নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

মনে পড়ে?

২৬ শে মে, ২০১৭ রাত ১০:৫৯



ক্ষণে ক্ষণে মনের কোনে জমাট বাঁধে অচিন ব্যাকুলতা
অলস মধ্য দুপুরে হঠাৎ ডেকে ওঠা শালিকের মত।
কী যেন এক ভালোবাসার ঘ্রাণ পাবার আকুলতায়
এক নদী কাকচক্ষু জল ছলাৎছলাৎ শব্দ তোলে
বুকের ভেতর।

বলেছিলে কোন এক শরৎ ভোরে শিশিরভেজা নগ্ন পায়ে
পরিয়ে দেবে ঘাসের নূপুর,
মনে পড়ে?
আমি হব হরিৎ পাখি আর তুমি অনন্ত অন্তরীক্ষ
তোমার বুকে আমার প্রথম উড়তে শেখা
তুমি আমার শরীরময় জড়িয়ে থাকা নীলাম্বরী
আমি তোমার জলাধারে ফুটে থাকা একলা কমল
তুমি হবে মহীরুহ, আমি তাতে বেয়ে ওঠা গুল্ম-লতা
মনে পড়ে?

যদি আবার একদিন তোমার দোরে কড়া নাড়ি
হবে আমার সেই জলাধার, মহীরুহ?
হাত পেতে দেই ফিরে পেতে ঘাসের নূপুর,
অন্তরীক্ষ কিংবা আমার নীলাম্বরী
ফিরিয়ে দেবে?

২১.০৪.২০১৭

মন্তব্য ৬২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ রাত ২:৪৬

নাগরিক কবি বলেছেন: আকুলতা <

আপনি ভাল লিখতে পারেন শুধু এটাই বলবো। :)

২৭ শে মে, ২০১৭ রাত ৩:১১

উম্মে সায়মা বলেছেন: শুধু এটুকু শুনেই খুশি হয়েছি। ধন্যবাদ কবি ভাই।
বানান ঠিক করে নিয়েছি :)

২| ২৭ শে মে, ২০১৭ রাত ৩:২৩

নাগরিক কবি বলেছেন: মহীরুহ :-B

২৭ শে মে, ২০১৭ রাত ৩:২৭

উম্মে সায়মা বলেছেন: আইচ্ছা B-) ধন্যবাদ। এসব কঠিন বানান মনে রাখা কঠিন |-)

৩| ২৭ শে মে, ২০১৭ রাত ৩:৩৩

ব্রতশুদ্ধ বলেছেন: বাহ।। খুব ভালো লাগলো :)
অন্তরীক্ষ কিংবা আমার নীলাম্বরী

২৭ শে মে, ২০১৭ রাত ৩:৩৮

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ শুদ্ধদা। বোল্ড করা অংশটুকু কেন করেছেন জানতে পারি?

৪| ২৭ শে মে, ২০১৭ সকাল ১১:৩৯

মানবী বলেছেন: "হাত পেতে দেই ফিরে পেতে ঘাসের নূপুর,
অন্তরীক্ষ কিংবা আমার নীলাম্বরী
ফিরিয়ে দেবে?"

- যে গেছে, চলে যাক।এই ঘাসের নুপুর আর আগের মতো বাজবেনা, নীলাম্বরীটাও কেমন ফ্যাকাশে মনে হবে।
তারচেয়ে নতুন দিনের শুভ সূচনা হোক আপু :-)

খুব সুন্দর কবিতার জন্য ধন্যবাদ প্রিয় উন্মে সায়মা।

২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৬

উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ মানবী আপু। জানি কিছুই আগের মত থাকবেনা তবু পুরনো জিনিসের মায়া যে কাটানো যায়না! তারপরও নতুন দিনের পথে এগিয়ে যেতেই হয়। সবসময় পাশে থাকায় আন্তরিক কৃতজ্ঞতা আপু।

৫| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:২২

সিনবাদ জাহাজি বলেছেন: আমি তোমার জলাধারে ফুটে থাকা একলা কমল
তুমি হবে মহীরুহ, আমি তাতে বেয়ে ওঠা গুল্ম-লতা
মনে পড়ে?


কথাগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।
ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা পড়তে পারলাম বলে।
ভালো থাকুন ।

২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৪

উম্মে সায়মা বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ কবিতা পড়ে অনুপ্রেরণামূলক মন্তব্য রেখে যাওয়ায়। একটা পংক্তিও যদি পাঠকের ভালো লাগে তবে তাতেই সার্থকতা। ভালো থাকুন জাহাজি ভাই।

৬| ২৭ শে মে, ২০১৭ রাত ৮:৩১

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:

যদিও আমি কবিতা বুঝিনা, তবুও বলবো এ কবিতাটা খুব সুন্দর হয়েছে +++
খুব ইচ্ছা হয় এমন একটা কবিতা লিখি কিন্তু পারিনা। |-)

২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ। কবিতা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল। প্লাস পেয়ে অনুপ্রাণিত :)
পারেননা কি ফেরিওয়ালা ভাইয়া! লেখা শুরু করে দিন দেখবেন এমন হবেনা হয়তো, এরচেয়ে সুন্দর কবিতা হয়ে গেছে। শুভ কামনা।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৭| ২৮ শে মে, ২০১৭ সকাল ৮:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:

খুব সুন্দর কবিতা +++

২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

উম্মে সায়মা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই। প্লাস পেয়ে খুব ভালে লাগছে :)

৮| ২৮ শে মে, ২০১৭ সকাল ১১:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন এমন একটা পুস্তক যেখানে একবারও কোন দাগ পড়লেতা কখনো মোছেনা।

মনে পড়ে?

অবশ্যই পড়বে। মন একটি অাজব খাতা, দাগ পড়লে মোছেনা।

ধন্যবাদ।

অনেক চমৎকার।

২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২১

উম্মে সায়মা বলেছেন: হ্যাঁ বাবু ভাই। মনের কাগজের লেখা মোছার ইরেজার নেই। একবার লেখা হয়ে গেল তো শেষ। আর দূর করা যায়না। পড়ে মন্তব্য রেখে যাওয়ায় অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।

৯| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৮

বে-খেয়াল বলেছেন: সুন্দর , অসাধারন শব্দের মিতালী।

২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ বে-খেয়াল (আপু নাকি ভাইয়া বুঝতে পারছিনা। সম্ভবত ভাইয়া :)) আমার ব্লগে আপনাকে স্বাগতম।

১০| ২৮ শে মে, ২০১৭ রাত ৯:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা আবারও পড়ে গেলাম । আর আপনার পোষ্ট প্রথম পাতায় আসে না কেন !! আপনার বয়স তো সাত মাসের বেশি হল দেখি,। :> মনে হচ্ছে আপনাকে ব্লগ কর্তৃপক্ষ এখনো আপনাকে মুক্তি দেয়নি, আপনি একটু ব্লগ কর্তৃপক্ষের কাছে মেইল করে দেখতে পারেন। দেখুন তারা কি ফিডব্যাক দেয় ।

ধন্যবাদ,
ভালো থাকুন ।

২৯ শে মে, ২০১৭ রাত ২:১৩

উম্মে সায়মা বলেছেন: জী আমি এখন ৭ মাসের শিশু ব্লগার :) ব্লগ কর্তৃপক্ষকে মেইল দিয়েছিলাম কিন্তু নো রেসপন্স। যাকগে কি আর করা!
আবার এসে কবিতা পড়ে যাওয়ায় আবারো ধন্যবাদ।

১১| ২৯ শে মে, ২০১৭ রাত ১:৩৩

ব্রতশুদ্ধ বলেছেন: বোল্ড করার কারণ হচ্ছে উক্ত লাইনের কথা গুলো খুব ভালো লেগেছে ।
শুভকামনা :)

২৯ শে মে, ২০১৭ রাত ২:১৪

উম্মে সায়মা বলেছেন: আচ্ছা আচ্ছা :) অসংখ্য ধন্যবাদ।

১২| ২৯ শে মে, ২০১৭ সকাল ৮:০৬

আরাফআহনাফ বলেছেন: "হাত পেতে দেই ফিরে পেতে ঘাসের নূপুর,
অন্তরীক্ষ কিংবা আমার নীলাম্বরী
ফিরিয়ে দেবে?
"

