নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

মিথ্যেবাদী মন

২৫ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:৪২



সেদিন যখন তুমি প্রশ্ন করলে 'কেমন আছ?'
আমার ভেতরটা চিৎকার করে বলল 'আমি ভালো নেই, ভালো নেই, ভালো নেই।'
তবু ঠোঁটে মিষ্টি হাসি এঁকে বললাম 'এইতো আছি বেশ।'
তুমি একবার আমার চোখের দিকে তাকালেই বুঝতে পারতে চোখ বলছে 'ভালো নেই আমি।'
তুমি যখন বললে 'থাকতে পারবে আমায় ছাড়া?'
আমি ভেতরে ভেতরে বলছিলাম 'মরে যাব। বিশ্বাস কর অভ্র, বাঁচবনা আমি।'
কিন্তু দৃঢ় কন্ঠে তোমায় আশ্বাস দেই 'হ্যাঁ, খুব পারব।'
আর তুমিও মেনে নিলে চুপচাপ।
এতদিন পাশে থেকেও আমার মন পড়তে শিখলে না অভ্র?
চোখের ভাষা বুঝতে শিখলে না?
শিখলে শুনতে পেতে আমার না বলা কথা।
নাকি বুঝতে পার ঠিকই তবু না বোঝার ভান কর, আমার মত?
আমিতো শুনতে পাই তোমার নীরবতাটুকুও।
মন বলে তুমিও পাও। প্রকাশ কর না।
বাকি জীবন কি তবে কাটিয়ে দেব দুজন দুজনার নীরবতা শুনেই?
বলা হবেনা কিছুই?


২২.০৪.২০১৭

মন্তব্য ৬০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লেগেছে কবিতাখানি। ভাল থাকবেন।

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৪

উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ সুজন ভাই।
আমার ব্লগে বোধহয় আপনার এই প্রথম পদচারণ। স্বাগত জানাই।
আপনিও ভালো থাকুন।

২| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বোন জানি না এমনটা হওয়ার কারণ কি। আপনার নিকটা বার বার আমাকে আমার বোনকে স্বরণ করিয়ে দেয় কারণ আমার একটি ছোটবোনের মেয়ে সাইমা তার নাম। উম্মে সাইমা তো আমারি বোন কিন্তু কেন যে আপনার ব্লগ বাড়িতে আসা হয়নি আগে তা বলতে পারবোনা। তবে আপনার লিখা দারুণ।
এবার অাসবো। তাই অনুসরনে নিলাম।

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৬

উম্মে সায়মা বলেছেন: আবার এসে মন্তব্য করায় ধন্যবাদ।
আপনার নিকটা বার বার আমাকে আমার বোনকে স্বরণ করিয়ে দেয়
:)
অনুসরণে কৃতজ্ঞতা সুজন ভাই। সময় করে আপনার ব্লগে ঘুরে আসব। শুভ কামনা।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর কবিতা +++

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০২

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই :)

৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
তুমি যখন বললে 'থাকতে পারবে আমায় ছাড়া?'
আমি ভেতরে ভেতরে বলছিলাম 'মরে যাব। বিশ্বাস কর অভ্র, বাঁচবনা আমি।'


বেঁচে থেকে আর কি লাভ মরে যান.... আমাদের আগেই কুখানির টাকা দিয়ে যাবেন , কেমন ? B-)

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৬

উম্মে সায়মা বলেছেন: যখন আপনার মন্তব্য পড়েছি তখন আপনার প্রোফাইলে যে ছবি ছিল তা দেখে তো মনে হয় আপনি আমার আগেই মরে যাবেন :P
তাই আগে আপনার কুলখানির ব্যবস্থা করেন। আমরা ব্লগাররা একটু খানাপিনা করি :-B
আপনার মন্তব্য পড়ে হাসতে হাসতে শেষ =p~

৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩০

মানবী বলেছেন: সুন্দর!!

ভালোবাসার চমৎকার কবিতা!!!

ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ উন্মে সায়মা।

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১২

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ মানবী আপু। খুব সাধারণ গদ্যের ভাষায় লেখা কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে। আপনি প্রায় প্রতিটি পোস্টে কষ্ট করে এসে পড়ে মন্তব্য করে অনুপ্রাণিত করে যান। এমন আন্তরিকতায় মন ভরে যায়। ভালো থাকুন সবসময়।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩১

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




ভালোবাসার মাঝে কিছুটা নীরবতা থাকা ভালো । প্রকাশ করতে নেই সব । তাতে বাইরের বাতাসে ভালোবাসার পাপড়িগুলো শুকিয়ে যেতে পারে । পারে ঝরে যেতে ।

অভ্রের মতো দ্যুতি ছড়িয়ে গেলো এমন মিছে কথায় ভালোবাসার নীরবতা ।


২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৬

উম্মে সায়মা বলেছেন: অভ্রের মতো দ্যুতি ছড়িয়ে গেলো এমন মিছে কথায় ভালোবাসার নীরবতা ।
আপনার মন্তব্যগুলোই একেকটা কবিতা হয়ে যায়। এত সুন্দর করে লিখেন!
কিছুটা নীরবতা ভালো তবে বাইরের বাতাস একেবারে না পেলে আবদ্ধ থেকে কুঁকড়ে যেতে পারে। তার চেয়ে হয়তো কখনো কখনো বাইরের বাতাসে জীবন উপভোগ করে একটা সময় ঝরে যাওয়াও ভালো। একেবারে না পাওয়ার চেয়ে কিছুতো পাওয়া হল।
অসংখ্য ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

৭| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি নাপিত গোপাল ভাঁড়, আমি ছোট জাতের, তাই অনেকে ...... আমার স্থান সবসময় নিচে । B-) জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট .. আর কিছু কইতাম না। B-) আগের আপনার চাদ্দ খেয়ে নেই, তারপরে, সবাই চাদা হাড়ি দিয়ে আমার টা করবেন । কেমন ?


ধন্যবাদ।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৪

উম্মে সায়মা বলেছেন: আগের আপনার চাদ্দ খেয়ে নেই, তারপরে, সবাই চাদা হাড়ি দিয়ে আমার টা করবেন
তারচেয়ে বরং চলেন যৌথভাবে চাদ্দ করি। নিজেদের শ্রাদ্ধ নিজেরা দেখে গেলাম আর খরচও কিছুটা বেঁচে গেল। B-)
(এমন ব্যাপার নিয়ে মজা করা উচিৎ না। এবার বাদ দেই)

৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
আনেহর বাড়ী কি নোয়াখলী নি ক্যান ? B-) এমন যৌথ বুদ্ধি তো,, যে সে লোকের মাথায় আসবেনা। তবে মন্দ নয় B-) হলেই হলো আর কি একমত .........


২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩৫

উম্মে সায়মা বলেছেন: হাহাহা (হাসতে হাসতে চোখে পানি চলে এসেছে এমন ইমো হবে B-))

৯| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৮

সিনবাদ জাহাজি বলেছেন: সুন্দর কবিতা।

আসলেই অনেক সময় না চাইলেউ ভাল থাাকবার অভিনয় করে যেতে হয় অবিরাম।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩৮

উম্মে সায়মা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
ঠিক বলেছেন। দুনিয়া নামের রঙ্গমঞ্চে আমরা সবাই অভিনেতা.....

১০| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাব ধরতে হয়।


ভাবুক দেখলে আমার হাসি পায়। ওরা আসলে নাটক করতে পারে না। খালি ধরা খায়। :P

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪০

উম্মে সায়মা বলেছেন: ভাবুক দেখলে আমার হাসি পায়।
:-B
তবে অনেকে ভালো অভিনয়ও করতে পারে। ধরা খায়না।

১১| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

সুমন কর বলেছেন: পড়তে ভালো লাগল।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৩

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুমনদা। অনেকদিন পর আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগছে।
প্লাসে অনুপ্রাণিত :)

১২| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলে কাউয়ার মত ভাব ধরি :P

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩২

উম্মে সায়মা বলেছেন: যেমন??

