নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

তবে কেন এলে!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪২



ঈশ্বর বুঝিবা তোমায় সৃষ্টি করেননি
শুধুমাত্র আমার জন্য।
তবে কেন মিছে জীবনে এলে
কেন সব উলটপালট করে দিলে
আমিতো বেশ ছিলাম একা একা।
কোন কষ্ট ছিলনা, ছিলনা বিরহ যাতনা
ছিল শুধু অল্পবিস্তর একাকীত্ব।
তুমি সে একাকীত্ব ঘুচে দিলে
আমার জীবন তুমিময় করে নিলে
তবে সে ক্ষনিকের জন্য।

এখন তো আমি নিজেই একাকীত্ব
আমি কষ্ট, আমি বিরহ
আমি নীল বেদনা।
আমি হতাশা, আমি কান্না
আমার পুরোটা জুড়ে আজ বিষণ্ণতা বাস।
তবু বুঝি এমনটাই হবার ছিল
এই ছিল প্রয়োজন জীবনের জন্য
সবই বুঝি ঈশ্বরের কৃপা।।

১৪.১১.২০১৬

মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
ঈশ্বর বুঝিবা তোমায় সৃষ্টি করেননি
শুধুমাত্র আমার জন্য।

বুঝলাম না কিছু ? B:-/

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৩

উম্মে সায়মা বলেছেন: কি বোঝেননি বলেনন। বুঝিয়ে দিচ্ছি :-B

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ কবিতা লিখেছেন। আবেগ আর ভালোবাসার সহবাস্থান।


"এখন তো আমি নিজেই একাকীত্ব
আমি কষ্ট, আমি বিরহ
আমি নীল বেদনা।"

কবিতায় ভালো লাগা রেখে গেলাম।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৮

উম্মে সায়মা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ নয়ন ভাই :)

ভালো থাকবেন।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১০

ANIKAT KAMAL বলেছেন: "দুঃখ বি‌নে সুখ লাভ হয় কি মো‌হি‌তে" ক‌ষ্ঠি পাথ‌রে সোনা যাচাই কর‌তে হয়। বির‌হের মা‌ঝেই সত্যিকার অনুভু‌তির প্রকাশ । বির‌হের সুন্দর প্রকাশ নিরন্তর ভা‌লোলাগা অপরুপ লেখনীর জন্য!...

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪২

উম্মে সায়মা বলেছেন: বির‌হের মা‌ঝেই সত্যিকার অনুভু‌তির প্রকাশ
ঠিক বলেছেন।

পাঠ এবং মন্তব্যে অনুপ্রাণিত :)

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪০

টুনটুনি০৪ বলেছেন: দারুণ কবিতা লিখেছেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৬

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ টুনটুনি আপু।
আমার ব্লগে স্বাগতম.....

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ঈশ্বর বুঝিবা তোমায় সৃষ্টি করেননি
শুধুমাত্র আমার জন্য।
তবে কেন মিছে জীবনে এলে
কেন সব উলটপালট করে দিলে


অাসলে ঝড় বলে কয়ে অাসেনা...

nice+

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪০

উম্মে সায়মা বলেছেন: অাসলে ঝড় বলে কয়ে অাসেনা..
মানুষ নিয়তির কাছে বাঁধা :|

ধন্যবাদ বাবু ভাই.....

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৭

পলাশমিঞা বলেছেন: ডাকের একটা কথা আছে, যা করেন আল্লায় ভালো জন্য করেন।

মনের ভাব ব্যক্ত করা খুব কঠিন।
গরল হলেও সরল ভাবে কবিতায় তা ব্যক্ত হয়েছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

উম্মে সায়মা বলেছেন: যা করেন আল্লায় ভালো জন্য করেন।
ঠিক। এটাই আমরা সহজে বুঝতে চাইনা।
নিশ্চয়ই আল্লাহ্‌ যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন।
(কিন্তু মন মানতে চায়না..)

পাঠ এবং মন্তব্যে ধন্যবাদ পলাশ ভাই :)

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫

পলাশমিঞা বলেছেন: কিছু বানান নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই।

কিছু বানান জীবনেও ঠিক করতে পারব না। কেউ কেউ বলে সমাপিকা অথবা অসমাপিকা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৩

উম্মে সায়মা বলেছেন: লজ্জায় ফেললেন ভাই।
আমি বাংলা বানান ও ব্যাকরণে অতি দূর্বল :(

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৮

পলাশমিঞা বলেছেন: তাইলে বাদ দেন, এই বিষয়ে আর কথা বলতে চাইনা।

আপনার এক মন্তব্য পড়েছিলাম।

নিভর্য়ে লিখতে থাকুন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ।
আপনার এক মন্তব্য পড়েছিলাম।
আমি একটু আন্দাজ করেছিলাম :)

নিভর্য়ে লিখতে থাকুন।
দোয়া করবেন আর পাশে থাকবেন....

