নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন আমি থাকব নাকো আমায় রেখ মনে

আমি এক যাযাবর

তুষার কাব্য

আমি এক উড়নচন্ডী,একলা পথিক...স্বপ্ন বুনি পথের ধূলোয়, \nচাঁদনী রাতে জ্যোৎস্না মাখি...\nদূর পাহাড়ের গাঁয়...\n\n\nফেসবুকে: https://www.facebook.com/tushar.kabbo

তুষার কাব্য › বিস্তারিত পোস্টঃ

"দীর্ঘশ্বাসের বোতাম"

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০২

যদি পারতাম ভাজ করে নিতে সময়কে

নিরুত্তাপ বুকপকেটে,

একটা উদ্যত আবেগ কে

যদি পারতাম বন্দী করতে

অসংখ্য গল্পের অনুছায়ায়।

যদি পারতাম আঁকশি দিয়ে চাঁদ নামাতে,

এক উন্মত্ত ভরা জোছনায়।

লোমশ বক্ষে যদি ভাসিয়ে নিতে পারতাম

এক সলজ্জ তরুনীর আজন্ম আক্ষেপের ঢেউ।

যদি ডেকে আনতে পারতাম এমন বৃষ্টি,

যার শেষ হবেনা কখনও।

যদি শুষে নিতে পারতাম সবটুকু সান্ধ্য রঙ,

এলোমেলো লেপটে থাকা অন্ধকার প্রকোষ্ঠে।

ক্রমাগত চুপসে যাওয়া বাক্‌সো বন্দী স্বপ্নেরা

যদি ফের ধরা দিত উদ্যম উচ্ছাসে।

কিংবা শেষ বিকেলের হলদে হয়ে যাওয়া রোদের

অবশিষ্ট তেজটুকু কে

যদি নিজের জন্য জমিয়ে রাখতে পারতাম জীবনভর।



তবে খুলে দিতাম দীর্ঘশ্বাসের বোতাম,

উড়িয়ে দিতাম এমন অসংখ্য অব্যাক্ত সঙ্কলন

শঙ্খচিল শালিকের গায়।।

মন্তব্য ১০৩ টি রেটিং +২০/-০

মন্তব্য (১০৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: তবে খুলে দিতাম দীর্ঘশ্বাসের বোতাম,
উড়িয়ে দিতাম এমন অসংখ্য অব্যাক্ত সঙ্কলন
শঙ্খচিল শালিকের গায়।। +++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫০

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। অনেক ভালো থাকুন।

শুভরাত্রী ।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৬

বাড্ডা ঢাকা বলেছেন: বাহ! বাহ! দারুন কবিতা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫২

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

শুভকামনা জানবেন।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্রথম ভালো লাগা কবি

শুভেচ্ছা :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৪

তুষার কাব্য বলেছেন: আপনার ভালোলাগায় প্রীত হলাম ।

একরাশ শুভেচ্ছা আপনার জন্যও।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: পঞ্চম ভালো লাগা।
+++
কবিতা অসাধারন লাগল।

ভালো থাকবেন। সবসময়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৫

তুষার কাব্য বলেছেন: পাঠে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন রাজপুত্র।

ভালো থাকা হোক সবসময়।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৯

সুমন কর বলেছেন: চমৎকার লাগল।

যতটুকু মনে পড়ে, তোমার কবিতা প্রথম পড়লাম।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭

তুষার কাব্য বলেছেন: এমন তো হওয়ার কথা না সুমন দা ! আমার শুরুটা কিন্তু কবিতা দিয়েই।শুরুতে কয়েক টা কবিতা পোস্ট করেছিলাম আর কি :) সময় পেলে দেখে নেবেন ।

শুভকামনা থাকল।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩২

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:
"কিংবা শেষ বিকেলের হলদে হয়ে যাওয়া রোদের
অবশিষ্ট তেজ টুকো কে
যদি নিজের জন্য জমিয়ে রাখতে পারতাম জীবনভর।"


বাহ... চমৎকার!
কবিতায় ৪র্থ ভাল লাগা। আর কবির জন্যে শুভ কামনা।


আগেরবার, মন্তব্য প্রকাশ হয়নি :(

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৯

তুষার কাব্য বলেছেন: চমৎকার মন্তব্যে কৃতজ্ঞতা শঙ্খচিল ।

ভালোলাগা টুকো সানন্দে গ্রহণ করলাম...

