নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

পরের জন্ম

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪০



পরের জন্ম বলে যদি কিছু থাকে
সে জন্মে আমি তোকে চাইনা
ঘুনাক্ষরেও না।
আমি মন থেকে বলছি
তোর দিব্যি করে বলছি
আমি সত্যি তোকে চাইনা।

সে জন্মে আমি তোর ছায়া মাড়াবোনা
তোকেও দেবনা কাছে ঘেঁষতে
যত চেষ্টাই করিস।
এ জন্মে যতটা কষ্ট দিলি যথেষ্ট তা
কয়েক জন্মের জন্য,
যতটা অশ্রু ঝরেছে তাও ঢের
অনেক হয়েছে ভালোবাসাবাসি
ঠকেছিও বেশ।

এ জন্মের তাকানোর ভঙ্গী সে জন্মেও রাখিস
আমি তোকে চিনে নেব ঠিক
তখন তোর কাছ হতে থাকব দূরে
যোজন যোজন মাইল।
হবেনা আর ভালোবাসার মঞ্চ নাটক
তোর আর আমার
আর দেবনা সুযোগ করে আঘাত দিতে
আর হবেনা কাছে আসা ছলনাতে
সে জন্মকেও দেবনা আর নষ্ট হতে
তোর হাতে, মনে রাখিস।

২১.১১.১৬

মন্তব্য ৬৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপু....

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৫

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২১

বিলিয়ার রহমান বলেছেন: ঝাঁঝটা একটু বেশিই টের পেলাম!!:)

যে অভাগা ভাইকে উদ্দেশ্য করে লেখা তার প্রতি করুণা হচ্ছে!:)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৩

উম্মে সায়মা বলেছেন: হা হা হা। ঝাঁঝ বেশি হয়ে গেল নাকি :P

তার প্রতি করুণা হচ্ছে!:)
সে করুণা ই পাক। পাঠ এবং মন্তব্যে ধন্যবাদ বিলিয়ার ভাই।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:

বিলিয়ার বলেছেন যে অভাগা ভাইকে উদ্দেশ্য করে লেখা তার প্রতি করুণা হচ্ছে!

আমারও করুণা হচ্ছে ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২০

উম্মে সায়মা বলেছেন: আমারও করুণা হচ্ছে ।
তাই নাকি? :P

আসলে সবাই এ জন্মে না পেলেও পরের জন্মে পাবার আকুতি জানায়। আমি একটু উলটো দিক থেকে লিখতে চেষ্টা করেছি। যারা ভালোবেসে কষ্ট পায় আমার ধারনা তাদের এমন ই মনোভাব।
আমি কষ্ট পেলেও অতটা ক্ষোভ নেই :P

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১২

শামীম সরদার নিশু বলেছেন: ছ্যাকা খেয়ে ব্যাকা :P
অভাগাকে জাতি দেখতে চায়।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২২

উম্মে সায়মা বলেছেন: সে এতটা ও অভাগা না নিশু ভাই :P

পাঠ এবং মন্তব্যে ধন্যবাদ।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার মন কি ইস্পাতের তৈরী নাকি ?

সবাই প্রেমে পড়লে কল্পনায় সাত আসমান দেয় পাড়ি , কেউ বা হয় গৃহত্যগী..........
অন্ধ বালক আর বোবা বালিকার প্রেম হয় না, হয় শুধু নিস্ফল অপেক্ষা !!!
আপনার ভালোবাসায় দেখচ্ছি খাদ মিশানো। =p~

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩

উম্মে সায়মা বলেছেন: সবাই প্রেমে পড়লে কল্পনায় সাত আসমান দেয় পাড়ি , কেউ বা হয় গৃহত্যগী
এটা প্রেম না তো। তার পরের স্টেজ। বিরহ।

আপনার ভালোবাসায় দেখছি খাদ মিশানো। =p~
সোনায়ও খাদ না থাকলে আকার দেয়া যায়না। সুতরাং খাদ অপরিহার্য B-)

