নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

সরলতার গান: আমার বাবা

১৮ ই জুন, ২০১৭ সকাল ৭:৩৪



খুব ছোট বয়সে একবার হঠাৎ আমার কবিতা লেখার প্রতি ঝোঁক আসে। কবিতা আর কী! সে বয়সে স্বল্পজ্ঞানে কবিতা মানে বুঝতাম কেবল ছন্দ মেলানো। ছড়াই বলা চলে। বেশ কিছু বিষয় নিয়ে লিখেছিলাম। নিজের চারপাশের পরিবেশ, মানুষদের নিয়ে। আমার গন্ডিতো খুব ছোট ছিল; মা-বাবা, গ্রাম, প্রকৃতি এসবই ছিল বিষয়বস্তু। সেই পুরানো ডায়েরী এখনো সযত্নে তোলা আছে। মাঝে মাঝে উল্টেপাল্টে দেখি। মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায়। এখন দেখলে একটু অবাকই হই। সেই ছোট বয়সে এত ছন্দ মেলালাম কী করে! এখন চাইলেও ছোটবেলার মত আর ছন্দ মেলাতে পারবনা। সেই ছোটবেলা, সেই সরলতা কেন হারিয়ে যায়!

তখন আমার বয়স দশ কী এগারো। বাংলাদেশেই ছিলাম। নিজেদের গ্রামের বাড়িতে। আর বাবা আমাদের চেয়ে অনেক দূরে, দেশের বাইরে। সে সময়ের ছোট্ট মনের আবেগ থেকে বাবাকে নিয়ে লেখা। হয়ত বাবাকে আমি কিভাবে চাই তা-ই লিখে বোঝাতে চেয়েছিলাম....।। আজ বিশ্ব বাবা দিবস। সবাই বাবাকে নিয়ে পোস্ট দিচ্ছে। তাই ভাবলাম আমি আমার ছোট্টবেলার সেই সরলতার গান সবার সাথে শেয়ার করি।।

'’আমার বাবা’’

বাবার আমি চোখের মনি
পাশে থাকে রোজ,
সুখে দুখে ভালোবাসে
নেয় যে সদা খোঁজ।
সে যে আমার মহান গুরু
বন্ধু আপনজন,
সবার চেয়ে ভাল বাবা
ফুলের মত মন।
তার কাছে পাই আমি
কত ভালবাসা,
আদর সোহাগ দিয়ে বাবা
মেটায় মনের আশা।

মন্তব্য ৫৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৭ সকাল ৮:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: আমার গন্ডিতো খুব ছোট ছিল; মা-বাবা, গ্রাম, প্রকৃতি এসবই ছিল বিষয়বস্তু।
এই লাইনটি পড়ে রিলেট করতে পারলাম আপু। আমার জীবনের গন্ডিও খুব ছোট ছিল। গ্রামের জায়গায় মফস্বল হবে, ব্যাস এই যা! সব সরলতা হারিয়ে এখন বিশাল এক দেশের শহরে বসবাস করছি। তবুও, আমি ভীষন ভাগ্যবতী যে বাবা মা কে সবসময় পাশে পাশে পেয়েছি। এর জন্যে আমি আল্লাহর কাছে কতটা গ্রেইটফুল সেটা ভাষায় প্রকাশ করতে পারবনা। আল্লাহ তাদেরকে ভালো ও সুস্থ রাখুন, ব্যাস এইটুকুই চাই।

আপু, খালুব্বাকে নিয়ে আপনার সরল লেখাটি অনেক ভালো লাগল। ছোটবেলার সেই সরল আবেগগুলো আজীবন সবার আপন হয়ে থাকুক!

আপনার ও খালুব্বার জন্যে অনেক শুভকামনা!

১৮ ই জুন, ২০১৭ সকাল ৮:২১

উম্মে সায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু। বাাব মা আসলেই আল্লাহর অনেক বড় রহমত।
খালুব্বার জন্যে অনেক শুভকামনা!
আপনার আন্তরিক ডাকে মুগ্ধতা আর কৃতজ্ঞতা। আপনার আর আপনার বাবা মায়ের জন্যও শুভকামনা আর দোয়া। পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক।

২| ১৮ ই জুন, ২০১৭ সকাল ৮:৩৫

নাদিম আহসান তুহিন বলেছেন: ভালো থাকুক পৃথিবীর সব বাবারা

১৮ ই জুন, ২০১৭ সকাল ৮:৩৬

উম্মে সায়মা বলেছেন: শুভকামনায় ধন্যবাদ তুহিন ভাইয়া। ভালো থাকুন।

৩| ১৮ ই জুন, ২০১৭ সকাল ৯:০৮

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর লিখেছেন বাবাকে নিয়ে
মনে পরে সে বিখ্যাত গানের কথাগুলি
মনে হয় বাবা যদি বলতো আমায় আয় খুকু আয়
অনেক শুভেচ্ছা রইল