শুভ সকাল ।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর কবিতা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩১

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল।

ভালো থাকুন,সুস্থ থাকুন ।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২১

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনি কবিতাও লিখেন জানা ছিল না। :)

মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা সবই যেন 'যদি' এবং 'কিন্তু' নির্ভর। ফলে সহজে হিসাব মেলানো যায় না। কবিতায় তেমনি কিছু হাহাকারকে সুন্দর ভাবে কবিতায় তুলে ধরেছেন। ভালো লাগলো তুষার কাব্য। নিরন্তর শুভ কামনা রইলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৭

তুষার কাব্য বলেছেন: হাহাহা ...মাঝে মাঝে চেষ্ঠা করি যদি কিছু একটা হয় ।আর তাছাড়া ব্লগিং এর শুরুতে কয়েকটা কবিতা পোস্ট দিয়েই শুরু করেছিলাম।পরে আর হয়ে ওঠেনি তেমন একটা পোস্ট করা...যদিও মাঝেই মাঝেই কিছু একটা ছাইপাশ লিখে ফেলি :)

মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা সবই যেন 'যদি' এবং 'কিন্তু' নির্ভর।চমত্কার বলেছেন আপনি...
সেই যদি,কিন্তু,হাহাকার আর দীর্ঘশ্বাসের গল্প করেছি এই কবিতায় ।

অনেক ভালো থাকা হোক প্রিয় বাঙালি ভাই ...শুভকামনা সবসময় ।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১১

মুছাফির বলেছেন: যদি শুষে নিতে পারতাম সবটুকো সান্ধ্য রঙ,
এলোমেলো লেপটে থাকা অন্ধকার প্রকোষ্ঠে।
ক্রমাগত চুপসে যাওয়া বাকসো বন্দী স্বপ্নেরা
যদি ফের ধরা দিত উদ্যম উচ্ছাসে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪০

তুষার কাব্য বলেছেন: হুম,মুছাফির... ইচ্ছেগুলোর অপূর্ণতা আর আক্ষেপের কথাই বলেছি পুরো কবিতায়।

ভালো থাকুন ।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতায় ভাললাগা কবি ! +++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৪

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ ভাই...অনেক ভালো কাটুক সময়।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪২

পার্থ তালুকদার বলেছেন: শুভেচ্ছা কবি...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৬

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ গুনি লেখক ।

সামনের শুক্রবার ঢাকায় চাই কিন্তু আপনাকে ...খেয়াল কইরা #:-S :-*

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৬

জাফরুল মবীন বলেছেন: ভাল লেখায় কমেন্ট করলেও লাইক বাটন চাপতে প্রায়ই ভুলে যায়।আজ লাইক বাটন চেপে মন্তব্য করছি :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫০

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ মবীন ভাই ।কষ্ট করে লাইক বাটন টাছাপার জন্য এত্তগুলা ধৈন্যাপাতা সহ শুভেচ্ছা নিন :D

আনন্দময় হোক সময়,শুভকামনা নিরন্তর ।

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৬

বৃতি বলেছেন: দু'একটা টাইপো আছে- ঠিক করে নিলে আরো সুখপাঠ্য হবে কবিতাটি।
অনেক শুভকামনা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৪

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।পরামর্শের জন্য বিনম্র কৃতজ্ঞতা ।যদি কষ্ট করে টাইপো গুলো ধরিয়ে দিতেন খুব উপকার হতো ...আমি কিছুই খুঁজে পাচ্ছিনা :)

অনেক শুভকামনা জানবেন ।

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২২

আলোরিকা বলেছেন: সুন্দর, কবিতার মত হয়েছে...+++ :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩২

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ পাঠে এবং সুন্দর মন্তব্যে আলোরিকা ।

আনন্দে কাটুক সময় ।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৮

আবু শাকিল বলেছেন: কবি-
দারুন ।

+

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই ।

বসন্তে কিন্তু দেখা হতে পারত ।অপেক্ষায় ছিলাম ছবির হাটে আমরা।আর আপনারা ব্যস্ত ছিলেন মনে হয় লিটলম্যাগ এ ;) :)

ভালো থাকুন অনেক ।শুভকামনা...

