নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

গল্প: "গল্পের গল্প"

০৯ ই মে, ২০১৭ রাত ৩:৩৯



- এই শুনছো, শোন না।
রাহা খুব আদুরে গলায় সামিকে ডাকল।

আজ ছুটির দিন। এক কাপ কফি হাতে সে টেবিলে ল্যাপটপ নিয়ে বসেছে। চারপাশে গাদা গাদা বই খাতা স্তুপ করা। লেখকরা নাকি অগোছালো হয়। রাহা তার মান রেখেছে। সে মোটেই গোছানো স্বভাবের না। তার ভাগ্য ভাল সামি গোছগাছে বেশ পটু। অগোছালো ঘর একদম সহ্য করতে পারেনা। হয়তো সোফার কুশনটা কোনাকুনি থাকার কথা কিন্তু রাহা বসে সোজা করে রেখে গেছে। তার চোখে লাগে। তখনি ঠিক করে দেয়। রাহা কলেজ থেকে ফিরে ওড়না একদিকে, মুখ মুছে টাওয়েল আরেকদিকে রেখে দেয়। সবাই বলে ছেলেদের স্বভাব এমন হয়। তাদের বেলায় উল্টো। কিছুক্ষণ বকাঝকা করে সামি গুছিয়ে ফেলে। তার সব একদম নিখুঁত চাই। প্রকৃতি এভাবেই বোধহয় বিপরীত স্বভাবের মানুষকে মিলিয়ে দেয় ভারসাম্য রক্ষা করার জন্য। যদি দুজনই সমান তালে অগোছালো হত তাহলে কী হত!
সামি খবরের কাগজ থেকে মুখ না তুলেই বলল,
- শুনছি। বল।

পত্রিকা পড়া শুরু করলে সামির আর দুনিয়াদারির খবর থাকেনা। প্রত্যেকটা খবর খুঁটে খুঁটে পড়ে। এমনভাবে পড়ে যেন পরদিন তার এটার উপর পরীক্ষা। কোন পয়েন্ট বাদ দেয়া যাবেনা। ১০০ তে ১০০ পেতে হবে। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই তার তাজা খবরের কাগজ চাই। বাসি হলে চলবেনা। অবশ্য কোন কারণে যদি সকালে পড়া মিস হয়ে যায় তাহলে রাতে যখন বাসায় ফেরে তখন পড়ে নেয়। তবু পড়া বাদ নেই। রাহা মাঝে মাঝে বিরক্ত হয়। সামির পড়া শেষ হলে সে হয়তো কোন এক ফাঁকে শিরোনামগুলো দেখে নেবে। কি-ই বা আর থাকবে! হয়তো প্রধানমন্ত্রী কোন একটা সেতু উদ্বোধন করেছে। সেখানে তার সরকার কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর বিরোধী দলীয় নেত্রীর বিরুদ্ধে কী বলেছে। বিরোধী দল দোয়া মাহফিল করেছে আর সরকারের কী কী সমালোচনা করেছে। কোথায় কোথায় গাড়ি দূর্ঘটনায় কতজন মারা গেছে, যে কোন একটা ঘটনাকে হাইলাইট করে তা নিয়ে দিনের পর দিন ত্যানা প্যাঁচানো, ট্রাম্প বৈদেশিক কূটনীতিতে কী পন্থা অবলম্বন করেছে, রাশিয়ার সাথে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক কোন পর্যায়ে। এইতো প্রতিদিন তো এসবই ছাপছে। পত্রিকা না পড়েও চোখ বন্ধ করে বলে দেয়া যায়। তার চেয়ে সাহিত্যপাতায় নতুন নতুন লেখকদের নতুন নতুন গল্প কবিতা পাওয়া যায়। যেমনই হোক তবু তো নতুন কিছু। রাহা ভেবে অবাক হয় এ যুগে, একুশ শতকের এক যুবক কি করে খবরের কাগজের প্রতি এতটা আসক্ত হয়। তার ধারণা ছিল উপন্যাসের বাবা, চাচা ধরণের লোকগুলো এমন হয়, বাস্তবে এমন লোক নেই। যুবসমাজে তো না-ই। সামিকে দেখে তার ভুল ভেঙেছে। রাহা নিজে মাস্টার্স শেষ করেছে। কিন্তু সে না পারতে বাবার চাপাচাপিতে মাঝে মাঝে খবরের কাগজ নিয়ে বসত। এখনো তার খবরের কাগজ পড়া বলতে শিরোনামে চোখ বুলিয়ে নেয়া আর বিনোদন, সাহিত্য পাতা পড়ে দেখা কী হচ্ছে না হচ্ছে। তার মতে রাজনীতির কচকচানি আর খুনখারাপির খবর পড়ে মন মেজাজ খারাপ করার কী দরকার। তাছাড়া টিভিতে খবর তো দেখাই হয়। সামির যে কী করে এমন নেশা হল কে জানে!

