নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

তুমি কবিতা

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৩৪



মাঝে মাঝে ভাবি কবিতা বুনি
শব্দের ফুলঝুড়ির গাঁথুনি
তোমায় নিয়ে হাজার লাইনের পদ্য হবে,
তুমি মূর্তিমান একটি কবিতা
তোমায় ছুঁতে চাওয়া বৃথা
কেবল আবৃতি করা যায়, পাওয়া যায় অনুভবে।
কিন্তু তোমায় গড়ার শব্দ খুঁজে পাইনা
কোথাও না
মনের আনাচ কানাচ, শব্দের অভিধান,
তাই কবিতা আর রচিত হয়না
ভাবছ ছলনা?
না, তোমার জন্য এক বিশাল কবিতা অপেক্ষমান।।

১৭.০৫.২০১৬

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ
তোমার whatsapp নম্বর থাকলে আমাকে দাও

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৫৬

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ দাদা।
আপাতত whatsapp নেই....

২| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭

দেবজ্যোতিকাজল বলেছেন: মেল নম্বর দাও

৩| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
শব্দগুলো কি মঙ্গল গ্রহে গেছে ? B-)

কবিতায় ভাল লাগা ।

শুভ ব্লগিং

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১:২৪

উম্মে সায়মা বলেছেন: কোথায় যে গেছে তাই তো জানিনা। মঙ্গল গ্রহে হলেও তো খোঁজার একটা চেষ্টা দিতে পারতাম B-)
ধন্যবাদ মন্তব্যের জন্য :)

৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:
এ কবিতাটাও বেশ ভাল হয়েছে। মন খুলেই লেখুন। শুভকামনা!

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:১৫

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ প্রেরণা জোগানোর জন্য :)

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ২:১২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

শুভ ব্লগিং........ !:#P

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪৬

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ :)

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৯

ANIKAT KAMAL বলেছেন: ক‌বির ক‌বিতায় থা‌কে প্রাণ

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৩

উম্মে সায়মা বলেছেন: প্রাণ আর পেল কোথায়! এখনো তো লিখতেই পারলাম না....

ধন্যবাদ মন্তব্যের জন্য :)

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩০

খায়রুল আহসান বলেছেন: বেশ ভাল হয়েছে কবিতা। কয়েকটা চরণ দারুণ হয়েছেঃ
তুমি মূর্তিমান একটি কবিতা
তোমায় ছুঁতে চাওয়া বৃথা
-- আর ...
ভাবছ ছলনা?
না, তোমার জন্য এক বিশাল কবিতা অপেক্ষমান।

কবিতায় প্লাস + +

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৪

উম্মে সায়মা বলেছেন: লাইক এবং প্লাসে অনুপ্রাণিত খায়রুল আহসান ভাই।
আন্তরিক কৃতজ্ঞতা রইল।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৭

জাহিদ অনিক বলেছেন:

কবিতা। সে কবিতা। তুমি-কে নিয়ে লেখা কাব্য, " তুমি কবিতা" পড়তে ভাল লাগল।



কবিতা আর রচিত হয়না
ভাবছ ছলনা?
না, তোমার জন্য এক বিশাল কবিতা অপেক্ষমান।।



অপেক্ষা হোক, অনেক অনেক অপেক্ষা হোক। তবুও একটা মস্ত করে কবিতা হোক।

অবশ্য আপনি অনেক আগেই মস্ত করে কবিতা লিখেছেন। কাকে কি বলছি আমি ! ;)

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৫

উম্মে সায়মা বলেছেন: : নাহ, 'তুমি'কে নিয়ে মস্ত করে কবিতা আর লেখা হল কোথায় #:-S এটাও 'ওয়েটিং ফর গডৌ' হয়ে রয়ে যাবে। কবিতা আর রচিত হবেনা.......
কবিতার কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জাহিদ অনিক ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.