নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

মায়াময় পৃথিবী

২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬



পৃথিবীটা আস্ত এক স্বপ্নীল মায়া
কিছু কিছু স্বপ্ন যেমন মনে হয় একেবারে বাস্তব
এতটাই সাজানো ঘটনা, যেন সত্যি
পৃথিবীও তেমন এক অবাস্তব বাস্তব
স্বপ্নের বাইরের স্বপ্ন
নিখুঁত নকশার কনক্রিট মায়া।

কম্পিউটার প্রোগ্রামের মত কৃত্তিম মায়া
কোন বিচক্ষণ প্রোগ্রামারের তৈরি করা ভিডিও গেম
মানুষ তার ভেতরের একেকটা চরিত্র মাত্র
খেলে যায় খেলোয়াড়ের মন মত
যেন পুতুল নাচ, বায়োস্কোপ
যাপিত জীবনের ভার্চুয়াল মায়া।

হলোগ্রাফিক চিত্রের মত মূর্ত মায়া
সত্যি বলে মেনে নেয়া পরাবাস্তবতা
এমনভাবে উপস্থাপিত যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়
কিন্তু পুরোটাই মিথ্যে, ফাঁকি
ছুঁতে গেলেই উধাও 
চোখ ধাঁধানো ত্রিমাত্রিক মায়া।

২২.১২.২০১৬

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:
মনে হয়, মায়া আবেগজনিত ব্যপার-সেপার B-)
একান্ত অনুভূতি থেকে আসে .....

মায়া ছাড়া দুনিয়া চলে না।


কিছু পুরাতন কবিতার স্বাদ পেলাম ।
খুব সুন্দর লিখেন তো আপনি । লিখতে থাকুন।
শুভ কামনা।

++++++

২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০১

উম্মে সায়মা বলেছেন: হুম মায়া ছাড়া দুনিয়া চলে না।
কিন্তু দুনিয়া যে নিজেই মায়া!

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য আর উৎসাহিত করার জন্য :)

আর প্লাস জিনিসটা কি একটু বুঝিয়ে বলেন তো। ব্লগে নতুন। কিছুই বুঝিনা....

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: প্লাস জিনিস যে আসলে কি আমিও করে জানি না B-)

মনে হয় আয়নাবাজি তুমি বোঝো নাই ব্যপারটা !!!
নিজেকে লুকিয়ে রাখা, ভিন্ন ভিন্ন রুপে দর্শন দেওয়া। B-)
অতঃপর আরো ভালো করে জেনে আপনাকে জানানো হবে ।
ব্লগিং করতে থাকুনেআর সঙ্গে থাকুন।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৪

উম্মে সায়মা বলেছেন: হাহাহা.... আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০৬

সাইফুল ইসলাম মাহিন বলেছেন: পুতুল নাচের ইতিকথা

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৩১

উম্মে সায়মা বলেছেন: 'পুতুল নাচের ইতিকথা' তে এমন ব্যাপার ছিল নাকি? পড়া হয়নি। নাকি শব্দ দু'টো ব্যবহার করেছি বলে বলেছেন?

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৭

সাইফুল ইসলাম মাহিন বলেছেন: তা ছিলো না তবে থিমটা অনেকটা এমন তাই বইটির কথা মনে পড়লো। "খেলে যায় খেলোয়াড়ের মন মত
যেন পুতুল নাচ, বায়োস্কোপ
যাপিত জীবনের ভার্চুয়াল মায়া।"

৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

উম্মে সায়মা বলেছেন: ও আচ্ছা। ধন্যবাদ মন্তব্যের জন্য :)

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: কবিতায় নতুন তুলনা:

(১). কম্পিউটার প্রোগ্রামের মত কৃত্তিম মায়া; (২) প্রোগ্রামারের তৈরি করা ভিডিও গেম; (৩) যাপিত জীবনের ভার্চুয়াল মায়া; (৪) হলোগ্রাফিক চিত্রের মত মূর্ত মায়া; (৫) চোখ ধাঁধানো ত্রিমাত্রিক মায়া।

তারপরও পৃথিবীর সব কিছু বস্তুকে ভিত্তি করে। সত্যেকে ভিত্তি করে।

ধন্যবাদ, সুন্দর লেখার জন্য।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৫

উম্মে সায়মা বলেছেন: তুলনাগুলো একেবারে পয়েন্ট আউট করে দিয়েছেন দেখছি। এত খেয়াল করে পড়েছেন দেখে ভালো লাগল। ধন্যবাদ :)

বস্তুকে ভিত্তি করে,সত্যকে ভিত্তি করে পৃথিবী। কিন্তু ধরুন ভিডিও গেমের চরিত্রগুলো কি জানে তারা যে মিথ্যা? যদি এমন হয়?
যাই হোক মায়া হলেও এটাই আমাদের জন্য সত্যি।
শুভকামনা জানবেন....

