নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

টিক টক টিক টক

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ ভোর ৫:২৪



আমার হৃদয় ঘড়ি থমকে আছে
বহু দিন ধরে।
সেদিন আবার তোমায় দেখলাম
মাঝে কত শত দিন কেটে গেল।
হেঁটে যাচ্ছিলে দ্রুতপদে
একগাদা ফাইল হাতে।
দোপাট্টায় তোমার মুখ ছিল ঢাকা
দেখেছি শুধু চোখ দুটো
টানা টানা কাজল আঁকা,
গভীর চাহনি।
তাতেই আমার হৃদয় ঘড়ির অচল কাঁটা
চলতে শুরু করল পুরোদমে
টিক টক টিক টক।
হয়তো তোমার আমার মাঝে আর কিছু নেই
নেই কোন সম্পর্ক।
তবু তোমার চোখ জোড়া এক নজর
দেখতে পেলেই
আমি আর কিছু চাইনা।
ওই চাহনি দেখতে আমি বছর কোটি
পথের ধারে দাঁড়িয়ে থাকতে রাজি।
আমার হৃদয় ঘড়ি সময় দেবে ঠিকঠাক
কোটি বছর
চার্জ বিনে, টিক টক টিক টক।

০৩.০৯.২০১৬

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
টাইম মেশিন আবিষ্কার করে ফেলুন B-) সময়ের পরিবর্তন আনা সম্ভব।

আশা আর নিরাশার মাঝে ধৈর্য ধরে স্বপ্ন দেখা বিলাসিতা ছাড়া আর কিছু না, কি আর করা দেখতে থাকুন ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৮

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য :)

বিলাসিতা ছাড়া আর কিছু না

কিছু বিলাসিতা ছাড়া জীবন চলে কি? যেমন ধরুন স্বপ্ন দেখার বিলাসিতা, দুঃখ বিলাসিতা......

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
সুখের গল্পগুলো মনে আরো সুখ দেয় কিন্তু দুঃখের গল্পগুলো একটু হলেও দুঃখ মনে দাগকাটে !!!

মানুষ কোন না,কোন স্বপ্ন নিয়ে বাঁচে, স্বপ্ন ছাড়া মানুষ নেই ।

ফার্মগেট কিছু ভিক্ষুক আছে যাদের হাতও নেই, পাও নেই ও যদি ওর জীবনে মানে খুঁজতো ,তাহলে নগদে আত্নহত্যা করতো ।ও কোন না, কোন স্বপ্ন নিয়ে বেঁচে আছে...........

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

উম্মে সায়মা বলেছেন: হুম... সুন্দর কথা বলেছেন!
"সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা
আশা তার একমাত্র ভেলা।"

যদিও এটা ঠিক স্বপ্ন না, একটা কাল্পনিক ব্যাপার মাত্র......
ধন্যবাদ....

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:

"সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা
আশা তার একমাত্র ভেলা।"

এ কথাগুলো একটু ব্যখ্যা দেন । আমি বুঝেছি আমার মত করে কিন্তু আপনার মত করে বুঝতে চাই ?

০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১

উম্মে সায়মা বলেছেন: আপনি যা বুঝেছেন তাই ঠিক। ঠিক, ঠিক B-)

কথাগুলো সবচেয়ে কমন আর সহজ ভাষায়। ব্যাখ্যা তেমন একটা হেরফের হয় না। হয়তো প্রকাশভঙ্গী একটু ভিন্ন হবে.....
ধন্যবাদ :)

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১০

উম্মে সায়মা বলেছেন: হুম দিলাম।
জীবনটা এমন ই। 'যা চাই তা পাইনা, যা পাই তা চাইনা।'
তাইতো আমাদের এতো দুঃখ। যতই সহজ করতে চাই জীবন ততই জটিল হয়ে ওঠে। তবু সবকিছুর পরও আমরা আশা করে যাই ভালো কিছু হবে, সব সহজ হয়ে যাবে...

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১০

বিজন রয় বলেছেন: ঠিক ঠিক।
সুন্দর।

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৩

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ বিজন রয় দা :)

মন্তব্যে অনুপ্রাণিত হলাম...

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩

বিজন রয় বলেছেন: চট জলদি উত্তর পেয়ে ভাল লাগল।

হৃদয় ঘড়ি চার্জ ছাড়াই চলে বটে, কিন্তু কখনো কখনো চার্জ নেওয়া লাগে।

ধন্যবাদ।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬

উম্মে সায়মা বলেছেন: কিন্তু কখনো কখনো চার্জ নেওয়া লাগে
কখনো কখনো থমকে যায় যে...তাই

আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য....

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭

ঋতো আহমেদ বলেছেন: মনে হচ্ছে ঘড়িটা এনালগ। ডিজিটাল বাংলাদেশে এনালগ হৃদয় নিয়ে কোটি বছর অপেক্ষা .. সত্যিই অনেক ধৈর্য আপনার, তীব্র আপনার ভালবাসা ।

ভাল লাগল

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩

উম্মে সায়মা বলেছেন: মনে হচ্ছে ঘড়িটা এনালগ
হাহাহা..... ভালো বলেছেন। হৃদয় এখনো ডিজিটাল হয়নি...

সত্যিই অনেক ধৈর্য আপনার, তীব্র আপনার ভালবাসা
ভালো করে পড়লে খেয়াল করবেন কবিতাটি আমি লিখেছি। বক্তা কিন্তু আমি নই.... :)

অনেকদিন পর আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগল।
ধন্যবাদ.....