ফিরে যখন গেছে, সে আর ফিরিয়ে দিতে আসবে না।
তারপরও ফিরে পাওয়ার আকুলতা থাকবেই আর তা থেকে সুন্দর সুন্দর সব কথামালার জন্ম হবে কবিতা হয়ে, গান হয়ে।

ভালো লাগলো কবিতা। ++

২৯ শে মে, ২০১৭ রাত ১১:৩৭

উম্মে সায়মা বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম আরাফআহনাফ ভাই।
হুম যে একবার চলে যায় সে হয়তো আর ফিরে আসেনা। আসতেও নেই।
প্লাস পেয়ে ভালো লাগছে ভাই :) ধন্যবাদ

১৩| ২৯ শে মে, ২০১৭ রাত ৮:২৮

সামু পাগলা০০৭ বলেছেন: খুব মুগ্ধ হয়ে পড়লাম আপু। অসাধারণ!

আমি হব হরিৎ পাখি আর তুমি অনন্ত অন্তরীক্ষ
তোমার বুকে আমার প্রথম উড়তে শেখা
তুমি আমার শরীরময় জড়িয়ে থাকা নীলাম্বরী
আমি তোমার জলাধারে ফুটে থাকা একলা কমল
তুমি হবে মহীরুহ, আমি তাতে বেয়ে ওঠা গুল্ম-লতা
মনে পড়ে?

এটুকু বেশি করে মন ছুঁয়ে গেল। এভাবে বললে হয়ত যে ভুলে গিয়েছে তার মনে পড়েও যেতে পারে! আর যদি মনে না পড়ে, তবে তাকে মনে করাই ভুল ছিল!

শুভকামনা রইল অনেক!

২৯ শে মে, ২০১৭ রাত ১১:৪৮

উম্মে সায়মা বলেছেন: আপনার মুগ্ধতা সৃষ্টি করতে পেরে পুলকিত আপু :) আন্তরিক ধন্যবাদ জানবেন।
তাকে মনে করাই ভুল ছিল!
হয়তোবা। পৃথিবীটা অনেক অদ্ভুত। মানুষগুলো আরো বেশি আজব! কে যে কখন কি চায় বোঝা দায়। ভালো থাকুন।

১৪| ২৯ শে মে, ২০১৭ রাত ৯:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:
ব্লগ কর্তৃপক্ষকে কাছে সায়মার মুক্তি চাই !! ;)

৩০ শে মে, ২০১৭ রাত ১:৩৫

উম্মে সায়মা বলেছেন: হাহাহা কবীর ভাই। আমার জলজ্যান্ত মেইলই কর্তৃপক্ষের চোখে পড়লনা আর আপনার এ কমেন্ট কি দেখবে? ;) পাশে থাকায় ধন্যবাদ।

১৫| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৫

বে-খেয়াল বলেছেন: (আপু নাকি ভাইয়া বুঝতে পারছিনা। সম্ভবত ভাইয়া :))
আবারও আসলাম আপনার চিন্তা শক্তি বেশ প্রখর অবশ্যই ভাইয়া ভাল থাকবেন

৩১ শে মে, ২০১৭ রাত ১১:০৪

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। ধন্যবাদ বে-খেয়াল ভাইয়া :)

১৬| ৩০ শে মে, ২০১৭ রাত ৯:৩০

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




জলাধারে ফুটে থাকা একলা কমল... কে রাখে তাহারে মনে ?
মনে পড়াটাই তো আর আজকাল কারো মনে পড়ে না ।

অনেক সমর্পণের এক কবিতা । সুন্দর হয়েছে ।

৩১ শে মে, ২০১৭ রাত ১১:০৮

উম্মে সায়মা বলেছেন: কে রাখে তাহারে মনে ?
একলা কমল একলাই থেকে যায়। কেউ মনে রাখেনা। বেমালুম ভুলে যায়। ধন্যবাদ আহমেদ জী এস ভাই।
মাঝে বোধহয় বেশ কয়েকদিন ব্লগে অনিয়মিত ছিলেন। ভালো আছেন তো?