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আবার পড়তে আসলাম ....................


বেশি বেশি করে কবিতা লিখুন ।
কবিতা পড়তে আমার কাছে ভালো লাগে ।

জীবন থেকে কবিতা হয় কিন্তু কবিতা থেকে জীবন নয় । আপনার কবিতাগুলো মৌলিক কবিতা মনে হয় ।
কাল্পনিক আর ভালো লাগে না ।
যেমন.
আমি যদি পাখি হতাম
দূর আকাশে উড়ে যেতাম ।

আর মৌলিক কবিতা গুলো এমন হয় ....
যেমন...
র্নিবোধ বলিয়া দূরে দিলে ঠেলিয়া
ওরে আমার জরিনা। B-)

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৯

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ আবার পড়তে আসার জন্য.....

হাহাহা। আমার কবিতা তাহলে জরিনা টাইপ? পাখি হতাম টাইপ ও আছে কিছু.... B-)

মৌলিক কিনা জানিনা। চেষ্টা করি ভিন্ন থিমে লেখার। তবে বেশিরভাগ ই রোমান্টিক হয়ে যায়। সেগুলো তো হিসেবে কাল্পনিক।
তবে আশা করি অতটা হতাশ হবেন না.....

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৩

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: চরিত্রগুলো জানে না তারা মিথ্যে। যারা চরিত্রগুলো তৈরী করেছে, তারা বাস্তবতা বা তার কল্পনার বাস্তবতা দিয়ে চরিত্রগুলো তৈরী করেছে।

মানুষ ভবিষ্যতের আশায়/ মায়ায় বর্তমান গড়ে।

ধন্যবাদ।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫৫

উম্মে সায়মা বলেছেন: হুম যেমন ই হোক এটাই বাস্তবতা.....। যাই হোক এটা শুধুমাত্র একটা কবিতা। হালকাভাবেই নি। দর্শন শাস্ত্রে না যাই।
ধন্যবাদ মন্তব্যের জন্য :)

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা,বলুন তো
কারণ কে কারণ বলার কারণ কি?

মৌলিক কিনা জানিনা। চেষ্টা করি ভিন্ন থিমে লেখার।

লিখতে থাকুন, পাঠক হিসাবে পাশে আছি ।
তবে বেশিরভাগ ই রোমান্টিক হয়ে যায়। সেগুলো তো হিসেবে কাল্পনিক।

লুমান্টিক কবিতা আমার কাছে খুব ভালো লাগে B-) কিন্তু হতে পারলাম না । B-)
একজন ব্লগার তার এক লেখায় লিখেছেলেন, আমি যাহা চাই তা ত্রিভুবনে নাই। তার মত আমারও একই দশা ।B-)

কবিগুরু বলেছেন,
মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।
কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে


এই “এনজেল জরিনা” যে কবে আসবে,বুঝতেছি না ।

এক গান শুনতে শুনতে বিদায় নিলাম ......
হারে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ এ জীবন জ্বইলা পুড়ে শেষ হইল না ...........

৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯

উম্মে সায়মা বলেছেন: কারণ কে কারণ বলার কারণ কি এর কারণ কি? (প্রশ্ন টা কেন করলেন?)

ধন্যবাদ আমার লুমান্টিক কবিতার অগ্রিম পাঠক হবার জন্য :)
আপনার 'এনজেল জরিনা' সময় হলেই চলে আসবে। চিন্তার কোন কারণ নেই।

কপাল মন্দের গান ই শুনতে শুনতে বিদায় নিতে হল কেন?
আমার ব্লগে এতক্ষণ সময় ব্যয় করার জন্য ধন্যবাদ.....।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
কারণ কে কারণ বলার কারণ কি, এর কারণ কি? (প্রশ্ন টা কেন করলেন?