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১০

পলাশমিঞা বলেছেন: আসলে কী হয়ছে, ঘুণাক্ষরে "

আপনার নাম এবং পরজনম আগুন আর পানি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২০

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ মিঞা ভাই। ঠিক করে নিচ্ছি। বাংলায় আসলেই কাঁচা দেখা যাচ্ছে B:-)
আগুন আর পানি কেন বলছেন? মুসলিম বলে?
এটাতো কবিতার প্রয়োজনে লেখা। আমি পুনর্জন্মে বিশ্বাসী না, পরকালে বিশ্বাসী।
(বলে যদি কিছু থাকে দিয়ে ফাঁক রেখে দিয়েছি :P )

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৩

পলাশমিঞা বলেছেন: যদি অথবা হয়তো শব্দের আসলে তেমন কোনো গুরুত্ব নেই। ওরা অনেকে সময় অসহায়।

হাসরের বিচারের পর তার সাথে দেখা হলে কী করবেন?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪

উম্মে সায়মা বলেছেন: ও বাব্বাহ! অত লম্বা পরিকল্পনা নেই।
গেছে যে দিন তা একেবারেই গেছে.....
( রবীন্দ্রনাথ থেকে চুরি করলাম =p~)

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬

পলাশমিঞা বলেছেন: তাইলে ঠিকাছে। কারণ কবরে যাওয়ার পর সব পর হয়ে যায়।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪২

উম্মে সায়মা বলেছেন: হুম। আপন মানুষই পর হয়ে যায় আর পর তো পর ই।
দোয়া করবেন আমার জন্য।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
লাউ আগে না, কদু আগে .... |-)
প্রেমের মরা জলে ডোবে না.............. B-)

বিরহ কবিতা পড়তে আর ভালো লাগে না ......
আরো সুন্দর একটা কবিতা আমাদের উপহার দেন ।
সুমদ্র, নদী, পানি, জল B-) যা থাকে না কেন তাতে যেন প্রেমের গন্ধ থাকে ...........


২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০০

উম্মে সায়মা বলেছেন: মানুষ ডিম আর মুরগীর উদাহরণ দেয়। লাউ-কদুর কথা বলতে তো আর শুনিনি :P

আমিতো লিখতে পারিনা। এই কবিতাটি পড়ুন। সেইরকম লুমান্টিক :) আমার খুব পছন্দের কবিতা

http://afkingshuk.blogspot.com/2015/11/kobita-monethakbe.html

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
আমিতো লিখতে পারিনা।

মনে দাগ কাটলো , আমি ১০০% গ্যরান্টি দিয়ে বলতে পারি আমার চেয়ে আপনি ভালো কবিতা লেখেন ।

মনে থাকবে কবিতা পড়ে আসলাম, তেমন ভালো লাগেনি । =p~

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৩

উম্মে সায়মা বলেছেন: আমার চেয়ে আপনি ভালো কবিতা লেখেন
আরে কী যে বলেন! মনে যা আসে গদ্যের মত লিখে যাই আর নাম দেই কবিতা B-)
এগুলো কোন কবিতা হল নাকি। B:-/

তেমন ভালো লাগেনি
হায় হায় কী বলেন! আমার তো কবিতাটি খুব ভালো লাগে :)

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৬

টুনটুনি০৪ বলেছেন: খুব ভালো লাগল সায়মা আপুর কবিতাটি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৫

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ টুনটুনি আপু :)

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৮

মুশি-১৯৯৪ বলেছেন:

জীবন নদীর মতন বহিয়া যায়,কখনো এই তীর স্পর্শ করিল কখনো বা ওই তীর।
কখনো এইখানটায় একটুখানি দাঁড়াইল, কখনো বা ওইখানটায়, কিন্তু কেন মানুষ এমন করে, কেন ছলনা করে তার মাথামুন্ডু আজও বুঝিলাম না........

