নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

\'\'দখিনা হাওয়ারা আর আসেনা\'\'

২৩ শে জুন, ২০১৭ রাত ৩:০০



কোন মুলুকে হারিয়ে গেছে দখিনা হাওয়া, চিরতরে
মেঘের ভেলায় চড়ে আর পাড়ি জমায়না আমার বাড়ি
আর পাইনা তার মাতাল করা মিষ্টি স্পর্শটুকু
আলতো করে ছুঁয়ে যায়না আমার চিবুক, গাল আর
নাকের ডগায় জমে থাকা বিন্দু বিন্দু জল।
একঝাঁক হাওয়া এলোমেলো করে দেয়না কেশগুচ্ছ
উড়িয়ে নিয়ে যায়না শাড়ির অঞ্চলখানি দামাল হাওয়ায়
ভোরের পাখি হয়ে ঘুম ভাঙ্গায়না মিহিসুরে।

মন খারাপের বিকেলে এসে পাশে বসেনা
কানে কানে আর বলেনা
‘এইতো আমি আছি, আছি তোমার পাশে।'
আর দোলা দেয়না হৃদয়মন্দিরে
উড়ালপঙ্খী হয়ে নিয়ে যায়না অচিন কোন স্বপ্নলোকে
দখিনা হাওয়া আর আসেনা,আর আসবেনা আমার দেশে।।

০৬.০৬.২০১৭

মন্তব্য ৫৯ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৭ রাত ৩:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা!

২৩ শে জুন, ২০১৭ রাত ৩:৩১

উম্মে সায়মা বলেছেন: আপনার হৃদয় ছুঁয়ে যাওয়ায় ভালো লাগল ফরিদ ভাই। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন। অগ্রিম ঈদ শুভেচ্ছা।

২| ২৩ শে জুন, ২০১৭ রাত ৩:২৩

কাছের-মানুষ বলেছেন: কোন মুলুকে হারিয়ে গেছে দখিনা হাওয়া, চিরতরে
মেঘের ভেলায় চড়ে আর পাড়ি জমায়না আমার বাড়ি
আর পাইনা তার মাতাল করা মিষ্টি স্পর্শটুকু
আলতো করে ছুঁয়ে যায়না আমার চিবুক, গাল আর
নাকের ডগায় জমে থাকা বিন্দু বিন্দু জল।


কবিতা ভাল হয়েছে। ভাললাগা রইল।

২৩ শে জুন, ২০১৭ রাত ৩:৩০

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন কাছের-মানুষ ভাইয়া। আমার পোস্টে কি এই প্রথম এলেন? স্বাগতম। আর অগ্রিম ঈদের শুভেচ্ছা

৩| ২৩ শে জুন, ২০১৭ রাত ৩:২৩

পুলহ বলেছেন: এতোটা পেসিমিস্টিক না হইলেও পারতেন হা হা হা...
"ভোরের পাখি হয়ে ঘুম ভাঙ্গায়না মিহিসুরে।"-- এ লাইনটা বেশি সুন্দর লেগেছে আমার কাছে।
ভালো আছেন আশা রাখি। শুভকামনা জানবেন।
অগ্রিম ঈদ মোবারক!

২৩ শে জুন, ২০১৭ রাত ৩:৩৫

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। কিছু লিখতে গেলে কোত্থেকে যেন পেসিমিস্টিক সুর চলেই আসে।
এ লাইনটা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল পুলহ ভাই।
আমি ভালো আছি। আপনিও ভালো আছেন আশা করি। অনেকদিন কোন পোস্ট দিচ্ছেননা। ব্যস্ত আছেন বোধহয় কিছুটা।
আপনাকেও অগ্রিম ঈদ শুভেচ্ছা!

৪| ২৩ শে জুন, ২০১৭ রাত ৩:৩৬

ওমেরা বলেছেন: আপু দক্ষিন দিক খোলা রেখে বাড়ী তৈরী করেন তাহলেই দখিনা হাওয়া আসবে ।

কবিতা ভাল লেগেছে ধন্যবাদ আপু ।

২৩ শে জুন, ২০১৭ রাত ৩:৪২

উম্মে সায়মা বলেছেন: হাহাহা ওমেরা আপু। ভালো বুদ্ধি দিয়েছেন। কিন্তু সমস্যা হল বাড়ি বানানো তো চাট্টিখানি কথা না। B-)
ভালো লাগায় ধন্যবাদ। অগ্রিম ঈদ মোবারক।