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৯

পলাশমিঞা বলেছেন: নিশ্চয় আপা। আপনিও আশে পাশে থাকবেন।

আমি আসলে বিটলা করি। আমার আলতু ফালতু লেখাকে অনেকে কবিতা মনে করে। কিন্তু আমি যখন কিছু লেখি তখন কেউ পড়ে না।
(আমি আসলে উপন্যাস লেখি। গত বছর ১৩ খান প্রকাশ করেছি। ২৫ বছর একটা শেষ করেছিলাম। ওটাও প্রকাশ করেছি। কেউ পড়ে না :( )

ব্লগে ঢংঢাং করে আমি ঝামেলা মার্কা সংলাপ বানাই। মন সুস্থ হয়। দুশ্চিন্তা অস্থির হই না।

আপনার কবিতা খুব লাগে।
দোয়া করবেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৪

উম্মে সায়মা বলেছেন: নিশ্চয় আপা। আপনিও আশে পাশে থাকবেন।
আমাকে আপা বলবেন না। বিব্রত হই। আমি আপনার অনেক ছোট।
এগিয়ে যান। পাশে আছি।

গত বছর ১৩ খান প্রকাশ করেছি
ইয়া আল্লাহ্‌ এতগুলো? তাহলে তো আপনি সেই লেভেলের জিনিয়াস লোক।
ইনশাআাল্লাহ পড়বে। একটু ধৈর্য রাখেন। মোটামুটি সব সাহিত্যিকেরই খ্যাতি অর্জন করতে অনেক কাঠখড় পোহাতে হয়েছে।

দুশ্চিন্তা অস্থির হই না
যা করে মন ভালো থাকে তা ই তো করা উচিৎ :)
ভালো থাকবেন....

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৩

পলাশমিঞা বলেছেন: মজার কথা হুনেন, আমার বই দেশে যায়নি কিন্তু আমার প্রকাশিত বই এখন বইমেলায়।
৬০ কপি পাঠাতে হবে।

আমিতো টাস্কি খাইছি! কাল পোস্ট দেব।


একটা মাত্র ১৩৭৩ পৃষ্ট লম্বা এবং মাত্র একটা ইংলিসে লেখছি :(

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৭

উম্মে সায়মা বলেছেন: কাল পোস্ট দেব
পোস্টের অপেক্ষায় থাকলাম।

মাত্র ১৩৭৩ পৃষ্ট লম্বা
মাত্র? B:-) আপনি তো ভাই মহালেখক। আমার তো ২ পৃষ্ঠার একটা গল্প লিখতেই কষ্ট হয়ে যায়।

আপনার একটা ছোটখাটো উপন্যাসের লিংক দেবেন। পড়ে দেখি।

আপনার বইয়ের সাফল্য কামনা করছি।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪০

পলাশমিঞা বলেছেন: আমার সাইটে আছে

কিনতে চাইলে এখান থেকে কিনতে হবে

এই নামটা আসলে কাল্পনিক। এই চরিত্রের সাথে বাস্তবে কোনো মিল নেই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:১৪

উম্মে সায়মা বলেছেন: আপনার বই বাংলাদেশে যাবেনা? এলে সরাসরি কিনব :)
আপাতত একটা ই-বুক ই পড়ি (আমার অনলাইন পারচেজ এর অঅভিজ্ঞতা নেই :| )

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

মুশি-১৯৯৪ বলেছেন: আমি কষ্ট, আমি বিরহ
আমি নীল বেদনা।
আমি হতাশা, আমি কান্না
আমার পুরোটা জুড়ে আজ বিষন্নতার বাস।


খুব ভাল লাগল।কবিতা ফাঁদতে বসে আপনার সাথে আমার কবিতা কিছুটা মিলে গেল,চুরির মামলার ভয়ে পুরো কবিতা আর লিখলাম না।

আমি ভবঘুরেে ,আমি পলাতক,
আমি আত্নঘাতী,আমি মৃত্যুর সঙ্গী,
আমাকে উচ্ছেদ করা হইয়াছে,
হে উচ্ছেদকারী যত না করিয়াছ হত্যা,
তাহার অধিক করিলে হত......







১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৫

উম্মে সায়মা বলেছেন: হা হা হা।
ব্যাপার না। লিখে ফেল ভাইয়া।
আমারও ২/১ টা কবিতা লেখার পর দেখি অন্য একজনেরর সাথে থিম মিলে গেছে।
তখন ভাবছিলাম একইরকম ভাবলাম কিভাবে!