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৫৮

উম্মে সায়মা বলেছেন: আমিও বুঝিনা ভাই। কোনদিন বুঝবো ও না বোধহয়।

তুমি তো একেবারে রবীন্দ্রনাথ বনে গেলে। সবসময় সাধু ভাষা ;)

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪

মুশি-১৯৯৪ বলেছেন:

আমার সাথে কথা বলিলে কেহই বুঝিবে না যে সাধু ভাষার প্রতি আমার আবেগ রহিয়াছে, তাই ব্লগে আমার আবেগ সাধু ভাষায় প্রকাশ করিলাম।
তবে বুবু আপনার কবিতা পড়িয়া কেবলই মনে হইতেছে, সহজ মানুষ বলিয়া আসলে কিছু নাই, সহজ মানেই হইতেছে যাহা সহজ নহে, শুদ্ধ মানুষের মধ্যেই হঠাৎ করিয়া আর্বিভাব ঘটে অগ্নিশিখার।
আবার আবেগের কথা যদি বলেন, অনেক সময় আমরা আবেগ প্রকাশ করিতে পারিনা, আবার ভালবাসাও ধরিয়া রাখতে পারিনা ,তবে কেবলই শুধু মনে হয় কোন জিনিস ধরিয়া রাখা সহজ নহে বলিয়া আমরা কি বলিতে পারি জিনিসটুকু নাই ......।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

উম্মে সায়মা বলেছেন: তাই ব্লগে আমার আবেগ সাধু ভাষায় প্রকাশ করিলাম।
খুব ভালো ভাই। মজা ই লাগে তোমার লেখা দেখতে।

আমরা কি বলিতে পারি জিনিসটুকু নাই ......।
কঠিন কথা বলেছ। তোমার কথা শুনে শরৎ বাবুর 'শেষ প্রশ্নে'র একটা কথা মনে পড়ে গেল। কথাটি এমন ছিল যে আমরা বলি ক্ষণিকের ভালো লাগা, মোহ। কিন্তু সেই ক্ষণিক কে কি অস্বীকার করা যায়?
কথাটি আমার খুব মনে ধরেছে। সত্যি ই তো।

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড় কষ্টেই বের হয়েছে কথাগুলো। সুন্দর প্রকাশ।




একটা হৃদয় কতটা পুড়লে
এমন অগ্নিঝরা কথা বের হয়
সেটা বুঝতে পুড়তে হবে প্রথমে।
আমি আর পুড়তে চাই না,
বড় দুঃসহ এই দহন জ্বালা।
আমি পারি না,
আমি নিঃশেষ হয়ে যাই,
শূন্যতায় ভাসতে থাকি অনুভবে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

উম্মে সায়মা বলেছেন: একটা হৃদয় কতটা পুড়লে
এমন অগ্নিঝরা কথা বের হয়
সেটা বুঝতে পুড়তে হবে প্রথমে।

ভালো লিখেছেন তো।
ধন্যবাদ নয়ন ভাই :)

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩

মুশি-১৯৯৪ বলেছেন:

ক্ষণিকের ভালো লাগা, মোহ। কিন্তু সেই ক্ষণিক কে কি অস্বীকার করা যায়?
শরৎ বাবু একেবারে আমার প্রানের কথাগুলো বলিয়াছেন, ’শেষ প্রশ্ন’ উপন্যাসটির এই ক্ষনিকের ভাল লাগাই কি করিয়া যেন আমার জীবনের সবচেয়ে বড় সত্যি হইয়া গেল।
অনেকেই বলিবেন তাহা কি করিয়া হয়, এতো খুবোই অযৌক্তিক, ক্ষনিকের ভাল লাগা কি করিয়া সবচেয়ে বড় সত্যি হয়। আমি তাহাদিগকে বলিতে চাই, গনিত শাস্ত্র তো যুক্তি মানিয়া চলে সেখানে ‘ঋনাত্নক একের বর্গমূল’ ( i^2 = -1) একটি অযৌক্তিক সংখ্যা তো ইহাকে গনিতশাস্ত্র সত্য ভাবিতেছে কেন ?
বুবু, আপনাকে আমার আবেগের কথা বালতে পারিয়া ভাল বোধ করিতেছি, কেননা অন্য কেহকে বলিলে সে আমাকে রতিগ্রস্হ ভাবিতে পারে। আমার মতে যাহা ঘটে সবই অদৃশ্যের নিয়ম অনুযায়ী মানুষের ইচ্ছায় নহে , এই ক্ষনিকের ভাল লাগা, এই ক্ষনিকের অস্হিরতাটুকুই জীবন, গনিতশাস্ত্রের সেই অযৌক্তিক সংখ্যাটির মত, কিছু একটা আছে বোঝা যাইতেছে কিন্তু সঠিক কি যে আছে বুঝিতেছি না, আমি বুঝিতেও চাহিনা, শুধু এই ক্ষনিকের ভাল লাগা টুকু নিয়া থাকিতে চাই.......

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

উম্মে সায়মা বলেছেন: যারা জীবনের এই 'ক্ষণ' গুলো উপভোগ করতে পারে তারাই দুনিয়ায় সবচেয়ে সুখী হয়।
আসলেই এটা জীবনের সবচেয়ে বড় সত্য। আমরা মানতে চাইনা আর কি।
ভালো থেকো ভাই।

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

জাহিদ অনিক বলেছেন: ধরুন পরকাল বলে কিছুই নেই ।

এই জন্মে তো সেই অভাগে বেশ করেই চাইছেন । না পেলে কি করবেন ?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৮

উম্মে সায়মা বলেছেন: ইশ ভাইয়া সবাই কবিতাটিকে একেবারে আমার ব্যক্তিগত বানিয়ে ফেলেছে! অতটাও ব্যক্তিগত না। মানে অত ক্ষোভ নেই ভেতরে।

আসলে আরণ্যক বসুর 'মনে থাকবে' কবিতাটি পড়ে খুব মনে ধরেছে। তখন ই এ বিপরীত আইডিয়া মাথায় এসেছে। এরপর নিজের মত করে লিখে ফেললাম। এখন সবার মন্তব্য দেখে মনে হচ্ছে ঝাঁঝ বোধহয় একটু বেশিই প্রকাশ হয়ে গেছে :P
(সে অভাগা অভাগাই থাক। না পেলে আর কী করা! কিছুই করার নেই)
কবিতা পাঠে আন্তরিক ধন্যবাদ ভাইয়া :)

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এক্কেবারে মনের মতন কবিতা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১০

উম্মে সায়মা বলেছেন: পাঠ এবং মন্তব্যে ধন্যবাদ ফরিদ আহমদ চৌধুরী ভাই

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: মানুষের কাজ ভুল করা, এটাই মানুষের প্রকৃতি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৯

উম্মে সায়মা বলেছেন: ঠিক ভাই। মানুষ মাত্রই ভুল। আর এজন্যই আমরা মানুষ। নাহয় রোবোট হতাম।
পাঠ এবং মন্তব্যে ধন্যবাদ বাবু ভাই

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৬

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা,



সহজ বাক্যে বোধগম্য কবিতা । জটিল শব্দের ভারে জর্জরিত করেন নি । এখানেই কবি ও কবিতার সার্থকতা ।

অভিমানী কবিতা হলেও বলি , কোনও জন্মেই কারো ছায়া মাড়ানো ঠিক নয় । ছায়া সরে সরে যায়, ধরা যায়না । কায়াটাকে ধরা যায় , ছোঁয়াও যায় । আবার দূরেও ঠেলে দেয়া যায় । কায়াটা যদ্দুর যায় , ছায়াটাও তদ্দুর যায় ...............

