নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

একটি বিদঘুটে স্বপ্ন

২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩



মাথার ভেতর খিচুড়ি হচ্ছিল।
হঠাৎ তোমার এক চিলতে স্মৃতি
কাত হয়ে পড়ে গেল
ডান পাশের কানের একটু উপরে
মাথার ভেতরের দিকটায়।
ওই যে শেষ যেদিন তুমি আর আমি
রিকশায় ঘুরছিলাম
আর তুমি আমাকে শেষবারের মত
চুমু খেয়েছিলে, সেটা।
আমার ভয় হচ্ছিল
কেউ বুঝি দেখে ফেলল
তাড়াতাড়ি তুলে নিলাম
সবটুকু নিতে পারিনি
একটুখানি মাটিতেই পড়ে রইল।
ওপাশে চোখের উপর দিয়ে
দাউদাউ আগুন জ্বলছে
বোধহয় কালকের পেট্রোল বোমা টা।
সে যা ই হোক,
তার উপর হাঁড়িটা চাপিয়ে দিলাম
আমার তো আগুন হলেই হল।
ওদিকে বামপাশটায় ছোট ছোট কৌটায়
আলাদা করে কিছু মিষ্টি স্মৃতি তোলা আছে।
গোলাপিটাতে মা আমায় পরম মমতায়
ভাত খাইয়ে দিচ্ছেন,
একটা সবুজ কৌটায় আমি আর ছোট বোন
বাবার হাত ধরে বাসার পাশের দোকানটায় গিয়ে
খেলনা আর আইস-ক্রিম নিচ্ছি,
লাল রঙাটায় স্কুল থেকে ফেরার পর ছোট ভাইয়ের ছুটে আসা
আপুর কাছ থেকে চকলেট নেয়ার জন্য,
আরেকটা বেগুনি কৌটায় মাস্টার্স এর সার্টিফিকেট নেয়ার মুহূর্তে
মার গৌরবোজ্জ্বল তৃপ্ত চোখ দুটো,
ধূসর রঙাটায় তোমার সাথে অনেকগুলো ভালোবাসার ক্ষণ
আর গাড় নীল কৌটায় তোমার দেয়া মধুর কিছু কষ্ট,
আরো কত কি......।।
থাক, ওগুলো তোলাই থাক
বেঁচে থাকার জন্য ও তো কিছু উপকরণ চাই।
এক এক করে আমাকে দেয়া তোমার কষ্টের প্রায় সবগুলো,
ইদানিংকার জমে থাকা হতাশাগুলো,
কিছু ভালোবাসার গল্প,
কিছু না পাওয়ার বেদনা, কিছু কেবল ই কল্পনা...
সব হাঁড়িতে ঢেলে দিলাম।
ফুটতে থাকুক
সব মিলেমিশে একাকার হয়ে যাক।
কষ্টগুলো গলতে একটু বেশি সময় নিচ্ছে
তা নিক। একটু সময় নিক।
তবুও গলে নিঃশেষ হয়ে যাক
সব স্মৃতি গলে ফেনা উঠুক
আমাকে ভাবলেশহীন করে দিক
আমাকে বোধশক্তিহীন করে দিয়ে যাক।
বাকি জীবন বেঁচে থাকার রসদ তো আমার তোলাই আছে
হরেক রঙের কৌটায়.........।

০৩.০২.২০১৫

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: দুঃখ ও কষ্ট নিপাত যাক ....

এতো হতাশ হয়ে লাভ নাই ।
খুব সুন্দর লিখেছেন ।
শুভ কামনা রইল ।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০০

উম্মে সায়মা বলেছেন: নিপাত যাক, নিপাত যাক :D

মন্তব্যের জন্য ধন্যবাদ :)

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার স্বপ্নের কথা পাবলিক কিন্তু জেনে গেল.............

২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৭

উম্মে সায়মা বলেছেন: জানুক সমস্যা নেই। এটা তো কল্পিত স্বপ্ন......

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: সমস্যা না থাকলেই সমস্যা নাই।

স্বপ্ন দেখতে থাকুন আর একটা গান গাইতে থাকুন।

এই পথ যদি শেষ না হয় কেমন হতো তুমি বলতো ...




আমি এবার গেলুম । নিজের খেয়ে অন্যকে বুদ্ধি দিতে রাজি না। B-)

২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৫

উম্মে সায়মা বলেছেন: আসলেই কি উচিৎ হল না লেখা টা পোস্ট করা? আমাকে তো কনফিউজড করে দিলেন ভাইয়া।
আপনারা সিনিয়র,আপনারাই তো আমাদের পথ দেখাবেন :)
ব্লগে নতুন। হয়তো একটু কম ই বুঝি......

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: আরে মাইন্ড করলে শাইন করবেন কি ভাবে ?
ব্লগে জুনিয়র সিনিয়ার বলে কথা নাই সবাই সমান।

আমি তো মজা করছিলাম । যার যার নিজস্বতা আছে এবং সে তাকে সেই ভাবে তাকে ব্যক্ত করবে । এটা দোষের কিছু না ....