-আমার না খুব রোমান্টিক একটা গল্প লিখতে ইচ্ছে করছে। লুতুপুতু টাইপের প্রেমের গল্প।
সামি খবরের কাগজ থেকে মুখ তুলে রাহার দিকে তাকাল। চোখে একসাথে বিরক্তি আর বিস্ময়।
-তুমি আবার কবে থেকে রোমান্টিক গল্প লেখা শুরু করলে?
রাহা কাজের ফাঁকে শখের বসে মাঝে মাঝে লেখালেখি করে। সামি সবসময় তার প্রথম পাঠক, সমালোচক। তাকে উৎসাহিত করে, অনুপ্রেরণা জোগায়। তবে তার লেখার মূল উপজীব্য হল নিম্নশ্রেণীর খেটে খাওয়া মানুষজন। তাই সামি কিছুটা অবাকই হয়েছে।

- সত্যি। ধর দুটো টিনেজ ছেলেমেয়ে নতুন প্রেমে পড়েছে। তাদের আবেগময় ভালোবাসার কাহিনী।
- বুড়ো বয়সে ভীমরতি আর কী।
- যাও কী যে বল না! এখনি বুড়ি হয়ে গেলাম বুঝি? মাত্রই তো ১ বছর হল আমরা বিয়ে করলাম। বিয়ে করলেই বুড়ো হয়ে যায়?
- যায়-ই তো। বিয়ে করলাম। দুদিন পর বাচ্চাকাচ্চা হবে। বুড়ো হতে আর বাকি কোথায়!
-তুমি কচু জানো। আচ্ছা বাদ দাও। শোন। মনে কর ছেলেটার নাম প্রিয় আর মেয়েটার নাম প্রেমা। দুজন দুজনকে খুব ভালোবাসে। রাতের বেলা কম্বল মুড়ি দিয়ে ফোনে ফিসফিস করে কথা বলে। মুঠোফোনে প্রেমবার্তা চালাচালি করে। স্কুল পালিয়ে মাঝে মাঝে দেখাও করে।
- তোমার না কাল কলেজে প্রশ্ন জমা দেয়ার লাস্ট ডেইট?
- হি হি। তাইতো মাথার মধ্যে এসব ঘুরপাক খাচ্ছে।
এই বলে রাহা ভেংচি কাটে।
-তারপর ধর তাদের এমন কঠিন প্রেমের মধ্যে তৃতীয় পক্ষ এসে হাজির। এ নিয়ে তুমুল দ্বন্দ্ব.....। আচ্ছা, কয়েকটা রোমান্টিক ডায়ালগ বল তো।
- তোমার কোনদিক দিয়ে আমাকে রোমান্টিক মনে হয় যে আমাকে রোমান্টিক ডায়ালগ বলতে বল!
-ইশ! ঠিকই তো বিয়ের আগে কত রোমান্টিক কথা বলতে। বিয়ের পরই না এমন কাঠখোট্টা হয়ে গেছ।
-সবসময় মানুষ একরকম থাকে নাকি। বয়সের সাথে, সময়ের সাথে মানুষের মধ্যে পরিবর্তন আসবেই।
-কিন্তু আমার গল্পের নায়ক নায়িকার জীবনে কখনো পরিবর্তন আসবে না। তারা সারাজীবন একইরকমভাবে একে অপরকে ভালোবেসে যাবে। তাদের জীবন একই ঘূর্ণনে আবর্তিত হবে। তারা রাত জেগে প্রেম করবে। তাদের মধ্যে তৃতীয় একজন এসে আলাদা করতে চাইবে। সব বাধা পেরিয়ে তারা আবার আগের মত প্রেম করবে। এমন চক্র চলতেই থাকবে। তাদের বয়স বাড়বেনা। তাদেরকে কখনো বার্ধক্য ছোঁবেনা। তাদের ঘড়ির কাঁটা একই সময়ে আবর্তিত হবে বারবার, বহুবার।
বলতে বলতে রাহা অন্যমনষ্ক হয়ে যায়। গভীর দৃষ্টিতে সামির দিকে তাকায়।
- আচ্ছা, তুমি যদি প্রিয় হতে আর আমি প্রেমা হতাম?
- তাহলে আমরা বাস্তবে থাকতাম না। তোমার মত এমন কোন লেখকের গল্পের চরিত্র হতাম....। তোমার শিল্পি মন জেগে উঠেছে। তোমার প্রশ্ন বানাতে হবেনা। তুমি প্রেমের গল্প লিখ। লিখে আমাকে দেখাও। পড়ে ধন্য হই।
এ বলে সামি আবার পত্রিকা পড়ায় মন দিল। আর রাহা ডুব দিল তার গল্পের জগতে।


