নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

ডায়েরীবন্দী অনুভূতি

৩১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৩২


অনুভূতিগুলো কবিতা হয়ে
খাতার পাতায় ভেসে বেড়ায়
ইচ্ছেগুলোও তুচ্ছ শব্দ হয়ে
ছোটাছুটি করে পাতায় পাতায়
তারা আজ ডায়েরীবন্দী।

আবেগগুলো পথ খোলা পায়না
সুমুখে তাকাবার
স্বপ্নেরা আর ঠাঁই পায়না
দু'চোখে বারবার
তারা আজ করেছে সন্ধি।

ব্যথারা এখন মাথা উঁচু করে
বুক ফুলিয়ে চলে
কষ্টগুলো হাতে হাত রেখে
সমান তালে দোলে
তারা আজ যুদ্ধজয়ী।

ডায়েরী কারাগারে অনুভূতির দাপাদাপি
করে চিৎকার, হৈ-হুল্লোড়
পাতাগুলো ছিঁড়ে এলোমেলো করে
পথ খোঁজে মুক্তির
তবু হায়! নিস্তার নাই।

১৩.১১.২০১৬

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
ডায়েরী কারাগারে অনুভূতির দাপাদাপি
করে চিৎকার, হৈ-হুল্লোড়
পাতাগুলো ছিঁড়ে এলোমেলো করে
পথ খোঁজে মুক্তির
তবু হায়! নিস্তার নাই।


ভালো কোন গল্পের শেষের অথবা মাঝের পাতাগুলো ছেঁড়াই থাকে......... B-)
খুব সুন্দর লিখেছেন।
শুভ কামনা রইল।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১২

উম্মে সায়মা বলেছেন: পাঠ এবং মন্তব্যে ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই....... :)

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৮

পলাশমিঞা বলেছেন: অসাধারণ শৈলী।
নতুনত্ব।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০৭

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ পলাশমিঞা ভাই।
সিনিয়র ব্লগারের কাছ থেকে এমন প্রশংসাবাবাণী পেয়ে অনেক আনন্দিত.....

আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫

ANIKAT KAMAL বলেছেন: ভিন্ন উপমার অপরুপ ক‌বিতা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ ANIKAT KAMAL ভাই।

ব্লগে আপনাকে স্বাগতম.....

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪২

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,



আসলে ডায়েরীর পাতার কারাগারে বন্দী থাকে শত সহস্র শতাব্দীর আলো-অন্ধকার । তারা যতোটা না আলো ছড়ায় তারও চেয়ে বেশি ছড়িয়ে যায় অন্ধকার । ব্যথারা তখনই মাথা উঁচু করে জানান দিয়ে যায় ঘননীল কষ্টের ।

ভালো লাগলো ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫০

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই সুন্দর মন্তব্যের জন্য।

ডায়েরী কারাগারে কতজনের অনুভূতি বন্দী হয়ে যায় আর ছড়ায় আলো-অন্ধকার।

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো.....

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০

পলাশমিঞা বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৭

মুশি-১৯৯৪ বলেছেন: খুব ভাল লিখেছেন। আমার কাছে কবিতা মানে নিজেকে প্রশ্ন করা...

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪২

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ মুশি-১৯৯৪।

আমার কাছে কবিতা মানে নিজেকে প্রশ্ন করা...
কবিতা তো নিজের সাথেই নিজে কথা বলা।
তারপর তা সকলের কাছে পৌঁছে দেয়া.....

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯

পুলহ বলেছেন: ১ম আর শেষ স্তবকটা ভালো লেগেছে। মাঝের দুটো স্তবক মূল কবিতাভাবের সাথে কিছুটা অসঙ্গত লেগেছে আমার কাছে... অবশ্য আমি যে কবিতা খুব ভালো বুঝি, এমনও নয়।
শুভকামনা জানবেন উম্মে সায়মা।
আচ্ছা, আপনার লেখা সম্ভবত প্রথম পাতায় দেখতে পাই না। কারণটা কি?
ভালো থাকুন!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২১

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ পুলহ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

কারণটা কি?

কারণ হল এখনো প্রথম পাতায় এক্সেস দেয়নি।
কেন দেয়নি সেটার কারণ জানিনা। হয়তো এখনো অতটা মানসম্মত পোস্ট দেইনি তাই।

অবশ্য তাতে সমস্যা নেই। এই যে আপনারা পড়ছেন তো :)

আপনিও ভালো থাকবেন।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৮

জাহিদ অনিক বলেছেন: ব্যথারা কেন মাথা উঁচু করে চলবে ? এত সাহস পায় কোথায় ওরা ?


কষ্টকর ডায়েরীর পাতা থেকে মুক্তি মিলুক ! কবিরা কেন আজীবন দুঃখী ? !!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৪

উম্মে সায়মা বলেছেন: এত সাহস পায় কোথায় ওরা ?
ব্যাথাদের ই তো রাজত্ব ভাইয়া B:-)

কবিরা কেন আজীবন দুঃখী ?
আজীবন দুঃখীরাই কবি হয় বোধহয়....

কবিতা পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৩

জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত বলেছেন: বাহ চমৎকার লিখুনি..........

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:১৭

উম্মে সায়মা বলেছেন: প্রশংসায় আন্তরিক ধন্যবাদ শান্ত ভাই।

আমার ব্লগে আপনাকে স্বাগতম।

১০| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১১:১৪

সজিব। বলেছেন: অনুভূতিগুলো কবিতা হয়ে
খাতার পাতায় ভেসে বেড়ায়



সত্য কথা বলেছেন। অনুভূতিগুলো খাতার পাতায় আটকে গেছে।
খুবই ভালো লিখেছেন।

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১১:২৬

উম্মে সায়মা বলেছেন: আন্তরিক ধন্যবাদ সজিব ভাই।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।

১১| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:২৯

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর হয়েছে আপু

১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ অতঃপর হৃদয় ভাই :)

১২| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: অনুভূতি-কবিতা-ডায়েরীর পাতা- কারাবন্দী- ব্যথা-কষ্ট-যুদ্ধজয়ী- অনুভূতি-চিরবন্দী... কবিতা পড়ে এসব কথাই শুধু মাথায় ঘুরপাক খাচ্ছে। তবে কবিতা ভাল লেগেছে, কারণ কবিতার কথা সত্য অনুভূত হয়েছে। + +
৮ নং প্রতিমন্তব্য ভাল লেগেছে।

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৬

উম্মে সায়মা বলেছেন: এত পুরনো কবিতা পড়ে ভালো লাগা জানিয়ে যাওয়ায় কৃত্জ্ঞতা খায়রুল আহসান ভাই। বেশ দেরীতে চোখে পড়ায় এবং প্রতিমন্তব্যে বিলম্ব হওয়ায় দুঃখিত।
শুভ কামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.