নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

লোহিত সাগর সৈকতে একদিন (ছবিব্লগ)

০২ রা জুন, ২০১৭ রাত ১২:০৬

১. চল সখা আজ পা বাড়াই সমুদ্রপানে, খেলি জলকেলি....।।



২. জলের বুকে রঙের খেলা...।।



৩. পদচিহ্ন ধুয়ে মুছে যায় সূর্যকিরণে...।।



৪. ভিলার একাংশ।।



৫. আকাশ ভরা পেঁজা তুলো.....।।



৬. রঙিন চশমায় দুনিয়া কিংবা গোধূলী লগন....।।



৭. ছেলেবেলা হারায় সাঁঝের বেলায়...।।



৮. মরীচিকাময় মরুর বুকে ঘুরছি দিগ্বিদিক
ঝিকিমিকি বালিতে মিশে একাকার বিভ্রমে,
মাঝ দরিয়ায় আজ তাই তুলেছি নব পাল
ফিরে পাব নিজেরে সাগরের নোনা পবনে।

আমি স্বপ্ন বলছি, তোমাদের দু'চোখের।।



কিছুদিন আগে দলেবলে ঘুরে এলাম লোহিত সাগর সৈকতে। সৈকত ঘিরে মনোরম আল-কাত্তান ট্যুরিজম ভিলেজে আগে থেকেই বুকিং দেয়া ছিল। ভিলাটির দূরত্ব মূল জেদ্দা শহর থেকে প্রায় ৮৭ কিলোমিটার। যেতে ঘন্টাখানেকের মত লেগে যায়। ভোরে রওনা দিয়ে সকাল সকাল গন্তব্যস্থলে পৌঁছে, সারাদিন থেকে, হৈ-হুল্লোড় করে সন্ধ্যার পরপর বাড়ি ফেরার পথ ধরি। সেদিন আবহাওয়া খুব ভালে ছিল। শীতের দিনের মত আকাশ ছিল মেঘলা। হঠাৎ হঠাৎ সূর্যের উঁকিঝুকি। স্বাভাবিকের চেয়ে তাপমাত্রাও বেশ কম ছিল। সব মিলিয়ে কেটেছে খুব সুন্দর কিছু সময়। বারবার আমাদের দেশের কক্সবাজার সমুদ্রসৈকতের কথা মনে হচ্ছিল। মনে হচ্ছিল আমি বাংলাদেশেই আছি। যেখানেই থাকি, যত ভালোই থাকিনা কেন নিজের দেশের মায়া কাটেনা। ভালোবাসি দেশমাতাকে। ভালো থাকুক প্রিয় জন্মভূমি।

(ব্লগ কর্তৃপক্ষ আমার স্ট্যাটাস সেফ ঘোষণা করেছে। তাই পরীক্ষামূলকভাবে পোস্টটি দিলাম। প্রথম ছবিব্লগ করার চেষ্টা। ছবিগুলো মোবাইলে তোলা।)

মন্তব্য ৯০ টি রেটিং +২০/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৭ রাত ১২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রথম পাতায় স্বাগতম !!

০২ রা জুন, ২০১৭ রাত ১২:৩৫

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই :)

২| ০২ রা জুন, ২০১৭ রাত ১২:৩৮

সুমন কর বলেছেন: আপনার প্রথম ছবি ব্লগ ভালো লেগেছে। শুভ কামনা। +।

০২ রা জুন, ২০১৭ রাত ১২:৪২

উম্মে সায়মা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমনদা। প্লাসে অনুপ্রাণিত। অনেকদিন পর আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগছে। ভালো থাকুন।

৩| ০২ রা জুন, ২০১৭ রাত ১২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ ! দারুন ছবি ব্লগ ! ;)


০২ রা জুন, ২০১৭ রাত ১২:৪৬

উম্মে সায়মা বলেছেন: আপনাকে আবারো ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই। সবসময় পাশে থাকায় কৃতজ্ঞতা।