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৯

উম্মে সায়মা বলেছেন: এ গানটা আমার খুব প্রিয়। ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই। ভালো থাকুন সবসময়।

৪| ১৮ ই জুন, ২০১৭ সকাল ৯:১৯

পথহারা মানব বলেছেন: বাহ! সুন্দর, সরল ও সাবলীল।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪১

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ পথহারা মানব ভাই। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৫| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:০৯

এডওয়ার্ড মায়া বলেছেন: সহজ প্রাঞ্জল
বাবার জন্য দারুন ভালবাসা।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৩

উম্মে সায়মা বলেছেন: আমারো তাই মনে হয়েছে। একদম সহজ ভাষায় মনের আবেগের প্রকাশ। বাবার জন্য ভালোবাসা। আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:১৯

মোস্তফা সোহেল বলেছেন: বাবাকে নিয়ে কবিতাটি খুবই সুন্দর হয়েছে।
আপনার বাবার জন্য শুভ কামনা রইল।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৫

উম্মে সায়মা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই।
পৃথিবীর সব বাবার জন্য শুভ কামনা।

৭| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৫২

নাগরিক কবি বলেছেন: ছোট থেকে বড় হয়েছি তাকে কখনো কাঁদতে দেখিনি তবে হ্যাঁ বেশ ঘামতে দেখেছি - বাবা।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৫

উম্মে সায়মা বলেছেন: পৃথিবীর সব বাবার জন্য শুভ কামনা।

৮| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাবাকে নিয়ে লেখা ছড়াটি ভালো হয়েছে।

ধন্যবাদ বোন উম্মে সায়মা।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৮

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ হেনাভাই। আমারো ভালো লেগেছে। মনে হয় একটা ১০ বছরের মেয়ের লেখা হিসেবে ভালোই। :)
আপনাকেও অনেক ধন্যবাদ। বাবা দিবসের শুভেচ্ছা।

৯| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ তো শুধু ছন্দ মেলানো হয় নি আপু, চমৎকার লিখেছেন সেই ছোটো বয়সেই। বাবাকে নিয়ে এমন সরস কবিতা লেখা যায় তখনই, যখন বাবার প্রতি থাকে অদম্য ভালোবাসা, যে-বাবা তাঁর সন্তানকে যক্ষের নিধির মতো আগলে রাখেন।

সকল বাবার প্রতি শুভেচ্ছা থাকলো।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৬

উম্মে সায়মা বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই। ছোট বয়স হিসেবে আমারো মনে হয়েছে ভালোই :)
এমন সরস কবিতা লেখা যায় তখনই
নিষ্পাপ মনের আবেগ থেকেই কেবল এমন কবিতা সৃষ্টি হতে পারে। এখন চাইলেও হয়তো পারবনা। কতকিছু চিন্তাভাবনা করতে হবে। সেই সরলতার সময় যে পেছনে ফেলে এসেছি।
আমার ব্লগে আপনাকে স্বাগতম। ভালো থাকুন।

১০| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:২২

অপ্‌সরা বলেছেন: লেখার চাইতেও ছোট্টবেলার কবিতায় মুগ্ধ হলাম আপুনি!

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:০০

উম্মে সায়মা বলেছেন: আমিও আমার ছোটবেলার কাব্যপ্রতিভা দেখে মুগ্ধ আপু। বড়বেলায় আর এমন করে লিখতে পারিনা.....। :|
আমার কোন পোস্টে এ প্রথম এলেন। খুব ভালো লাগছে। ভালো থাকুন অনেক।

১১| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫২

ওমেরা বলেছেন: আপু বাবাকে নিয়ে কবিতা অনেক ভাল লেগেছে । ধন্যবাদ আপু ।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:০২

উম্মে সায়মা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে। অনেক ধন্যবাদ।
পৃথিবীর সব বাবা ভালো থাকুক।

১২| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: পিতৃ দিবসের শুভেচ্ছা রইলো ।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৩

উম্মে সায়মা বলেছেন: পৃথিবীর সব বাবা ভালো থাকুক। বেঁচে থাকুক সন্তানের ছায়া হয়ে। ধন্যবাদ শাহরিয়ার ভাই।

১৩| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর অনুভাবী সময় শেয়ার করেছেন আপু। ভালো লাগলো।