৫| ২৩ শে জুন, ২০১৭ সকাল ৮:০২

সামু পাগলা০০৭ বলেছেন: দখিনা হাওয়াকে রূপক হিসেবে ব্যবহার করে কার কথা বলছিলেন আপু? হাহা। বেশ রোমান্টিক লাগল কবিতাটি।

তবে মনে হলো কি, রোমান্সটুকু আরো বাড়ত যদি পাইনা, যায়না, বসেনা, বলেনা এসবের পরিবর্তে দাওনা, বসোনা, বলোনা এসব বলা হতো। কাউকে ব্যক্তিগতভাবে অভিমানের সুরে বললে তাতে আবারো সেসব স্মৃতি ফিরে আসার অপেক্ষার টান থাকত। তাতে কবিতাটি আরো বেশি অন্তরঙ্গ হতো।
যাই হোক, যে লেখে সে বেশি বোঝে ও অনুভব করে তার লেখাটি। আমি পাঠক হিসেবে পড়তে পড়তে ওপরের ব্যাপারটি ভাবছিলাম। :)

বেশ লেগেছে কবিতাটি।

অনেক ভালো থাকবেন আপু!

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:০২

উম্মে সায়মা বলেছেন: হাহাহা আপু। রূপক রূপকই থাক।
আপনার ভাবনাটাও বেশ লেগেছে। সেরকম করলে মনে হয় রোমান্টিক হত। তবে আমি অবজেকটিভই রাখতে চেয়েছি। পরবর্তীতে সম্পাদনা করলে আপনার আইডিয়া মাথায় রাখব। ধন্যবাদ ভাবা এবং তা শেয়ার করার জন্য।
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে। আপনিও অনেক ভালো থাকুন। আন্তরিক ধন্যবাদ।

৬| ২৩ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর আপি। ভাল লাগায় ভরপুর কবিতা

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৪

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ ছবি আপু। অগ্রিম ঈদ মোবারক :) ভালো থাকুন।

৭| ২৩ শে জুন, ২০১৭ সকাল ১০:০২

ঋতো আহমেদ বলেছেন: খুব সুন্দর করে গুছিয়ে গভীর অনুভবে আবিষ্ট করেছেন। ভাল লাগলো।++

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৬

উম্মে সায়মা বলেছেন: ঋতো ভাই অনেকদিন পর মন্তব্য করলেন। সুন্দর মন্তব্য এবং প্লাসে কৃতজ্ঞতা। অগ্রিম ঈদ মোবারক। ভালো থাকুন।

৮| ২৩ শে জুন, ২০১৭ সকাল ১০:৪৫

মৌমুমু বলেছেন: মন খারাপের বিকেলে এসে পাশে বসেনা
কানে কানে আর বলেনা
‘এইতো আমি আছি, আছি তোমার পাশে।'
আর দোলা দেয়না হৃদয়মন্দিরে
উড়ালপঙ্খী হয়ে নিয়ে যায়না অচিন কোন স্বপ্নলোকে
দখিনা হাওয়া আর আসেনা,আর আসবেনা আমার দেশে।


দখিনা হাওয়া আর কখনো আসবেনা আমার দেশেও।
খুব ভালো লাগলো আপু।
ভালো থাকবেন।

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৮

উম্মে সায়মা বলেছেন: কারো কারো জীবন থেকে দখিনা হাওয়া একেবারে হারিয়ে যায়। আর আসেন।
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল। অগ্রিম ঈদ শুভেচ্ছা। ভালো থাকুন।

৯| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ১২:০০

নাগরিক কবি বলেছেন: মন খারাপের বিকেলে......

হারিয়ে যান 8-| কবিতা আমি বুঝিনা। তয় ভালই লেগেছে ;)

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:১১

উম্মে সায়মা বলেছেন: আপনার কবিতা না বোঝাই ভালো ;) আপনি বুঝবেন কঠিন কঠিন দাঁতভাঙ্গা কবিতা। এসব বুঝবেন কেন! তবুও যে ভালো লেগেছে এই বেশি। ধন্যবাদ জানবেন। অগ্রিম ঈদ শুভেচ্ছা।

১০| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতায় মুগ্ধতা +++

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৩

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ধ্রুবক আলো ভাই। আপনার প্লাস এবং মুগ্ধতায় মুগ্ধ। অনেক ভালো থাকুন। অগ্রিম ঈদ মোবারক.....