০৮.০৩.২০১৭

মন্তব্য ৬২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৭ রাত ১২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার গল্পের নায়ক-নায়িকার নাম এতো পরিবতন আনেন, কেন !!! B:-)

১০ ই মে, ২০১৭ রাত ১২:২০

উম্মে সায়মা বলেছেন: আয় হায় কি বলেন? নামে পরিবর্তন আনবোনা? তাহলে রাহা সামিকে বলবে তার গল্পের নায়কের নাম হবে সামি আর নায়িকা রাহা? :P সব গল্পে হবে সামি আর রাহাময়?
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।

২| ১০ ই মে, ২০১৭ রাত ১২:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা ,সবাই বলে ছেলেদের স্বভাব এমন হয়।

সুপ্রিয় লেখক আপনার কি মনে হয় ? মনে কিন্তু দাগ কাটলো ! =p~

১১ ই মে, ২০১৭ রাত ১:১৬

উম্মে সায়মা বলেছেন: আমারও তাই মনে হয়। সবার মতই। তবে ব্যতিক্রম তো থাকেই ;)
আবার এসে মন্তব্য করায় ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।

৩| ১০ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


বেশী সহজ, তেমন কোন প্লট নেই

১১ ই মে, ২০১৭ রাত ১:২৬

উম্মে সায়মা বলেছেন: আমি আসলে কোন প্লট মাথায় নিয়ে লিখিনি। একটু এক্সপেরিমেন্ট করলাম। প্রথম লাইনটা দিয়ে শুরু করে দিয়েছি। দেখলাম কিছু না ভেবে লিখতে পারি নাকি। শেষে এই দাঁড়ালো। আর আমি কিছু লিখলে সহজ করেই লিখি। কেন যেন অত জটিল করতে ইচ্ছা করেনা। অবশ্য চেষ্টাও করিনা। হয়তো আমার অক্ষমতা।

পাঠে এবং মন্তব্য ধন্যবাদ চাঁদগাজী ভাই।

৪| ১০ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




সব লেখকেরই একটা রোমান্টিক কিছু লিখতে ইচ্ছে করে এবং লেখেও । কারন লেখকেরা কল্পনা করে , গল্পের খাতিরেই তাকে তা করতেও হয় । কল্পনা থেকেই রোমান্টিকতা আসে । আর মজার ব্যপার হলো, লেখক মাঝেমাঝে সে রোমান্টিকতার ভেতরে যেন নিজেকেই দেখতে পায় , দেখতে চায়। মানুষের মন ব্রেকহীন গাড়ীর মতো , থামানো যায়না কিছুতেই ।

গল্পে, রাহা যে একটা বাস্তবতার ভেতরে থেকেও নিজের অবচেতনে থাকা একটা রোমান্টিকতার ছোঁয়া পেতে চায় তা ফুটে উঠেছে; মনে হয় এই লেখিকার অজান্তেই ।

ভালো লিখেছেন ।

১১ ই মে, ২০১৭ রাত ১:৫৮

উম্মে সায়মা বলেছেন: আমার ছোট্ট, অতি সাধারণ গল্পে আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করায় কৃতজ্ঞতা আহমেদ জী এস ভাই।
কল্পনায় হয়তো কিছু আসে কিন্তু আপনাদের মত সুন্দর করে প্রকাশ করতে পারিনা। তবু খানিক চেষ্টা করি আর কী।
মনে হয় এই লেখিকার অজান্তেই ।
অনেকটা তাই। চাঁদগাজী ভাইয়ের মন্তব্যের উত্তরেও বলেছি, লেখাটা কিছু চিন্তা না করেই লিখেছি। শেষে এই দাঁড়ালো। শুরু করার সময় জানতাম না শেষটা এমন হবে।
পাশে থাকায় ধন্যবাদ।