ছোট সময়ের বাবা অনুভূত কাব্যটুকুতে মুগ্ধতা,

ভালোবাসায় পূর্ণতা পাক বাবা'র হৃদয় মন, শুভ প্রত্যাশা।

শুভকামনা আপনার জন্য।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৬

উম্মে সায়মা বলেছেন: অনুভবে কৃতজ্ঞতা নয়ন ভাই। শুভকামনা আপনার জন্যও।
পৃথিবীর সব বাবার জন্য শুভ কামনা।

১৪| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৫

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: বাবাকে যে খুব ভালোবাসতেন ছোট বয়সে কবিতায় সেটাই বেশ সুন্দর ভাবে কবিতায় প্রকাশ পেয়েছে। শুভকামনা জানবেন।

১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১০

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ মিন্টু ভাই। বাবার প্রতি ভালোবাসা সবসময়। ভালো থাকুন।

১৫| ১৮ ই জুন, ২০১৭ রাত ৮:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বাবাকে নিয়ে লেখা কবিতা অনেক সুন্দর হয়েছে।

১৮ ই জুন, ২০১৭ রাত ৮:২৪

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ ফরিদ ভাই। সহব্লগারদের নিয়ে আপনার সনেটের বিশাল এক ভান্ডার তৈরি হচ্ছে। আপনার কবিতার বুনটে সবসময় মুগ্ধ হই। শুভ কামনা

১৬| ১৮ ই জুন, ২০১৭ রাত ৮:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেই পিচ্ছিকালেই এত চমৎকার লিখেছেন!!! ।

১৮ ই জুন, ২০১৭ রাত ৮:২৬

উম্মে সায়মা বলেছেন: আমি নিজেও অবাক হই লিটন ভাই! পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

১৭| ১৮ ই জুন, ২০১৭ রাত ৮:৫০

সুমন কর বলেছেন: খারাপ লাগেনি। +।

১৮ ই জুন, ২০১৭ রাত ১০:০২

উম্মে সায়মা বলেছেন: খারাপ লাগেনি এবং একটি প্লাস দিয়েছেন। তাই কৃতজ্ঞতা :)

১৮| ১৮ ই জুন, ২০১৭ রাত ৮:৫০

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




সব বাবাদের মন ফুলের মতই হয় ।
সরলতার যে গান গেয়ে গেলেন , তাতে প্রবাসী বাবার জন্যে সরল এক গ্রাম্য বালিকার গভীর ভালোবাসার ছোঁয়ার দেখা মিললো ।

১৮ ই জুন, ২০১৭ রাত ১০:০৫

উম্মে সায়মা বলেছেন: হ্যাঁ আহমেদ জী এস ভাই, একজন মানুষ হিসেবে যে যেমনই হোক, বাবা হিসেবে সে ফেরেশতা। পৃথিবীতে কোন বাবাই খারাপ হয়না। পাঠে এবং মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।

১৯| ১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৫৫

অর্ক বলেছেন: সত্যি হৃদয় ছুঁয়ে গেল! খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন পিতার প্রতি ভালবাসা। শুভকামনা।

১৮ ই জুন, ২০১৭ রাত ১০:০৭

উম্মে সায়মা বলেছেন: কারো হৃদয় ছোঁয়াতে পেরে আমার ছোটবেলার কবিতা সার্থক। অসংখ্য ধন্যবাদ অর্ক ভাই। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

২০| ১৮ ই জুন, ২০১৭ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: এইক'ই শহরে থাকি তবু বাবার সাথে গত মাস দেখা হয়নি।

১৮ ই জুন, ২০১৭ রাত ১০:২৮

উম্মে সায়মা বলেছেন: ওহ। কেন রাজীব ভাই? আজকের দিনটা একটা ছোট্ট উপহার নিয়ে দেখা করে আসতেন। খুশিতে উনার চোখের ঝলকানি দেখে আপনার সারাদিনের সব ক্লান্তি দু্ূর হয়ে যেত। :) যাই হোক আপনার এবং আপনার বাবার জন্য শুভ কামনা।

২১| ১৮ ই জুন, ২০১৭ রাত ১০:৪৬

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! কি সরল প্রকাশ ।
ভালোলাগা আপু ।

১৮ ই জুন, ২০১৭ রাত ১০:৫১

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ মনিরা সুলতানা আপু। ভালো থাকুন সবসময়।

২২| ১৯ শে জুন, ২০১৭ রাত ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় ভাল লাগা ।

বাবার জন্য শুভকামনা ।

১৯ শে জুন, ২০১৭ রাত ১:৩৬

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ রইল সেলিম আনোয়ার ভাই।
পৃথিবীর সব বাবা ভালো থাকুক।