৪| ০২ রা জুন, ২০১৭ রাত ১:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সুন্দর ছবি।

০২ রা জুন, ২০১৭ রাত ১:২৮

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ আব্দুলহাক ভাই।

৫| ০২ রা জুন, ২০১৭ রাত ১:২০

নাগরিক কবি বলেছেন: বাহ! প্রথম পাতায় স্বাগতম B-) ছবি দিয়ে শুরু করলেন। :) সুন্দর

০২ রা জুন, ২০১৭ রাত ১:২৯

উম্মে সায়মা বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবি ভাই :)

৬| ০২ রা জুন, ২০১৭ রাত ১:২৩

হাসান কালবৈশাখী বলেছেন:
সাগর সৈকত সুন্দর।
তবে মেয়েরা সব কালো বস্তাবন্দি!

আরবের অন্যান্ন দেশ যেমন লেবানন, জর্ডন, আমিরাত, ওমান প্রভৃতি দেশে সব নর্মাল, কালোবস্তা বস্তা খুব কম।

০২ রা জুন, ২০১৭ রাত ১:৩১

উম্মে সায়মা বলেছেন: হাহাহা হাসান ভাই। বস্তা ভাবলেই বস্তা, সাধারণ পোশাক ভাবলে পোশাক।
মন্তব্য প্রদানে ধন্যবাদ। ভালো থাকুন।

৭| ০২ রা জুন, ২০১৭ রাত ১:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: মোবাইলেও তো ছবিগুলি সুন্দর এসেছে।।। প্রবাসীীরা যে যেখাানেই থাকুন না কে, দেশকে ভুলতে পারেন না।।

০২ রা জুন, ২০১৭ রাত ৩:৫০

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সচেতনহ্যাপী ভাই।
হ্যাঁ ভাই, অস্তিত্বজুড়ে তো মাতৃভূমি। আমার ব্লগে আপনাকে স্বাগতম। ভালো থাকুন।

৮| ০২ রা জুন, ২০১৭ রাত ১:৪০

ওমেরা বলেছেন: সুন্দর পোষ্টের জন্য অনেক ধন্যবাদ আপু ।

০২ রা জুন, ২০১৭ রাত ৩:৫১

উম্মে সায়মা বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ ওমেরা আপু।

৯| ০২ রা জুন, ২০১৭ রাত ২:১৭

পুলহ বলেছেন: অবশেষে !!! সেফ হওয়ায় অভিনন্দন সায়মা।
প্রায় ৫/৬ বার আরব দেশে যাওয়ার সুযোগ হলেও, এখানে যাই নি কখনো।

০২ রা জুন, ২০১৭ রাত ৩:৫৩

উম্মে সায়মা বলেছেন: হ্যাঁ পুলহ ভাই অবশেষে! আপনাকে ধন্যবাদ।
এখানে না গেলেও অন্য সৈকতে গেছেন নিশ্চয়ই।

১০| ০২ রা জুন, ২০১৭ রাত ২:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো অজানাকে দেখে, জানতে পেরে। ছবিগুলো সুন্দর। +++

০২ রা জুন, ২০১৭ রাত ৩:৫৯

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই। প্লাস পেয়ে খুব ভালো লাগছে :)

১১| ০২ রা জুন, ২০১৭ ভোর ৪:৪০

ধ্রুবক আলো বলেছেন: ছবি ব্লগ দারুন লাগলো +++

যদি যেতে পারতাম নিজ চোখে দেখার ইচ্ছে জাগে।

০২ রা জুন, ২০১৭ সকাল ৮:০৩

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ধ্রুবক আলো ভাই। একটু ইচ্ছে থাকলেই যেকোন সময় নিজ চোখে দেখা হয়ে যেতে পারে :) ভালো থাকুন।

১২| ০২ রা জুন, ২০১৭ ভোর ৫:৪০

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার সাথে আমিও ঘুরে এলাম।

নিরাপদ ব্লগার হওয়ার জন্য অভিনন্দন।

০২ রা জুন, ২০১৭ সকাল ৮:১০

উম্মে সায়মা বলেছেন: যাক, আমার সাথে আপনাকেও ঘুরিয়ে আনার স্বাদ দিতে পেরেছি জেনে ভালো লাগছে :)
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

১৩| ০২ রা জুন, ২০১৭ সকাল ৭:২১

নিরব জ্ঞানী বলেছেন: সুন্দর সব ছবি। আপনার ছবি তোলার হাত চমৎকার!!

