নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ও জোছনার গল্প

১২ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:০৭



দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায়না। যখন খুব ছোট ছিলাম, গ্রামে থাকতাম। সন্ধ্যা হলে ইলেকট্রিসিটি চলে যেতেই চাঁদের আলোয় বাড়ির সব বাচ্চাকাচ্ছা মিলে লুকোচুরি খেলতাম, দৌড়াদৌড়ি করতাম। তখন মনে হত জোছনা নিয়ে এত মাতামাতির কি আছে! ঝুম বৃষ্টিতে উঠানে লুটোপুটি করতাম, কাবাডি খেলতাম। পুকুরে ডুব সাঁতার দিতাম। অনেক মজা পেতাম। ব্যস এতটুকু ই। কখনো জোছনাকে, বৃষ্টিকে অসাধারন কিছু বলে মনে হত না। মাথায় খেলত না কবি-সাহিত্যিক রা কেন এগুলো কে এত অতিরঞ্জিত করে!

কিন্তু একটু বড় হয়ে যখন দেশের বাইরে চলে গেলাম, চার দেয়ালের বন্দি জীবনে প্রবেশ করলাম, ভুলেই গেলাম জোছনা কি! আকাশ ই দেখা যায়না আবার জোছনা! উজ্জ্বল নিয়ন আলোয় সব জোছনা ঢেকে গেল। তখন মাঝে মাঝে ই রাতের বেলা বারান্দা থেকে উঁকি দিতাম চাঁদটাকে একটুখানি দেখার আশায়। একটুখানি বৃষ্টির জন্য মুখিয়ে থাকতাম। বৃষ্টি হলে মনে হত যেন ঈদ! এখনো মনে আছে একবার ঈদের দিন টিভি তে খুব ভালো একটা অনুষ্ঠান হচ্ছিল। ওটা অবশ্যই দেখার কথা ছিল। কিন্তু হঠাৎ বাইরে ঝুম বৃষ্টি শুরু হল। আর কে ঠেকায়! ছুটে বারান্দায় চলে গেলাম হাত দিয়ে বৃষ্টিকে একটু ছুঁয়ে দেখার জন্য। বৃষ্টিস্নান? নাহ, অতটুকু সৌভাগ্য তখন ছিলনা। তখন খুব মিস করতাম আমার দেশের বৃষ্টি, স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ, জোছনা......।। উপলব্ধি করতে পারলাম বৃষ্টি আর জোছনার মহত্ত্ব। বুঝতে পারলাম কেন হুমায়ূন আহমেদের লেখায় জোছনা নিয়ে এত মাতামাতি। অনেক কম বয়স থেকেই উনার উপন্যাস পড়ি। অবাক হতাম এই লোকটা জোছনার জন্য এত পাগল কেন!

তারপর অনেক বছর পর দেশে ফিরে এলাম। সেই পুরানো মাটি, সেই পুরানো বৃষ্টি, সেই পুরানো জোছনার মাঝে। এখন যা দেখি তা ই ভালো লাগে। রাস্তায় সাইনবোর্ড, বিলবোর্ডে বাংলা লেখা দেখে মন খুশি খুশি লাগে। চারপাশে সব মানুষের মুখে বাংলা কথা শুনে মন ভরে যায়। মনে হয়, ‘আহ! সব আমার ভাষায়!’ গ্রামে যাবার পথে রাস্তার দুপাশে সবুজ বৃক্ষের সারি, অনেক দূর পর্যন্ত চোখ জুড়ানো বিস্তৃত ধানক্ষেত আর তার মাঝে দু' একটা ছনের ঘর, ক্ষেতের মাঝে সরু সরু আইল, নদী আর তার বুকে মাঝির নৌকা বাওয়া, জেলের মাছ ধরা, কচুরিপানায় ভরা খাল, খালের উপর সাঁকো...... এসব দেখে আমি বারবার আমার দেশের প্রেমে পড়ে যাই।

