নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

"A Mournful Evening"

০৮ ই জুলাই, ২০১৭ রাত ৩:২০



The sun drowns on the edge of the river
Birds sing no more
Darkness lapses over the city,
The curved moon peeps from behind the trees
Streets are bright by neon lights
Few people walk aimlessly.

And I, standing by the open window
mourn for the death
death of my soul, death of my heart.
Coffee mug gets cold
Thin rind covers the mug
I forget to take sip,
I forget my surroundings
I forget the whole world
I mourn and mourn and mourn…

09.02.2017

মন্তব্য ৬৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:১৮

আলগা কপাল বলেছেন: B:-) B:-) B:-) Why is this mourning? Death of heart? Death of soul? Let them die. There is no value of heart and soul in this world.

০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:০৪

উম্মে সায়মা বলেছেন: ইয়াপ। ইউ আর রাইট।
Let them die
দে আর অলরেডি ডেড। এ্যান্ড দ্যাটস দ্যা রিযন অব মোরনিং। B:-)

পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম।

২| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: Good.

০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:০৪

উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৩| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৮

মৌমুমু বলেছেন: চমৎকার লিখেছেন সায়মা আপু। শেষের প্যারাটা দারুন।
শুভকামনা রইল। ভালো থাকবেন আপু।

০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪১

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্যও শুভকামনা রইল।

৪| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫২

এস এম জহিরুল ইসলাম স্যার বলেছেন: অনেক ভালো লাগলো..

০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৪

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৫| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৫

হাতুড়ে লেখক বলেছেন: I mourn and mourn and mourn…

অভিভুত। তবে কি আমার মতো ভেতো, অশিক্ষিত বাঙ্গালী যে ইংরেজী জানে না তার জন্য এ কবিতা নয়! :|

০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৫

উম্মে সায়মা বলেছেন: লজ্জা দিচ্ছেন হাতুড়ে ভাই? B:-)
পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা।

৬| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:

এখানে, আত্মার মৃত্যু, হৃদয়ের মৃত্যু এখানে ডাবল মৃত্যুতে গভীর সমবেদনা !! :)

কবিতা সুন্দর হয়েছে ++

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৯

উম্মে সায়মা বলেছেন: আমিও সমবেদনা জানাই।।
আন্তরিক ধন্যবাদ ভাই। প্লাসে প্রেরণা পেলাম।

৭| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১২

মুশি-১৯৯৪ বলেছেন:
Beautiful expression.
you know my words s/times convey no ideas at all to my correspondents, so pls excuse my defects in writing.

you are kind, pure -hearted and innocent. Full of queer, tender and charm.
I get the best feeling in the world when you reply my comment,
even it's just for a second that I have crossed your mind
you are the desire of every male you encounter........

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৭

উম্মে সায়মা বলেছেন: ইওর এক্সপ্রেশন'স মোর বিউটিফুল ব্রো। আই এ্যাম ইমপ্রেসড!
এতদিন পর কোত্থেকে উদয় হলে সেটা বল? হঠাৎ হঠাৎ কোথায় ডুব দাও!

৮| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:১২

সুমন কর বলেছেন: good one.....

০৯ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৮

উম্মে সায়মা বলেছেন: থ্যাংকস এ্যা লট সুমনদা....

৯| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:২০

মুশি-১৯৯৪ বলেছেন:

কোটি কোটি যোজন দূরের যে তারকাশ্রেনী অনিমেষ নয়নে তাকিয়ে আমাদের ধরিত্রীর পানে তাকিয়ে আছে সাক্ষী রইল আর একটি কাহিনীর।
হয়তো যুগযুগান্ত ধরে এমনি কত অশ্রুসজল ,বেদনাবিধুর নাট্য অভিনীত হয়েছে তাদের পলকহীন দৃষ্টির সম্মুখে তার হিসেব আমার জানা নাই।

০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:২৯

উম্মে সায়মা বলেছেন: নতুন লেখা নাকি? তুমি পুরাই দার্শনিক টাইপ মানুষ। একদম উদাস.....

