নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

মরীচিকা প্রেম

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪১



(আজ ২২শে শ্রাবণ। প্রয়াণ দিবসে কবিগুরু রবি ঠাকুরের স্মরণে......)


বক্ষ চিরিয়া দেখাতুম যদি
হৃদয়ের যত ক্ষত
জানিতে পাইতে কি হেতু অভাগী
নিয়াছে এমন ব্রত।
তোমারি শাসনে তোমারি বারনে
নিয়তি নিয়াছি মানি
শুনিতে চাওনি, শুধাওনি কভু
এ মনের কী যে বাণী।
প্রেমের বাঁধনে দিয়েছিলুম নিজেরে
উজাড়ি তোমাতে সঁপি
ভুলের মাশুল গুনি দিবস রজনী
তোমা নাম মনে জপি।
মরীচিকার পিছে মিছে ঘুরিয়া মরি
খুঁজিয়াছি প্রেম বৃথা
ভালবাসা যে কী ভ্রম আজি বুঝিয়াছি
হারাইয়া প্রাণ সুধা।।

মন্তব্য ৪৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫০

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। যদিও এখন আর সাধু ভাষায় ভালো লাগে না !!
+।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৩

উম্মে সায়মা বলেছেন: হুম জানি সুমনদা। সাধু ভাষা এখন আর চলেনা। তবু লিখতে ইচ্ছে হল....
প্লাস পেয়ে ভালো লাগছে। আন্তরিক ধন্যবাদ।

২| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিগুরুর প্রয়াণ দিবসে স্মরণ করছি তাকে গভীর শ্রদ্ধায়। ।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৫

উম্মে সায়মা বলেছেন: বিনম্র শ্রদ্ধাঞ্জলি.....।।

৩| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৩

মৌমুমু বলেছেন: মরীচিকার পিছে মিছে ঘুরিয়া মরি
খুঁজিয়াছি প্রেম বৃথা
ভালবাসা যে কি ভ্রম আজি বুঝিয়াছি
হারাইয়া প্রাণ সুধা

চমৎকার। কবিতায় ভালোলাগা রইল।
ভালো থাকবেন আপু।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৬

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ মৌমুমু আপু। আপনিও অনেক অনেক ভালো থাকুন....

৪| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +++


শুভ কামনা রইলো ।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৬

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার ভাই। শুভ কামনা আপনার জন্যেও.....

৫| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ২:১৬

রায়হানুল এফ রাজ বলেছেন: ভালবাসা যে কি ভ্রম আজি বুঝিয়াছি
হারাইয়া প্রাণ সুধা।।

- আমিও বুঝেছি আপু।
কবিতা অনেক ভালো লাগলো। শুভকামনা।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ২:১৯

উম্মে সায়মা বলেছেন: সময় পেরিয়ে গেলে সবার বুঝে আসে। যখন আর কিছু করার থাকেনা...
পাঠে এবং মন্তব্য ধন্যবাদ রায়হানুল এফ রাজ ভাইয়া। ভালো থাকুন।

৬| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশ চমৎকার কবিতায় পাঠান্তে মুগ্ধতায় পূর্ণ হৃদয়ের একমুঠু বকুল ফুল দিলাম বোন আপনাকে।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৭

উম্মে সায়মা বলেছেন: বকুল ফুলগুলো সযত্নে ডায়েরীর ভেতর রেখে দিলাম সুজন ভাই। সুন্দর মন্তব্য প্রদানে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।

৭| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৭

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অনেক ভাল লাগল
ভাল থাকুন আপি

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০০

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার ব্লগে স্বাগতম আপনাকে... ভালো থাকুন

৮| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

মরীচিকার পিছে মিছে ঘুরিয়া মরি
খুঁজিয়াছি প্রেম বৃথা
ভালবাসা যে কী ভ্রম আজি বুঝিয়াছি
হারাইয়া প্রাণ সুধা।।



ভালো লেগেছে।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫০

উম্মে সায়মা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি লাগছে ছাই ভাই। অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা।

৯| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৬

সামিয়া বলেছেন: বেশ সুন্দর, সাধু ভাষায় কিছুটা বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলাম কার লেখা ভেবে! :)

১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৯

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ সামিয়া আপু। কিছুটা বিভ্রান্তিতে ফেলতে পেরে ভালোই লাগছে। প্রতিমন্তব্য প্রদানে বিলম্বে দুঃখিত।

১০| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪১

বিজন রয় বলেছেন: এখানে করা আমার মন্তব্যটি গেল কোথায় সায়মা??

