নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

মনের চোখ মেলো!

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:৫৩



আমায় তোমার কাছে যেতে দেবে,
খুব কাছে?
যেন আমার হৃদয় বসতে পারে
তোমার হৃদয়ের পিঠ ঘেঁষে!
প্রেমীযুগলের মত!

মিটিমিটি হাসছো যে?
ভাবছ হৃদয়ের আবার হাত মুখ
পিঠ চোখ আছে বুঝি!
থাকবেনা আবার!
সেই হাতেই তো তোমার মনকে ঝাপটে ধরে
মুখে গোপন কথা কয়
চোখ দুটি তোমার মনের ভেতরটা দেখে নেয়।
আর তোমার পোড়া মন তো জন্মান্ধ!
এত চেষ্টা চরিত্রের পরও
মনের গভীরের ভালোবাসা দেখাতে অক্ষম।

কি বলছ, অন্ধ না?
তবে মনের চোখ মেলে একবার তাকাও!
দেখবে তোমার জন্য হিমালয়সমান প্রেম জমেছে
সাগরসম প্রেম ঢেউ খেলে তোমার মনের কিনারে
আছড়ে পড়ছে।

তোমার মনকে জলজ্যান্ত মানুষ থেকে
বালুবেলা বানিয়ে দিলাম?
তাতে কী!
তোমার মন কখনো আমার কাছে
বনের হলদে পাখি
কখনো সবুজ পাহাড়, নীলাকাশ,
আঁকাবাঁকা নদী, কখনোবা মেঘমালা।
মনের যখন যেমন ইচ্ছে
তেমনি গড়ে নেয়।
সে তো আমারি, আজন্ম
শুধু একবার সঁপে দিলে!

১৬.০৪.২০১৬

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চমৎকার অনুভুতি। অনুভব করার মতো। একটা ট্রেনিং সেন্টার খুলতে পারেন। সেখান থেকে যারা ট্রেনিং পাবে তারা এ বিষয়ে নিশ্চয়ই ভালো করবে, তবে যদি মেধাবী হয়। আর যদি গবেট হয় তবে তা’ হবে পন্ড শ্রম। পোষ্ট দাতাকে পোষ্টের জন্য এক রাশ শুচ্ছো। তাও কিনা এক ডালি ফুলে সাজানো। মনের চোখে দেখে নিবেন। দেখবেন ভালো লাগবে।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৯

উম্মে সায়মা বলেছেন: হাহাহা.... ট্রেনিং সেন্টার খুলে কি শেখাবো শুনি B-)

২| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার পোষ্ট খুব দরকারী, যদি পাবলিক বুঝে।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক দিন পর মন দিয়ে পড়ারমতো একটা পোষ্ট পেলাম। মনে হলো একজন মানুষ কথা বলছে মিষ্টি ভাষায়। আর মোহীত হয়ে শুনছে আর সব মানষ। সভাস্থলে পিন পতন নিরবতা। শ্রোতারা যেন আর নিজেদের মধ্যে নেই। যেন কোথায় হারিয়ে গেছে। অনেক শুভ কামনা রইল।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৭

উম্মে সায়মা বলেছেন: ও বাব্বাহ! এতো প্রশংসা পাওয়ার মত নাকি আমার লেখা! আপনার এতো ভাল লেগেছে জেনে ভাল লাগলো। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য :)

৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মেলে দিলাম মনের দু’ চোখ
অনুভুতির ফুলে
মন ভুলানো শেফালী বেলী
উঠছে দুলে দুলে।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতায় হাহাকার..............

মনে হয় তার অন্তর চক্ষুতে ভিটামিন "এ" এর অভাবে রাত কানা রোগে ভুগছে!! B-)

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৪৬

উম্মে সায়মা বলেছেন: মনে হয় তার অন্তর চক্ষুতে ভিটামিন "এ" এর অভাবে রাত কানা রোগে ভুগছে!!


হাহাহা। ভালো বলেছেন।
তাহলে তো তার অন্তরকে 'ভিটামিন এ' এর ওষুধ খাওয়াতে হবে। B-)
(দিলেন তো আমার কবিতার ইজ্জতের ফালুদা করে B:-) )

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫১

খায়রুল আহসান বলেছেন: গ্রাফিক্সটা সুন্দর হয়েছে।
এত চেষ্টা চরিত্রের পরও
মনের গভীরের ভালোবাসা দেখাতে অক্ষম।
- এ রকম হয়েই থাকে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭

উম্মে সায়মা বলেছেন: ছবিটি নেট থেকে নেয়া :)

এ রকম হয়েই থাকে।
হ্যাঁ ভাই। যুগ যুগ ধরে এমন হয়ে এসেছে।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.