১০| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৭

মুশি-১৯৯৪ বলেছেন:
মনে হচ্ছে কিছু লিখতে গেলেই আকাশের কথা এসে পড়ে ।
তবে তোমার প্রতি আমার মনের ভাবটা যে কী, তাহা অন্য কোনো ভাষায় প্রকাশ করিতে ইচ্ছা করি না—
পরের কাছে তো নয়ই, নিজের কাছেও না।

০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:৪২

উম্মে সায়মা বলেছেন: আকাশের কথা এসে পড়ে ।
আসতেই পারে।একেকজনের লেখায় একেক বিষয়ের আধিপত্য থাকে। এটা স্বাভাবিক।
কোনো ভাষায় প্রকাশ করিতে ইচ্ছা করি না
যতটুকু করেছ তাই যথেষ্ট। তোমার আন্তরিকতায় মুগ্ধ। আপন মানুষই এখন এমন আন্তরিক হয়না। আর তুমি তো অচেনা অজানা ছোট ভাই। ভালো থেকো অনেক।

১১| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:৫৬

মুশি-১৯৯৪ বলেছেন:
আজ বুজলাম নাটকের যেখানে শেষ জীবনের সেখানে শুরু।
সত্য নীরব, কল্পনাই মুখরা।
সত্য ঘটনা ভাবস্রোতকে পাথরের মতো চেপে থাকে, কল্পনাই তার পথ মুক্ত করিয়া দেয়। সে প্রতি পদক্ষেপে সুখের ছবি এঁকেেএঁকে চলে ; সে প্রতি পদক্ষেপে আশার বীজ রোপিয়া রোপিয়া যায়--------

০৯ ই জুলাই, ২০১৭ রাত ২:০১

উম্মে সায়মা বলেছেন: ভাই তুমি কি বল! এত রুপক কথাবার্তা আমি বুঝিনা। সোজা বাংলায় বল তো।
তারপর তোমার আর কি খবর? লেখালেখি কেমন চলছে?

১২| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ২:১৪

মুশি-১৯৯৪ বলেছেন:

বুঝতে পেরেছি। দৃশ্য হিসাবে পোড়ো বাড়ির একটা সৌন্দর্য আছে। কিন্তু বাড়িটাকে কেবল আর্টিস্ট্‌ক চোখে দেখলে চলে না, তাতে বাস করতে হয়।

অতএব আমার আর্টিস্ট্‌ হৃদয় যাই বলুক না কেন, মেরামত আবশ্যক।
এটা আমি বুঝতে পেরেছি যে আমার মেরামত আবশ্যক।

০৯ ই জুলাই, ২০১৭ রাত ২:২৪

উম্মে সায়মা বলেছেন: মজার কথা বলেছ তো।
তোমার আর্টিস্টিক লেখা বুঝতে পারি কিন্তু রিলেইট করতে পারিনা কি ব্যাপারে বলছ!
হয়তো সব জানিনা দেখে বুঝিনা কিংবা আমার অক্ষমতা!
যাক অনেকদিন পর তোমার চলিত ভাষা দেখলাম :)

১৩| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ২:৩৫

শাব্দিক হিমু বলেছেন: John Donne এর আত্মা ভর করেছেগো! শেষটা অসাধারন লেগেছে। ভাবটাকে শান্ত করে এনে থামিয়ে নিঃশেষ করে ছেড়ে দেয়া। অসাধারন।

০৯ ই জুলাই, ২০১৭ রাত ৩:০০

উম্মে সায়মা বলেছেন: John Donne এর আত্মা ভর করেছেগো!
হাহাহা। শেষমেষ আত্মাও ভর করে আমাকে :P
তোমার ভালো লেগেছে জেনে ভালো লাগল ভীষণ। শুভ কামনা জেনো।

১৪| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫২

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: কবিতা কম বুঝি ! মোটামুটি লাগলো !

১০ ই জুলাই, ২০১৭ রাত ১২:২০

উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ ফেরিওয়ালা ভাই।

১৫| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৭

নাগরিক কবি বলেছেন: :(( এংরাজি বুঝি না :||


নদীর প্রান্তে সূর্য ডুবে যায়
পাখি আর কোন গান গাইবেন না
শহরের উপর অন্ধকার ব্যর্থ,
বাঁকা চাঁদ গাছের পেছনে পেছনে তাকায়
......!....









......

১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৩

উম্মে সায়মা বলেছেন: ওইহ কবিতার তো ১২ টা বাজিয়ে দিলে :-0
ট্রাই ওয়ান্স মোর... ট্রাই... ট্রাই..... :)

১৬| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৮

নাগরিক কবি বলেছেন: আক্ষরিক করবো? মূল ভাব ঠিক রেখে আমার মত করবো ;)

১১ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪১

উম্মে সায়মা বলেছেন: তোমার মত করেই কর....শুধু ১২টা না বাজালেই হল ;)

১৭| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৮

নাগরিক কবি বলেছেন: হেহেহে আমি তো ১২ টা বাজাইতে ওস্তাদ ;)

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৪

উম্মে সায়মা বলেছেন: এহ। না ভাই ১২ টা বাজানো যাবেনা B-) এইটা তো একখান সিরিয়াস লেখা :|

১৮| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১১

জুন বলেছেন: I forget the whole world
আমিও আপনার কবিতার মত সারা পৃথিবীকে ভুলে যেতে চাই উম্মে সায়মা ।
অনেক ভালোলাগা রইলো :)
+

১২ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩০

উম্মে সায়মা বলেছেন: এ ভুলে যাওয়া তো ভালো নয় আপু। তারচেয়ে ভীষণভাবে মনে রাখা ভালো। আপনার মত জীবনকে, পৃথিবীকে উপভোগ করা যায়....
পাঠে এবং মন্তব্যে আন্তরিক ধন্যবাদ.... ভালো থাকুন সবসময়।

১৯| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৩

শুভ_ঢাকা বলেছেন: Melancholic strain!

