নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

স্রোতস্বিনী নদী আমার

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩১




মন আমার নদীর স্রোত, বয়ে চলে নীরবে
আলোড়নহীন, নিরবধি
তাতে পিনপতন নীরবতা, চরাচর স্তব্ধ।

তুমি সুমুখে দাঁড়ালে ঘটে যায় মহাপ্রলয়
শান্ত স্রোত রূপ নেয় সাগরের বিশাল ঢেউয়ে
তলদেশে ঘূর্ণিঝড় বয়
প্রাণঘাতী সুনামির সৃষ্টি হয়
তীরের সবকিছু তছনছ করে দেয়।

যদি না-ই পার এ ঢেউয়ের খেলা ধরে রাখতে
যদি না পার ভেঙে ফেলতে যা কিছু বাধা
তবে আর এসোনা
আমাকে হতে দাও নির্মল, শান্ত স্রোত।

০৭.১২.২০১৬

মন্তব্য ৭১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
তুমি সুমুখে দাঁড়ালে ঘটে যায় মহাপ্রলয়
শান্ত স্রোত রূপ নেয় সাগরের বিশাল ঢেউয়ে
তলদেশে ঘূর্ণিঝড় বয়
প্রাণঘাতী সুনামির সৃষ্টি হয়
তীরের সবকিছু তছনছ করে দেয়।


অতঃপর, সবি মরিচিকা হয়ে পরে রয় !
এ কবিতার গভীরতা অনেক । খুব সুন্দর হয়েছে ++++

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪২

উম্মে সায়মা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই। প্লাসে অনুপ্রাণিত :)

২| ০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো কবিতা। গভীর ভালোবাসার প্রকাশ। জিজ্ঞাসাটাও চমৎকার।

শুভকামনা রইল কবি আপু।

০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

উম্মে সায়মা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল। ধন্যবাদ নয়ন ভাই।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৮

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কবিতা ।
তবে কথা হল কি
নদী নির্মল শান্ত স্রোত হলে এর আয়ু কমে যায়, ক্রমে ক্রমে যায় শুকিয়ে
তাই কামনা করি, নদী হোক স্রোতস্বীনি ও বেগমান, নীজে ভাসুক ও
অপরকে ভাসাক ।

১০ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:১৮

উম্মে সায়মা বলেছেন: সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা ডঃ এম এ আলী ভাই। ভালো থাকুন।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৬

পুলহ বলেছেন: ৩ নং মন্তব্যটা ভালো লেগেছে।
এটা কোন ছন্দে লেখা কবিতা? ছন্দটা একটু অন্যরকম লাগলো যেনো...
শুভকামনা সায়মা!

১০ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:৩০

উম্মে সায়মা বলেছেন: এটা কোন ছন্দ মেনে লিখিনি পুলহ ভাই। আমার বেশিরভাগ লেখাই কোন ছন্দে পড়েনা। তাই আমি এগুলোকে ঠিক কবিতাও বলিনা। কেবল মনের কিছু ভাবের প্রকাশ। আমার এমন এলোমেলো ছন্দহীন লেখা আপনারা পড়েন বলে আমি কৃতজ্ঞ।
পাঠ এবং মন্তব্যে ধন্যবাদ।

৫| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৪

কানিজ ফাতেমা নবগ্রাম বলেছেন: খুব সুন্দর হয়েছে ++++

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:০৭

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৬| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৯

শারমিন আক্তার কৃষ্ণকাঠি বলেছেন: খুব সুন্দর হয়েছে ++++

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:০৮

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৭| ১০ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১১

অতঃপর হৃদয় বলেছেন: অনেক ভালো লাগলো আপু।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:০৮

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ অতঃপর হৃদয় ভাই।

৮| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩১

সুমন চ্যাটার্জী বলেছেন: খুব সুন্দর হয়েছে ++++

১২ ই এপ্রিল, ২০১৭ রাত ২:০১

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ সুমন চ্যাটার্জীদা। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৯| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে আপি +

১২ ই এপ্রিল, ২০১৭ রাত ২:০২

উম্মে সায়মা বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ আপু। প্লাসে অনুপ্রাণিত :)