৫| ১০ ই মে, ২০১৭ রাত ৯:২০

নাগরিক কবি বলেছেন: মোটামুটি লেগেছে !:#P । তয় ভাল হইছে B-)

১১ ই মে, ২০১৭ রাত ২:০৪

উম্মে সায়মা বলেছেন: মোটামুটি আবার ভালোও? দ্বৈত অনুভবে ধন্যবাদ রইল। :)
ভালো থাকুন কবি ভাই।।

৬| ১১ ই মে, ২০১৭ সকাল ৮:৩৫

সিনবাদ জাহাজি বলেছেন: ভালো লেগেছে।
কোনো প্লট না থাকলেউ লিখনশৈলী সে অভাব পুরন করে দিয়েছে।
+++

১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

উম্মে সায়মা বলেছেন: আমার লিখনী যে আপনার ভালো লেগেছে তাই ধন্যবাদ সিনবাদ জাহাজি ভাই। প্লাসে অনুপ্রাণিত।

৭| ১১ ই মে, ২০১৭ রাত ১১:১২

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ভাল লিখেছেন, জীবনে গল্প কোন দিনই লিখি নাই , তাই কোন ভাল গল্প দেখলে তা পাঠে দৌঁড়ায়ে যাই ।
জীবনের অনেক গল্পই লিখা আছে মনের পাতায় সেগুলিকে কিভাবে তুলে আনা যায় তা ভাবছি সদাই , স্মৃতি খুব প্রখর না হলেও বছর দু তিন কালে যা করেছিলাম তা স্মৃতিতে বার বার উকি দিয়ে যায়, তবে কোনখান হতে গল্প করব শুরু তা ভেবে না পাই , কি ভাবে গল্প লিখতে হয় এখনো জানিনা তা ও । তাই আপনার লিখা সুন্দর গল্পটি হতে কিছুট দেখে গেলাম, গল্পের প্লট কিভাবে সাজাতে হয় , কিভাবে কথার পর কথা সাজিয়ে ঘটনা গুলিকে কাব্য কথার মত রূপ দিয়ে পাঠকের হৃদয় গ্রাহী করে তুলতে হয় । তবে ধারণা হল এমন সুন্দর করে গল্প লিখার ক্ষমতা আমার হবেনা কোন কালেই , তাই আমার তরে মনে পরে গল্প পাঠই শুধু বেহতর হবে ।

গল্পে রোমান্টিক ডায়ালগ নিয়ে কথা বলা ওরে বাপরে সে এক ভীষন চিন্তার বিষয়,
- তোমার কোনদিক দিয়ে আমাকে রোমান্টিক মনে হয় যে আমাকে রোমান্টিক ডায়ালগ বলতে বল!
-ইশ! ঠিকই তো বিয়ের আগে কত রোমান্টিক কথা বলতে। বিয়ের পরই না এমন কাঠখোট্টা হয়ে গেছ।

জীবনের যাতা কলে পড়ে রোমান্টিকতা কোথায় হারিয়ে গেছে, গল্প লিখতে গেলে এমন করে সেগুলিকে কোথায় আর
খুঁজে পাওয়া যাবে!!!

তাইতো দেখা যায় গল্পের শেষটায় ভাল বলেছেন
তাহলে আমরা বাস্তবে থাকতাম না। তোমার মত এমন কোন লেখকের গল্পের চরিত্র হতাম....। তোমার শিল্পি মন জেগে উঠেছে। তোমার প্রশ্ন বানাতে হবেনা। তুমি প্রেমের গল্প লিখ। লিখে আমাকে দেখাও। পড়ে ধন্য হই।
এ বলে সামি আবার পত্রিকা পড়ায় মন দিল। আর রাহা ডুব দিল তার গল্পের জগতে।


আমিউ ডুব দিব এখন গল্পের জগতে , এই গল্পটির কলা কৌশল মিলিয়ে নিব নীজের গল্পের ভুবনে !!!!
যদি কোন দিন পারি, লিখে দেখাব সামুর পাঠকদেরে , তবে নিশ্চিত তা সম্ভব হবেনা অআমার কোন কালে,
তবে আশাই জীবন, আশা করতে ভালই লাগে :)