যদি কিছু মনে না করেন, আমি কম্পোজিসনে একটা টিপস দিতে চাই। ২ এবং ৩ নম্বর ছবিগুলোতে হরাইজন্টাল লাইনটা সোজা রাখলে ছবিগুলো দেখতে আরো সুন্দর হতো (এটা গ্রহণ করা বা না করা একান্তই আপনার ইচ্ছে। কারণ প্রত্যেকের ছবিতোলার বা কম্পোজিসনের ধরণ আলাদা। :) )

এছাড়াও ছবিগুলো বড় করে আপলোড করলে দেখতে আরো ভাল লাগে। কি করে ছবি বড় করে আপলোড করে হয় তা এখানে ক্লিক করলে দেখতে পাবেন।


০২ রা জুন, ২০১৭ সকাল ৮:১৬

উম্মে সায়মা বলেছেন: জ্ঞানী ভাইয়া..... ছবি তোলার সময়তো এত কিছু খেয়াল করিনা। আপনিতো প্রফেশনাল ফটোগ্রাফারের মত ছবি তোলেন তাই এত কিছু বোঝেন। এরপর থেকে ছবি তোলা এবং আপলোড করার সময় আপনার টিপসগুলো মনে রাখার চেষ্টা করব :)
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৪| ০২ রা জুন, ২০১৭ সকাল ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


মুসা ( আ: ) কোন এলাকা দিয়ে আরবে ফেরত এসেছে, সেটা দেখেছেন নাকি?

০২ রা জুন, ২০১৭ দুপুর ১:৩২

উম্মে সায়মা বলেছেন: না চাঁদগাজী ভাই। আমি ঠিক জানিওনা মুসা ( আ: ) কোন এলাকা দিয়ে আরবে ফেরত এসেছেন। এটা সম্পর্কে সম্ভবত কেউ নিশ্চিত না। ধন্যবাদ।

১৫| ০২ রা জুন, ২০১৭ সকাল ১০:২৬

সামু পাগলা০০৭ বলেছেন: সায়মা আপুউ! সেইফ মোবারক! আপনার সামনের ব্লগিং এর দিনগুলো আরো সুন্দর কাটুক!
আর পোষ্ট ভালো লেগেছে।

অনেক ভালো থাকুন।

০২ রা জুন, ২০১৭ দুপুর ১:৩৩

উম্মে সায়মা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনিও অনেক ভালো থাকুন।

১৬| ০২ রা জুন, ২০১৭ সকাল ১১:০৮

মানবী বলেছেন: বাহ্! উন্মে সায়মা প্রথম পাতায়!!
খুব ভালো লেগেছে দেখে.... অভিনন্দন আপু!

সমুদ্র দেখলে মনে বেজে উঠে "সাগরের তীর থেকে, মিষ্টি কিছু হাওয়া..." লোহিত সাগরের চমৎকার ছবিগুলো দেখেও তেমন হলো।
শুধু গানটা শোনা সম্ভব হচ্ছেনা :-)

সুন্দর সময় আর দৃশ্যগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ উন্মে সায়মা।

০২ রা জুন, ২০১৭ দুপুর ১:৩৯

উম্মে সায়মা বলেছেন: উন্মে সায়মা প্রথম পাতায়!!
হ্যাঁ মানবী আপু। অবশেষে! পাশে থাকায় অান্তরিক ধন্যবাদ।
গানটা শুনতে না পারলেও মনের প্লেয়ারেতো বেজে উঠেছে। তাতেই হয়ে গেছে :) আমারও সমুদ্র দেখলে এ গানটা মনে পড়ে। ভালো থাকুন আপু।