এখন গ্রামের বাড়িতে গেলে যখন জোছনা দেখি মাথা খারাপ হয়ে যায়। মন ভরে জোছনা গায়ে মেখে নিই। ঝুম বৃষ্টি হলেই ছুটে যাই ভিজতে। ফিরে যাই সেই ছোটবেলায়। অনুভব করি আমার নিজের অস্তিত্ব যার সবটুকু জুড়ে আছে এই দেশ, দেশের মাটি, আকাশ, বাতাস, বিশাল বৃক্ষরাজি, বৃষ্টি আর জোছনা। আসলেই প্রবাস জীবন দেশপ্রেম অনেক বেশি বাড়িয়ে দেয়। নিজের মাতৃভূমির মাটির মর্যাদা বুঝতে শেখায়। হ্যাঁ, আমার দেশে অনেক সমস্যা আছে। যানজট, ধূলাবালি, আবর্জনা, ঠিকমত ইলেকট্রিসিটি থাকেনা, অনেক গরম আরো অনেক অনেক সমস্যা। সব কিছুর পর ও আমার দেশ তো আমার ই। এই দেশ ই যে আমার মা.........!!! 

মন্তব্য ৫২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৮

রাতুল_শাহ বলেছেন: কোন দেশে গিয়েছিলেন?

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৯

উম্মে সায়মা বলেছেন: মধ্যপ্রাচ্যে। সৌদি আরব।

ধন্যবাদ রাতুল_শাহ ভাই লেখাটি পড়ার জন্য.....

২| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৯

রাতুল_শাহ বলেছেন: তাহলে ঠিক আছে।
আমি ভাবলাম কোন সে দেশ যে দেশে জোছনা অবহেলিত?
বৃষ্টি অনাদৃত।

আমাদের বাংলাদেশের মত কোন দেশ আসলে হয় না। বাংলাদেশ সকল দেশের সেরা।

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৭

উম্মে সায়মা বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া। আমাদের দেশের আসলেই তুলনা হয়না।।

ধন্যবাদ মন্তব্যের জন্য...

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ছোট বেলার কথা মনেপড়ে গেলো।

এতোদ্রুত যুগ পরিবর্তন হবে কল্পোনা ও করতে পারিনাই কখনো।

ভালোলাগা+

১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৬

উম্মে সায়মা বলেছেন: ঠিক বলেছেন। চোখের সামনে দিয়ে কিভাবে যেন সব বদলে গেল। ছোটবেলার আরো কয়েকটা ব্যাপার নিয়ে লিখেছিলাম। পরে একসময় পোস্ট দেব।

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল। ধন্যবাদ :)

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
এক্কেবারে তাজা ভেজে খাবেন ভালো লাগবে।

১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

উম্মে সায়মা বলেছেন: ফরিদ আহমদ চৌধুরী ভাই, আপনি তো সবাইকে ভার্চুয়ালি খাইয়ে পার পেয়ে যাচ্ছেন দেখি... দিলেন ই যেহেতু মাছের নাম টা ও বলে দেন। তাহলে রেসিপি পেতে সুবিধা হবে B-)

ধন্যবাদ লেখাটি পড়ার জন্য......

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
জোসনার প্রতি আমারও অসীম ভালোবাসা আছে কিন্তু বামন হওয়াতে ধরতে পারি না।
ধরা দিয়েও দেয় না,খালি জোসনা ফাঁকি দেয় ....... B-)


আপনার গ্রামের বাড়ীর কি খুলনা জেলায় ?

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৯

উম্মে সায়মা বলেছেন: খালি জোসনা ফাঁকি দেয় .....
জ্যোৎস্না মাত্রই ফাঁকি দেবে, সেটা বেদের মেয়ে হোক আর চাঁদের জ্যোৎস্না ই হোক :P

আপনার গ্রামের বাড়ীর কি খুলনা জেলায় ?
আপনার কেন মনে হল আমার বাড়ি খুলনায়??

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ :)

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
জ্যোৎস্না মাত্রই ফাঁকি দেবে, সেটা বেদের মেয়ে হোক আর চাঁদের জ্যোৎস্না ই হোক

ইশরে! এই জগতে কেউ আশার বাণী শুনালো নারে ......এখন শুধু মেডিটেশন করতে হবে ....মনে করি, অতল প্রেম সাগরে ডুব দিলাম অতঃপর পোঁচা শামুকে পা কাটলো ..... B-)

আপনার কেন মনে হল আমার বাড়ি খুলনায়??