ধন্যবাদ সুন্দর গল্পটির জন্য ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১২ ই মে, ২০১৭ রাত ১২:৩১

উম্মে সায়মা বলেছেন: আপনার আন্তরিকতাপূর্ণ দীর্ঘ মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই।
আপনার গল্প লেখার ইচ্ছা পোষনে আনন্দিত। তাহলে শীঘ্রই আমরা সুন্দর সুন্দর গল্প পেতে যাচ্ছি। আর আপনার মত জ্ঞানী মানুষ গল্প লিখলে তা অনেক সমৃদ্ধ হবে। যদিও আপনার গল্প গবেষণাপত্র হয়ে যাবার সম্ভাবনা আছে :)
শুভ কামনা। আমার সাধারণ গল্প থেকে আপনার মত গুণীজন কিছু শেখার মত পেয়েছেন জেনে আপ্লুত। তাহলে মনে হয় কিছু একটা অন্তত হয়েছে। সবারই কিছু না কিছু গল্প বলার থাকে। আশা করি আপনিও আপনার গল্প বলতে পারবেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।
আপনার এ মন্তব্য অনুপ্রেরণা হয়ে থাকবে। কৃতজ্ঞতা। ভালো থাকুন সবসময়।

৮| ১২ ই মে, ২০১৭ রাত ১:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাদের মধ্যে তৃতীয় একজন এসে আলাদা করতে চাইবে। সব বাধা পেরিয়ে তারা আবার আগের মত প্রেম করবে।

মারামারি হবে নাকি? :P

১২ ই মে, ২০১৭ রাত ১:৪৭

উম্মে সায়মা বলেছেন: হতেও পারে। খুনাখুনিও হয়ে যেতে পারে। কিন্তু রাহা আর বেশি ভাবার সুযোগ পেল কোথায়? সেও গল্পের ভেতর আটকে গেল। 8-|
পাঠে ধন্যবাদ ভাই।

৯| ১২ ই মে, ২০১৭ রাত ১:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মারামারি আমি ডরাই :((

১২ ই মে, ২০১৭ রাত ২:২৬

উম্মে সায়মা বলেছেন: হাহাহা আমিও ডরাই =p~

১০| ১২ ই মে, ২০১৭ বিকাল ৫:১৭

হাতুড়ে লেখক বলেছেন: ভাল লাগে নাই। B-)

১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

উম্মে সায়মা বলেছেন: সত্যি কথা বলায় ধন্যবাদ হাতুড়ে ভাই। সবার যে ভালো লাগতে হবে এমনতো কোন কথা নেই। আপনি পড়েছেন জেনে ভালো লাগল। :)

১১| ১৫ ই মে, ২০১৭ রাত ১২:৩৫

ওমেরা বলেছেন: আমি ঠিক এই রকম একজন ছেলে খুজতেছি আমি সব কিছু সহ্য করতে পারলেও এলোমেলো ঘর মোটেও সহ্য করতে পারি না । ধন্যবাদ আপু ।

১৫ ই মে, ২০১৭ রাত ৩:১০

উম্মে সায়মা বলেছেন: দোয়া করি আপু আপনি এমন একটা ছেলে পেয়ে যান। আর না পেলে সামিকে নিয়ে যাবেন :P
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

১২| ১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যি সুন্দর হয়েছে। এই ছোট্ট গল্পটি দুই দিনে পড়ে নিলাম। মজাই পাইলাম।

১৭ ই মে, ২০১৭ রাত ৮:০৩

উম্মে সায়মা বলেছেন: এই ছোট্ট একটা গল্প পড়তে আপনার দুইদিন লেগেছে ভাইয়া? তবু পড়েছেন এবং মজা পেয়েছেন জেনে আনন্দিত। :)
ভালো থাকুন।

১৩| ১৭ ই মে, ২০১৭ রাত ৮:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আসলে গতদিন রাতে পড়েছি। পড়ার মনোযোগি ছিলনা। তারপর আর কোন মন্তব্য করিনি। আমি আসলে কাজের ফাকে ব্লগিং করি। দোকানদার মানুষ তাই। মনে কিছু নিবেন না। আজ মনোযোগে পড়েছি। আসলে আমি আমার ভাল লাগা মন্ধ লাগার সাথে প্রতারনা করতে পছন্দ করি না। না পড়ে বলে দিব অনেক ভাল লেগেছে এ আমার পক্ষে সম্ভব নয় বোন। আপনিও ভালো থাকুন নিরন্তন।