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৬

পলাশমিঞা বলেছেন: নতুন কবিতা হয়তো লেখা হয়নি?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪৮

উম্মে সায়মা বলেছেন: না ভাই। আমি নিয়মিত লিখি না। হঠাৎ মাথায় কিছু এলে লিখি।
যখন ইচ্ছে হয় তখন আগের লেখা থেকে পোস্ট দেই :)

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৩১

মুশি-১৯৯৪ বলেছেন: ধন্যবাদ থিম ধার দেবার জন্য, তাই কবিতাটা আমার ব্লগে দিচ্ছি না। আপনাকে উপহার দিলাম।


----------------------------------------------
ভালবাসার প্রাসাদে ছিলাম,
শুধু আমিই ভালবেসেছিলাম,
ডুবে ছিলাম ভালবাসার সমুদ্রে,
তোমার শেখানো গান গেয়েছিলাম,
তোমার এক মুহুর্ত যেন ছিল অসীম,
ছিলনা কোন কষ্ট,ছিলনা কোন যাতনা,
স্বপ্নই ছিল হয়তো,আমি সত্যি ভেবেছিলাম,
স্বপ্নেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি।

আমি ভবঘুরেে ,আমি পলাতক,
আমি আত্নঘাতী,আমি মৃত্যুর সঙ্গী,
আমাকে উচ্ছেদ করা হইয়াছে,
হে উচ্ছেদকারী যত না করিয়াছ হত্যা,
তাহার অধিক করিলে হত......

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৬

উম্মে সায়মা বলেছেন: সুন্দর হয়েছে। ৬ নম্বর লাইনটা একদম মিলে গেল :P

ধন্যবাদ থিম ধার দেবার জন্য, তাই কবিতাটা আমার ব্লগে দিচ্ছি না
না ভাই। তুমি তো নিজেই লিখেছ বললে। থিম মিলে গেছে আর কি!
চাইলে নিজের ব্লগে দিতে পার, আমার সমস্যা নেই। :)

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:১২

পলাশমিঞা বলেছেন: আগের লেখা থেকেই একটা পোস্ট করুন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:২৪

উম্মে সায়মা বলেছেন: আচ্ছা ভাই দেব :)
আপনি আমার লেখা পড়তে চাওয়ায় ধন্য বোধ করছি।

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৩

মুশি-১৯৯৪ বলেছেন:


ধন্যবাদ, তুমি করে সম্বোধন করিবার জন্য। মানুষকে আপন করিয়া নিবার অসাধারন গুন আছে আপনার মধ্যে। আমিও আপনাকে স্বজন করিয়া নিলাম। কবিতাটির একটি নাম দিয়ে দিন। কবিতাটি আপনাকে উপহার দিয়েছিলাম,তাই খুশি হব যদি গ্রহন করেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

উম্মে সায়মা বলেছেন: এতো সুন্দর উপহার দিয়ে ধন্য করলে ভাই :)
কবিতার শিরোনাম 'উচ্ছেদিত প্রেম' হতে পারে। দেখ পছন্দ হয় নাকি।

তোমার নিকের সাল দেখে মনে হল তুমি আমার ছোট ভাইয়ের মত :) সুন্দরভাবে গ্রহণ করেছ দেখে খুশি হলাম।
ভালো থেকো।

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৫

জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত বলেছেন: বাহ্ সুন্দর কাব্য

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪৪

উম্মে সায়মা বলেছেন: পাঠ এবং মন্তব্যে ধন্যবাদ শান্ত ভাই....

১৮| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১:৫৭

অতঃপর হৃদয় বলেছেন: সব কটি কবিতা অনেক সুন্দর লিখেছেন।

১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৭

উম্মে সায়মা বলেছেন: আন্তরিক ধন্যবাদ অতঃপর হৃদয় ভাই। আশা করি সবসময় পাশে থাকবেন :)

১৯| ০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৩৩

খায়রুল আহসান বলেছেন: বিরহ যাতনা ও একাকীত্বের কবিতা, ভাল লেগেছে।
"আমার পুরোটা জুড়ে আজ বিষন্নতার বাস" - বিষণ্ণতার একটি সুন্দর অভিব্যক্তি।
বানান ভুলঃ শব্দটি বিষণ্ণতা, 'বিষন্নতা' নয়।
কবিতায় ভাল লাগা + +

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৯

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
বানান ভুল ধরিয়ে দেবার জন্য কৃতজ্ঞতা। ঠিক করে নেব।
ভালো থাকুন নিরন্তর......

২০| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৪

খায়রুল আহসান বলেছেন: বানান ভুল ধরিয়ে দেবার জন্য কৃতজ্ঞতা। ঠিক করে নেব - আচ্ছা, দেখবো কবে নেন! :)

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৩

উম্মে সায়মা বলেছেন: হাহাহা৷ আচ্ছা এই যে এখনই ঠিক করে নিলাম :)
আব্দুলহাক ভাই বলেছিল এডিট করলে নাকি স্বত্ব নষ্ট হয়ে যায়। তাই ভেবেছিলাম এখানে আর এডিট না করি।
তবে এ আর কি এমন কবিতা! ঠিক করেই নিলাম।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.