১১| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: নাগরিক কবি
বলেছেন: মন খারাপের বিকেলে......

হারিয়ে যান 8-| কবিতা আমি বুঝিনা। তয় ভালই লেগেছে ;


আমিও কবিতা কম বুঝি।

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৫

উম্মে সায়মা বলেছেন: হেহে। কবি মানুষ যদি বলে কবিতা কম বোঝে তাহলে আমরা কোথায় যাব! তবে কম বোঝা ভালো B-) পড়েছেন সেজন্য ধন্যবাদ।
অগ্রিম ঈদ শুভেচ্ছা......

১২| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫০

মুশি-১৯৯৪ বলেছেন:

ভাল লাগল। আমিও তোমার মতো রুপক দিয়েই বলি। কেননা রুপক না দিয়ে বললে কথা গুলো যেন লজ্জিত হয়ে পড়ে।
যা হবার তা অবশ্যই হবে । মাঝখানকার অস্থিরতাটুকুরই অপর নাম ‘ মানুষ’ । মাঝখানে সৃষ্ট শূন্যতাই এক্ষণে প্রমাণ করছে ঐখানে দখিন হাওয়া ছিল বা ঐখানে কি একটা যেন ছিল।

হয়তো অধৈর্যপরায়ণতার বাহক এই স্থানটির নামই ‘জীবন’ ।

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:০০

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছ তো ভাই! অসংখ্য ধন্যবাদ তোমাকে। অনেক অনেক ভালো থাকো। আর আশা করি আবার নিয়মিত হবে।

১৩| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিউত্তরে ধন্যবাদ! ঠিক আছে সায়মা আপু ;)

আপনাকেও অগ্রিম ঈদ শুভেচ্ছা......

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৫

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ;) আপনার ঈদ আনন্দময় হোক।

১৪| ২৩ শে জুন, ২০১৭ রাত ৮:০৮

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

২৩ শে জুন, ২০১৭ রাত ৮:৩৬

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুমন দা। প্লাস অনুপ্রেরণা হয়ে থাকল। ভালো থাকুন সবসময়।

১৫| ২৩ শে জুন, ২০১৭ রাত ১০:২৫

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর হয়েছে কবিতা
হতাশ হওয়ার কোন কারণ নাই
দেখুন হারিয়ে যাওয়া দখিনা হাওয়াকে কেমন
করে ধরে আনছে পৌঁছে দিতে আপনার কাছে :)

শুভেচ্ছা রইল

২৩ শে জুন, ২০১৭ রাত ১০:৩৪

উম্মে সায়মা বলেছেন: আমার হতাশা দেখে আপনার দখজনা হাওয়াকে ধরে আনার আন্তরিকতায় মুগ্ধ ডঃ এমনএ আলী ভাই। ছবিটা অসম্ভব সুন্দর। পরবর্তীতে কোন পোস্ট দিলে ছবিটি ব্যবহার করব :)
অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন নিরন্তর।

১৬| ২৪ শে জুন, ২০১৭ রাত ২:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন আপু। দক্ষিণা হওয়ারা আটকা পড়ে আছে গো আপু।
বড় কষ্টের লেখা কবিতাটি। মুগ্ধতা রইল আপু। +++++ লাইক তো একটার বেশি দেয়া যায় না, তাই প্লাস দিয়ে গেলাম মন থেকে।

শুভকামনা আপনার জন্য সবসময়।

ভালোবাসার বৈশিষ্ট্য বর্তমানে চেঞ্জ হয়ে গেছে, এখন ভালোবাসা কেবল ভালোবাসার জন্য নয়!!!

ভালোবাসা বলতে এখন
নাইতো আর কিছু।
কষ্টে ভরে সুখের জীবন
ঘুরছে টাকার পিছু।।

চোখে পানি দেখে কারো
শিহরিত হয়না বুক।
প্রেমে তৃপ্তি যতই দেখো
টাকার কাছেই চুপ!!

কষ্ট যতো রাখছি বুকে
তা হবার নয় শেষ,
যখন ভাবি সুখে আছে
আমার সুখও বেশ।।

এই মোর চাওয়া ছিল
রাখব তাকে সুখে।
তার আনন্দ খুঁজে নিল
রইলাম আমি দুখে!!

কষ্টেসৃষ্ট এ-মনের ঘরে
প্রেম ভালোবাসা'য়।
ভাঙা বাড়িত রইল পরে
মরণ গন্ধই ছড়া'য়!!