সাধূভাষার ব্যবহারটি ঠিক ছিল।


???

১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৮

উম্মে সায়মা বলেছেন: বিজনদা আপনি আগে মন্তব্য করেছিলেন কি? দুঃখিত, আমি পাইনি। নেটওয়ার্ক বা অন্য কোন সমস্যার কারণে হয়ত আসেনি। কষ্ট করে যদি আবার দিতেন ভাল লাগত। পাঠে এবং মন্তব্য ধন্যবাদ। প্রতিমন্তব্য প্রদানে বিলম্বে দুঃখিত।

১১| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৯

সিনবাদ জাহাজি বলেছেন: অনেক সুন্দর।
:)
একেবারে কবিগুরুর ধারায় লিখা। আর অনেকদিন পর সাধুভাষায় লিখা নতুন কিছু পড়লাম। অনেক ভালো লেগেছে। +

১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১০

উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জাহাজি ভাই। অনেকদিন পর আমার ব্লগে এলেন। ভালো আছেন আশা করি।

১২| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৫

জাহিদ অনিক বলেছেন: এটা কি তাহলে গুরুদক্ষিণা ছিল ?? :)

সাধু ভাষা আমার এখনো ভাল লাগে।

আপনার কবিতাটি কেমন হয়েছে, এক কথায় বললে, দারুণ হয়েছে ।

১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৮

উম্মে সায়মা বলেছেন: হ্যাঁ জাহিদ অনিক ভাই, গুরুদক্ষিণা বলতে পারেন :P
আমারও সাধু ভাষাভাল লাগে।
আপনার দারুণ লেগেছে জেনে ভীষণ অনুপ্রাণিত.... শুভ কামনা জানবেন।

১৩| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫

সনেট কবি বলেছেন:



কবি উম্মে সায়মা ও মরিচিকা প্রেম

কবি উম্মে সায়মা ও মরিচিকা প্রেম
শিরনামে কি লিখব ভাবছি নিয়ত।
তবে কবিকে বলব, আপনি থাকুন,
কোনভাবেই চাইনা মরিচিকা প্রেম।
একজন বুঝবেই অপরের মন
খুঁজবেই সে মনের গভীর আশ্রয়
অতঃপর সেখানেই করবে নির্মাণ
প্রেমের ভূবন এক মোহময় কোন।

মরিচিকা প্রেম সেতো অস্পৃশ্য অসাধূ
এর বিতাড়ন চাই আমি চিরকাল,
যেন কোন ভাগ্যহতে কপাল না পোড়ে।
হে কবি উম্মে সায়মা এ দারুণ চিত্র
কবিতায় তুলেছেন বিরোহী মনের
সেজন্য ফুলের ডালি গ্রহণ করুন।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫০

উম্মে সায়মা বলেছেন: আরেহ সনেট কবি ভাই! আপনি সনেটের মাধ্যমে মন্তব্য করে অন্য মাত্রা যোগ করেছেন। মন্তব্য +++
অশেষ ধন্যবাদ জানবেন....

১৪| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৩

খায়রুল আহসান বলেছেন: লেখা ভাল হলে সাধু ভাষায় লিখিত হলেও ভাল লাগে। আপনারটাও তাই হয়েছে।
কবিতার কথায় যখন মনের আবেগ অনুভূতি মিশ্রিত হয়, কবিতা তখন আপনা আপনিই ভাল হয়ে যায়।
কবিতায় ভাল লাগা + +

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৭

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই। আপনার মন্তব্যে অনেক প্রেরণা পেলাম। ভালো থাকুন সবসময়।

১৫| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতা পড়িয়া বুঝিলাম আমি বিপাকে পড়িয়াছি।

আপনাদের সাথে চলতে পেরে সত্যি সম্মানিতবোধ করি।

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:৪৪

উম্মে সায়মা বলেছেন: বিপাকে পড়িবেন কেন ভাই? আমিও আপনাদের সাথে চলতে পেরে সত্যি সম্মানিত বোধ করি। মন্তব্যে কৃতজ্ঞতা.....

১৬| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মরীচিকার পিছে মিছে ঘুরিয়া মরি
খুঁজিয়াছি প্রেম বৃথা
ভালবাসা যে কী ভ্রম আজি বুঝিয়াছি
হারাইয়া প্রাণ সুধা।।
দারুন !!!