১৭ ই মে, ২০১৭ রাত ৮:২৩

উম্মে সায়মা বলেছেন: আরে না ভাই কিছু মনে করিনি। মজা করলাম। আপনি ব্যস্ততার ফাঁকে কষ্ট করে আমার ব্লগে এসে আমার পোস্ট পড়েছেন তাতেই অনেক খুশি হয়েছি। আশা করি সবসবময় এভাবেই পাশে থাকবেন। ফিরতি এসে মন্তব্য করে যাওয়ায় ধন্যবাদ।

১৪| ১৯ শে মে, ২০১৭ সকাল ১১:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন।

২০ শে মে, ২০১৭ রাত ১২:০৩

উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ লিটন ভাই। অনুপ্রাণিত হলাম। আমার ব্লগে প্রথমবার আগমনে স্বাগতম ভাই।

১৫| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৩:৫০

জেন রসি বলেছেন: রাহা যে গল্পের জগতে ডুবে ছিল সে জগতের গল্পও শুনতে চাই। :)

২০ শে মে, ২০১৭ রাত ১২:০৮

উম্মে সায়মা বলেছেন: সে জগতের গল্পতো শুধু রাহাই জানে। সেও যে এই গল্পে আটকে গেল :-B
পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জেন রসি ভাই। আমার ব্লগে আগমনের জন্যও ধন্যবাদ।

১৬| ২০ শে মে, ২০১৭ রাত ১:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনার আশেপাশের সাধারণ মানুষ নিয়ে লিখুন।

২০ শে মে, ২০১৭ রাত ২:০৯

উম্মে সায়মা বলেছেন: চেষ্টা করছি ভাই। দোয়া করবেন।

১৭| ২২ শে মে, ২০১৭ সকাল ১০:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখেছেন। আমি গল্প লিখতে পারি না আফসোস।

২৩ শে মে, ২০১৭ রাত ১২:৪৫

উম্মে সায়মা বলেছেন: আফসোস করার কিছু নেই আপু। চেষ্টা করলেই পারবেন। আমিও পারিনা। কিন্তু শখের বশে চেষ্টা করি। পড়েছেন জেনে ভালো লাগল। অনেক ধন্যবাদ আপু।

১৮| ২২ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৫

নাগরিক কবি বলেছেন: নতুন একটা গল্প লিখেন আপু।

আমি ও ছবি বুবুর মত গপ লিখতে পারি না :(

২৩ শে মে, ২০১৭ রাত ১২:৫৪

উম্মে সায়মা বলেছেন: আমিও পারিনা কবি ভাই। কিন্তু আমার খুব শখ গল্প লেখার। তাই একটু আধটু চেষ্টা করি। আরো কয়েকটা লেখা আছে। সুযোগ করে পোস্ট দেব। আরেকটা গল্প দিয়েছিলাম ব্লগে। পড়ে দেখতে পারেন। ধন্যবাদ আমার পোস্টে আবার আসায়।
গল্প

১৯| ২৩ শে মে, ২০১৭ দুপুর ২:২১

নাদিম আহসান তুহিন বলেছেন: নায়ক ব্যাটার সবকিছুতেই এরকম কাটছাড় উত্তর ক্যান? ব্যাটা আসলেই খুব রুক্ষ

২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

উম্মে সায়মা বলেছেন: ঠিক বলেছেন তুহিন ভাই। কিছু মানুষ এমন কাঠখোট্টাও হয় :-B পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

২০| ২৪ শে মে, ২০১৭ সকাল ১১:৫২

মানবী বলেছেন: গল্পের ভিতেরের লুতুপুতু টাইপ প্রেমের গল্পটা পড়ে ভালো লেগেছে। :-)
ধন্যবাদ উন্মে সায়মা।

বাইরে বসে পড়েছিলাম আগেই, তারপর মন্তব্য করার জন্য লগইন করে কিভাবে যেনো আর করা হয়নি।

প্রথম পাতায় এ্যাক্সেস পাওয়া গেছে কিনা বুঝতে পারছিনা!