অন্তর পুড়া গন্ধ কি আর
স্বার্থান্ধ কভু বুঝে?
মিষ্টভাষী এ-ছলনা তার
আভিজাত্য খোঁজে।।

কান্নার পর্ব শেষ করেছি
অনে-ক বছর গত।
স্মৃতি গুলো পুঁড়ায় বেশি
হৃদয়ে করছে ক্ষত।।

২৪ শে জুন, ২০১৭ ভোর ৫:৩২

উম্মে সায়মা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ নয়ন ভাই। এতগুলো প্লাস পেয়ে মন ভরে গেল।
হ্যাঁ ভাই, ভালোবাসাগুলো এখন স্বার্থান্ধ হয়ে গেছে। কেউ বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। তাই এর শেষ হল কষ্ট। কবিতাটার মত। ভালো লাগল। আপনার জন্যও অনেক শুভকামনা।

১৭| ২৪ শে জুন, ২০১৭ রাত ২:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয়তে থাকুক আপনার উদাসী মনের অনুভাবী কবিতা।

শুভকামনা সবসময় আপনার জন্য।

২৪ শে জুন, ২০১৭ ভোর ৫:৩৪

উম্মে সায়মা বলেছেন: প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞতা ভাই। অনেক অনেক ভালো থাকুন। আর অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল।

১৮| ২৪ শে জুন, ২০১৭ রাত ৯:২৯

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,





কেউবা না হয় না বলুক, এইতো আমি আছি ! দখিনা হাওয়ারা না হয় আর নাই-বা আসুক শুধু ঈদের আনন্দ আপনাকে ঘিরে থাকুক ।


২৪ শে জুন, ২০১৭ রাত ৯:৫৫

উম্মে সায়মা বলেছেন: দখিনা হাওয়াদের ছুটি দিয়ে দিলাম। এখন শুভাকাঙ্খীদের শুভকামনাই পাথেয়। অসংখ্য ধন্যবাদ আহমেদ জী এস ভাই। আপনাকেও অগ্রিম ঈদ শুভেচ্ছা। আপনজনদের সাথে ঈদ আনন্দে কাটুক। অনেক অনেক ভালো থাকুন।

১৯| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৩২

মুশি-১৯৯৪ বলেছেন:
গ্রামের বাড়ীতে আছি।
বড়ো সুন্দর রাত্রি এখানে। ফুটফুটে জ্যোৎস্না।
সুপ্ত জগতের ক্লান্তি হরণ করে দক্ষিনে বাতাস বইছে।
জুঁই আর বেল ফুলের গন্ধে সমস্ত বাগান যেন আমোদ করছে ।

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৪০

উম্মে সায়মা বলেছেন: আহা! তুমিতো খুব রোমান্টিক মনের ছেলে দেখছি। অনেক সুন্দর একটা ঈদ কাটুক সেই কামনায়

২০| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

ঈদ আনন্দে ভরে উঠুক আগামী দিনগুলো। শুভ প্রত্যাশায়
ঈদ মোবারক। ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা রইল।

২৬ শে জুন, ২০১৭ সকাল ৮:২৯

উম্মে সায়মা বলেছেন: আপনাকেও ঈদ মোবারক নয়ন ভাই। আপনজনদের সাথে অনেক আনন্দে ঈদ কাটুক।

২১| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

ডঃ এম এ আলী বলেছেন: সুখী , সমৃদ্ধ ও আনন্দময় জীবন কামনায়
রইল ঈদ মোবারক

২৬ শে জুন, ২০১৭ সকাল ৮:৩২

উম্মে সায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই। আপনাকেও ঈদের শুভেচ্ছা। এ ঈদ আনন্দের বান ডেকে আনুক জীবনে।

২২| ২৬ শে জুন, ২০১৭ সকাল ৭:০৪

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
ভাল থাকুন।

২৬ শে জুন, ২০১৭ সকাল ৮:৩৫

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিজনদা। আপনার জন্যেও শুভেচ্ছা রইল।।

২৩| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:০৯

নাগরিক কবি বলেছেন:
ঈদ মুবারক B-) সেমাই খাইয়্যা যাইয়েন :)

২৭ শে জুন, ২০১৭ রাত ৩:৪৯

উম্মে সায়মা বলেছেন: কুরিয়ার করে পাঠিয়ে দিন :) অপেক্ষায় রইলাম.....