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৩

ঋতো আহমেদ বলেছেন: হুম 'দোপাট্টায় তোমার মুখ ঢাকা' প্রথমেই চোখ আটকেছিল । বক্তা যেই হোক কথা তো আপনার, হৃদয়ও ।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:১৪

উম্মে সায়মা বলেছেন: বক্তা যেই হোক কথা তো আপনার, হৃদয়ও

লেখক/কবিরা সবসময় নিজের কথা ই লেখে না। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন থেকেও উপাদান সংগ্রহ করে। সাধারণ মানুষের মনের কথা লেখনীর মাধ্যমে প্রকাশ করে।

যদিও আমরা নবীন লেখকরা অতটা বড় পরিসরে যেতে পারিনি। ছোট গন্ডির মধ্যেই বিচরণ.....তবুও একটুকখানি প্রচেষ্টা :)

ধন্যবাদ মন্তব্যের জন্য....

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৪

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,



একটু উল্টে বলি ----
হৃদয়ের ঘড়ি তো সব সময়ই টিক - টক করে চলে । শুধু একটি কাজল টানা চোখের দেখা মিললেই তা একটা বিট ( টিক বা টক ) মিস করে ফেলে । তারপর আবার দ্রুতলয়ে টিক টক টিক টক..............

মোটামুটি হয়েছে কবিতা ।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৮

উম্মে সায়মা বলেছেন: আপনি ঠিক টা ই বলেছেন। আমি ই বরং একটু উল্টে বলার চেষ্টা করেছি। এমন একটা কথা বলে না লোকে যে মানুষটা বেঁচে আছে কিন্তু ভেতর টা মরে গেছে, জীবন্ত লাশ। তেমনি বৈজ্ঞানিকভাবে হার্টবিট স্বাভাবিক থাকে কিন্তু যেটা অস্পৃশ্য, মনস্তাত্ত্বিক সেটা কারো কারো থমকে যায়। যদিও এটা অত্যুক্তি বলেই মনে হয়।
কবিতা পড়েছেন এবং সমালোচনামূলক মন্তব্য করেছেন দেখে ভালো লাগল।
ধন্যবাদ......

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৫

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,



প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।

কবির হৃদয় ঘড়ি কিন্তু পিয়া বিনে বন্ধই থাকে । কবিতায় আপনিই ঠিক । হৃদয় ঘড়ি ধুক-পুক করেনা । ওটা তখনই টিক-টক-টিক-টক চলতে শুরু করে যখন যার জন্যে কোটি বছরও অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে থাকা যায় , তেমন কারো দেখা মেলে ।
শুভেচ্ছান্তে ।

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:২৯

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সুন্দর করে ব্যাখ্যা দেয়ার জন্য। আমি এমনটাই বোঝাতে চেয়েছিলাম :)
শুভ কামনা জানবেন....

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৭

অতৃপ্তচোখ বলেছেন: দারুণ অনুভূতি মিশিয়েছেন। ভালো লাগলো কবিতা।

চার্যবিহীন চলতে থাকুক সময় ঘড়ি যুগযুগান্তর
টিক টক টিক টক।
শুভকামনা রইল কবির প্রতি, কবিতায় ভালোবাসা

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪০

উম্মে সায়মা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল।
অনুপ্রাণিত হলাম :)

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪

ANIKAT KAMAL বলেছেন: ভা‌লবাসার ব‌হিঃপ্রকাশ কতরকমই না হয় অনন্য ক‌বিতার ভাললাগায় ‌বি‌ভোর হ‌য়ে রব অনন্ত কাল

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৪

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগা প্রকাশে কৃতজ্ঞতা জানবেন ANIKAT KAMAL ভাই

১২| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১১

অতঃপর হৃদয় বলেছেন: চমৎকার লেখা।

১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ অতঃপর হৃদয় ভাই। আমার প্রায় সব লেখা আপনি পড়ে ফেলেছেন। আমার ব্লগে আপনার মূল্যবান সময় অতিবাহিত করার জন্য কৃতজ্ঞতা।

১৩| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩২

খায়রুল আহসান বলেছেন: টিক টক টিক টক ভাল লেগেছে। + +
কবিতাটা যার জন্যই লিখে থাকুন না কেন, কিংবা যাকে দেখে, অনুভূতির প্রকাশটা ভাল হয়েছে। সহজবোধ্য।
"সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা
আশা তার একমাত্র ভেলা।" - উপযুক্ত উদ্ধৃতি, তবে কোন কোন জায়গায় উদ্ধৃতিটাকে এরকমও পেয়েছি। কোনটা সঠিক, সে ব্যাপারে শতভাগ নিশ্চিত নইঃ
"সংসার সাগরে সুখ দুঃখ তরঙ্গের খেলা
আশা তার একমাত্র ভেলা।"
লেখক/কবিরা সবসময় নিজের কথা ই লেখে না। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন থেকেও উপাদান সংগ্রহ করে। সাধারণ মানুষের মনের কথা লেখনীর মাধ্যমে প্রকাশ করে - ঠিক বলেছেন। অনেক সময় বিদগ্ধ পাঠকেরাও এ কথাটি বুঝতে চান না।

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৩

উম্মে সায়মা বলেছেন: আমার পুরনো কবিতা পড়ে সুন্দর মন্তব্য রেখে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ খায়রুল আহসান ভাই। সাথে মন্তব্যগুলো নিয়েও আলোচনা করেছেন। আন্তরিকতায় মুগ্ধ। অনেক অনেক ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.