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার না বলে উপায় আছে !!!
মুগ্ধতা রেখে গেলাম কবিতার সারা গায়ে ------

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২১

তুষার কাব্য বলেছেন: চমৎকার মন্তব্যে অনেক ধন্যবাদ আপু ।

আপনার মুগ্ধতা টুকো আমার প্রাপ্তি হয়ে থাকবে ।

ভালো থাকুন সারাবেলা ...

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৭

ডট কম ০০৯ বলেছেন: দারুন লিখেছেন। পড়েই মুগ্ধ। আরো লিখুন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ আরমান ভাই ।সুন্দর মন্তব্যে উত্সাহিত হলাম।

খুব ভালো থাকুন

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৫

তাশমিন নূর বলেছেন: চমৎকার!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ তাশমিন ।

ভালো থাকা হোক সকাল সন্ধ্যা রাত ।

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

কাবিল বলেছেন: দারুন কবিতা


ভাল লাগা রইল

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ কাবিল ।

ভালো থাকুন সবসময় ...

২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:



পারবেন।

মোটামুটি, পড়ার মতো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৮

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ।কষ্ট করে পড়ার জন্য।

২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৮

ঢাকাবাসী বলেছেন: ভালই লাগল্

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৯

তুষার কাব্য বলেছেন: পাঠে ধন্যবাদ ঢাকাবাসী।

২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: ১৩তম ভাল লাগা। কিন্তু সময়কে আটকাতে চাচ্ছেন কেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৫

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ ইমতিয়াজ ভাই।শুধু কি সময় কে ! আরও কত কিছু কে যে বেঁধে রাখতে ইচ্ছে করে হাতের মুঠোয় ! কিন্তু পারি কোথায় ! সময় যে বড্ড বেহিসাবি হয়েই ধরা দেয় বারবার।ইচ্ছেগুলো তাই অধরাই থেকে যায় ।

শুভকামনা জানবেন।

২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!!!!!

মুগ্ধ হলাম!!!!!!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

তুষার কাব্য বলেছেন: আক্ষেপ আর না পাওয়ার ভাবনাগুলো কে বন্দি করতে চেয়েছিলাম শুধু।কেমন হয়েছে জানিনা আপুনি! তোমার মন্তব্যে আমিও মুগ্ধ !

ভালো থাকুক সময়গুলো বসন্তের বাসন্তী সাজে ।

২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৯

জুন বলেছেন: যদি ডেকে আনতে পারতাম এমন বৃষ্টি,
যার শেষ হবেনা কখনও।

যে বৃষ্টি ধুয়ে মুছে নেবে মাথার সব ধুলো আর বের করে আনবে এমন সব অসাধারন কবিতা :)
দারুন তুষার কাব্য +

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯

তুষার কাব্য বলেছেন: আগেই এত্তগুলা ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আপু গোপনে সব বলে দেওয়ার জন্য :P আরও কিছু থাকলে বলেন আপু ।

মাথায় এখন একটুও ধুলাবালি নাই।বৃষ্টিতে সব ধুয়ে মুছে গেছে :)

শুভকামনা নিরন্তর।

২৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩১

এলোমেলো জীবন ৬৯ বলেছেন: অনেক অনেক ভালোলাগা রইলো...।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮

তুষার কাব্য বলেছেন: মন্তব্যে অনেক ধন্যবাদ এলোমেলো জীবন।

ভালো থাকবেন।

২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাই।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

যদি ডেকে আনতে পারতাম এমন বৃষ্টি,
যার শেষ হবেনা কখনও।


ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫০

তুষার কাব্য বলেছেন: আপনার ভালোলাগায় প্রীত হলাম প্রিয় লেখক দীপংকর চন্দ।

অনেক শুভকামনা আপনার জন্য।

শুভ রাত্রী।

২৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭

দীপান্বিতা বলেছেন: ভাল লাগল ... +

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২২

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ দি।

অনেক ভালো থাকা হোক।

শুভেচ্ছা ও শুভকামনা।

২৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০১

প্রামানিক বলেছেন: কবিতা ভাল লাগল। ধন্যবাদ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই ।শুভেচ্ছা জানবেন।

২৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

ডি মুন বলেছেন: মুগ্ধ হলাম...... ( পড়ুন মুখ ধুয়ে আসলাম :) )

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩১

তুষার কাব্য বলেছেন: বইমেলায় সারাদিন ধুলাবালি খেয়ে দেয়ে এই অবস্থা হইছে ভাষার,তাইনা ? তাড়াতাড়ি যান,আবার ভালো কইরা মুখ ধুইয়া আসেন :( :(