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৯

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। অনুপ্রাণিত হলাম। :)

১৭| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৬

সনেট কবি বলেছেন:

কবি উম্মে সায়মার ‘মরিচিকা প্রেম’ কবিতায় মন্তব্য।

বক্ষ চিরায় কমেনা ক্ষত, আরো বাড়ে
ক্ষতের মাত্রা, তাহলে দরকার নেই
চিরাচিরি অভিযান। বিশ্বাসের জন্য
লাগে এক সাদাসিদা বিশ্বাসের মন।
যে মানে জানায় তাকে দায়িত্ব নিখাঁদ
সকল জনের তরে। অবিবেচকের
দৃষ্টি দায়িত্ব পালনে নির্বিকার থেকে
পলায়নে থাকে ব্যাস্ত চিরন্ত দেখেছি।

যে বুঝেনা মন কারো তাকে প্রেম দান?
প্রেমের অমর্যাদায় এটা অবশ্যই
একটা দারুণ ভূল, অনস্বীকার্য কি?
মরিচিকা পরিত্যার্য চিকার মতন
এ বুঝ সবার হোক। হারিয়ে ক্রন্দন
অর্থহীন আবেগের চুড়ান্ত নমুনা।

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫২

উম্মে সায়মা বলেছেন: মনকে আটকানো ভীষণ দায় ফরিদ ভাই। মানেনা বারন। আপনার সনেটে সনেটে মন্তব্য খুব উপভোগ করছি। শুভ কামনা।

১৮| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


পদ্যটুকু ভালোবাসার অন্য এক রূপ

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৪

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই। আপনার কাছ থেকে প্রশংসা পেলে আপ্লুত হই। ভালো থাকুন।

১৯| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২২

শাহরিয়ার কবীর বলেছেন: নতুন পোষ্ট দেন !!


অনেক দিন ধরে আপনাকে ব্লগে দেখি না !! ভালো আছেন নিশ্চয় !!!

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৯

উম্মে সায়মা বলেছেন: আমি ভালো আছি শাহরিয়ার ভাই। আপনিও আশা করি ভালো আছেন। একটু ব্যস্ততায় দিন কাটছে।তাই সামুতে বেশি সময় দেয়া হচ্ছেনা। আপনি খোঁজ খবর নেয়ায় খুব ভালো লাগছে। ধন্যবাদ

২০| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৯

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




রবি ঠাকুরের স্মরণে লেখা কবিতাখানি রাবীন্দ্রিক-ই হয়েছে ।

কবিতা পড়তে পড়তে আমার একটা গান মনে পড়লো ----
হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম
বুঝিতে তুমি ওগো কি যে তারি দাম ...

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪২

উম্মে সায়মা বলেছেন: রাবীন্দ্রিক-ই হয়েছে
কৃতজ্ঞতা আহমেদ জী এস ভাই। এ গানটা তো দেখছি প্রায় আমার কবিতার মতই :) শোনা হয়নি।
ভালো আছেন আশা করি।

২১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার এই কবিতা আমি এখন আবার পড়েছি, সত্যি বিশ্বাস হচ্ছে না।

কয়েক মাস পর আমার হাতে দিলে পড়ে বলল, এটাতো ঠাকুরের কবিতা।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৬

উম্মে সায়মা বলেছেন: এটাতো ঠাকুরের কবিতা
সত্যি অনেক বড় কমপ্লিমেন্ট দিলেন আব্দুলহাক ভাই। আমার এ কবিতা লেখা সার্থক।
কৃতজ্ঞতা।

২২| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ২:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি নিশ্চয় উনার অনেক বড় ভক্ত!? এমন ভক্ত সহজে হওয়া যায় না। আপনি আরেকটু সাধনা করলে কেউ টেরই পাবে না।

এমন এক আমেরিকান কবির বেলা হয়েছিল। কাগজ কালি শৈলী সব কিছু হুবহু ছিল।

আপনাকে সম্মান জানাই।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ। তবে আমি এত সম্মানের যোগ্য নই। উনাকে শ্রদ্ধা করি অবশ্যই কিন্তু অত বড় ভক্তও না। শখ করে একটা সাধুভাষায় লিখেছি, হয়তো আর কখনো লেখাও হবেনা। আমাকে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আব্দুলহাক ভাই। ভালো থাকবেন।

২৩| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল অনেক

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ২:৩১

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ আপু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.