১৭| ৩১ শে মে, ২০১৭ সকাল ১১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:

মনের সাথে মনের মিল খুঁজে পাওয়াই জগতের পরম আরাধ্য। স্বর্গ নেমে আসে প্রিয়ার একটু ছোঁয়ায়।কম্পিতার পল্লবী শাখে কত কুঞ্জবন!!

কবিতার আকুলতায় মুগ্ধতা!

৩১ শে মে, ২০১৭ রাত ১১:১৬

উম্মে সায়মা বলেছেন: সুন্দর মন্তব্য রেখে যাওয়ায় অসংখ্য ধন্যবাদ ডানা ভাই। অনেকদিন পর আপনাকে আমার ব্লগে পেয়ে ভীষণ ভালো লাগছে। ভালো থাকুন।

১৮| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:৫৪

শাহারিয়ার ইমন বলেছেন: যদি আবার একদিন তোমার দোরে কড়া নাড়ি
হবে আমার সেই জলাধার, মহীরুহ?
হাত পেতে দেই ফিরে পেতে ঘাসের নূপুর,
অন্তরীক্ষ কিংবা আমার নীলাম্বরী
ফিরিয়ে দেবে?

অসম্ভব সুন্দর +++

৩১ শে মে, ২০১৭ রাত ১১:১৮

উম্মে সায়মা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে ইমন ভাই। প্লাসে অনুপ্রাণিত। আমার ব্লগে আপনাকে স্বাগতম। ভালো থাকুন।

১৯| ০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০১ লা জুন, ২০১৭ রাত ৮:১৯

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

২০| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:২৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও আমার ব্লগে নিমন্ত্রন । :)

০১ লা জুন, ২০১৭ রাত ৮:২৮

উম্মে সায়মা বলেছেন: সময় করে আপনার ব্লগ থেকে বেড়িয়ে আসব :) ভালো থাকুন সেলিম আনোয়ার ভাই।

২১| ০১ লা জুন, ২০১৭ রাত ৯:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
নতুন কবিতা লিখুন !!! :( ;)

০১ লা জুন, ২০১৭ রাত ১০:৩৮

উম্মে সায়মা বলেছেন: আমি ভাই চাইলেই কবিতা লিখতে পারিনা :| আপনি লিখুন। পড়ি।

২২| ০১ লা জুন, ২০১৭ রাত ৯:২০

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,



প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।
কুশল জানতে চাওয়ায় সহমর্মিতার ছোঁয়া পেলুম । জ্বী, কিছুটা অনিয়মিত ছিলুম ব্লগে শারীরিক অসুস্থতার কারনে ।
এখন ভালো আছি ।
আপনার খবর কি ? প্রথম পাতাতে কি আসতে পেরেছেন ?
শুভেচ্ছা অফুরান ।

০১ লা জুন, ২০১৭ রাত ১০:৪৩

উম্মে সায়মা বলেছেন: আহা ডাক্তার সাহেবও অসুস্থ হয়ে পড়ল #:-S দেশের যা অবস্থা সবাই শুনছি অসুস্থ হয়ে পড়ছে। যাক সুস্থ হয়ে ব্লগে আবার নিয়মিত হয়েছেন দেখে ভালো লাগছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজই মেইল পেলাম স্ট্যাটাস সেফ হয়েছে :) অন টেস্টে একটা পোস্ট দিয়ে দেখি প্রথম পাতায় যায় কিনা। ধন্যবাদ আহমেদ জী এস ভাই। ভালো থাকুন।

২৩| ০১ লা জুন, ২০১৭ রাত ১০:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিদের মুখে পাড়িব না, কথাটি মানায় না !! :-B তারাতারি কিছু একটা লিখে ফেলুন !!

০১ লা জুন, ২০১৭ রাত ১০:৪৪

উম্মে সায়মা বলেছেন: আপনাকে কে বলল আমি কবি? B-)

২৪| ০১ লা জুন, ২০১৭ রাত ১০:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:
তাহলে, আপনাকে নীলক্ষেত থেকে একটা কবি সাটিফিকেট দেওয়া লাগব !! B-)

০১ লা জুন, ২০১৭ রাত ১১:০৪

উম্মে সায়মা বলেছেন: তাহলেতো ভালোই হয়। নিয়ে আসুন। বাঁধাই করে দেয়ালে ঝুলিয়ে রাখব :)

২৫| ০২ রা জুন, ২০১৭ রাত ১২:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন?

