নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

বলতে পারিস?

২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৯



কেন এতো ভালোবাসিস
বলতে পারিস?
কোন দিকেতে ভালোবাসার সূর্য ওঠে
বইতে থাকে মাতাল হাওয়া
বলতে পারিস?
কোন আকাশে ভালোবাসার মেঘ জমে
বৃষ্টি ঝরে প্রবল বেগে
বলতে পারিস?
কোন মরুতে ভালোবাসার ধূলা ওড়ে
হাওয়ায় পাখি ডানা মেলে
বলতে পারিস?
কোথা হতে ভালোবাসার ঝর্না বহে
ঢেউ খেলে যায় কোন নদীতে
বলতে পারিস?
কোথা হতে প্রচন্ড ঝড় উথলে ওঠে
ভালোবাসার কালবোশেখী
বলতে পারিস?

৩১.০৫.২০১৬

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:০৫

ভ্রমরের ডানা বলেছেন:


চমৎকার একটি কবিতা পড়লাম। আমার খুব ভাল লেগেছে। বিশেষ করে লেখার স্টাইলটা।



ব্লগে স্বাগতম! মন খুলেই লেখুন!

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৫২

উম্মে সায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: বাংলা ব্লগের এ আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!
এখানে প্রকাশিত আপনার প্রথম লেখাটি দিয়েই আপনার ব্লগ পড়া শুরু করলাম। কবিতাটি খুব সুন্দর হয়েছে। প্রশ্নগুলো এমন একজনকে করেছেন, যে ভালবাসে। হয়তো উত্তরগুলো তার জানা থাকতেও পারে।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:০০

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আমার ব্লগে আপনাকে স্বাগতম।
আপনাদের মত অগ্রজদের অনুপ্রেরণা পেলে খুব ভাল লাগে। কবিতা আপনার ভাল লেগেছে জেনে আামি আপ্লুত।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৩

খায়রুল আহসান বলেছেন: আমার দুই একটা পোস্ট পড়ে মন্তব্য করলে আমিও খুশী হবো।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮

উম্মে সায়মা বলেছেন: অবশ্যই অবশ্যই...। আপনার লেখা পড়তে আমার ভাল লাগবে.....

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালোবাসার ভালো সংজ্ঞা কি-হে কবি?

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:২৬

উম্মে সায়মা বলেছেন: জানিনা বলেই তো এতো প্রশ্ন কবি।
যদি কেউ উত্তর দিতে পারে!!

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫১

ANIKAT KAMAL বলেছেন: ‌ কিছু প্র‌শ্নের নিরু‌ত্তর অনুভবই নিখুত উত্তর উপহার দেয়

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৬

উম্মে সায়মা বলেছেন: ঠিক বলেছেন। কিছু প্র‌শ্নের উত্তর না পাওয়া ই বোধহয় ভালো।

ধন্যবাদ....

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৩

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।

শুভকামনা রইল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৯

উম্মে সায়মা বলেছেন: আন্তরিকতায় ধন্যবাদ বিজনদা।

৭| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১৩

অতঃপর হৃদয় বলেছেন: লিখে যান।

১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২১

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ। পাশে থাকবেন।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

খায়রুল আহসান বলেছেন: কিছু প্র‌শ্নের নিরু‌ত্তর অনুভবই নিখুত উত্তর উপহার দেয় -- ANIKAT KAMAL এর মন্তব্যটা খুব ভাল লাগলো।

২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৫৭

উম্মে সায়মা বলেছেন: আমারও খুব ভালো লেগেছে কামাল ভাইয়ের মন্তব্য। আপনি এভাবে মন্তব্যের উপরও মন্তব্য করে যান ব্যাপারটা খুব ভালো লাগে। ভালো থাকবেন।

৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বর্ষপূর্তির পোষ্ট সন্ধান পেয়ে এলাম :)

হৃদয় পানে দেখনা চেয়ে
আপনমনে, গহন ধ্যানে
ইউরেকা!
চিৎকারে নতুন কাব্য লিখবি জানিস! (কবিতার টিউন ধরে )

+++

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৭

উম্মে সায়মা বলেছেন: সুন্দর উত্তর করেছেন বিদ্রোহী ভৃগু ভাই! মন্তব্যে প্লাস :)

বর্ষপূর্তি পোস্টে সন্ধান পেয়ে এসে ঘুরে যাওয়ায় খুব ভালো লাগলো। শুভকামনা রইল...

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৯

রাকু হাসান বলেছেন: বাহ সহজ সুন্দর প্রাণবন্ধ কবিতা ।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ২:০৩

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ রাকু ভাই। এত পুরনো পোস্টে মন্তব্য করায় এবং নোটিফিকেশন না আসায় দেখিনি। ভালো থাকবেন।

১১| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
সহজ সরল ভাষা।
প্রানবন্ত।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১:০৭

উম্মে সায়মা বলেছেন: আমার একেবারে প্রথম পোস্টে এসে পড়ে মন্তব্য রেখে যাবার জন্য ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।

১২| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:২৩

আখেনাটেন বলেছেন: অতি উপাদেয়।

নব্য লাভবার্ডসরা এটি চুরি করে নিজেদের ওয়ালে নিশ্চয় সাজিয়ে রেখেছে। :D

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১:১০

উম্মে সায়মা বলেছেন: উপাদেয়? বলছেন?
নিশ্চয় সাজিয়ে রেখেছে
আরে নাহ। তাদের চোখেই পড়েনি মনে হয়। যখন এ কবিতা প্রকাশ করলাম তখন একে তো আমি নতুন, আমাকে কেউ চেনেই না তারউপর তখন ব্লগে সেইফ ছিলাম না। পোস্ট প্রথম পাতাতেই যেত না :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.