জীবনে তো আর কবিগুরু হতে পারমু না ,তাই ভাবছি খুলনা জেলায় বিয়া করমু ! B-) তখন তাতে সবাইকে পরিচয় দিতে পারমু কবিগুরুর শশুড় বাড়ি আর আমার শশুড় বাড়ি এক জেলায় ............

এখন থেকেই এই জেলার লোকজনকে বিশেষ নজরে দেখি ....কারণ একটাই।আর আপনাকে জিগানোর উদ্দেশ্য একটু ঘটকালির বিষয় অনুরোধ করার জন্য ........... =p~

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৩০

উম্মে সায়মা বলেছেন: এই জগতে কেউ আশার বাণী শুনালো নারে

আশার বাণী এ জমানায় আর কেউ শোনায় না। আপনাকে মেডিটেশন ই করতে হবে B-)

সবাইকে পরিচয় দিতে পারমু কবিগুরুর শশুড় বাড়ি আর আমার শশুড় বাড়ি এক জেলায় ............

আহ কি বুদ্ধি! চেষ্টা চালিয়ে যান। দেখেন বিখ্যাত হতে পারেন নাকি =p~

ঘটকালির বিষয় অনুরোধ করার জন্য

আপনাকে হতাশ করলাম। আমি খুলনার মেয়ে না। আপনাকে অন্য ঘটক খুঁজতে হবে। শুভ কামনা রইল ;)



১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৪২

উম্মে সায়মা বলেছেন: অফ টপিক: মডারেশন স্ট্যাটাস কিভাবে দেখে? আর আমার ব্লগের ডানপাশের কলামে আমার পোস্টে করা সাম্প্রতিক মন্তব্য দেখা যায়না কেন? নোটিফিকেশন এ সমস্যা হলে কে কোথায় মন্তব্য করেছে বুঝতে পারিনা :||
জানা থাকলে জানালে উপকৃত হব।
ধন্যবাদ।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:০১

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে প্রথম পাতায়
accept দেয়নি,একারনে ডান পাশে মন্তব্য দেখাচ্ছে না। আপনি মডুদের কাছে সমস্যার কথা জানান।ভালো করে দেখুন সমস্যার জানানোর আপশন দেওয়া আছে..... আর এখন আমি মোবাইলে ....
কাল বিস্তারিত....

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৩৪

উম্মে সায়মা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
প্রথম পাতায় এক্সেস ছাড়া মনে হয় এই স্ক্রিনও দেখা যায় না। B:-)

সমস্যা নেই। I was just curious to know.

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:১২

শাহরিয়ার কবীর বলেছেন:

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:১২

শাহরিয়ার কবীর বলেছেন:

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৯

অতৃপ্তচোখ বলেছেন: ভাল লাগলো দেশপ্রেম, দেশের প্রতি টান, ভালোবাসা।
চাঁদ জ্যোৎস্না ছেলে বেলায বৃষ্টিতে ভেজা, পুকুরে ডুব পারা, এগুলো সত্যিই স্মৃতি হয়ে থাকে জীবন জুড়ে।
দেশে ফিরে আসায় অভিনন্দন

১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, অতৃপ্তচোখ :)

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

পুলহ বলেছেন: "গ্রামে যাবার পথে রাস্তার দুপাশে সবুজ বৃক্ষের সারি, অনেক দূর পর্যন্ত চোখ জুড়ানো বিস্তৃত ধানক্ষেত আর তার মাঝে দু' একটা ছনের ঘর, ক্ষেতের মাঝে সরু সরু আইল, নদী আর তার বুকে মাঝির নৌকা বাওয়া, জেলের মাছ ধরা, কচুরিপানায় ভরা খাল, খালের উপর সাঁকো...... "-- এ অংশটুকু বাংলাদেশের ধ্রুপদী প্রকৃতির মতই মমতাময়।
আপনার প্রতি-মন্তব্য থেকে জানলাম আপনি সৌদি আরবে হিলেন। বাবার চাকরির সুবাদে কৈশোরে আমার নিজেরো ওখানে যাওয়ার সুযোগ হয়েছে; সে ক্ষুদ্র অভিজ্ঞতা থেকেই বলছি- মরুর রাতের আকাশ আর সেখানকার জোছনাও অদ্ভুত সুন্দর...
গদ্য লেখা চলুক। শুভকামনা !