২৩| ১৯ শে জুন, ২০১৭ রাত ১:০০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: এখন দেখলে অবাক হই,ছোটবেলায় এত সুন্দর ছন্দ মেলালাম কি করে।আসলে,কিছু কাজ হয়ত যখন মন থেকে করি তখন তা আমাদের আশা থেকেও বেশি হয়ে যায়।
তাই হয়ত,এখন আর সেরকম ছন্দ মিলছে নাহ।
কবিতা নিয়ে তেমন মন্তব্য করতে পারছি না,কারণ কবিতা খুব কমই বুঝি,যত সহজই হোক।

অফটপিক:আপনি কি এখন দেশের বাহিরে রয়েছেন?
আপনার পোষ্টে বলা আছে"যখন বাংলাদেশে ছিলাম"তাই আর কি।

১৯ শে জুন, ২০১৭ রাত ১:৫৫

উম্মে সায়মা বলেছেন: সেটাই হবে ভাই। কোন কিছু খুব বেশি না ভেবে করলে করা হয়ে যায়। আর যখন কোন কিছু নিয়ে খুব বেশি ভাবা হয় তখনই তা আর হয়ে ওঠেনা।
কবিতা খুব কমই বুঝি আরে ভাইয়া এটাতে বোঝার কিছু নেই। এটা একটা ছোট বাচ্চার লেখা ছড়িতা :)
দেশের বাহিরে রয়েছেন? হ্যাঁ ভাইয়া। ঠিক ধরেছেন।

২৪| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

জাহিদ অনিক বলেছেন: ছোট বেলার কবিতায় মুগ্ধতা আপু ।
বুঝতে পারছিলাম পরদেশে থাকা বাবাকে কতটা মিস করছিলে ।

সুখে দুখে ভালোবাসে
নেয় যে সদা খোঁজ।


কেন জানি আমার কখনো বাবা-মাকে নিয়ে কবিতা লেখা হউ নি।

২০ শে জুন, ২০১৭ ভোর ৪:১৮

উম্মে সায়মা বলেছেন: যাক তবুতো ছোটবেলার আমি কাউকে মুগ্ধ করতে পেরেছে :) পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জাহিদ অনিক ভাইয়া।
বাবা-মাকে নিয়ে লেখা হয়নি তো এখন লিখে ফেলেন B-)

২৫| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩০

খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা খুব সুন্দর হয়েছে, ছবিটাও।
আর সহজ সরল কথা ও ছন্দে কবিতাটার জন্য প্লাস + + দিয়ে গেলাম।

২১ শে জুন, ২০১৭ রাত ১০:৫৫

উম্মে সায়মা বলেছেন: মন্তব্য এবং প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই। অনেকদিন পর আপনাকে আমার পোস্টে পেয়ে ভীষণ ভালো লাগছে। ভালো থাকুন।

২৬| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:০৮

মুশি-১৯৯৪ বলেছেন:
আষাঢ়ের ঘন বরিষনে বাবা-কে নিয়ে লেখা তোমার কবিতাটি দারুন লাগল।

তাই রবি ঠাকুরের ভাষাতেই বলি-----

হৃদয় আমার নাচেরে আজিকে,
আকুল পরান আকাশে চাহিয়া,
আজি উল্লাসে কারে যাচে রে....।

২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩৫

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ মুশি। তোমার ভালো লেগেছে জেনে ভালো লাগল। এটা আমার সেই ছোটবেলায় লেখা। ভালো আছো আশা করি।

২৭| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:২৮

নাগরিক কবি বলেছেন: উম্মে সায়মা আপি ইদ তো চলে আসলো, নূতন একটা কবিতা হয়ে যাক। B-)

২১ শে জুন, ২০১৭ রাত ১১:৪০

উম্মে সায়মা বলেছেন: হ্যাঁ কবি ভাই। দেসের ইদ নিয়া কবিতা লিখিতে হইবে B-) আপনিও লিখে ফেলেন।

২৮| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৪৮

নাগরিক কবি বলেছেন: বাংলা একাদেমী কি আমার ইদের লবিতা প্রকাছ করবেক? :||

২২ শে জুন, ২০১৭ রাত ১২:১৮

উম্মে সায়মা বলেছেন: অবস্যই করিবে। না করিয়া যাইবে কোথায় #:-S

২৯| ২৪ শে জুন, ২০১৭ রাত ১০:০২

বর্ষন হোমস বলেছেন:
ছন্দে ভরা সুন্দর কবিতা।

২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৪৪

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ বর্ষন হোমস ভাইয়া। আমার ব্লগে আপনাকে স্বাগতম। ঈদ আনন্দময় হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.