১৭| ০২ রা জুন, ২০১৭ সকাল ১১:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মোবাইলে তোলা হলেও ছবিগুলো ভালো হয়েছে। ব্লগে সেফ স্ট্যাটাস পাওয়ায় আপনাকে অভিনন্দন।

ধন্যবাদ বোন উম্মে সায়মা।

০২ রা জুন, ২০১৭ দুপুর ১:৪০

উম্মে সায়মা বলেছেন: বাহ আবুহেনা ভাইকে আমার ব্লগে পাওয়া গেছে! অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ভালো থাকুন।

১৮| ০২ রা জুন, ২০১৭ দুপুর ১:০৭

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।

০২ রা জুন, ২০১৭ দুপুর ১:৪১

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগা রেখে যাওয়ায় আন্তরিক ধন্যবাদ আপু। ভালো থাকুন।

১৯| ০২ রা জুন, ২০১৭ দুপুর ১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
সায়মা আপু, ইফতারের পরে আমাদের জন্য, অবশ্যই মিষ্টি নিয়ে হাজির্ হবেন !! আপনার এ বন্দি দশা থেকে মুক্তি লাভের আনন্দে, আমরা সকল ব্লগার মিলে মিষ্টি চাই।। ;)

০২ রা জুন, ২০১৭ দুপুর ১:৫৯

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। আচ্ছা ভার্চুয়াল মিষ্টিই তো। নো প্রবলেম B-) আমার এখানের ইফতারের পর পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু। :)

২০| ০২ রা জুন, ২০১৭ দুপুর ২:০৪

করুণাধারা বলেছেন: অভিনন্দন! প্রথম পাতায় আসার জন্যে। আশাকরি এখন থেকে নিয়মিতভাবে পোস্ট দেবেন।

ছবি দেখে মুগ্ধ হলাম। ++++

ভাল থাকুন সতত।

০২ রা জুন, ২০১৭ দুপুর ২:৩০

উম্মে সায়মা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও আশা করি নিয়মিত পোস্ট দেব। চেষ্টা করব আর কি।
আপনার মুগ্ধতা সৃষ্টি করতে পারায় কৃতার্থ। আপনিও ভালো থাকুন অনেক। আমার ব্লগে স্বাগতম।

২১| ০২ রা জুন, ২০১৭ দুপুর ২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
ফ্রি জিনিষ খেতে কার না, মন চায় না। আচ্ছা রাত যত হোক না কেন, জেগে থাকব ! =p~

০২ রা জুন, ২০১৭ দুপুর ২:৩১

উম্মে সায়মা বলেছেন: ভার্চুয়াল খাবারেই আপনার এত উৎসাহ! আপনিতো তাহলে বেশ ভোজনরসিক মনে হচ্ছে :D

২২| ০২ রা জুন, ২০১৭ দুপুর ২:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবিতে সায়মার মা নাই কেন?
পোস্টে মাইনাস!!!

০২ রা জুন, ২০১৭ দুপুর ২:৩৭

উম্মে সায়মা বলেছেন: হাহাহা লিটন ভাই। মাইনাস পেয়েই খুশি। ব্যতিক্রম কিছু :-B তবে পোস্টের প্লাস বাটনে একটা ক্লিক দিয়ে দিলে ভালো হত। প্লাসে মাইনাসে মাইনাসটা আরো পাকাপোক্ত হত ;)
আমার পোস্টে আসায় ধন্যবাদ ভাই। স্বাগতম। ভালো থাকুন।

২৩| ০২ রা জুন, ২০১৭ বিকাল ৩:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাইলে ১০ নাম্বার লাইকটা কে দিল!!!!