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

উম্মে সায়মা বলেছেন: এ অংশটুকু বাংলাদেশের ধ্রুপদী প্রকৃতির মতই মমতাময়।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ :)

বাবার চাকরির সুবাদে কৈশোরে আমার নিজেরো ওখানে যাওয়ার সুযোগ হয়েছে

আপনি কোন শহরে ছিলেন?

মরুর রাতের আকাশ আর সেখানকার জোছনাও অদ্ভুত সুন্দর...
ভরা জোছনায় কখনো একেবারে মরুভূমিতে যাওয়া হয়নি। মক্কা মদিনা যাবার পথে রাতের আকাশ দেখা হয়েছে। তবে নিয়ন বাতি চাঁদের আলো অনেকটাই ঢেকে দেয়। তাই সেভাবে দেখা হয়নি।

ভালো থাকবেন।।

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৬

পুলহ বলেছেন: বেশিরভাগ সময়ে আব্বুর পোস্টিং মদিনার আশেপাশেই ছিলো। শেষ গিয়েছিলাম ওয়াদি আল ফারা নামের একটা জায়গায় যা মদিনা শহর থেকে এরাউন্ড ১১০ কিমি দূরত্বে।
আপনিও ভালো থাকবেন।

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০১

blackant বলেছেন: দারুন!https://www.facebook.com/md.pialuddin

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:২৭

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ।

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০১

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,



যে গায়ে জোছনা মাখাতে জানে, জানে বৃষ্টির ঘ্রাণ, মাটির সোঁদা গন্ধ মাখতে জানে গায়ে ; সে-ই তো আপনার মতো বলতে পারে --- ইনহাস্ত ওয়াতানাম ।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৬

উম্মে সায়মা বলেছেন: পোস্ট পাঠ এবং সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

'ইনহাস্ত ওয়াতানাম' শব্দ দুটো মানে জানতাম না। গুগল করতে হয়েছে। #:-S
আসলে মনে হয় দেশের বাইরে থাকার কারনে এমন অনুভূতি জন্মেছে.... :)

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৬

ANIKAT KAMAL বলেছেন: এ যেন লেখা না স‌ম্মোহনী অনুভূ‌তি, কষ্ট যেন সময় প্রের‌নের বোরাক

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৯

ANIKAT KAMAL বলেছেন: এ যেন লেখা না স‌ম্মোহনী অনুভূ‌তি, কষ্ট যেন সময় প্রের‌নের বোরাক

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৭

উম্মে সায়মা বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ কামাল ভাই।

১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৭

কালীদাস বলেছেন: যত উন্নত দেশই হোক না কেন, নিজের ডোমেইনের বাইরে পথে হাঁটলেও টের পাওয়া যায়- আমি এদের কেউ না, একজন এলিয়েন। তাও শয়ে শয়ে, হাজারে হাজারে বাংলাদেশি দেশ যে কোন মূল্যে ছাড়ার জন্য কত না উদগ্রীব :(

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২১

উম্মে সায়মা বলেছেন: সত্যি বলেছেন কালীদাস ভাই। অন্য দেশে যত ভালোই থাকুক অস্তিত্ত্বের সাথে নিজের দেশ ঠিকই জড়িয়ে থাকে। প্রতি মুহূর্তে অনুভূত হয় আমি বাংলাদেশে বিলং করি। তবুও আরেকটু ভালো থাকার নেশায় মানুষ দেশ ছাড়ার জন্য উদগ্রীব।
পাঠে ও মন্তব্যে ধন্যবাদ। আপনাকে আমার ব্লগে স্বাগতম।

১৮| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১:৫০

মুশি-১৯৯৪ বলেছেন:

আপনার পুরোনো লেখাগুলো পড়ছিলাম বুবু, অনেকদিন হলো কোন গল্প লিখচেন না, একটি প্রেম কাব্য লিখুন,যেখানে থাকিবে বাসনা,যেখানে প্রেমিক প্রেমিকাকে আসিয়া বলিবে, তোমার মুখ কেন বিষন্ন হইয়াছে...
আজ সারাদিন ঘরেই ছিলাম, ভাবিলাম প্রেম কাব্য লিখিব,মনে হচ্ছিল প্রেম যেন ভূমি হইতে আমার নিকট ক্রন্দন করিতেছে...