৩০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭

প্রবাসী পাঠক বলেছেন: বাহ! অসাধারণ। কবিতায় ১৭ নং ভালো লাগা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

তুষার কাব্য বলেছেন: প্রবাসী ভাই, কই ছিলেন আপনি এতদিন ? সব কিছু ঠিক ঠাক চলছে তো ? অনলাইন এ রেগুলার না মনে হচ্ছে কিছু দিন ।

ভালো থাকুন প্রবাসে । শুভেচ্ছা :)

৩১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩১

তাহসিনুল ইসলাম বলেছেন: চমৎকার !
ভালো লাগলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ ভাই ।

শুভকামনা জানবেন ।

৩২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮

প্রবাসী পাঠক বলেছেন: তুষার ভাই সব কিছু ঠিক আছে এখানে। অনেকটা ইচ্ছা করেই অনলাইনে আসি নি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

তুষার কাব্য বলেছেন: খুব খারাপ সিম্পটম :) এটা একদম ঠিক না !

এরকম মাঝে মাঝে তো আমি হারিয়ে যাই ! তবে আমি কিন্তু ইচ্ছে করে কখনও এরকম করিনা :#) পাহাড়ে জঙ্গলে গেলে এমনিতেই বিচ্ছিন্ন হইতে হয় :-*

৩৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৩

প্রবাসী পাঠক বলেছেন: মনের উপর দিয়ে তুষারপাত হচ্ছিল অনেক দিন যাবত। তাই কিছুদিন গৃহ বন্দী হয়ে ছিলাম। বসন্তের আগমনে এখন মনের আকাশ অনেকটা পরিচ্ছন্ন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০

তুষার কাব্য বলেছেন: যাক,তুষারপাত তাহলে বন্ধ হয়ে বসন্তের ছোঁয়া লেগেছে মনে ! খুব ভাললাগলো জেনে :)

এমনি করে সবসময় বসন্তময় থাকুক মনের উঠুন :-*

৩৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৭

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার সব পংতিমালা
খুব খুব ভাল লাগলো ... :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩

তুষার কাব্য বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ আপু ।

বসন্তময় হোক সময় গুলো।

৩৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯

মোঃ ইসহাক খান বলেছেন: আবেগময় লেখা।

শুভেচ্ছা রেখে গেলাম।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪১

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ ভাই ।

ভালো থাকা হোক সদা।

৩৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
শেষ লাইনগুলো বেশি ছুঁয়ে গেল ! ++
ভালো থাকুন কাব্য !

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৭

তুষার কাব্য বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম গ্রানমা ভাই !

শুভকামনা জানবেন ।

৩৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

কৃষ্ণ মানব বলেছেন: যদি পারতাম ,, হারিয়ে যেতে ঘাসফুলের ভিড়ে ....

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪০

তুষার কাব্য বলেছেন: বাহ ! ঘাসফুলের সান্নিধ্যে আসার অপূর্ণতাই থেকে যাবে আমাদের জীবনভর ! ধন্যবাদ আমার সাথে কিছু অতৃপ্ততার স্বাদ নেওয়ার জন্য :)

৩৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: তবে খুলে দিতাম দীর্ঘশ্বাসের বোতাম,
উড়িয়ে দিতাম এমন অসংখ্য অব্যাক্ত সঙ্কলন
শঙ্খচিল শালিকের গায়।।

চমৎকার কবিতা+

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৫

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ তনিমা আপু।

ভালো থাকুন সারাবেলা ।

৩৯| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:১৬

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর কবিতা। শুভ কামনা।

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:১৪

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ তন্দ্রা আপু ।

..শুভ হোক সময়...