১২ ই এপ্রিল, ২০১৭ রাত ২:১১

উম্মে সায়মা বলেছেন: অনুসরণে কৃতজ্ঞতা আপু :)

১০| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৩

এনায়েত হোসাইন বলেছেন: অনেক ভালো লাগলো ।

১২ ই এপ্রিল, ২০১৭ রাত ২:০৩

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ এনায়েত হোসাইন ভাই। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

১১| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৭

অভিজিৎ সমদ্দার বলেছেন: খুব সুন্দর হয়েছে আপি +

১২ ই এপ্রিল, ২০১৭ রাত ২:০৪

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ অভিজিৎ সমদ্দারদা। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

১২| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৮

সিনবাদ জাহাজি বলেছেন: ভালো লাগলো অনেক
+++

১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ সিনবাদ জাহাজি ভাই :)

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:


বালুর বাঁধ, হারিয়ে যাবে, কঠিন শিলা একদিন স্রোত বদলায়ে দেবে।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৩

উম্মে সায়মা বলেছেন: বদলে দিলেও ভালো। কিছু পরিবর্তন আসুক। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৩

ওমেরা বলেছেন: খুব সুন্দর তো !!

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৫১

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

১৫| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪২

পুলহ বলেছেন: অনেকে নববর্ষের অগ্রীম শুভেচ্ছা জানায়, আমি জানালাম বিলম্ব শুভেচ্ছা !
শুভকামনা সায়মা !

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৫৭

উম্মে সায়মা বলেছেন: সমস্যা নেই। আমার এখানে পহেলা বৈশাখ এখনো শেষ হয়ে যায়নি। আপনি ঠিক সময়েই শুভেচ্ছা জানিয়েছেন। আপনাকে নববর্ষের বিলম্বিত শুভেচ্ছা :)
ধন্যবাদ পুলহ ভাই।

১৬| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০২

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,



একটা গানের প্রথম কলিটি মনে পড়লো -----" কত যে ধীরে বহে মেঘনা ..." ।
কবিতায় সেই সুরই যেন বেজে গেলো । যে নদী ধীরে বয়ে যায় , সে-ই আবার প্রমত্তা হয় ।

লিখেছিলেন সুন্দর তবে কবিতাটি আর একটু ছন্দময় হলে আরও ভালো লাগতো । সে সুযোগ ছিলো বক্তব্যের রূপকল্পে ।

নববর্ষের শুভেচ্ছা , দেরীতে হলেও ।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫০

উম্মে সায়মা বলেছেন: সুন্দর মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ আহমেদ জী এস ভাই।
আমি ছন্দ কেন যেন তেমন বুঝিনা। তাই কবিতাও ঠিক হয়না। কিছু মনে এলে শুধু লিখে রাখি। এ লেখাটি লিখে আমারও মনে হচ্ছিল কেমন যেন গদ্যের মত হয়ে গেল। আর বেশি ছন্দ আনতে পারলাম না। ভবিষ্যতে চেষ্টা করব।
পাশে থাকায় কৃতজ্ঞতা ভাই। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।

১৭| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১০

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,



ছন্দ মানে কিন্তু শব্দে শব্দে অন্ত্যমিল নয় । গদ্যটিকে একটি ঘুরিয়ে লিখলেই হয় । যেমন ---

" মন আমার নদীর স্রোত, বয়ে চলে নীরবে
আলোড়নহীন, নিরবধি
তাতে পিনপতন নীরবতা, চরাচর স্তব্ধ।"

এটাকেই এভাবে লিখলে মনে হয় একটা ছন্দ আছে বোঝা যায় -
" মন আমার নদীর স্রোত, বয়ে চলে নীরবে যেন
আলোড়নহীন, নিরবধি কাল-
পিনপতন নীরবতা চারিধারে, স্তব্ধ চরাচর ।"

ছন্দ কেন যেন তেমন বোঝেন না বলে পন্ডিতি করলুম একটু । অপরাধ মার্জনীয় ।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২১