০২ রা মার্চ, ২০১৭ রাত ২:২৪

উম্মে সায়মা বলেছেন: আমি তো চাইলেই লিখতে পারিনা। তারচেয়ে বরং তুমি ই প্রেমকাব্য ফেঁদে ফেলো ভাইয়া। রবীন্দ্রনাথের ভাষায় প্রেমের কবিতা খুব ভালো লাগবে। প্রেমের কান্না বন্ধ করার ব্যবস্থা কর। তাকে মুক্তি দাও :)

১৯| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:০০

মুশি-১৯৯৪ বলেছেন:

আমি তো মুক্তিই পেতে চাই, লিখিতে চাই ভালবাসিবার কথা , কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে, ভালবাসা কথাটা লিখিবার পরই কেন যেন কলম থমকে যায় ।
আমার অব্যক্ত মর্মব্যথা শুধু বলে যে সে কোন প্রতারনা করে নাই, হৃদয়ের রক্ত শুশিয়া সে পলায়ন করিয়াছে ঠিকই ,কিন্তু সে তাহার দোষ নহে, তাই তাকে কি করিয়া মুক্ত করি, সে যে আমার বড়ই আপন , আমার চিরনীরব হৃদয়ের মধ্যে এক অসীম অব্যক্ত ক্রন্দন, এই অচেনা আপনের সহিত আমার কি যে সম্পর্ক তাহা নির্ণয় করা বড়ই কঠিন...... :(

০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

উম্মে সায়মা বলেছেন: তাহলে সে কথাই লেখ। সে আপনকে নিয়েই লেখ। এ টানাপোড়েনই হোক তোমার কবিতার উপজীব্য।
বুবুর পক্ষ থেকে শুভকামনা রইলল।

২০| ০২ রা মার্চ, ২০১৭ রাত ৯:৫৯

মুশি-১৯৯৪ বলেছেন:

তবে আমি অবশ্যই বিশ্বাস করি যে কোন অন্ধকারই চিরস্থায়ী নয়।
দেখছেন না, প্রোফাইল পিকচার নিয়েছি বজ্রপাতের ছবি, কেননা আমার প্রতিটি দীর্ঘশ্বাসের পরই আমি নতুন স্বপ্ন বুনতে চাই, এখন শুধু অপেক্ষা একটি বজ্রপাতের যা আমার এই মেঘ থেকে বৃষ্টি নামাবে ,বিধাতাই তো আমাকে এই স্বপ্ন ভঙ্গের বেদনা দিয়েছেন, আমি জানি অদৃষ্ট অবিচলিত, তাই তো বসে আছি বজ্রপাতের অপেক্ষায়......

০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:১১

উম্মে সায়মা বলেছেন: সেটাই ভাই। নিয়তি মেনে নেয়া ছাড়া কোন উপায় নেই। আশা এতটুকুই রাত শেষে ভোর হবেই।
ভালো থেকো ভাই

২১| ১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি একদম আমার মেয়েবেলার মতই সময় কাটিয়েছিলেন। আমরাও এমন ঝুম বৃষ্টিতে ভিজতাম আর পুকুরে ডুব দিয়ে ঝম ঝম শব্দ শুনতাম বৃষ্টির। এ নিয়ে বহু ছড়া কবিতা লেইখ্যা থুইয়া দিছি। কারণ শহরে বৃষ্টিতে ভিজা যায় না। এমন জোছনা প্রহরও নাই এখানে।

খুব সুন্দর আপি আবার ফিরে গেলাম মেয়েবেলায়

১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৯

উম্মে সায়মা বলেছেন: আাসলেই আমাদের ছোেটবেলা অন্যরকম সুন্দর ছিল। এখন তো জীবন যান্ত্রিক। ইচ্ছে হলেই বৃষ্টিতে ভেজা যায় না, পুকুরে ডুব দেয়া যায় না। তাই ছড়া কবিতার মাধ্যমেই কল্পনায় ঘুরে আসতে হয়।
পাঠে অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকুন।

২২| ২১ শে জুন, ২০১৭ সকাল ৭:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: এই লেখাটি আমি আগেও পড়েছিলাম আপু। আপনার ব্লগে ঘুরতে ঘুরতে শিরোনামটি আমার পছন্দের বৃষ্টি নিয়ে হওয়ায় পড়েছিলাম। আমিও বৃষ্টিপ্রেমী। বিদেশে এসে একই সিচুয়েশনে পড়েছি। ভীষনভাবে রিলেট করতে পারি পোস্টটির সাথে।

সব কিছুর পর ও আমার দেশ তো আমার ই। এই দেশ ই যে আমার মা.........!!!

