নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

নস্টালজিয়া

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৭


মরনে ভয় নেই, এ তো অবশ্যম্ভাবী, সবচেয়ে স্বাভাবিক
বাকি সব তো ক্ষণিকের মায়া
তবু লোকে ভয়ে মরে, ছাড়তে নারাজ মায়ার দুনিয়া।

আর ফুটপাতের চায়ের টঙে শীতের সন্ধ্যা জমবেনা
লেকপাড়ে বন্ধুরা মিলে হবেনা চুটিয়ে আড্ডা
প্রেমিকের হাত ধরে অনেকটা পথ গন্তব্যহীন হাঁটা হবেনা
টিএসসি তে কনসার্ট হলে ছুটে যাওয়া হবেনা হৈ হুল্লোড় করে
মোড়ে দাঁড়িয়ে ভেলপুরি, জলপাই ভর্তা কিংবা আঁখের রস খাওয়া হবেনা
দলবেঁধে শিল্পকলায় দেখতে যাওয়া হবেনা শেক্সপীয়ারের ম্যাকবেথ
ক্লাস ফাঁকি দিয়ে সিনেমাহলে নতুন কোন মুভি দেখা হবেনা
এ সবকিছু আর হবেনা, কক্ষনো না।

ভাবতে কষ্ট হয়, মেনে নেয়া সত্যি ই কষ্টকর
ভেবে বন্ধুরা হয়তো মাঝেসাঝে নস্টালজিক হবে,
স্মৃতির পাতায় ডুব দেবে,
এইতো, আর কি!
কিন্তু মানতে যে হবেই, জন্মালে মরতে হবে,
পরিত্রাণের নেই কোন উপায়
মরণ যে অমোঘ সত্য।

০১.০১.২০১৭

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
মানুষের যখন কিছু করার থাকেনা তখন , জ্ঞানী জ্ঞানী কথা বলে ......... B-) =p~

তার জ্বলন্ত প্রমাণ আমি নিজে !

০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৮

উম্মে সায়মা বলেছেন: একদম ঠিক বলেছেন। কাজ না থাকলে যতসব উল্টাপাল্টা চিন্তা মাথায় ভর করে।
আপনারও এমন হয় নাকি?
স্বস্তি পেলাম এই ভেবে যে একা আমি ই আউলা না B-)

মাইন্ড করিনি। বুঝলাম তো আপনার কথার ধরন ই এমন।
ভালো থাকবেন।

কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ.... :)

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩২

উম্মে সায়মা বলেছেন: আপনি খুব মজার মানুষ তো!
অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়াই প্রকৃত বুদ্ধিমানের কাজ। শুধুমাত্র নস্টালজিয়ায় জীবন কাটিয়ে দেয়ার চিন্তা অবাস্তবতা। অতীত কখনো ভোলা যায়না কিন্তু তাই বলে তো বর্তমান আর ভবিষৎকে অস্বীকার করা যায়না।

২| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫২

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,



মাঝে মাঝে নষ্টালজিক কিছুও মানুষকে সামনে এগিয়ে যাবার প্রেরনা যোগায় । সব নষ্টালজিয়াই কিন্তু নষ্ট নয় । কেমন করে যেন জিইয়ে থাকে মরনের পথে চলতে চলতে !

১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:২৩

উম্মে সায়মা বলেছেন: তা তো অবশ্যই। অতীত নিয়েই তো আমাদের বর্তমান। মানুষ তো কম্পিউটার না যে কোন কিছুর প্রয়োজন ফুরিয়ে গেল আর ডিলিট/ফরম্যাট দিয়ে দিল। যতদিন বেচে থাকবে নস্টালজিয়া থাকবেই!

আগের কমেন্ট দেখে বলেছেন তো কথাগুলো? ওটা তো শাহরিয়ার ভাইয়া কে উৎসাহ দেয়ার জন্য বলেছি B-)

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। কবিতা পাঠে অনুপ্রাণিত :)

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৫

অতৃপ্তচোখ বলেছেন: ভাল লাগলো। শুভকামনা রইল।
মরণকে মানুষ জয়ও করে, হয়ে যায় অমর।

মানতে যে হবেই মরণ যে অমোঘ সত্য।
অসাধারণ লিখেছেন

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪১

উম্মে সায়মা বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল।

মরণকে মানুষ জয়ও করে, হয়ে যায় অমর।
তাতো অবশ্যই। কিন্তু সে সৌভাগ্য তো সবার হয়না।

মন্তব্যের জন্য ধন্যবাদ......

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯

খায়রুল আহসান বলেছেন: বাকি সব তো ক্ষণিকের মায়া- এই ক্ষণিকের মায়ার পেছনেই আমরা অবিরাম ছুটে চলেছি!
অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়াই প্রকৃত বুদ্ধিমানের কাজ। শুধুমাত্র নস্টালজিয়ায় জীবন কাটিয়ে দেয়ার চিন্তা অবাস্তবতা। অতীত কখনো ভোলা যায়না কিন্তু তাই বলে তো বর্তমান আর ভবিষৎকে অস্বীকার করা যায়না। - চমৎকার একটা পরামর্শ দিয়েছেন শাহরিয়ার কবীর কে।
সব নষ্টালজিয়াই কিন্তু নষ্ট নয় - তা তো বটেই! খুব সুন্দর একটা কথা বলে গেছেন আহমেদ জী এস

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:০৪

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই সুন্দর মন্তব্যের জন্য।
কবিতা পাঠে অনুপ্রাণিত.....

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৮

ANIKAT KAMAL বলেছেন: 'হে অতীত তু‌মি ভুব‌নে ভুব‌নে কাজ ক‌রে যাও গোপ‌নে গোপ‌নে' এ‌তো সুন্দর ক‌রে মানুষ লি‌খে কিভা‌বে এই উত্তরটা কে দি‌তে পা‌রে?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৮

উম্মে সায়মা বলেছেন: 'হে অতীত তু‌মি ভুব‌নে ভুব‌নে কাজ ক‌রে যাও গোপ‌নে গোপ‌নে'

অতীত নিয়েই আমাদের বর্তমান, ভবিষ্যত। অতীত নিজের কাজ করেই যাবে....

ধন্যবাদ ভাই।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৯

জাহিদ অনিক বলেছেন: স্মৃতির পাতায় ডুব দেবে,
এইতো, আর কি!
-


ঠিকই বলেছেন, এইত আর কি ! আর কিইবা করার!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪৫

উম্মে সায়মা বলেছেন: তাইতো। কিচ্ছু করার নেই!
পুরনো পোস্ট পড়ে মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া..... অনেক অনেক ভালো থাকুন।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন:




এভাবে পূনরাবৃত্তিতে গত হয়েছে শতাব্দির পর শতাব্দি । হারিয়ে গেছে, নিভে গেছে জীবন, যাচ্ছে, যাবে ।

ভাল লেগেছে। স্মৃতিতে কিঞ্চিৎ মৃত্যু ঘ্রাণ ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৯

উম্মে সায়মা বলেছেন: গত হবে আরো শতাব্দির পর শতাব্দি। এটাই প্রকৃতির নিয়ম!
অসম্ভব সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ রইল....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.