০২ রা জুন, ২০১৭ রাত ১২:২০

উম্মে সায়মা বলেছেন: আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি মাঝে আবার কোথায় হারিয়ে গিয়েছিলেন? কেমন আছেন?

২৬| ০২ রা জুন, ২০১৭ রাত ১২:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিও ভালো আছি বোন। সমস্যায় আছি, সমাধানের জন্য সাধনায় ছিলাম। আমার জন্য দোয়া করেবন। অজ্ঞাত কারণ আমি বারবার বেকর হই। বেকারত্ব যেন দূর হয় এই দোয়া করবেন।

আল্লাহ আমাদের রোজা কবুল করুন, রোজার বরকতে আমাদের পাপ তাপ দূর করুন এই দোয়া করি।
আল্লাহ নিজে বলেছেন রোজার বদলা আল্লাহ নিজে আমাদেরকে দেবেন। আমরা আল্লাহর ক্ষমা এবং দয়া চাই। আমিন।

দোয়া করবেন বোন।

০২ রা জুন, ২০১৭ রাত ১২:৩০

উম্মে সায়মা বলেছেন: আমিন। অবশ্যই দোয়া করি ভাই। আল্লাহ আপনার সমস্যা দূর করে দিক। রোজার বরকত দান করুক। আমার জন্যও দোয়া করবেন।

২৭| ০২ রা জুন, ২০১৭ রাত ১২:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতে সফল করুন, আমিন।

০২ রা জুন, ২০১৭ রাত ১২:৩৮

উম্মে সায়মা বলেছেন: আমিন!

২৮| ০২ রা জুন, ২০১৭ রাত ২:১৫

পুলহ বলেছেন: শেষের প্যারাটা বেশি জোস, দূরে সরে যাওয়া/ হারিয়ে ফেলা ভালোবাসা ফিরে পাবার দারুণ আকুলতা ফুটেছে। 'আই মিস ইউ'- এ ছটফটানিটা টের পাওয়া যায়।
ওভারঅল সুন্দর !

০২ রা জুন, ২০১৭ ভোর ৪:০৫

উম্মে সায়মা বলেছেন: ছটফটানিটা টের পাওয়া যায়।
:P কথাটা শুনে মজা পেলাম। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।
অনেকদিনপর আপনাকে আমার ব্লগে পেলাম পুলহ ভাই। ভালো আছেন আশা করি।

২৯| ২৮ শে মে, ২০১৮ রাত ১১:২৪

সুমন কর বলেছেন: এখন পড়লাম, ভালো ছিল। সুন্দর এবং +।

২৯ শে মে, ২০১৮ রাত ১১:২৪

উম্মে সায়মা বলেছেন: মনে করে পড়ার জন্য কৃতজ্ঞতা সুমনদা।
অসংখ্য ধন্যবাদ :)

৩০| ২৯ শে মে, ২০১৮ ভোর ৪:০৩

জাহিদ অনিক বলেছেন:
খুবই সুন্দর ও নান্দনিক কবিতা পড়ালাম।

২৯ শে মে, ২০১৮ রাত ১১:২৫

উম্মে সায়মা বলেছেন: আমার কবিতা এবং আমি ধন্য হলাম কবি :)

৩১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

খায়রুল আহসান বলেছেন: কিছু অনুপম উপমা পেলাম আপনার কবিতায়। যেমনঃ
এক নদী কাকচক্ষু জল ছলাৎছলাৎ শব্দ তোলে বুকের ভেতর ---
আমি হব হরিৎ পাখি আর তুমি অনন্ত অন্তরীক্ষ
তুমি হবে মহীরুহ, আমি তাতে বেয়ে ওঠা গুল্ম লতা
---
আমি তোমার জলাধারে ফুটে থাকা একলা কমল
কবিতায় ভাল লাগা + +

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

উম্মে সায়মা বলেছেন: লাইনগুলো কোট করে মন্তব্য করায় অনেক ভালো লেগেছে খায়রুল আহসান ভাই। এ ভালোলাগাটুকু ছড়িয়ে দিতে পারাটাই সার্থকতা।
অসংখ্য ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.