কথাটিতে +++।

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্যে।

২১ শে জুন, ২০১৭ রাত ১১:০০

উম্মে সায়মা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আপু। আগেই পড়েছেন জেনে ভালো লাগল। নিজের দেশের মত করে বৃষ্টি অন্য কোথাও উপভোগ করা যায়না। অবশ্য অন্য কোথাও আমাদের মত করে বৃষ্টি হয়ওনা বোধহয়!

২৩| ২১ শে জুন, ২০১৭ দুপুর ২:৫৭

পুলক ঢালী বলেছেন: সুন্দর লিখেছেন উম্মে সায়মা
মানুষ দেশে থাকলে গতানুগতিকতার গড্ডালিকা প্রবাহে নিমজ্জিত হয়ে যায় কনট্রাসটা চোখে পড়েনা, কিন্তু' দেশ ছাড়লেই ব্যাস প্রতিমুহূর্তে দেশ তার আপন মহিমা নিয়ে বৈচিত্রতা নিয়ে সারাক্ষন হৃদয় মন জুড়ে থাকে, হাজারো স্মৃতি এসে তুলনা দিতে থাকে এখানে এমন, আমার দেশে অন্যরকম, কত সুন্দর, কত ভালো ইত্যাদি ইত্যাদি আর প্রতিক্ষণই দেশপ্রেম তীব্র থেকে তীব্রতর হতে থাকে। এরকম অনুভুতিতে কম বেশী সবাই আক্রান্ত হয় তবে কারো অনুভুতির গভীরতা কম থাকে, কারো অনুভুতির গভীরতা থাকে অতল অসীম। যাদের স্পর্শকাতর মন থাকে, সৃজনশীল ভাবনা থাকে, তারা চর্ম চক্ষুর সাথে মিলিয়ে মানশ্চক্ষে আরো অনেক বেশী বেশী দেখতে পায় এবং সৃজনশীলতা দিয়ে উপস্থাপন করতে পারে সেই বিচারে আপনার লেখা খুব সুন্দর হয়েছে।
মাছগুলির নাম তিতপুটি লেজের কাছে কালো ফোঁটা এবং পেট বরাবর হালকা কমলা দাগ থাকে ইলিশ মাছে যেমন সিঁদুরে দাগ থাকে সেরকম। নুতন বর্ষার অল্প পানিতে এগুলোকে ছুটাছুটি করতে দেখা যেতো এখন কমে গেছে। ভাল থাকুন :)

২১ শে জুন, ২০১৭ রাত ১১:১৮

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ পুলক ভাই। আমারও তাই মনে হয়। যে কেউই দেশের বাইরে গেলে নিজের দেশের মর্ম টের পায়। দেশপ্রেম শতগুণ বেড়ে যায়। নিজ দেশে থেকে যা সবসময় উপলব্ধি হয়না। দেশে থাকতে যে জিনিস বিরক্ত লাগত সেটা মিস করতে শুরু করে। আর যেটা ভালো লাগত তার তো কথাই নেই। পোস্ট পড়েছেন দেখে ভালো লাগল।
কিসের মাছ? অন্য কাউকে লিখতে গিয়ে ভুলে এখানে দিয়ে ফেলেছেন? :p আচ্ছা ব্যাপার না। আপনিও অনেক অনেক ভালো থাকুন।

২৪| ২২ শে জুন, ২০১৭ রাত ৩:১৬

সামু পাগলা০০৭ বলেছেন: অবশ্য অন্য কোথাও আমাদের মত করে বৃষ্টি হয়ওনা বোধহয়!
একদম মনের কথা টেনে এনে বলেছেন আপু। আমি অনেক বিদেশী বন্ধুকে বলেছি যে আমার দেশের মতো সুন্দর বৃষ্টি কোথাও হয়না! স্বর্গের মতো সুন্দর হয়ে যায় সবকিছু বৃষ্টিতে। আমি এই কথাদুটো আসলেই অনেককে বলেছি। আপনার মন্তব্যে মনে হলো শেয়ার করি। :)