২৪| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৫

শাব্দিক হিমু বলেছেন:





কমেন্ট করতে গিয়ে অনেক নিচে নামতে হলো :( ;)
জনপ্রিয় ব্লগারদের ব্লগে কমেন্ট করতে গেলে যা হয় আর কি :P



আলতো করে ছুঁয়ে যায়না আমার চিবুক, গাল আর
নাকের ডগায় জমে থাকা বিন্দু বিন্দু জল।


জল জমে? কপালওয়ালী :P

ভালো লেগেছে, সায়মা। বেশ।

২৭ শে জুন, ২০১৭ রাত ৩:৫৫

উম্মে সায়মা বলেছেন: জনপ্রিয় ব্লগারদের ব্লগে কমেন্ট করতে গেলে যা হয় আর কি
আহা। বিশিষ্ট কবি হয়ে যাওয়ায় আমাকে উপহাস করে :| দিন একদিন আমারো আসবে.... ( কথার কথা বলে দিলাম :P)
কপালওয়ালী :P
হাহাহা B-)
আন্তরিক ধন্যবাদ হিমু।
কবির কাছ থেকে সার্টিফিকেট পেলাম আর কী লাগে ;)

২৫| ২৭ শে জুন, ২০১৭ রাত ৮:০৭

খায়রুল আহসান বলেছেন: সুন্দর, স্নিগ্ধ কবিতা। ভাল লাগা রেখে গেলাম + +
ঋতু পরিবর্তন হোক, দখিনা হাওয়া ফিরে আসুক। আর না আসলেই বা কি, জানালা তো আর ঘরের শুধু একদিকে থাকেনা!
ঐ লাইনটা পড়ার সময় কপালওয়ালী কথাটা আমার মনেও এসেছিল। :)

২৮ শে জুন, ২০১৭ রাত ১:২০

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগা আর প্লাস যত্ন করে রেখে দিলাম খায়রুল আহসান ভাই। কৃতজ্ঞতা।
জানালা তো আর ঘরের শুধু একদিকে থাকেনা!
আপনার এ কথাটা শুনে 'সবকটা জানালা খুলে দাওনা' এ লাইনটা মনে পড়ল। একদিক দিয়ে না একদিক দিয়ে আসবেই, তাইনা?
কপালওয়ালী
কপালগুনেই তো আপনাদের মত জ্ঞানীগুণী মানুষদের সাহচর্য পাচ্ছি B-)
শুভ কামনা ভাই।অনেক অনেক ভালো থাকুন সবসময়।

২৬| ২৮ শে জুন, ২০১৭ রাত ২:৩৩

চাঁদগাজী বলেছেন:


সব পাখী একদিন কুলায় ফেরে, সব নদী সাগরে মিশে, শীতের শেষে বসন্ত আবারও আসে

২৮ শে জুন, ২০১৭ দুপুর ২:২৯

উম্মে সায়মা বলেছেন: কবি চাঁদগাজী ভাইকে ভালো লাগছে। মন্তব্যে মুগ্ধতা! অসংখ্য ধন্যবাদ রইল।

২৭| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

জুন বলেছেন: অনেক দিন পর চমৎকার একটি কবিতা পড়লাম যার নকশী আঁচলখানি উড়ে যায় দখিনা বাতাসে ।
ভালোলাগা রইলো ।
+

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ জুন আপু। সব সময় পাশে থেকে উৎসাহ দেয়ায় কৃতজ্ঞতা। অনেকদিন পর আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগছে। ভালো আছেন আশা করি।

২৮| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৯

Artcell Sabuj বলেছেন: কবি সত্ত্বা অচেনা কোন সত্ত্বাকে গ্রাস করে কলম খুচিয়ে একটি জ্যান্ত কবিতার ভাস্কর্য নির্মাণ করে; এ আর নতুন কি!

অনবদ্য কবি বন্ধু।
অকৃত্তিম ভালবাসা নিক্ষেপ করেছি,অনুভব করো হিহিহি :D

১৮ ই জুলাই, ২০১৭ রাত ৩:১৩

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ Artcell Sabuj ভাই। আপনার সুন্দর মন্তব্যে লাইক। আমার ব্লগে স্বাগতম....

২৯| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: মোহময় , ভাল লাগা রইল

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৭

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ মাহবুবুল আজাদ ভাই। ভালো থাকুন.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.