১২ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৭

উম্মে সায়মা বলেছেন: আরেহ শুভ ভাই যে আমার ব্লগে। স্বাগতম স্বাগতম।
Melancholic strain!
sometimes heart loves to be melancholic.
আজ দুঃখবিলাসী মন স্মৃতি হাতড়ে বেড়ায় মনের আনাচে কানাচে....
পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

২০| ১২ ই জুলাই, ২০১৭ রাত ৮:০২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: I have stopped my stage to take some breadth to feel the ever beautiful mourning rhythmic verses. Thanks a lot for such beautiful poem's.

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৮

উম্মে সায়মা বলেছেন: Thanks a lot for the compliment. welcome to my blog.....

২১| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দারুণ হয়েছে।

১৩ ই জুলাই, ২০১৭ রাত ২:৩৬

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুজন ভাই।

২২| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১:৫৮

মধ্য রাতের আগন্তক বলেছেন: একসময় ইংরেজিতে কবিতা টাইপের কিছু একটা লেখার চেষ্টা করেছিলাম। কিন্তু আমি নিশ্চিত ছিলাম না আদৌ কিছু হচ্ছে কিনা। তাই ছেড়ে দিয়েছি। চার লাইন মনে পড়ছে.....
When ocean embraces sunset's air,
I feel like smelling of your hair.
I lose myself in your eye's blue,
my best moments I spend-
when I'm with you..

১৩ ই জুলাই, ২০১৭ রাত ২:৪০

উম্মে সায়মা বলেছেন: ভালোই হচ্ছিল তো। লিখতে লিখতে আরো স্ট্যান্ডার্ড হয়ে যাবে। আবার শুরু করে দিন। শুভ কামনা।
আমার ব্লগে আপনাকে স্বাগতম....

২৩| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:১১

ডঃ এম এ আলী বলেছেন: খুব সন্দর লিখেছেন কবিতা
বুকফাটা আর্তনাদে না বলা মনের প্রশ্ন তুলে
একাকী নির্জনে বসে বসে পড়ছি শোকাবহ কবিতা ।
কামনা করি মুছে যাক শোকের আবহ
দিন অবসানে রাতের আকাশে নাগরিক জীবনে
চন্দ্রীমাতুল্য নিয়নের আলোকে ।


১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:৪৩

উম্মে সায়মা বলেছেন: অনিন্দ্যসুন্দর মন্তব্য এবং শুভ কামনায় অসংখ্য ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই। আশা রাখি ভালো আছেন।

২৪| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৫

Artcell Sabuj বলেছেন: woah..What a Psychedelick Deep Thought.Umm,I'Ve Followed Right One.

Feelings Can Fly,
Life Tells Us False,
We Mourn And Mourn And Mourn..

My Reply May Be Increase Ur Poem! :-D

১৮ ই জুলাই, ২০১৭ রাত ৩:১৮

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। থ্যাংস ফর এ্যডিং সাম ভার্সেস টু মাই রাইটিং।
থ্যাংস এগেইন ফর দ্যা বিউটিফুল কমেন্ট....

২৫| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪০

খায়রুল আহসান বলেছেন: Touched by the poignancy of the poem.
++

১৮ ই জুলাই, ২০১৭ রাত ৩:২৪

উম্মে সায়মা বলেছেন: ইট্স মাই প্লেজার খায়রুল আহসান ভাই। থ্যাংস আ লট....

২৬| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০০

জাহিদ অনিক বলেছেন: এত বিষণ্ণতা কেন ছিল সেদিন সন্ধায় ?
কফি মগের কথা ভুলে যান ? ঠান্ডা হয়ে যায় , চুমুক দিতে মনে থাকে না আপনার !
কি এত ভাবেন বলেন তো !