৪০| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:২৭

শায়মা বলেছেন: ভাইয়া কেমন আছো?????????:)

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:৩৬

তুষার কাব্য বলেছেন: ভালো নেই একদম আপুনি, পাহাড় আমায় ডাকছে অথচ আমি কংক্রিটের দেয়ালে বন্দী :#) একদমই ভালো নেই :((

৪১| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৪১

ডি মুন বলেছেন: এখনো বোতামেই পড়ে আছেন :O

ভাবলাম দ্বীর্ঘশ্বাসের বোতামের পর 'হতাশার জিপার ' নামে কোনো কপিতা পাব।

কিন্তু না, তিনি আমার কথা রাখলেন না ; তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা ;)

হতাশ হয়ে গেলাম আপনার ব্লগে আইসা। :)

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৩৫

তুষার কাব্য বলেছেন: সাবজেক্ট টা খারাপ না B:-/

চিন্তাভাবনা কইরা দেখি কিছু বাইর হয় কি না ! তখন আবার নামের পেটেন্ট চাইতে আইসেন না যেন ;) :D

৪২| ০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৩:২৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন কবিতা।

০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫৩

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।উত্তর দিতে দেরী হলো বলে আন্তরিক ভাবে দুঃখিত ।

ভালো থাকুন অনেক ।

৪৩| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৫

আরজু পনি বলেছেন:

দীর্ঘশ্বাসের বোতাম... পড়তেই কেমন যেন দীর্ঘশ্বাস চলে আসে !

০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫৪

তুষার কাব্য বলেছেন: তাই নাকি আপু ? অনেক ভালো থাকুন ।

একরাশ শুভেচ্ছা নারী দিবসে ।

৪৪| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৬

যাযাবর৮১ বলেছেন:

যাযাবরের দিল খুশ হুয়া :)

অন্তর থেকে করি যে দুয়া :)




পূর্ণতার মাঝে জীবন সাজুক

অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।

শুভকামনা সর্বক্ষণ

থাকুক সুস্থ দেহ মন। :)

১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০০

তুষার কাব্য বলেছেন: অনেক অনেক দিন পর পেলাম স্বভাব কবি কে ! ...কেমন কাটছে সময় ?

ভালো থাকা হোক নিরন্তর ।

৪৫| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৮:১২

গোর্কি বলেছেন:
সুপাঠ্য কবিতা। অনেক ভাললাগা। শুভকামনা।

১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০৪

তুষার কাব্য বলেছেন: কেমন আছেন প্রিয় গোর্কি ? খুব ভাললাগছে আপনাকে পেয়ে আমার আঙ্গিনায় ।

সেই কবে ডুয়ার্স , জলপাইগুরি,ময়্নাগুরি, জয়্গাঁও নিয়ে কথা বলেছিলাম একটা পোস্টে ! মনে আছে আপনার ? তারপর তো আর সেভাবে কথা হয়নি ।

অনেক আনন্দে কাটুক সময় ।

৪৬| ২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০৪

শায়মা বলেছেন: :)


দীর্ঘশ্বাসের বোতাম কি খুলেছো ভাইয়ু???

২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১২

তুষার কাব্য বলেছেন: না আপুনি ! খুলতে পারছিনা তো ! বড্ড কঠিন ভাবে জট বেঁধেছে ! কিছুতেই খুলতে পারছিনা B:-) :-*

৪৭| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৮

শতদ্রু একটি নদী... বলেছেন: দীর্ঘশ্বাস ব্যাপারটা খারাপ না, কবিতায় আসলে ভালোই লাগে। হাহাকার পাইলাম। নাইস ওয়ান ভাই।

২৪ শে মার্চ, ২০১৫ রাত ৮:২২

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ! আপনার মনে দীর্ঘশ্বাস জাগাতে পেরে আমারও ভালো লাগছে :)

শুভকামনা ।

৪৮| ২৭ শে মে, ২০১৫ রাত ৮:৪২

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।+

২৮ শে মে, ২০১৫ রাত ১:০৮

তুষার কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি ।

ভালো থাকবেন । শুভেচ্ছা সতত ।

৪৯| ২১ শে জুন, ২০১৫ রাত ৮:৩৩

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৭

তুষার কাব্য বলেছেন: শুভেচ্ছা বর্ষার !

৫০| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৭

জোৎস্নাআলো বলেছেন: সুন্দর ।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৮

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ । শুভকামনা জানবেন ।

৫১| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৭

আহমেদ জী এস বলেছেন: তুষার কাব্য ,



দীর্ঘশ্বাসের বোতাম খুলে আবেগী এই কবিতায় যদি সবটুকু সান্ধ্য রঙ দিয়ে ঠিকঠাক মন্তব্যটি করতে পারতাম .. !!!!!!!!!

১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:০০

তুষার কাব্য বলেছেন: আপনার পদধূলিতেই কবিতা খুশি । শুভকামনা নিরন্তর ।

৫২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:২০

রিপি বলেছেন: চমৎকার! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.