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৬

উম্মে সায়মা বলেছেন: আন্তরিক ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

ছায়া সরে সরে যায়, ধরা যায়না । কায়াটাকে ধরা যায়
কায়া ই সবসময় ধরা যায়না আর ছায়া তো ধরাছোঁয়ার বাইরে। তবুও বারবার আমাদের ভ্রম হয়। চোরাবালিতে পা ফেলে দেই।

আপনার বিশ্লেষণমূলক মন্তব্য খুব ভালো লাগে।
অনুপ্রেরণা হয়ে থাকবেন।

২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা,



প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।
তবে একটা বিষয়ে কিছু বুঝতে পারছিনে , আপনার লেখায় যখনই মন্তব্য করেছি তা কখনই ব্লগের প্রথম পাতায় "সাম্প্রতিক মন্তব্য" এর ঘরে দেখা যায়নি । এটা কেন হচ্ছে ? ব্লগে আপনার স্ট্যাটাসের কোন ঘাটতির কারনে হচ্ছে কি ?
পোস্টের বিষয়ের বাইরে এটুকু অপ্রাসঙ্গিকতা ক্ষমার চোখে দেখবেন ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৪৮

উম্মে সায়মা বলেছেন: আপনি বিষয়টি লক্ষ করেছেন! আন্তরিকতায় ধন্যবাদ আহমেদ জী এস ভাই।
আমার মডারেশন স্ট্যাটাস এখনো '৩ দিনের পর্যবেক্ষনে' আছে। এ ৩ দিন সম্ভবত কোনদিন শেষ হবেনা :P
বোধহয় এ কারণে প্রথম পাতায় "সাম্প্রতিক মন্তব্য" যায়না।

অপ্রাসঙ্গিকতা ক্ষমার চোখে দেখবেন
পোস্টে কিছু অপ্রাসঙ্গিকতা থাকতেই পারে। ক্ষমা চাওয়ার কিছু নেই ভাই।
ভালো থাকবেন।

২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১০

মুশি-১৯৯৪ বলেছেন:

কেমন আছেন বুবু,
পলাশমিঞা ভাই তো মনে হইতেছে ‘সুইসাইড অপারেশন’ করিয়াছে, শত্রুপক্ষের লোককে হত্যার নিমিত্ত আমি নিজেকে পর্যন্ত ধ্বংস করিয়া ফেলিতে রাজি হইয়াছি, এই রকম।
যাই হোক, প্রথম পাতায় পোষ্ট আসা নিয়া অনেকেই মনে হইতেছে খুব চিন্তিত, প্রথম পাতায় কেন পোষ্ট যাইতেই হইবে, ইহা আমার কাছে একশত ভাগ পরিস্কার নহে, আপনি কি একটু ব্যাখা করিবেন বুবু.....

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৬

উম্মে সায়মা বলেছেন: আমি ভালো আছি ভাই। তুমি ভালো তো?

পলাশমিঞা ভাই তো মনে হইতেছে ‘সুইসাইড অপারেশন’ করিয়াছে
হাহাহা। একেকজনের মনোভাব একেক রকম হয়। আমার কথা হল আমি একা তো সমাজ পরিবর্তন করতে পারব না। হ্যাঁ চেষ্টা তো অবশ্যইই করব। কিন্তু না হলে যে নিজেই সমাজ থেকে বের হয়ে যাব তা তো না।

প্রথম পাতায় কেন পোষ্ট যাইতেই হইবে
সবার ই ব্লগিং এর কম বেশি উদ্দেশ্য সবাই পড়ুক, মন্তব্য করুক, সমালোচনা করুক। এতে লেখার মান বোঝা যায়, উন্নতি করা যায়। আর পোস্ট প্রথম পাতায় গেলেই তা পুরোপুরি সম্ভব। নাহয় গুটিকয়েকজন দেখে। সেজন্যই বোধহয় চিন্তিত।
যাই হোক আমি চিন্তিত না,কেন যায়না জানতে কৌতুহলী B-)

২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০৭

মুশি-১৯৯৪ বলেছেন:

অনেকের পোষ্টেই লেখা দেখছি যে ১০টি বানান ভূল নিয়েও প্রথম পাতায় পোষ্ট যায়, কিন্তু তার পোষ্ট যায় না কেন। আর একজন কে দেখলাম নিজে মন্তব্য করে নিজেই উত্তর দিচ্ছে, প্রথম পাতায় পোষ্ট না যাবার দু:খে......