বিরহের কবিতা ভাল লাগে, ভাল লাগা ।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ৩:১৩

উম্মে সায়মা বলেছেন: সেদিন মনের কোনে মেঘ জমেছিল। বিষন্ন সন্ধ্যা পেরিয়ে রাত হয়। আমি সব ভুলে ভাবি কেবল আমার মৃত হৃদয়ের কথা, মৃত আত্মার কথা। সেদিন আমার প্রতিদিন.....
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল.... ধন্যবাদ জাহিদ অনিক ভাই। ভালো থাকুন।

২৭| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:



ইংরেজী কবিতা তো বেশ পপুলারিটি পেয়েছে, ভালো

২২ শে জুলাই, ২০১৭ রাত ১:১৩

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই।

২৮| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪১

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




ভালো লিখেছেন । তবে কবির হৃদয়ে এতো কান্না কেন ? জানালা যখন খোলা আর গাছের আড়ালে যখন চাঁদের হাসি ঝরে তখন তো বলা উচিৎ ---
ওহ সিলভার মুন ! ডোন্ট গ্লো ইন দ্য স্কাই
গ্লো ইন মাই হার্ট সো দ্যাট আই ট্রাই
টু টাচ দ্য ওয়ার্মথ দ্যাট উইল মেক মি ক্রাই
উইথ জয় .......

২২ শে জুলাই, ২০১৭ রাত ১:২১

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই। অনেকদিন পর আপনাকে ব্লগে পেয়ে ভালো লাগছে।
টু টাচ দ্য ওয়ার্মথ দ্যাট উইল মেক মি ক্রাই
উইথ জয় .......

খুব সুন্দর বলেছেন। আই উইশ আই কুড সে সো......

২৯| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:০১

খায়রুল আহসান বলেছেন: আপনি কি কোন ইংরেজী কবিতার সাইটে কবিতা লিখে থাকেন? না লিখলে আপনি এখানে ইংরেজী কবিতা লিখতে পারেন, কিংবা শুধুই পড়ার জন্যেও এখানে যেতে পারেনঃ
www.poemhunter.com

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১:০৫

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই ভালো একটা সাইটের খবর দেয়ার জন্য। আমিতো তেমন একটা লিখিনা তাই কোথাও দেয়ার কথাও ভাবিনি। তবে এ সাইটে পড়তে যাব এখন থেকে। আমি শুধুমাত্র সামুতেই আছি। তাই বাংলা কবিতার পাশাপাশি ইংরেজীগুলোও মাঝে মাঝে পোস্ট দেই (বাংলা ব্লগে ইংরেজী পোস্ট দেয়া কি খুব বেমানান লাগে?) যদিও জানি বেশি কেউ পড়বেনা। তবু আপনারা যে কজন পড়েন তা থেকেও কিছুটা মূল্যায়ন হয়। আপনাদের গঠনমূলক সমালোচনা একান্ত কাম্য। ( ব্লগে পোস্ট দেয়ার এটাও একটা কারণ। নিজের লেখা নিজে বুঝতে পারিনা। বেশিরভাগই মনে হয় কিছুই হয়নি। আপনাদের মত বোদ্ধাদের মূল্যবান মন্তব্যে কিছুটা আ্ন্দাজ করতে পারি লেখার মান সম্পর্কে) অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।

৩০| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৪

চিটাগং এক্সপ্রেস বলেছেন: বাংলা অনুবাদ দিলে ভাল হত। আমি ইংরেজি একদম বুঝি না। তবে আপনি যদি ইংরেজি প্রেমিকদের উদ্দেশ্যে এই কবিতা পোস্ট করেন তাহলে কিছু বলার নাই।
বিভিন্ন জনের কমেন্ট দেখে মনে হচ্ছে ভালো কিছু লিখেছেন ।

২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৫

উম্মে সায়মা বলেছেন: ওহ তাহলে তো সমস্যা হয়ে গেল। আচ্ছা থাক কষ্ট করে বুঝতে হবেনা। আমার ব্লগে বাংলা লেখা আছে অনেক। সেগুলো পড়ে দেখতে পারেন।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ। আর আমার ব্লগে স্বাগতম। হ্যাপি ব্লগিং

৩১| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৮

খায়রুল আহসান বলেছেন: বাংলা ব্লগে ইংরেজী পোস্ট দেয়া কি খুব বেমানান লাগে?(২৯ নং প্রতিমন্তব্য) -- একটু বেমানান লাগে বৈকি। এটা অবশ্য নিতান্তই আমার ব্যক্তিগত মতামত।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫১

উম্মে সায়মা বলেছেন: আপনাকে ধন্যবাদ মূল্যবান মতামত দেয়ার জন্য। ভালো থাকুন খায়রুল আহসান ভাই

৩২| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: পোয়েমহান্টারে আমার শ'দুয়েক কবিতা রয়েছে। কয়েকটা পড়ে দেখতে পারেনঃ
https://www.poemhunter.com/khairul-ahsan/

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৩

উম্মে সায়মা বলেছেন: লিংক শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। সময় করে অবশ্যই পড়ব :) শুভ কামনা.....

৩৩| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৭

মানিজার বলেছেন: সুন্দর লিখেছেন ।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৩

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.