উম্মে সায়মা বলেছেন: বাহ সুন্দর ছন্দময় করে ফেলেছেন তো! এমনই কিছু একটা করার চেষ্টা করেছিলাম কেন যেন আসেনি।
আপনার পন্ডিতি পন্ডিতের মতই হয়েছে :)
আবার এসে মন্তব্য করায় খুশি হয়েছি। আপনার আন্তরিকতায় আন্তরিক ধন্যবাদ।
আপনার মন্তব্য লিখুন

১৮| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৩

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




ধন্যবাদ । রাগ করেননি দেখে ভালো লাগলো ।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪০

উম্মে সায়মা বলেছেন: আরেহ রাগ করব কেন! এ তো আপনার আন্তরিকতা। আর আমি খুব একটা লেখালিখি করিনা। বেশিদিন হয়ওনি। আপনারাতো অনেকদিন ধরে লিখেন এবং খুব ভালো লিখেন। তাই আমরা যারা নতুন তাদের লেখার গঠনমূলক সমালোচনা করলে উপকারই হয়।
ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

১৯| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৮

অভিজিৎ সমদ্দার বলেছেন: কবিতাটি পরে মুগ্ধ হলাম।

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৯

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ অভিজিৎ দা....

২০| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৫

বিলিয়ার রহমান বলেছেন: উম্মে সায়মা,


কবিতাটি বেশ হয়েছে!:)

ছবির নদীটির স্রোত কেমনেোঝা যাচ্ছে না তবে ছবিটিও কিন্তু বেশ!:)


প্লাস!:)

১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৭

উম্মে সায়মা বলেছেন: কবিতা আপনার বেশ লেগেছে জেনে আমার বেশ ভালো লাগছে বিলিয়ার ভাই :)
ছবির নদীর স্রোত অতি মৃদু বলে বোঝাই যায়নাা। ছবিটি ইন্টারনেট থেকে নেয়া। আামারো খুব ভালো লেগেছে।
প্লাসে অনুপ্রাণিত হলাম :)
ভালো থাকুন সবসময়।

২১| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৮

মুশি-১৯৯৪ বলেছেন:

তুমি সুমুখে দাঁড়ালে ঘটে যায় মহাপ্রলয়
শান্ত স্রোত রূপ নেয় সাগরের বিশাল ঢেউয়ে
তলদেশে ঘূর্ণিঝড় বয়
প্রাণঘাতী সুনামির সৃষ্টি হয়
তীরের সবকিছু তছনছ করে দেয়।


এমন ভালবাসা শুধু কল্পনাতেই সম্ভব। কারণ, সত্য নীরব, কল্পনাই মুখরা। বাস্তব জীবন ভাবস্রোতকে পাথরের মতো চেপে রাখে, কল্পনাই তার পথ মুক্ত করে দেয়।

তবে ভাল লাগল। তোমার চন্দ্রলোকে এখনো অগ্ন্যুৎপাত আছে। সেখানকার জনশূন্য সমাধিমগ্ন গিরিগুহার সমস্ত বহ্নিদাহ এখনো সম্পূর্ণ নির্বাণ হইয়া যায় নাই ।

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৩

উম্মে সায়মা বলেছেন: ঠিক বলেছ ভাই। এ শুধু কল্পনাতেই সম্ভব। তাইতো কল্পনায় এমন ভালোবাসা রচে যাই। আমার জীবনে এখন আর অগ্ন্যুৎপাত নেই। এ কেবল তোমার ভাবনা।
পাঠে ধন্যবাদ :)

২২| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৯

ঋতো আহমেদ বলেছেন: সহজ সাবলীল স্পষ্ট ও সুন্দর একটি কবিতা। ভাল লাগল।

তবে শেষ প‍্যরাটি হঠাৎ করে চলে এসেছে মনে হচ্ছে। না-পারার পর্বে আসার আগে কী যেন একটা উহ‍্য রয়ে গেছে। হতে পারে এটা একান্তই আমার মনে হওয়া মাত্র।