শুভেচ্ছা জানবেন।

২২ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

উম্মে সায়মা বলেছেন: :) অন্য দেশের মানুষ শুনলে বিশ্বাস করবেনা। তাইনা আপু? আমাদের মনের কথা মিলে যাওয়ায় আর আপনার শেয়ার করায় ভালো লাগছে। ভালো থাকুন সবসময়।

২৫| ২২ শে জুন, ২০১৭ সকাল ৮:০৩

পুলক ঢালী বলেছেন: কিসের মাছ? অন্য কাউকে লিখতে গিয়ে ভুলে এখানে দিয়ে ফেলেছেন? :p আচ্ছা ব্যাপার না। আপনিও অনেক অনেক ভালো থাকুন।
আশ্চর্য হলাম ম্যডাম আপনার পোষ্টের ৪ নং মন্তব্যে জনাব ফরিদ আহমদ চৌধুরী সাহেব মাছের নাম জানতে চেয়েছেন কেউ নাম বলেনি দেখে আমি বললাম আর আপনি কি রেসপন্স করলেন এটা ??? আমার কনসিস্টেন্সির অভাব ? আপনার নিজের পোষ্টে কে কি বলছে সে ব্যাপারে আপনার নিজের ধারনা আছে ???? X(( X(( :D =p~ =p~

২২ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

উম্মে সায়মা বলেছেন: ও আল্লাহ! পুলক ভাই, সেই কবে কে মন্তব্য করেছিল আর প্রশ্নের জবাব পাইনি এতকিছু মনে আছে? স্মৃতিশক্তি এতটা প্রখর না :| আর এখন আপনি কমেন্ট করায় স্ক্রল করে সোজা নিচে চলে এসেছি, আগের কমেন্ট দেখা হয়নি। আপনি সেটার উত্তর দিবেন একটু কষ্ট করে উল্লেখ করে দিবেননা? যাই হোক আন্তরিক ধন্যবাদ জানবেন। :) ভালো থাকুন।

২৬| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭

খায়রুল আহসান বলেছেন: টিনের ঘরের ছাদে শ্রাবনের ঝুম বৃষ্টির শব্দ- ছোটবেলার কথা মনে করিয়ে দেয়।
ছবিতে দেয়া মাছগুলো মনে হচ্ছে সরপুঁটি
বৃষ্টি ও জোছনার গল্পে অষ্টম ভাল লাগা + +

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৩

উম্মে সায়মা বলেছেন: টিনের ঘরের ছাদে শ্রাবনের ঝুম বৃষ্টির শব্দ
আহ! চোখ বন্ধ করলে সে শব্দ শোনা যায়।

মাছগুলো চিনিয়ে দেবার জন্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই। (ফরিদ ভাইকে অনেকদিন ব্লগে দেখা যাচ্ছেনা!)

পুরানো পোস্ট পড়ে ভালো লাগা জানিয়ে যাওয়ায় অসংখ্য ধন্যবাদ।
(নোটিফিকেশন আসেনা। আপনার পোস্টে প্রতিমন্তব্যের নোটিফিকেশন পেয়ে দেখলাম। সেজন্যেও ধন্যবাদ)

২৭| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১:০৭

মাআইপা বলেছেন: এখান থেকে পড়া শুরু করলাম আপনার ব্লগ।

“আহ! সব আমার ভাষায়!”
“সব কিছুর পরও আমার দেশ তো আমার ই। এই দেশ ই যে আমার মা.........!!! ”


এর চেয়ে ভাল মন্তব্য মাথায় আসছে না।

৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পুরনো পোস্ট বের করে পড়া শুরু করার জন্য।
আমার ব্লগে আপনাকে স্বাগতম :)
নোটিফিকেশনের সমস্যার কারণে জানতে পারিনি এ্ মন্তব্য করেছেন। এত দেরীতে প্রতিমন্তব্য করায় দুঃখিত। ভালো থাকুন।

২৮| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৮

মাআইপা বলেছেন: এটা কোন ব্যাপার না; আমি জানি। আপনার লেখা ভাল লেগেছে তাই শরু থেকেই শুরু করেছি।
আপনি লিখতে থাকুন। শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.