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাস্তবে আমি অন্য মানুষ। ব্লগে আমি কাউয়ার মত ভাব ধরি। (সত্যি বলছি। বাস্তবে লোকজন আমার সাথে দূরত্ব বজায় রাখে :((

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪৩

উম্মে সায়মা বলেছেন: সেটাও ভালো। নিজের ট্রু সেল্ফকে কোথাও না কোথাও তো প্রকাশ করা উচিৎ। একটা মুভি দেখেছিলাম নায়ক নিজের চেনা পরিবেশে খুব ইন্ট্রোভার্ট। কিন্তু দেশের বাইরে কিছুদিনের জন্য গিয়ে একদম অন্যরকম আচরণ করে।
কখনো কখনো বোধহয় এমন হওয়াও দরকার।

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাস্তবে আমি আমাকে খুঁজে পাই না। খুব কঠিন। পলকে হাবভাব বদলে। স্বার্থসংক্রান্ত ব্যাপারে লোকজন হিংস্র হয়। আমিও তখন নিরুপায় হয়ে আক্রামক হই।

হয়তো এভাবে বাঁচতে হয়।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০৩

উম্মে সায়মা বলেছেন: তা ঠিক বলেছেন। দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতেই হয়। কখনো ভালো কখনো খারাপ।

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাদের সাথে আমি আমি হয়ে গপসপ করি, সত্যি আনন্দে আমার সময় কাটে। আপনাদের জন্য দোয়া করি।

সবার মঙ্গল হোক।

দোয়া কাম্য।

২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:০৯

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ পলাশমিঞা ভাই :) দোয়া করি আপনি অনেক ভালো থাকুন।

১৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: উম্মে সায়মা


অভ্র এর মন পড়া না পড়া বা কবিতার ন্যারেটরের অল্পস্বল্প অভিমানে আর একটু ক্যাব্যিক ভাব থাকলে মন্দ হত না!


তবুও ভালোলেগেছে!:)


আপনার জন্য শুভকামনা!:)

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০৫

উম্মে সায়মা বলেছেন: পাঠ, মন্তব্য এবং লাইক দেয়ায় অসংখ্য ধন্যবাদ বিলিয়ার ভাই।
অবশ্যই আরো কাব্যিক হতে পারত। কিন্তু আমাকে দিয়ে আর হল না। পরেরবার চেষ্টা করব। পাশে থাকবেন।

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫১

জুন বলেছেন: সব সময় নয় তবে মাঝে মাঝে নীরব থাকা ভালো । তাতে ভালোবাসা গভীর হয়ে উঠে উম্মে সায়মা :)
অনেক অনেক ভালোলাগা রইলো কবিতায় ।
+

০৩ রা মে, ২০১৭ রাত ৩:৫৪

উম্মে সায়মা বলেছেন: তা ঠিক আপু। কিছু ফিলিংস অপ্রকাশিত থাকা ভালো।
পাঠ, মন্তব্য এবং প্লাসে কৃতজ্ঞতা আপু।
প্রতিউত্তরে বিলম্বের জন্য দুঃখিত। ভালো থাকুন।

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৫

অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর, পড়ে ভালো লাগলো।

০৩ রা মে, ২০১৭ রাত ৩:৫৮

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ অতঃপর হৃদয় ভাই। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল।
প্রতিউত্তরে বিলম্বের জন্য দুঃখিত। ভালো থাকুন।

১৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি ভেতরে ভেতরে বলছিলাম 'মরে যাব। বিশ্বাস কর অভ্র, বাঁচবনা আমি।'
কিন্তু দৃঢ় কন্ঠে তোমায় আশ্বাস দেই 'হ্যাঁ, খুব পারব।'
এখানেই সমস্যা। অনেকে মনের ভাষা পড়তে জানেনা। যে মনের ভাষা পড়তে অপারগ তাকে বরং সরাসরি কথা বলােই ভাল। অভিমান যে বুঝেনা তার সাথে অভিমান করা আর অভিমানের মানহানি করা এক কথা।

০৩ রা মে, ২০১৭ ভোর ৪:০২

উম্মে সায়মা বলেছেন: সুন্দর একটা কথা বলেছেন ফরিদ ভাই। অভিমানের মানহানি করা হয়। যে মনের ভাষা বুঝতে পারেনা তার আর কিছু জানার অধিকারই নেই।
প্রতিউত্তরে বিলম্বের জন্য দুঃখিত। ভালো থাকুন।

২০| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৩

মুশি-১৯৯৪ বলেছেন:
সত্যিই বুবু, বলতে পারি না, সংলগ্ন করিতে পারি না, আকারে পরিস্ফুট করতে পারি না, ছন্দে গেঁথে ব্যক্ত করব ভাবি, কিন্তু পারি না। মনে হয়, আমার অন্তরের মধ্যে জোয়ারের জলের মতো একটা অনির্বচনীয় অপরিমেয় শক্তি সে, এখনো তাকে আয়ত্ত করিতে পারিতেছি না।