২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪১

উম্মে সায়মা বলেছেন: আমি মাইন্ড করিনি ভাইয়া। আসলেই একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম :|

আপনার 'নিজের খেয়ে অন্যকে বুদ্ধি দিতে রাজি না' এটা দেখে মনে হল আপনি ই মাইন্ড করেছেন B:-/

সিনিয়র জুনিয়র সবসময় ই সব জায়গায় থাকে। অভিজ্ঞতারর একটা মূল্য আছে না!

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা, পড়তে থাকুন আর লিখেতে থাকুন। সমস্যা বলে পৃথিবীতে কিছু নাই, যদি নিজে সমস্যা কারণ হয়ে না দাঁড়ায়।

ভালো থাকুন।
শুভ কামনা রইল।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

উম্মে সায়মা বলেছেন: হুম....
সবসময় শুভ কামনা কাম্য :)

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৬

ঋতো আহমেদ বলেছেন: ভাল লাগল খুব। প্রিয়তে নিলাম

২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৪

উম্মে সায়মা বলেছেন: আমার লেখা আপনার প্রিয়তে জায়গা করে নিয়েছে দেখে আনন্দিত হলাম :) ধন্যবাদ....

ভালো থাকবেন....

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:


মুক্তির গান, চুলোয় যখন গেছে, উহা গলবেই গলবে; যাক, কিছুই খালি থাকে না।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩০

উম্মে সায়মা বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম। ধন্যবাদ মন্তব্যের জন্য।
'কিছুই খালি থাকে না।'- বলতে কি বুঝিয়েছেন?

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৪

সিফটিপিন বলেছেন: ভাল লাগল

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪৯

উম্মে সায়মা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল।

আমার ব্লগে স্বাগতম.....

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৩৩

ANIKAT KAMAL বলেছেন: সব কিছু তু‌লে নেওয়া যায়না অনুভ‌বের অাদ‌লে রাখ‌তে হয় , কল্পনা হোক অার বাস্তব হোক অ‌নিন্দ্য সুন্দ‌রের পরশ মি‌শে থাক অাপনার ক‌বিতায় , সুপ্রভাত

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৮

উম্মে সায়মা বলেছেন: হ্যাঁ, সব তু‌লে নেওয়া যায়না। নিতেও হয়না, কিছু রেখে দিতে হয়।

মন্তব্যে ধন্যবাদ :)

১০| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৪

খায়রুল আহসান বলেছেন: একটু ব্যতিক্রমধর্মী কবিতা।
ধূসর রঙের পাত্রটাই আমার মনে হয় সবচেয়ে আকর্ষণীয় হবে।

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৪

উম্মে সায়মা বলেছেন: আমার ব্লগে এসে পুরানো লেখা পড়ে মন্তব্য করে যাওয়ায় আন্তরিক ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
সবচেয়ে আকর্ষণীয় হবে।
আমারো তাই মনে হয় :) ভালো থাকুন সবসময়।

১১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৯

মলাসইলমুইনা বলেছেন: শাহরিয়ার কবীরটা যেন কেমন ! আমি কি বলবো সব আগেই বুঝে যায় ! সব কথাই বলে দিয়েছেন কবিতা সম্পর্কে ! ভালো থাকুন |

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৮

উম্মে সায়মা বলেছেন: আরেহ আপনি কখন এ পোস্টে মন্তব্য করলেন! নোটিফিকেশন না পাওয়ার কারণে বুঝতেই পারিনি। তাই প্রতিমন্তব্যে বিলম্ব। পুরনো পোস্ট খুঁজে পড়ায় অনেক অনেক ধন্যবাদ জানবেন।

আমি কি বলবো সব আগেই বুঝে যায়
কবিরা মানুষের মন পড়তে পারে জানেন তো :)

১২| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২২

জাহিদ অনিক বলেছেন:




কষ্টগুলো গলতে একটু বেশি সময় নিচ্ছে
তা নিক। একটু সময় নিক।
তবুও গলে নিঃশেষ হয়ে যাক
সব স্মৃতি গলে ফেনা উঠুক
আমাকে ভাবলেশহীন করে দিক
আমাকে বোধশক্তিহীন করে দিয়ে যাক।
বাকি জীবন বেঁচে থাকার রসদ তো আমার তোলাই আছে
হরেক রঙের কৌটায়.



এইটুকু ভীষণ সুন্দর ! এরপরে আর অ-কবিতা বলাটা নিজের মূল্যায়ন না করা !

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১০

উম্মে সায়মা বলেছেন:
অ-কবিতা বলাটা নিজের মূল্যায়ন না করা
এটাকে কবিতা বলে নাকি? B-)
আসলেই আমি যখন এটা লিখেছি কবিতা হিসেবে লিখিনি। এমনি মনে হল তাই লিখে রেখেছিলাম। পরে এক বন্ধুকে দেখানোর পর সে বলল আরে এটা তো আধুনিক কবিতা হয়েছে! তখন মনে হল ও আচ্ছা বলছে যখন তাহলে হয়েছে হয়তো। হাহাহা =p~ তারও অনেক পরে কবিতার লাইনের মত করে সাজিয়েছি।
সময় করে পড়ার জন্য অনেক ধন্যবাদ জাহিদ অনিক ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.