নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

আমি দুঃখিত বালিকা!

০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭




আমি দুঃখিত বালিকা!
গজাতে দেইনি তোমার কবিতার ডানা
মাত্র তো হল মাথা আর হৃদপিন্ডখানা
তারই মধ্যে ধরলাম টুঁটি চেপে।
কে জানে মরন দিয়েছে নাকি দেখা!
আমিতো মাটিতে দিয়েছি গেঁড়ে জীবন্ত
হয়ত একদিন শেকড় গজাবে, গাছ হবে দুরন্ত
হবে শাখা-প্রশাখা, মেলবে পত্রগুচ্ছ, ফুল ফুটবে।
তোমার কবিতা পাবে পূর্ণতা বালিকা!
একদিন ঠিক মেলবে ডানা, হবে বন্য
আমায় ক্ষমা কর বালিকা,
আমার ধৃষ্টতার জন্য!

১৬.০৯.২০১৪

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

ঋতো আহমেদ বলেছেন: ভালই লিখেছেন। তবে 'গজাতে' শব্দটা বড়ই খটমটে। আরো সুন্দর সুন্দর কবিতার আশায় রইলাম

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৬

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ :) কবিতাটি দু'বছর আগে লেখা। তখন এর চেয়ে ভাল শব্দ মনে আসেনি। সমালোচনার জন্য আরেকবার ধন্যবাদ।।

২| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:০৩

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা ভাল লেগেছে। প্লাস+

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১২

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

পুলহ বলেছেন: আপনার কবিতাগুলোর অধিকাংশই বোধহয় প্রেমের কবিতা। 'হারানোর কাব্য' লেখাটার এক্সপেরিমেন্ট ভালো লেগেছে (প্রতি লাইনের শেষের শব্দ ঘুরিয়ে পরের লাইনের শুরুতে আনা)। 'ভালোবাসার প্রতিদানে' কবিতার কয়েকটি লাইন খুব ভালো লেগেছে। তবে কমেন্ট করার জন্য এই কবিতাটি বেছে নেয়ার কারণ হলো- এটিকে খুবই পরিণত কবিতা মনে হয়েছে আমার কাছে। আমি নিশ্চিতভাবেই কোন কবিতাবোদ্ধা নই, তবে নিজে যেটা পড়ে আনন্দ পাই, সেটাকে ভালো নিশ্চই বলা যায়!

আন্তরিক শুভকামনা রইবে আপনার জন্য। কবিতার পাশাপাশি গল্পও ট্রাই করতে পারেন ব্লগে।
ভালো থাকুন সব সময়!

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৭

উম্মে সায়মা বলেছেন: : অনেক ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য। আপনি এতো খুঁটিয়ে সবগুলো পোস্ট পড়েছেন দেখে ভালো লাগল। কবিতার এক্সপেরিমেন্ট ও খেয়াল করেছেন!
আসলে আমি পুরোদমে লেখক না। মানে চাইলেই কেন যেন লিখতে পারিনা। যখন হঠাৎ মাথায় কিছু আসে লিখি। ব্লগে পোস্ট করা সব লেখা ও এখনকার না। বছরখানেক আগের লেখা ও আছে। গল্প লিখতে চেয়েছিলাম কিন্তু পারিনি। কোন প্লট ই মাথায় আসেনা। আপনি তো খুব সুন্দর লেখেন। আমি অত গুণী না। কখনো যদি পারি লিখব।
আপনার কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগছে :) ভালো থাকুন...

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে, তবে শেকড় গজাবে[/sb -কথাটা আমারও কথাটা ভাল লাগেনি।
শেকড় হবে অথবা শেকড় বের হবে - করা যায় কিনা ভেবে দেখতে পারেন।

০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৯

উম্মে সায়মা বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার পরামর্শ পেয়ে কৃতজ্ঞ। শব্দটি বদলাতে চেষ্টা করব।

কবিতা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল।।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:
মানুষ তার কৃতকর্মের আসল চেহারা তখনি দেখতে পায়,
যখন বর্তমান সময়গুলো ভবিষৎ এর দ্বার পৌছে যায়..........
কোন কিছু চেষ্টা না করার আগেই লেজ গুটিয়ে যাওয়ার
মানে কি হতে পারে ? B-)
এভাবে কবিতারে কষ্ট দিয়েন না।

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৩৩

উম্মে সায়মা বলেছেন: মানুষের সত্ত্বার দুটো দিক থাকে।
আর তাদের মধ্যে সবসময় একটা টানাপোড়েন থাকে।
এই দোটানায় পড়ে অনেক কিছুই হারিয়ে যায়.....

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৩

ANIKAT KAMAL বলেছেন: স্ব‌প্নের অপমৃত্যু‌তে , অক্ষমতার ক‌ষ্টে , অসহায়‌ত্বে নীরব কান্নার ব‌হিঃপ্রকা‌শেই ক্ষমার কোমল অা‌বেদন মূর্ত হ‌য়ে উ‌ঠে , এমন সুন্দর লেখনীর পর‌তে পর‌তে ভা‌লোলাগা ছ‌ড়ি‌য়ে দিলাম

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫০

উম্মে সায়মা বলেছেন: এতো ভালোলাগা প্রকাশ করে আপনি বারবার আমাকে কৃতার্থ করছেন।

অনেক ধন্যবাদ ভাই

৭| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১২

অতঃপর হৃদয় বলেছেন: বেশ ভাল কবিতা।

১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

উম্মে সায়মা বলেছেন: আন্তরিক ধন্যবাদ অতঃপর হৃদয় ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.