নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বরের করুণা

১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৬



আকাশ ফুঁড়ি লাল গনগনে সূর্য
যেমন রাতের কালো মুছে দেয়,
সদ্য জেগে ওঠা কিশোরী প্রভাত
যেমন ধরাকে রঙিন করে দেয়,
ঘাসের ডগায় ঝুলে থাকা শিশিরবিন্দু
যেমন সকালকে স্নিগ্ধ করে দেয়,
গাছের কোলে জন্মানো আদরের বকুল
যেমন পথকে স্বপ্নময় করে নেয়,
স্বর্গ থেকে নরম রোদের ঝর্ণা বেয়ে
যেমন দিনকে স্নান করিয়ে দেয়,
তেমনি আমিও পরম মমতায়
প্রকৃতিতে অবগাহন করতে চাই।
প্রকৃতির মায়াময় রূপে ডুবে
নিজেকে বিলীন করে দিতে চাই।
দয়াময় ঈশ্বরের করুণায়
নিজ হতে নিজে হারিয়ে যেতে চাই।

১৩.১১.২০১৬

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার সব কবিতা পড়ে ফেললাম ।

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৩

উম্মে সায়মা বলেছেন: খুব কাজের কাজ করেছেন। :P

তাহলে তো আপনার উপর খুব অত্যাচার হয়ে গেল।
অনেক ধন্যবাদ আমার ব্লগে আপনার এতোগুলো মূল্যবান সময় অপচয় করার জন্য :)

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪০

ANIKAT KAMAL বলেছেন: Nice

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮

খায়রুল আহসান বলেছেন: দয়াময় ঈশ্বরের করূণায়
নিজ হতে নিজে হারিয়ে যেতে চাই
- ভাল লেগেছে, তবে শুদ্ধ বানান করুণা, "করূণা" নয়।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৭

উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা খায়রুল আহসান ভাই।

বানান ঠিক করে নিয়েছি।
আন্তরিকতায় ধন্যবাদ :)

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৩

খায়রুল আহসান বলেছেন: সম্পাদনার জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

উম্মে সায়মা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ভুল ধরিয়ে দিলে লেখকের উপকার ই হয়।
আমার চোখে কিছু ভুল এড়িয়ে যেতেই পারে।
তখন কেউ বলে দিলে শুধরে নেয়া যায় :)

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৩০

খায়রুল আহসান বলেছেন: এটা একটা ইতিবাচক মনোভাব, যা অনেকের থাকেনা। তারা ভুল ধরিয়ে দিলে বিরক্ত হয়।
অনেক সময় দেখা যায়, একটা সুন্দর কবিতা বা অন্য কোন লেখা অতি সাধারণ কিছু অশুদ্ধ বানান নিয়ে দাঁড়িয়ে আছে, যা সামান্য একটু সম্পাদনা করে নিলে দেখতে সুন্দর হয়, ত্রুটিমুক্ত হয়।
আপনার এই লেখাটার ঠিক আগের দুটো লেখায়, অর্থাৎ তুমি কবিতা এবং মনের চোখ মেলো তে দুটো মন্তব্য রেখে এসেছি। সময় করে দেখে নিলে খুশী হবো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৯

উম্মে সায়মা বলেছেন: দেখতে সুন্দর হয়, ত্রুটিমুক্ত হয়।
ঠিক বলেছেন। অশুদ্ধ বানান থাকলে দৃষ্টিকটু লাগে। আর ভুল ধরিয়ে দিলে সবার ই ভালোভাবে নেয়া উচিৎ। মানুষ মাত্রই ভুল করবে। অস্বীকার করার কিছু নেই।

দুটো মন্তব্য রেখে এসেছি।
অনেক ধন্যবাদ খায়রুল আহসান ভাই। নোটিফিকেশন দেখার সমস্যার কারণে সবসময় বুঝতে পারিনা কোথাও মন্তব্য এসেছে কিনা
তাই ঠিক সময়ে দেখাও হয়না অনেক সময়। দেখে প্রতিমন্তব্য করছি।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.