সন্দেহ আর বিশ্বাস কি এক ? আপনার প্রশ্ন করাতে কোন কিছু কমতি পেলাম B-)একটু গভীর ভাবে চিন্তা করে দেখুন প্রশ্নটার ভিতরে উত্তর লুকিয়ে ছিল =p~ । রহস্য সর্বাতিত সৌন্দর্যের প্রতীক !!! আর প্রতি রহস্য ঘেরা প্রতিটি মানুষের জীবন। তাতে লুকিয়ে আছে অগনিতিক গল্প।

কপাল মন্দের গান ই শুনতে শুনতে বিদায় নিতে হল কেন?
মুক্ত আকাশ পেয়েও যে পাখি ডানা মেলে আকাশে উড়তে পারলো না, তার কাছে আবার ভালো আর মন্দ!!! নিজের সমন্ধে এতোটুকু।

যাহোক, আলুচুনা বহুত হল- এবার আসি। যার মাথা ভালো তাকে বড় ভালোবাসি।
(আবারও কনফিউজ করতে চাই না । মানে যার মাথায় বেশি বুদ্ধি তাকে ভালো লাগে )।
আর বুদ্ধি দিয়ে জগতের সব কিছু হয় রুপ, সৌন্দর্য দিয়ে নয়। পাকনা আছেন সমস্যা নাই ।

বেশি মজলে তা আবার পচন ধরিতে পারে। তাই আর বেশি কথা কমুনা,বাই বাই B-)

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

উম্মে সায়মা বলেছেন: যার মাথায় বেশি বুদ্ধি তাকে ভালো লাগে

হুম আমার বুদ্ধি বোধহয় একটু কম ই। অবশ্য বেশি বুদ্ধি থাকাও ভালোনা। যা আছে তাতেই সন্তুষ্ট :)

রহস্য সর্বাতিত সৌন্দর্যের প্রতীক !!!
কিছু রহস্য রহস্য ই থাক। সব খোলাসা হয়ে গেলে চলবে কিভাবে!

পাকনা আছেন সমস্যা নাই

হা হা হা এই প্রথম কেউ আমাকে পাকনা বলল। B-) মজা পেলাম....

ভালো থাকবেন। নতুন বছরের শুভেচ্ছা রইল.....

১০| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইল..

নতুন বছরে কি আমারে নতুন করবে নাকি পুরাতন ?


হা হা হা এই প্রথম কেউ আমাকে পাকনা বলল

কানাকে কানা বলিও না তাতে মনে কষ্ট পায় সে। কষ্ট পেলেন নাকি ?

প্রথম পাতায় আপনার পোষ্ট আসে না কেন?

নতুন বছর পুরাতন আমি । আর ভালো কথা ব্লগে কিন্তু অশরীর ঘোরাঘুরি করছে,তাই সাবধান । B-)
বিশ্বাস না হলে ব্লগার অরুনি মায়া ম্যডামের ব্লগে ঘুরে আসতে পারেন । বেচারি খুব ভালো লিখেন । আমার প্রিয় ব্লগার ।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১:২৮

উম্মে সায়মা বলেছেন: কষ্ট পেলেন নাকি ?

নাহ, কষ্ট পাইনি। বললাম তো মজা পেয়েছি।

প্রথম পাতায় আপনার পোষ্ট আসে না কেন?

কি জানি কেন আসেনা। হয়তো নতুন তাই। তাছাড়া খুব আহামরি ভালো কিছু তো পোষ্ট ও করিনা। সেই গদবাঁধা কবিতা ই তো।

ব্লগে কিন্তু অশরীর ঘোরাঘুরি করছে

ভয় পেলাম :P আচ্ছা পড়ব অরুনি আপুর ব্লগ :)
ধন্যবাদ....

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১

সামিউল ইসলাম বাবু বলেছেন:

পৃথিবীটা আস্ত এক স্বপ্নীল মায়া[sb/]


সুন্দর বলেছেন।

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সামিউল ইসলাম বাবু ভাই :)

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
নতুন একখানা কবিতা লেখেন পড়ি ! আপনার কবিতা গুলো ভালো লাগে !

বিষয় বস্তুু অবশ্যই পিরিত নিয়ে । B-)

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:৩৪

উম্মে সায়মা বলেছেন: মজা করলেন ভাইয়া? #:-s নাকি সিরিয়াসলি বললেন?

কবিতা লিখি কিন্তু পোস্ট দি না সবসময়। সবাই কবিতা নিয়ে যে হারে বিরক্ত কবিতা নিয়ে পোস্ট করার উৎসাহ হারিয়ে ফেলছি |-)

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
দেখুন মেয়ে মানুষকে আমি একদম পছন্দ করি না । কারণ তারা একটু ন্যকামো করতে পছন্দ করে। যাদের বেশি পরিমানের মেয়েলি স্বাভাব আছে বিশেষ করে তাদেরও । আরো সহজ করে দেই , যদি কোন মেয়ে মানুষ হয়, সে যেন মানুষ হয়, মেয়ে মানুষ নয় । আমি আপনার সাথে মজা করতে যাবো কেন? আপনার লেখাগুলো মৌলিক মনে হয় । এ কারণে বলা, সবার তো আর সব কিছু ভালো লাগে না । আপনার কবিতা ভালো লাগে তাই একটু বলা । আর আপনি দেখি মজা নিলেন B-)

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৩:০৭

উম্মে সায়মা বলেছেন: আচ্ছা মজা না করলে তো খুব ভাল কথা :) আর আমি মজা নেই নি।

আর এক্সকিউজ মি। আমি নিজেও ন্যাকামো পছন্দ করিনা....