যাই হোক প্রথম পাতা নিয়া আমার বুবু চিন্তিত নহে, ইহাতেই আমি তৃপ্তি পাইতেছি । তবে আপনার কবিতা পড়ে কেবলই মনে হইতেছে, ভাল মানুষেরাই যেন শুধু কষ্ট পায়, এটাই জগতের নিয়ম, যাহার গৃহস্থ হইবার কথা সে হয় ভবঘুরে, আর ভবঘুরে হয় গৃহস্থ......

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১৫

উম্মে সায়মা বলেছেন: এটাই জগতের নিয়ম
ঠিক বলেছ ভাই। দুনিয়ার নিয়ম বড়ই অদ্ভুত।

২৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০১

ভবঘুরে যাত্রি বলেছেন: সে জন্মে আমি তোর ছায়া মাড়াবোনা
তোকেও দেবনা কাছে ঘেঁষতে
যত চেষ্টাই করিস।

ছ্যাকা :P

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৩

উম্মে সায়মা বলেছেন: ছ্যাকা ছাড়াও অনেক কারণে মানুষের ভেতর অভিমান জন্মে ভাইয়া।
কষ্ট পাবার আরো অনেক কারণ থাকে।
কবিতা পাঠে ধন্যবাদ।

২৫| ০১ লা মার্চ, ২০১৭ রাত ২:৩৯

চাঁদগাজী বলেছেন:


কার মাথায় বাজ পড়লো, সে হয়তো জানে; মনে হচ্ছে, অনেকের অবস্হা ফিনিতো!

তারপরও প্রশ্ন, কবিতা ইত্যাদি কি সামান্য করতে পারে?

০১ লা মার্চ, ২০১৭ রাত ৩:১৩

উম্মে সায়মা বলেছেন: পাঠ এবং মন্তব্যে ধন্যবাদ চাঁদগাজী ভাই।
আপনার কথা হেঁয়ালি মনে হল। B:-)

২৬| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ৭:২১

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা
ছত্রে ছত্রে ভালবাসার কথাই যেন হয়েছে প্রকাশ
মনে হচ্ছে এটা যেন মান্নাদে'র সেই গানেরই অনুরনন
যেখানে বলা হয়েছে
অনেক শিখা পুড়ে তবে
এমন প্রদীপ জ্বলে
অনেক কথার মরণ হলে
হৃদয় কথা বলে

মনে হল পর জনমের কথা এ জনমেই বলা হয়ে গেছে

শুভেচ্ছা রইল

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৩০

উম্মে সায়মা বলেছেন: আপনার মত গুণীজনের প্রশংসাবাক্য পেয়ে ভীষণ অনুপ্রাণিত।
অনেক কথার মরণ হলেই বোধহয় হৃদয় কথা বলে।
আরেক জনম পাবে কি না পাবে ঠিক নেই তাই এ জনমেই বলা হয়ে যাক যা বলার। :)
ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই।

২৭| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ৮:১৭

ডঃ এম এ আলী বলেছেন: সে জন্মে আমি তোর ছায়া মাড়াবোনা
তোকেও দেবনা কাছে ঘেঁষতে
যত চেষ্টাই করিস।
এ জন্মে যতটা কষ্ট দিলি যথেষ্ট তা
কয়েক জন্মের জন্য,
যতটা অশ্রু ঝরেছে তাও ঢের
অনেক হয়েছে ভালোবাসাবাসি
ঠকেছিও বেশ।[/sb
ঠকবে কেন দেখুন না সেকি বলছে
জানি আজ তুমি ব্যাস্ত অনেক,
ব্যাস্ত পৃিথবীেত
সময় গুলু কাটছে না যে
তুমায় ভেবে ভেবে
তোমার মাঝেই স্বপ্ন দেখি
তোমার মাঝেই স্বপ্ন আঁকি
তুমিই আমার সব ।


