলেছেন: তুষার ভাই, আপাতত নদী দিলাম ভাই। পাহাড় একটু বিজি আছে।

১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৪

তুষার কাব্য বলেছেন: বাহ্...দিলে দিলে মিল না থাকলে এমন গান কেমনে দেয় মানুষ :)


পথিক নবী যা গাইসেনা গান টা ।আপাতত ক্ষুধার্ত চিত্তে নদীটাই নিলাম :D

এত্তগুলা ধইন্নাপাতা নদীটার জন্য... B-)

৩৬| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫২

প্রবাসী পাঠক বলেছেন: তুষার ভাই, এই নেন পাহাড়।

১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯

তুষার কাব্য বলেছেন: গান টা প্রথম শুনলাম প্রবাসী ভাই ।দারুন লাগলো পাহাড়ের গান ।

গিটার তো অসাধারণ..কে বাজাল ? যেন খেলা করছে তারে তারে... :)

ছবিগুলাও চমত্কার।একবার ও মনে হয়নি আমি ঢাকায় থেকে শুনছি মনে হচ্ছিল আমিও ওদের সাথেই আছি ;)

সকালটাই জম্পেশ করে দিলেন ভাই :D

এরকম গিফটের প্রত্যাশা থাকলো আবারও ... :)

৩৭| ১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪

ডি মুন বলেছেন:
@ তাশমিন

কোনো চিন্তা নাই। নদী, নালা, খাল-বিল, সাগর, উপসাগর, মহাসাগর যা লাগে আমি আছি। তুষার ভাইয়ের মন ভোলানো কথায় একদম কান দিয়ো না যেন। হেতে একটা আস্তো হিংসুক। :) :)


@ তুষার ভাই দ্য হিংসুক

এইটা কেমন কথা তুষার ভাই !!!!! তাশমিন আমারে ভালো পাইয়া একটা পাহাড় দিতে চাইতেছে আর আপনি আইসা সব ভজঘট পাকাইয়া দিতাছেন। আপনারে মন খুইল্যা মাইনাস - - - - - - - -


@ মাহমুদ ভাই, প্রবাসী ভাই

আসেন তুষার ভাইরে মাইরা তুলোধূনা করি :) :)

১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৮

তুষার কাব্য বলেছেন: @ তাশমিন...দেখলেন তো ,বলছিলাম না...মুন কি আর সহজে কিছু ছাড়তে চায়...খালি হিংসায় জ্বলে পুড়ে মরতেছে.. :)

@ মুন ,,,তাশমিন কি আপনারে ফ্রি ফ্রি পাহাড় দিতে চাইছে নাকি...আগে নদীটা দেওয়ার মত মন টা বড় করেন তারপর ওদিকে নজর দিয়েন...

@প্রবাসী ভাই তো কিছু বল্বেক না এখানে...কারণ..... ;)

আর মাহমুদ ভাই? ভাইয়ের সাথে আমার একটা বিনিময় চুক্তি হয়ে গেছে অলরেডি... #:-S #:-S

৩৮| ১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৮

এই সব দিন রাত্রি বলেছেন: ভাল লেগেছে তুষার ভাই; আপনি তো দেখছি পথিক কবি :)

১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৮

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ ভাই/আপু.... :D

পথিক কবি...বাহ্..দারুন বলেছেন তো...খুব পছন্দ হয়েছে :)


নিরন্তর শুভকামনা ।

৩৯| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

ডি মুন বলেছেন:
আমি খুবই ভালো ছেলে। এ ব্যাপারে জাতির কোনো সন্দেহ নাই। আমার মন অন্নেক বড়ো। :) :) :)

পাহাড়ের চাইতেও বড়ো :-B

২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১০

তুষার কাব্য বলেছেন: হাহাহাহ আমার হয়ে উত্তর টা প্রবাসী ভাই দিয়ে দিল ।আমার আর কষ্ট করতে হলনা... :D

মুনের মন টা নাকি পাহাড়ের চাইতেও বড়... =p~ =p~ =p~

৪০| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৭

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। মুন নাকি ভালো ছেলে!! আরে কে কোথায় আছো আমাকে ধরো। বছরের সেরা জোক শুনলাম।


@ তুষার ভাই, এই গানটা প্রথমে শুনছিলাম সিটি সেল এর একটা বিজ্ঞাপনে। গানটা খুব ভালো লাগছিলো। গানের শিল্পীর সম্পর্কে কিছুই জানি না ভাই।

২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৯

তুষার কাব্য বলেছেন: পাহাড়ি গান এমনিতেও আমার খুব ভলো লাগে ।ওদের গানের মধ্যে একটা অদ্ভুত রকমের মাদকতা থাকে আর কেমন যেন একটা দুলোনি থাকে ঠিক ঢেউ এর মত ।

আমার ছোট্ট একটা কম্পোজিসন ছিল ভায়োলিন এ পাহাড়ি ঢঙে...এখন কোথায় যে আছে... ;) #:-S

৪১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

জুন বলেছেন: কি অপুর্ব বান্দরবানের থানচির নিঃসঙ্গদ্বীপ ।
অনেক ভালোলাগলো তুষার কাব্য ।
+

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ।


অনেক ভালো থাকুন আর ঘুরে বেড়ান সবসময় :)

৪২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম... সেই পরিবেশে কবি মন জেগে উঠবেই... কবিতা ভালো লেগেছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১১

তুষার কাব্য বলেছেন: হুম,একদম ঠিক কথা বোকা মানুষ :) এরকম জায়গায় স্বাভাবিকভাবেই উদাসী মন কত কিছু বলে,ভাবে অজান্তেই।আপনিও তা ভালো জানেন খুব ;)

অনেক ভালো থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.