শুভ কামনা।

২০ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:১৫

উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ ঋতো ভাই।
তবে শেষ প‍্যরাটি হঠাৎ করে চলে এসেছে মনে হচ্ছে।
হতে পারে। আমার লেখার ধৈর্য্য একটু কম। অপূর্ণতা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন।

২৩| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০২

মুশি-১৯৯৪ বলেছেন:
কি করে জান বুবু যে অগ্নুৎপাত নেই। আগ্নেয়গিরি তো সুপ্ত। তবে আমি দেখতে পাচ্ছি এখনো উত্তাপ আছে! এখনো সেখানে উষ্ণ নিশ্বাস সমীরিত। তৈরি থেক অগ্নুৎপাত এই হলো বলে।
হয়তো এই বৈশাখ মাসের কোন অপরাহ্নে দেখিবে ঈশান মেঘ ,তবে তা আসন্ন ঝঞ্ঝার আলামত নয় সেটা হবে মেঘবিচ্ছুরিত ভালবাসা যা তোমার সুদূরপ্রসারিত নিবিড় বেদনা ধুয়ে নিয়ে যাবে। সেই মেঘ তোমাকে ব্যগ্র পাখির মতো উড়িয়ে নিয়ে যাবে। স্বর্গের দিকে নয়, কোন হৃদয়য়ের নীড়ের দিকে।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৩০

উম্মে সায়মা বলেছেন: আমি দেখতে পাচ্ছি এখনো উত্তাপ আছে!
যে উত্তাপ আছে তা কোনমতে জীবন বয়ে নেয়ার উপযোগী। অগ্নুৎপাতের সম্ভাবনা আর নেই।
তোমার ভাবনা সত্যি হোক। সব মেঘ কেটে বৃষ্টি নামুক।

স্বর্গের দিকে নয়, কোন হৃদয়য়ের নীড়ের দিকে।
সে মেঘ স্বর্গের দিকে নিলে তো মন্দ নয়। বরং ঢের ভালো। হৃদয়ের নীড় খুব ঠুনকো হয়। একটু ঝড়ে আবার ছিন্নভিন্ন হবার সম্ভাবনা থাকে।

২৪| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পলাশমিঞাকে আর হয়তো ছাড়বে না।

শুধু বলার জন্য এসেছি, এখন থেকে আমি ভালোমানুষের মতন ব্লগিং করব।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৪২

উম্মে সায়মা বলেছেন: আপনার ওই নিক থেকে কি কোথাও কমেন্টও করা যায়না? B:-)
এখন থেকে আমি ভালোমানুষের মতন ব্লগিং করব।
আপনি আবার কবে খারাপ মানুষের মত ব্লগিং করলেন? আপনার ব্লগিং তো আমার ভালোই লাগে। সবার সাথে খুব সুন্দর মিলেমিশে থাকা, সহব্লগারদের প্রতি মায়ামমতা আর খুব মজা করে ব্লগিং করা :)
এই নিক থেকে আপনার ব্লগিং শুভ হোক.....

২৫| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মন্তব্য পড়ে লগিন করে পোস্ট দিয়েছিলাম এবং আপনার পোস্টে মন্তব্য করে বুঝতে পেরেছিলাম, ভোঁতা দা গলায় লাগিয়েছে।

ভালোমানুষের মত ব্লগিং মানে, চোখে কিছু দেখব না।

আমার জন্য দোয়া করবেন।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৫২

উম্মে সায়মা বলেছেন: :| আশা করি এবার আর কোন সমস্যা হবেনা।
আল্লাহ আপনার মঙ্গল করুন। আমার জন্যও দোয়া করবেন।

২৬| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কাল আপনাদেরকে নিয়ে পোস্ট দেব। আপনি এবং আরো কয়েকজনকে লটকিয়ে রেখেছে। আপনারাতো ভালো লেখক।

২১ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:৫৪

উম্মে সায়মা বলেছেন: ব্যাপার না ভাই। আপনি বলে আবার কোন বিপদে পড়েন! দেখা যাক কবে কর্তৃপক্ষের সুনজর পড়ে! আমাদের নতুন ব্লগারদের নিয়ে ভাবার জন্য ধন্যবাদ :)