০২ রা জুন, ২০১৭ বিকাল ৫:৫২

উম্মে সায়মা বলেছেন: হবেনা লিটন ভাই। খেলবনা B-) ১০ নম্বরটা পরে এ্যাড হয়েছে। যাক তবুতো পাকাপোক্ত একটা মাইনাস পেলাম ;) (কিছু মনে করবেননা ভাই। মজা করলাম। লাইক না দিলেও সমস্যা ছিলনা। আপনি আমার পোস্টে এসেছেন তাতেই খুশি হয়েছি। ভালো থাকুন।)

২৪| ০২ রা জুন, ২০১৭ বিকাল ৪:২৫

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ! ছবি ব্লগ দেখে অজানাকে জানার ব্যাপারটা অবশ্যই রোমাঞ্চকর, এমন পোষ্ট চাই সর্বদা..........শুভেচ্ছা জানিয়ে গেলাম।

০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০০

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাদা মনের মানুষ ভাইয়া। আপনার ছবুব্লগগুলো অসাধারণ হয়। আপনার মত অত তো ভ্রমণের সুযোগ পাইনা আর পেলেও আপনার মত সুন্দর ছবিব্লগ করতে পারবনা। তবু চেষ্টা করব। আশা করি পাশে থাকবেন :)

২৫| ০২ রা জুন, ২০১৭ বিকাল ৫:৩৯

মনিরা সুলতানা বলেছেন: ভালো লাগা :)

০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০২

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ মনিরা আপু। আমার ব্লগে আপনাকে স্বাগতম। ভালো থাকুন।

২৬| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

নতুন নকিব বলেছেন:



অভিনন্দন অনিন্দ্যসুন্দর ছবিব্লগ উপহার দেয়ায়।

ভাল থাকবেন, অহর্নিশ।

প্রথম পাতায়/ সেইফ লাইফে অভিনন্দন আবারও।

০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

উম্মে সায়মা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন নকিব ভাই। আমার পোস্টে প্রথম এলেন। স্বাগতম। ভালো থাকুন সবসময়।

২৭| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

জুনিয়ার ব্লগার বলেছেন:
ছবিগুলো সুন্দর হয়েছে আপু ।

০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ জুনিয়র ব্লগার ভাইয়া। আমার ব্লগে আপনাকে স্বাগতম। ভালো থাকুন।

২৮| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

জুন বলেছেন: প্রথম ছবি ব্লগেই মনমাতানো সব ছবি দেবার জন্য আন্তরিক ধন্যবাদ উম্মে সায়মা । তবে লোহিত সাগর যা লাল শৈবালের জন্যই এই নামকরন তার পানি এমন সুনীল কেন ! ছবি আর বর্ননায় অনেক ভালোলাগা ।
আমিও গত শনি রবি সমুদ্র তীরের এক জনপদে থেকে আসলাম । কিন্ত দুর্বল নেটের জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছিনা :((
+

০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

উম্মে সায়মা বলেছেন: অনেকদিন পর আপনাকে আমার ব্লগে পেলাম জুন আপু। ভালো আছেন আশা করি।
লোহিত সাগর পুরোটা লাল শৈবালে পূর্ণ না। একেকদিকে এমন সাধারন নীলও আছে। যেদিক পাথুরে সেদিক কিছুটা লোহিত মনে হয়। তবে লোহিত বলতে যেমন লাল মনে হয় তেমন কোথাও দেখিনি। পরে একসময় সেদিকের সৈকতের ছবি শেয়ার করব।
আপনার সমুদ্রতীর ভ্রমনের অভিজ্ঞতা জানার অপেক্ষায় রইলাম। ভালো থাকুন।

২৯| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন:

০২ রা জুন, ২০১৭ রাত ৮:০৪

উম্মে সায়মা বলেছেন: ভাইজান আমার এখানে এখনো ইফতার হয়নি। আচ্ছা ইফতারের পর খেয়ে নেব :)



ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত নিন :)

৩০| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: লোহিত সাগরের নাম লোহিত সাগর বা রেড সী কেন ?