০৩ রা মে, ২০১৭ ভোর ৪:০৯

উম্মে সায়মা বলেছেন: এমনই হয় ভাই। মানুষ কত কিছু ভাবে কিন্তু করা হয়না তার অনেক কিছুই।
তুমি মাঝে মাঝে কোথায় হারিয়ে যাও ভাই? ভালো আছো আশা করি।
প্রতিউত্তরে বিলম্বের জন্য দুঃখিত।

২১| ০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

পুলহ বলেছেন: এইরকম সরল অথচ হৃদয়স্পর্শী লেখাই ভালো লাগে আমার।
ভালো আছেন আশা রাখি।
শুভকামনা!

০৩ রা মে, ২০১৭ ভোর ৪:১৭

উম্মে সায়মা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে পুলকিত হলাম পুলহ ভাই। আন্তরিক ধন্যবাদ।
আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন।

২২| ০২ রা মে, ২০১৭ রাত ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: এতদিন পাশে থেকেও আমার মন পড়তে শিখলে না অভ্র? - হায়, ক'জনাই বা তা পারে!
মন আর চোখ কখনো মিথ্যেবাদী হয় না। মুখ হতে পারে।
সুন্দর কবিতায় ভাল লাগা + +

০৩ রা মে, ২০১৭ ভোর ৪:৩৫

উম্মে সায়মা বলেছেন: হায়, ক'জনাই বা তা পারে!
:| তাহলে কি আত্মার আত্মীয় বলতে কিছু নেই? এমন কেউ হয়না? এসব পৌরাণিক কথা?
মন আর চোখ কখনো মিথ্যেবাদী হয় না।
মন যখন মুখ দিয়ে মিথ্যা বলায় তখন তো সে নিজেই মিথ্যেবাদী হয়ে যায়। সে ভাবনা থেকে এ শিরোনাম।
সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই। প্লাসে ভীষণ অনুপ্রাণিত। ভালো থাকুন।

২৩| ০৪ ঠা মে, ২০১৭ ভোর ৪:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন
বাকি জীবন কি তবে কাটিয়ে দেব দুজন দুজনার নীরবতা শুনেই?
বলা হবেনা কিছুই?

কেন কাটাবেন বাকি জীবন নিরবতায়
অনেক কথাইতো এখনো বলা বাকি আছে , বলবেন অভ্রকে -

যদি আমার শব্দ শুনতে চাও
এসো তুমি বৃষ্টির কাছে
শুনতে পাবে তোমায় নিয়ে রচিত
ভালবাসার গানগুলো।

যদি আমার বেদনা জানতে চাও
এসো তুমি নদীর কাছে
বুঝবে তাহলে আমার হৃদয়ের নীরব কান্নার ভাষা।

যদি আমার উদারতা জানতে চাও
এসো তুমি ঝর্ণার কাছে
বুঝবে তাহলে
আমার হৃদয়ের স্বচ্ছতা কতটা।

যদি তুমি আমার কষ্ট জানতে চাও
তাকিও মেঘলা আকাশের দিকে
দেখবে আমার হৃদয়ে
তোমারই জন্য
ভালোবাসার যন্ত্রনা আছে কতটা।

যদি আমার প্রেম চাও
চলে এসো চাঁদনী রাতের
খোলা আকাশের নীচে
পেয়ে যাবে আমার হৃদয়ের
মিষ্টি প্রেমের আলো।

যদি আমার স্পর্শ চাও
এসো তুমি সরিষা ক্ষেতে
ছুঁয়ে যাও হলুদ ফুলে
আনন্দ পাবে হৃদয়ের মাঝে।

যদি আমার বুকে মাথা রাখতে চাও
চলে এসো সবুজ প্রকৃতির বুকে
জানবে তখন
আমার ভালোবাসা কতটা নির্মল।

যদি হারাতে চাও আমার মাঝে
এসো তুমি সূর্যের কাছে
দেখবে তখন
তোমার প্রিয়ার উত্তাপ কতটা।
( কবিতাটি প্রিয় কবি মাহি হতে সংগৃহিত )

অনেক শুভেচ্ছা রইল

০৫ ই মে, ২০১৭ ভোর ৬:৩২

উম্মে সায়মা বলেছেন: সুন্দর কবিতাটি শেয়ার করায় ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই। চাইলেই কি সব বলা যায়? অদৃশ্য শিকলে মন যে বাঁধা!

পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা ভাই। ভালো থাকুন।

২৪| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:২৩

শামীম সরদার নিশু বলেছেন: এভাবেই না বলা কথাগুলো অযত্নে মনে বসবাস করে।
যা বহন করা খুবই কষ্টকর।

সেটা বিপরীত প্রান্তের প্রাণটি বোঝেনা, হয়তো বোঝে।

০৬ ই মে, ২০১৭ রাত ১১:১৯

উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ নিশু ভাই।

২৫| ০৭ ই মে, ২০১৭ রাত ৩:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পরমাত্মীয় পড়তে শুরু করলে শেষ করবেন। আমিতো গল্পে হারিয়ে যাই।

(ব্লগের পলাশমিঞা কিন্তু পরমাত্মীয়ের আব্দুল রাহীম)

০৯ ই মে, ২০১৭ রাত ১২:৪৬

উম্মে সায়মা বলেছেন: পড়তে শুরু করলে আর শেষ না করে থামা যায়না। রিভিউ দেখে শিব ট্রিলজি পড়া শুরু করেছি। অনেকদিন হয়ে গেল এখনো শেষ হয়নি। আস্তে আস্তে পড়ছি। আপনারটাও যতটুকু পড়লাম ইন্টারেস্টিং মনে হল। পড়া শুরু করব ভাবছি :)

২৬| ০৯ ই মে, ২০১৭ রাত ১:২৫

নাগরিক কবি বলেছেন: সুন্দর হয়েছে অনেকখানি আপু :)

০৯ ই মে, ২০১৭ রাত ১:৩৮

উম্মে সায়মা বলেছেন: আপনাকে অনেকখানি ধন্যবাদ নাগরিক কবি ভাই :) আমার ব্লগে বোধহয় আপনার প্রথম আসা। স্বাগতম।

২৭| ০৯ ই মে, ২০১৭ সকাল ১০:১৪

নাগরিক কবি বলেছেন: জি, আমি প্রথম এসেছি আপনার ব্লগে :) :-B

১০ ই মে, ২০১৭ রাত ১২:০৬

উম্মে সায়মা বলেছেন: আমার বাড়ি প্রথম এলেন, কোথায় বসতে দিই কি খেতে দিই.... B-) আপাতত এক কাপ চা নিন :)

২৮| ১৭ ই মে, ২০১৭ রাত ৮:২৯

মৌমুমু বলেছেন: সুন্দর লিখেছেন! +++
ভালোলাগা রইল।

১৭ ই মে, ২০১৭ রাত ৮:৪০

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু। প্লাসে অনুপ্রাণিত :)

২৯| ২২ শে মে, ২০১৭ সকাল ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এতদিন পাশে থেকেও আমার মন পড়তে শিখলে না অভ্র?
চোখের ভাষা বুঝতে শিখলে না?


বেশীর ভাগ ক্ষেত্রেই এমন। সারাজীবন পাশে থেকেও কেউ কাউরে চিনে না বুঝে না
অনুভূতির মূল্য দিতে শিখে না

খুব সুন্দর আপি ভাললাগল অনেক

২৩ শে মে, ২০১৭ রাত ১২:৪০

উম্মে সায়মা বলেছেন: হ্যাঁ আপু। পাশাপাশি থেকেও আমরা ভিন্ন জগতের মানুষ। কেউ কাউকে বুঝিনা। দিনশেষে সবাই একা।
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল আপু। ভালো থাকুন।

৩০| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৩

বে-খেয়াল বলেছেন: সেদিন যখন তুমি প্রশ্ন করলে 'কেমন আছ?'
আমার ভেতরটা চিৎকার করে বলল 'আমি ভালো নেই, ভালো নেই, ভালো নেই।'
তবু ঠোঁটে মিষ্টি হাসি এঁকে বললাম 'এইতো আছি বেশ।


অতিব বাস্তব সত্য লেখনিতে ফুটে উঠেছে, লেখায় ভাললাগা রইলো বেশ লাগলো+++++++

৩১ শে মে, ২০১৭ রাত ১১:৩০

উম্মে সায়মা বলেছেন: এত্তগুলো প্লাস? অসংখ্য ধন্যবাদ বে-খেয়াল ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.