নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

হারানোর কাব্য

২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:১৪



হয়ত সেদিন দূর অজানায় মেঘের ভাঁজে যাব হারিয়ে
হারিয়ে যাব আকাশ নীলে তারার মেলায় অভিমানে।
অভিমানে মুখ লুকাবো সর্ষেক্ষেতের গোলকধাঁধায়
গোলকধাঁধায় ছুটবে তুমি এপার ওপার, খুঁজবে আমায়।
খুঁজবে আমায় আকাশ পাতাল তমাল বনে নিরন্তর
নিরন্তর মরিয়া হয়ে পাড়ি দেবে দূর তেপান্তর।
তেপান্তরে গোধূলী বেলার কিরণমালায়, লাল সুরুযে
লাল সুরুযের যে আভাটা নদীতটে চক্ষু বোজে।
চক্ষু বুজে স্বপন মাঝে হাতড়াবে খুব পাবার আশায়
পাবার আশায় শেষ চিঠিটার ভাঁজে ভাঁজে প্রবল নেশায়।
প্রবল নেশায় চেয়ে দেখো দূরের বিশাল আকাশপানে
আকাশপানে বিষন্ন মেঘ জমবে যেদিন চোখের কোনে।
চোখের কোনে তাকিয়ে দেখো কাননভরা ফুলের মেলা
ফুলের মেলা উদারতায় ভাসিয়ে দেবে রঙের ভেলা।
রঙের ভেলার একটুকু রঙ, হয়ত সেটা আমিই ছিলাম
আমিই ছিলাম বটবৃক্ষ, নদীর জলের করুণ বিলাপ।

২০.০১.২০১৬

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫২

Mirza Emdadullah বলেছেন: খুব চমৎকার কবিতা

২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৩

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য :)

২| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৮

ঋতো আহমেদ বলেছেন: ভাল লাগল। তবে বানান এর প্রতি সতর্ক হতে হবে .. বুজে সপন -<

২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৪৬

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ :) কীবোর্ডে সমস্যা ছিল। বুজে তে কি ভুল দয়া করে বলবেন :)

৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১৫

ভ্রমরের ডানা বলেছেন:

এখানে একটা মোহনিয়া সুর বেজেছে! মিষ্টি করে!

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:২৬

উম্মে সায়মা বলেছেন: এতো সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ :)

৪| ১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

খায়রুল আহসান বলেছেন: আগের লাইনের শেষ দিয়ে পরের লাইনের শুরু- একটা অভিনব স্টাইল লক্ষ্য করলাম।
তেপান্তরে গোধূলী বেলার কিরণমালায়, লাল সুরুযে
লাল সুরুযের যে আভাটা নদীতটে চক্ষু বোজে
- খুব সুন্দর!

১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২২

উম্মে সায়মা বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মত গুরুজন হতে প্রশংসা পেয়ে অনেক বেশি অনুপ্রাণিত.....।।
ভালো থাকবেন......

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:

এই কবিতাটা জীবন বাবুরে উৎসর্গ করা উচিৎ বলে মনে করি B-)

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৩৯

উম্মে সায়মা বলেছেন: জীবনানন্দকে?
করে দিলাম উৎসর্গ।
এবার কেন করতে বললেন সেটা ব্যাখ্যা করেন। B-)

৬| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১২

অতঃপর হৃদয় বলেছেন: মুগ্ধ হয়েছি।

১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

উম্মে সায়মা বলেছেন: মুগ্ধতায় অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.