সুন্দর ছবি পোস্ট ।

০২ রা জুন, ২০১৭ রাত ৮:১৯

উম্মে সায়মা বলেছেন: সমুদ্র শিকড় নামে একধরনের শৈবালের উপস্থিতির কারনে সমুদ্রের পানি দেখতে লাল মনে হয় বলে এ সাগরের নাম লোহিত সাগর দেয়া হয়েছে। গুগলে খুঁজলেই পাওয়া যায়। :)
ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।

৩১| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য শুভ কামনা। ছবি ব্লগ ভাল লেগেছে।

০২ রা জুন, ২০১৭ রাত ১১:২০

উম্মে সায়মা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ সামু ব্লগের সনেটের রাজা :) আপনার জন্যেও শুভ কামনা।

৩২| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:৩০

এডওয়ার্ড মায়া বলেছেন: লোহিত সাগরের পানি নীল দেখাচ্ছে-লাল কেন নয় ?

০২ রা জুন, ২০১৭ রাত ১১:২২

উম্মে সায়মা বলেছেন: লোহিত সাগরের সবটাই লাল নয়। অনেকাংশ অন্যান্য সাগরের মতই নীল। ধন্যবাদ এডওয়ার্ড মায়া ভাই। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৩৩| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:৩১

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,



প্রথম পাতাতে এলেন একেবারে একখানা সাগরের মতো উতাল করা ছবি নিয়ে । প্রথম পাতার এই সাগরের ঢেউ নিয়ত আছড়ে পড়ুক এই ব্লগ সৈকতে ।
স্বাগতম ।

আর পরীক্ষায় যোগ্যতার সাথেই পাশ করে গেছেন । ব্রাভো ..........................

০২ রা জুন, ২০১৭ রাত ১১:২৬

উম্মে সায়মা বলেছেন: আপনার কাব্যিক মন্তব্য সবসময় মন ভালো করে দেয় আহমেদ জী এস ভাই। সর্বদা পাশে থেকে উৎসাহ দেয়ায় আন্তরিক কৃতজ্ঞতা। ভালো থাকুন।

৩৪| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ১:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সুন্দর ছবি, আর চমৎকার বর্ণনা,
দুয়ে মিলে, ছন্দের সে কি মূর্ছনা!

০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

উম্মে সায়মা বলেছেন: ছন্দময় মন্তব্যে অত্যন্ত প্রীত হলাম সত্যপথিক শাইয়্যান ভাই। ভালো থাকুন।

৩৫| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৩:২৪

বিজন রয় বলেছেন: আপনি কি ওইসব মরুর দেশে থাকেন?

ছবিব্লগে ++++ দিয়ে গেলাম।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:৪৭

উম্মে সায়মা বলেছেন: হ্যাঁ বিজনদা। আমি মরুর বুকে ঘর বেঁধেছি।
এত্তগুলো প্লাস পেয়ে ভীষণ অনুপ্রাণিত। অসংখ্য ধন্যবাদ।

৩৬| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৩:৪৮

নাদিম আহসান তুহিন বলেছেন: আপনিতো বহুত ডেঞ্জারাস আছিলেন। যাই হোক, অবশেষে নিরাপদ ব্লগার হইলেন। অভিনন্দন

০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১১:৪৬

উম্মে সায়মা বলেছেন:
বহুত ডেঞ্জারাস আছিলেন
মুহাহাহা :-B
তবে এখন আর কোন ভয় নেই :)
ধন্যবাদ অলস গনিতবিদ ভাইয়া।

৩৭| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৩:৫২

আকতার আর হোসাইন বলেছেন: অপূর্ব সব ছবির সাথে কাব্যিক ছন্দের জাদু। জাস্ট অসাধারণ হয়েছে

০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১১:৪৮

উম্মে সায়মা বলেছেন: অসাধারণ মনে হওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম।

৩৮| ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ৮:২৮

ডঃ এম এ আলী বলেছেন: লোহিত সাগরের সৈকতের সুন্দর ছবি
লোহিত সাগরের পানির নীচটাও খু্ব সুন্দর
এর কোরল রীফ খুবই বিখ্যাত ।
শুভেচ্ছা রইল