ধন্যবাদ.....

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৩:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আবারও ...............

রাগ, ক্ষোভ, অভিমান অন্যর চেয়ে নিজের ক্ষতি বেশি করে,তাই সাবধান । আমার কথাতে শুনে রেগে গিয়ে নিজের ক্ষতি করবেন না। B-) জ্ঞনী লোকের জন্য ইশারাই যথেষ্টে ! B-)

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ ভোর ৫:১৫

উম্মে সায়মা বলেছেন: নাহ রাগ করিনি ভাই :)
তবে আপনার সাথে মনে হয় ভেবে চিন্তে কথা বলতে হবে। হ্যাঁ, না, ঠিক আছে দিয়ে উত্তর দিতে হবে B-)

আচ্ছা আপনার অনারে একখানা কবিতা পোস্ট দিচ্ছি..... :)

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: তবে আপনার সাথে মনে হয় ভেবে চিন্তে কথা বলতে হবে। হ্যাঁ, না, ঠিক আছে দিয়ে উত্তর দিতে হবে

এতো সিরিয়াস হলে জীবন চলে !! B-)
আব্দুল্লাহ আবু সাঈদ স্যাররে দেখবেন ওনি যখন কথা বলে,তখন সাধারণ ভাবে চিন্তা করলে মনে হতে পারে ওনি একজন রসিক মানুষ । কিন্তু ওনি তা না, ওনার রসিকতার মাঝেও ইনফরমেশন থাকে বা দর্শকের মনোযোগ আকর্ষণ করে , কথা বলতে বলতে পরের ক্ষনেই দেখবে কোন না, কোন বিষয় ইনফরমেশন দিচ্ছে ।তাতে দর্শক তার কথাগুলো সব মনে রাখতে সক্ষম। ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে।

যদিও আমার কথাগুলোর একটার সাথে আরেকটার রিলেশান থাকে না, মানে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। এ কারণে কম কথা বলার চেষ্টা করি । কিন্তু ঝগড়াটেদের ভালো কিছু গোমড়ামুখীদের ভালো লাগে না। তাই যা তাই ইচ্ছা বলতে পারেন কোন সমস্যা নাই মাইন্ড করবো না কিন্তু তা অবশ্যই যৌক্তিক হতে হবে।
যাই আর চিন্তায় পড়তে হবে না হুদা লাল
এবার গেলুম। B-)

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৩

উম্মে সায়মা বলেছেন: হুমমম..... :)

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৭

ভ্রমরের ডানা বলেছেন:
বাস্তবতা আর কল্পনার ভারসাম্যই জীবন! ব্যতিক্রমী কবিতা ভাল লেগেছে!

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:১৮

উম্মে সায়মা বলেছেন: বাস্তবতা আর কল্পনার ভারসাম্যই জীবন!
তাতো অবশ্যই।

অনেকদিন পর আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগল।
অবশ্য কিছুদিন বোধহয় ব্লগ থেকেই দূরে ছিলেন।

কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম :)
ধন্যবাদ

১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

ANIKAT KAMAL বলেছেন: কখ‌নো কখ‌নো জীবন যেন নাট‌কের চে‌য়ে বে‌শি নাটকীয় তেমনি কখ‌নো কখ‌নো স্বপ্ন যেন বাস্ত‌বের চে‌য়েও মোহনীয়। অার এমন সুন্দর ক‌বিতার ম‌তো ক‌রে বেঁ‌চে থাকা ব‌লে অাত্নহত্যা কর‌তে বিলম্ব হ‌চ্ছে অ‌ভিবাদন অফুরন

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

উম্মে সায়মা বলেছেন: এই মায়া আমাদের মোহিত করে রাখে। বাঁচিয়ে রাখে। হারাতে দেয়না।

ধন্যবাদ কামাল ভাই....

১৮| ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৮

খায়রুল আহসান বলেছেন: ছুঁতে গেলেই উধাও
চোখ ধাঁধানো ত্রিমাত্রিক মায়া
- চমৎকার দুটো চরণ দিয়ে কবিতার সমাপ্তি টেনেছেন।
কবিতা ভাল লেগেছে।

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৯

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই। সামুর নোটিফিকেশন সমস্যার জন্য প্রতিমন্তব্যে দেরী হয়ে গেল।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.