২৫ শে মে, ২০১৭ রাত ১২:১৩

উম্মে সায়মা বলেছেন: লুতুপুতু টাইপ প্রেমের গল্পটা পড়ে ভালো লেগেছে
B-)
আপনি পড়েছেন জেনে ভালো লাগল মানবী আপু।

প্রথম পাতায় এখনো এক্সেস পাইনি। কর্তৃপক্ষকে মেইল দিয়েছিলাম। তবুও কোন রেসপন্স নেই। বুঝতে পারছিনা কী সমস্যা। ধন্যবাদ।

২১| ২৫ শে মে, ২০১৭ রাত ১২:১৩

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: গল্পে নারী কেন জানি মহিলা হয়ে যেতে থাকে। নারী যে মানুষের মত পূর্ণাঙ্গ হতে পারে তা প্রকাশ হয় না। নারীকে ষ্ট্রং করলে ছেলেকে উইক করে তোলে। নারী - পুরুষ দুজনই মানুষ।

২৫ শে মে, ২০১৭ রাত ১২:২১

উম্মে সায়মা বলেছেন: আপনিতো ভাই কঠিন কথা বলেছেন। নারী মহিলা হওয়া বলতে কি বুঝিয়েছেন? নারী সবসময়ই পূর্ণাঙ্গ মানুষ।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

২২| ২৫ শে মে, ২০১৭ ভোর ৫:০১

ব্রতশুদ্ধ বলেছেন: ভালো লাগলো। :)

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

উম্মে সায়মা বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই :)

২৩| ২৫ শে মে, ২০১৭ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


সহজ, তবে সময়ের চাপ আছে গল্পের প্লটে

২৫ শে মে, ২০১৭ রাত ১১:৫৫

উম্মে সায়মা বলেছেন: আবার এসে মন্তব্য করায় ধন্যবাদ চাঁদগাজী ভাই।

২৪| ২৫ শে মে, ২০১৭ রাত ১০:০৮

নূরএমডিচৌধূরী বলেছেন: বেশী সহজ,তবে ভালো লাগলো

২৫ শে মে, ২০১৭ রাত ১১:৫৮

উম্মে সায়মা বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ভাই। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

২৫| ২৫ শে মে, ২০১৭ রাত ১১:০৩

কল্লোল পথিক বলেছেন:


ভালো হয়েছে।

২৫ শে মে, ২০১৭ রাত ১১:৫৯

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

২৬| ২৬ শে মে, ২০১৭ রাত ১:০১

সামু পাগলা০০৭ বলেছেন: লেখাটা বেশ মজার। কোন গল্প মনে হয় নি। যার শুরু এবং শেষ থাকবে। এটা যেন একটা ডায়ালগ দুটি মানুষের মধ্যকার, সুন্দর সুইট একটি ডায়ালগ!
বেশ লাগল!

ভালো থাকবেন সায়মা আপু। অনেক ভালো!

২৬ শে মে, ২০১৭ রাত ১:০৯

উম্মে সায়মা বলেছেন: আসলেই ঠিক গল্প বলা যায়না। গল্পের পেছনের কথা তো। তবু কিছু একটা তো বলতে হয়। তাই গল্প বলে চালিয়ে দিলাম। আপনি পড়েছেন এবং ভালো লেগেছে জেনে ভালো লাগল :)
আপনিও অনেক ভালো থাকুন আপু।

২৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৬

জাহিদ অনিক বলেছেন: পড়া হল গপ্পের পিছনের গপ্প।


একজন লেখিকা বলেই কি গল্পের রাইটারও নারী ! B-)

হা হা হা, আমার মনে হয় সময় লেখকই রোম্যান্টিক গল্প লিখে থাকেন। আমি দেখতে পেলাম একজন লেখিকা কিভাবে একটা রোম্যান্টিক গল্পের প্লট দাঁড় করায়।

আচ্ছা, ধরুন যদি সামি লেখক হত। আর রাহা ঘরকন্না নিয়ে ব্যস্ত হত তাহলেও তো মনে হয় সে অতটা কাঠখোট্টা হত না!