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:০১

উম্মে সায়মা বলেছেন: ঠিক বলেছেন ডঃ এম এ আলী ভাই। পানির নিচটাও খুব সুন্দর। কখনো সী ডাইভে যাওয়া হয়নি। তবে ইচ্ছে আছে। খুব সুন্দর একটা ছবি শেয়ার করেছেন। পোস্টে আসায় ধন্যবাদ ভাই। ভালো থাকুন।

৩৯| ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১১:৩৭

বে-খেয়াল বলেছেন: ছবি ব্লগ সাথে সুন্দর ছন্দে লেখনী বেশ ভালো লাগলো।

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:০৩

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ বে-খেয়াল ভাই। ভালো থাকুন।

৪০| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
নতুন পোষ্ট কই ? তারাতারি কিছু একটা লিখে ফেলুন ।

১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:৪৯

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। :) সময় পাচ্ছিনা পোস্ট দেয়ার। শীঘ্রই দেব।
আন্তরিকতায় ধন্যবাদ শাহরিয়ার ভাই।

৪১| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: লোহিত সাগরের কাছে না যেয়েও অনেক কিছু জানা হল আপনার পোষ্টের জন্য।
সুন্দর পোষ্ট।

১১ ই জুন, ২০১৭ রাত ১:১২

উম্মে সায়মা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ মিন্টু ভাই। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৪২| ১২ ই জুন, ২০১৭ রাত ১২:০৭

পুলক ঢালী বলেছেন: ছবিগুলি খুব সুন্দর সাথে ক্যাপশনেও খুব সুন্দর মনকাড়া কথা লিখেছেন ভাবছি আপনি বাংলা ম্যাডাম নাকি ইংলিশ? :D

১২ ই জুন, ২০১৭ রাত ২:২৯

উম্মে সায়মা বলেছেন: হাহাহা পুলক ভাই। :) নিজের ভাষা তো জানতেই হয়, যতই অন্য ভাষায় পড়ি/পড়াই। আর সামুতে এসেও বাংলা অনেক শিখেছি। দেখছেন না খাঁটি বাংলায় মন্তব্য করি। আপনাকে একটা গোপন কথা বলি। অনেক বাংলা শব্দ মনে না পড়লে গুগল ট্রান্সলেটে দেখে নিয়ে কমেন্ট করি :)
ধন্যবাদ বাদ :-B

৪৩| ১২ ই জুন, ২০১৭ সকাল ৭:৫৩

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ বাদ
হা হা হা একটা কথা মনে পড়িয়ে দিলেন এ্যামোং দ্যা ফ্রেন্ডস দেয়ার ইজ নো সরি নো থ্যাংকস :D

১৩ ই জুন, ২০১৭ রাত ১১:২৭

উম্মে সায়মা বলেছেন: আরাফ ভাইকে বলতে বলতে আপনাকেও বলে ফেলেছি :) ওকে আপনার জন্যও ধন্যবাদ বাদ B-)

৪৪| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ৯:৩৫

খায়রুল আহসান বলেছেন: সেফ স্ট্যাটাস পাওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন!
শিরোনামসহ ছবিগুলো খুব সুন্দর হয়েছে। সবচেয়ে ভাল লেগেছে ৭ নম্বরটা-- ছেলেবেলা হারায় সাঁঝের বেলায়...
পোস্টে প্লাস + +

০৫ ই জুলাই, ২০১৭ ভোর ৪:০২

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই। প্লাস পেয়ে খুব ভালো লাগছে। ভালো থাকুন।

৪৫| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৮

Artcell Sabuj বলেছেন: মনের সৌন্দর্যে জীবন থেকে ঘ্রাণ বের হয় শুনেছি এই প্রথম দেখলাম।
পুলকিত B)

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৩

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর একটা কথা বলেছেন তো! আপনার কমেন্টে লাইক। অসংখ্য ধন্যবাদ। ব্লগে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.