২৭| ২১ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওরা আসলে অন্য সব বিষয় নিয়ে ব্যস্ত। হাজারে বিজারে নিক আছে তো তাই ওরা খেয়াল করে না। তবে চোখে আঙুল দিলে কাজ হয়। :)

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৪

উম্মে সায়মা বলেছেন: কে জানে! হতেও পারে। তবে এ নিয়ে বেশি মাথা ঘামাতে চাইনা ভাই। পাশে থাকায় ধন্যবাদ :)

২৮| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সময় হলে মন্তব্য করবেন

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৪

উম্মে সায়মা বলেছেন: :)

২৯| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৩

গোধূলির * পথচারী বলেছেন: চরম!! :)

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫২

উম্মে সায়মা বলেছেন: পাঠ এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ। আমার ব্লগে আপনাকে স্বাগতম...

৩০| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: খুশি হয়েছেন দেখে খুশি হয়েছি। :)

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০০

উম্মে সায়মা বলেছেন: :D

৩১| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৮

জুন বলেছেন: যদি না পার ভেঙে ফেলতে যা কিছু বাধা
তবে আর এসোনা
আমাকে হতে দাও নির্মল, শান্ত স্রোত।


অনেক ভালোলাগা রইলো কবিতায় উম্মে সায়মা বিশেষ করে এই লাইন কটি।
+

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২৮

উম্মে সায়মা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ জুন আপু। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো :)
ভালো থাকুন। বেশি বেশি ভ্রমণ করুন আর আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করুন। শুভ কামনা।

৩২| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


আপনার পোস্ট ১ম পাতায় যায় না?

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩৪

উম্মে সায়মা বলেছেন: না ভাই। আমি এখনো ৩ দিনের পর্যবেক্ষনে আছি :-B
মন্তব্যে ধন্যবাদ।

৩৩| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

তুমি সুমুখে দাঁড়ালে ঘটে যায় মহাপ্রলয়
শান্ত স্রোত রূপ নেয় সাগরের বিশাল ঢেউয়ে
তলদেশে ঘূর্ণিঝড় বয়
প্রাণঘাতী সুনামির সৃষ্টি হয়
তীরের সবকিছু তছনছ করে দেয়।" অসাধারণ অনুভূতি আপু।

আবারও পড়ে গেলাম। মুগ্ধতা রইল কবিতায়।

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪০

উম্মে সায়মা বলেছেন: পুনরায় এসে পড়ে ভালো লাগা জানিয়ে যাওয়ায় কৃতজ্ঞতা নয়ন ভাই। ভালো থাকবেন।

৩৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই কবিতাটি পড়ে চলে গিয়েছিলাম মন্তব্য না করে। আশ্চার্য এমনটা আমার হয়না। একটি শব্দ হলেও লিখে যাই লিখককে।

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৮

উম্মে সায়মা বলেছেন: এমন হয় মাঝে মাঝে। ব্যাপার না। আমার ব্লগে কষ্ট করে এসে পড়েছেন তাতেই খুশি হয়েছি।
ধন্যবাদ সুজন ভাই।

৩৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

খায়রুল আহসান বলেছেন: "যদি না পার ভেঙে ফেলতে যা কিছু বাধা
তবে আর এসোনা
আমাকে হতে দাও নির্মল, শান্ত স্রোত।"
- খুব ভাল লাগলো কবিতার শেষের এ কথাগুলো।
ছবিটাও সুন্দর। "শান্ত নদীটি, যেন পটে আঁকা ছবিটি"... (হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গানের কথা, যার রচয়িতা ও সুরকার ছিলেন পরেশ ধর)।
কবিতায় সপ্তম ভাল লাগা + +।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৯

উম্মে সায়মা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে খায়রুল আহসান ভাই। এতদিন পর পড়ে আমার আর তেমন ভালো লাগছেনা৷ আহমেদ জী এস ভাই ঠিকই বলেছে৷ আরেকটু ছন্দের দরকার ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গানটা শুনিনি৷ শুনতে হবে৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.