এর পরে কবিতায় কি রাগ অভিমান থাকার কথা
সব ঝেরে ফেলে দিয়ে লিখা হোক
এ জনমেরই কথা
ভারতীয় সুখবাদী দার্শনিকেরা বলেন
সূখের স্বর্গ এ জনমেই
পরজন্মে সুখের আশা অনিম্চিত !!!!

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:২৭

উম্মে সায়মা বলেছেন: সুন্দর প্রতিউত্তরের জন্য ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই।
এমন করে বললে আর কোন প্রেমিক/প্রেমিকার মনে অভিমান থাকতো না।
পরের জন্মের আশা আসলে করা উচিৎ ও নয়। এ জন্মেই সুখ পাওয়া দায় সেখানে যা অনিশ্চিত তার জন্য
স্বপ্ন জমিয়ে রেখে কি লাভ! তাছাড়া আমি পুনর্জন্মে বিশ্বাসী না, কবিতার প্রয়োজনে লেখা।
আমার ব্লগ অনুসরণে আন্তরিক কৃতজ্ঞতা।

২৮| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩২

বিলিয়ার রহমান বলেছেন: ভাবলাম একটা মন্তব্য করি!

পরে টের পেলাম আগেই মন্তব্য করেছি!

তাই মন্তব্য না করেই চলে গেলাম!:)

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৯

উম্মে সায়মা বলেছেন: হাহাহা ভাইয়া। মন্তব্য না করেই চলে যাওয়ার জন্যই নাহয় ধন্যবাদ জানাই। =p~

২৯| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বেশ চমৎকার

১৫ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৯

উম্মে সায়মা বলেছেন: পাঠ এবং মন্তব্যে ধন্যবাদ মাহবুবুল আজাদ ভাই।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৩০| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১:৫৪

অতঃপর হৃদয় বলেছেন: পরের জন্মের অপেক্ষা!!!!!

১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২২

উম্মে সায়মা বলেছেন: নাহ ভাই পরের জন্ম চাইনা। এক জীবন বইতেই কষ্ট হয়ে যাচ্ছে।
পাঠ এবং মন্তব্যে ধন্যবাদ অতঃপর হৃদয় ভাই।

৩১| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৭

কাল্পনিক কামিনী বলেছেন: অনেক সুন্দর।

২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৩২| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৩২

ভ্রমরের ডানা বলেছেন:

অভিমানী কবিতা!

১৪ ই মে, ২০১৭ রাত ৯:৩৭

উম্মে সায়মা বলেছেন: কবিরা বোধহয় আজন্ম অভিমানী হয় ভাইয়া। পাঠে এবং মন্তব্যে আন্তরিক ধন্যবাদ......

৩৩| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০০

খায়রুল আহসান বলেছেন: পরজন্মের কথা মনে করেই এতকিছু ভেবে বসলেন?
লিঙ্কে দেয়া কবিতাটা (৯ নং প্রতিমন্তব্যে) পড়ে আসলাম। ভাল লেগেছে। আপনার এটাও ভাল লেগেছে। + +
যাহার গৃহস্থ হইবার কথা সে হয় ভবঘুরে, আর ভবঘুরে হয় গৃহস্থ...... - ২৩ নম্বর মন্তব্যের এ কথাগুলো খুব ভাল লেগেছে।

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

উম্মে সায়মা বলেছেন: এত পুরনো পোস্ট বের করে পড়ে মন্তব্য রেখে যাওয়ায় ভীষণ খুশি হলাম খায়রুল আহসান ভাই!
অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.