আপনাকে বলেছিলাম না সেদিন, একজন কবি কিভাবে শব্দ কেটেকুটে একটা পূর্ণাংগ কবিতা দাঁড় করায় সেটা দেখার খুব ইচ্ছে! আজকে আপনার এটা পড়ে, অর্থাৎ গল্পের পিছনের গল্পটা দেখতে পেয়ে সে ইচ্ছে আরও প্রবল হল। :-B

একজন লেখক নিশ্চয়ই তার চরিত্রদের নিয়ে খেলতে ভালবাসে। যত বেশি খেলা করা যায় পাঠক তত বেশি আগ্রহী হবে গল্পে।

সব লেখকের উপরেই নির্ভর করে।


যাইহোক ভাল লাগলো, গল্পের পিছনের গল্প।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯

উম্মে সায়মা বলেছেন: গল্পের রাইটারও নারী !
হুম। লেখিকার লেখিকা B-)

অতটা কাঠখোট্টা হত না!
কেমন রিএক্ট করত সেটা তো মানুষের চরিত্রের উপর নির্ভর করে। রাহা যদি বেরসিক হয়ে থাকে তাহলে কাজের মাঝে এসব আহ্লাদী কথা শুনে মুখ ঝামটা দিতে পারে। হাতে খুনতি নিয়ে কোমর বেঁধে চৌদ্দগোষ্ঠী উদ্ধার করতে পারে :P

পূর্ণাংগ কবিতা দাঁড় করায় সেটা দেখার খুব ইচ্ছে!

যাক তাওতো কবিতা না হোক গল্পের প্লট কিভাবে দাঁড়ায় সেটা দেখা হল। কবিতারটাও হয়তো কখনো দেখা হয়ে যাবে।
আমারও একসময় খুব ইচ্ছে হত দেখার।বিশেষ করে বড় বড় কবি/লেখকরা কিভাবে লিখেন তা দেখার!

পাঠক তত বেশি আগ্রহী হবে গল্পে।
হুম তাতো অবশ্যই। যদিও আমি গল্প লিখতে পারিনা। গল্পের পেছনের গল্প পর্যন্তই #:-S
আর এ চরিত্র নিয়ে খেলার জন্যই হুমায়ূন আহমেদের মত লেখকদের এত পাঠকপ্রিয়তা!

গল্প পড়ে সুন্দর মন্তব্য রেখে যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।

২৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১

জাহিদ অনিক বলেছেন: জেন রসি বলেছেন: রাহা যে গল্পের জগতে ডুবে ছিল সে জগতের গল্পও শুনতে চাই। :)


লেখক বলেছেন: সে জগতের গল্পতো শুধু রাহাই জানে। সেও যে এই গল্পে আটকে গেল :-B


এই গল্পের গল্পে লেখিকা জড়িয়ে যেতে পারে কিন্তু রাহা যেন জড়িয়ে না যায়। তাকে এই লুপ থেকে টেনে তুলুন এবং রাহার গল্পটি সামি এবং আমাদের পড়তে দিন ;)


আপনাকেও অনেক ধন্যবাদ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০২

উম্মে সায়মা বলেছেন: দেখা যাক রাহা লুপ থেকে বের হতে পারে নাকি! আমিও অপেক্ষায় আছি :)

২৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

খায়রুল আহসান বলেছেন: প্রকৃতি এভাবেই বোধহয় বিপরীত স্বভাবের মানুষকে মিলিয়ে দেয় ভারসাম্য রক্ষা করার জন্য - আমারও তাই মনে হয়।
সুন্দর ছোটগল্প, গল্পে জীবনের ছোঁয়া আছে, তাই কিছুটা সার্বজনীন আবেদনও আছে।
যদিও আপনার গল্প গবেষণাপত্র হয়ে যাবার সম্ভাবনা আছে - ৭ নং প্রতিমন্তব্য --- :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৩

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই :)

৩০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২

জাহিদ অনিক বলেছেন: লেখক বলেছেন: দেখা যাক রাহা লুপ থেকে বের হতে পারে নাকি! আমিও অপেক্ষায় আছি :) - বেশ, আমিও তবে পাঠক হিসেবে অধীর আগ্রহে রইলাম

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫২

উম্মে সায়মা বলেছেন: আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা ভাইয়া...

৩১| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪০

বিলিয়ার রহমান বলেছেন: গল্পের গল্পাকার তার প্লটটাকে আন কমন করতে পারেননি! :)


তবে আমাদের গল্পকারের প্লটটা অবশ্যই কমন নয়! :)

গল্পে ভালোলাগা!:)

০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫১

উম্মে সায়মা বলেছেন: গল্পের ভেতরের এবং বাইরের গল্পকার দুজনেই ভীষন টিপিকাল বিলি ভাই B-)
ভালো লাগা জানিয়ে যাওয়ায় খুব খুশি হয়েছি। অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.