নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্যের মিলন

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৯



১। অপেক্ষা

আমি শ্রান্ত পথিক
উদ্ভ্রান্ত হয়ে
তোকে খুঁজছি ভীষণ,
তুই আসবি কবে
মনের ময়ূর হয়ে
কবে মেলবি পেখম?


২। প্রেম

তুমি চাইলেই বৃষ্টি হবে
শুষ্ক ধারায় জল,
তুমি চাইলেই সৃষ্টি হবে
মোনালিসা, মনসামঙ্গল।

তুমি চাইলেই পাহাড় চিরে
ফুটবে রাঙা ফুল,
তুমি চাইলেই নীল দরিয়া
হারাবে দু'কূল।


৩। বিচ্ছেদ

জীবনের গতি যাচ্ছে বদলে
আমি নিরুপায়, সৃষ্টি পরাধীন
আমি তো কেবল উত্তাল তরঙ্গে
একেলা এক নৌকা বৈঠাহীন।


৪। বিরহ

অভিমানকে আর শব্দ হতে দেবনা
দু'পা বাড়িয়ে হাঁটতে দেবনা।
আর কড়া নাড়বেনা তোর দুয়ারে
ঘুমকুমারী হয়ে থাকুক মনের হিমঘরে।।


(বিভিন্ন সময়ে লেখা অনুকাব্যগুলো একসুরে গাঁথার চেষ্টা.....)

মন্তব্য ৯২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৩

নাগরিক কবি বলেছেন: গল্প ছোট হইয়্যা অনুগল্প হইলো কবিতা ছোট অনুকাব্য হইলো, এর পর পরমানু, তারপর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন :)



তয় অনুকাব্য ডি ভালা হইছে আফা। +

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৭

উম্মে সায়মা বলেছেন: নিউট্রন কেমন হবে? এক শব্দের কবিতা? :P
ধন্যবাদ কবি। তোমার কাছে ভালো মনে হয়েছে শুনে আমি যারপরনাই আপ্লুত :)

২| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৯

মোঃ তানজিল আলম বলেছেন: নাগরিক কবি বলেছেন: গল্প ছোট হইয়্যা অনুগল্প হইলো কবিতা ছোট অনুকাব্য হইলো, এর পর পরমানু, তারপর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন :)

হা হা।


তবে অনুকাব্য হোক আর অনুগল্প হোক, পড়তে ভালোই লাগে।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০১

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ মোঃ তানজিল আলম ভাই। আমার ব্লগে স্বাগতম.....

৩| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৫

কালো আগন্তুক বলেছেন: ভাল লাগল অনু পরমানু কাব্য পড়ে...

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০২

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ কালো আগন্তুক :) আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৪| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০১

উম্মে সায়মা বলেছেন: এ ভালো লাগা যত্ন করে তুলে রাখলাম ভাই। অসংখ্য ধন্যবাদ।

৫| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৪

মোস্তফা সোহেল বলেছেন: অনু কবিতা পড়তে ভাল লাগে আমার।
ছোট্ট কয়েক লাইনের কবিতায় মনের কত কথা প্রকাশ হয়ে যায়।
ভাল লিখেছেন।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১২

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই। ভালো থাকুন

৬| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনুকাব্য সার্থক হইয়াছে।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৩

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। অনুপ্রেরণা পেলাম।

৭| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চৌপদী হয়েছে।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৪

উম্মে সায়মা বলেছেন: হয়েছে কি কিছু? অনুকাব্যগুলো বেশ আগের এবং আলাদা সময়ে লেখা।
ভালো আছেন আশা করি

৮| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আপনি চৌপদী লিখেছেন। চার লাইনের কবিতার নাম চৌপদী। (শের শায়ের, রুবায়েত)

দুই পদ, তিন এবং চার পদের কবিতা আছে। আমি যে কবিতার বই প্রকাশ করতে চাইছি তাতে এসব কিছু কিছু বিশ্লেষিত থাকবে।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৯

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ আব্দুলহাক ভাই। আপনার আগামী বইয়ের জন্য শুভকামনা।

৯| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৩

জাহিদ অনিক বলেছেন: অপেক্ষা, প্রেম, বিচ্ছেদ ও বিরহ।
আর তো কিছুই বাকী নেই :-B

প্লাস

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০

উম্মে সায়মা বলেছেন: আর তো কিছুই বাকী নেই
হাহাহা। হ্যাঁ, অল ইন ওয়ান B-)
প্লাস দেয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

১০| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৪

জাহিদ অনিক বলেছেন: আমার বিরহ ভাল লাগে।

অভিমানকে আর শব্দ হতে দেবনা
দু'পা বাড়িয়ে হাঁটতে দেবনা।
- সত্যি কি কবি তা পারবেন? মনে তো হয় না?
কবি আবার অভিমানকে পুঁজি করে শব্দের ঢেউ নিয়ে খেলবেন।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৫

উম্মে সায়মা বলেছেন: আমার বিরহ ভাল লাগে।
আমারো ভালো লাগে। দুঃখ বিলাসিতা।
মনে তো হয় না?
আমারো মনে হয়না :P মন বড় বেহায়া....
মনটা কিছুটা বিক্ষিপ্ত ছিল। অনেকদিন পর সবার সাথে ব্লগিং করে ভালো লাগছে :)

১১| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৭

জাহিদ অনিক বলেছেন: আমি আপনার সেই পিঁপড়েদের গল্পের জনু মুখিয়ে আছি।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৪

উম্মে সায়মা বলেছেন: হাহাহা ভাইয়া =p~ আপনার আগ্রহ দেখে ভালো লাগল এবং মজা পেলাম।
সেটা ডায়েরীতে লেখা। টাইপ করতে হবে তাই আলসেমি। আর তেমন কিছুইনা। মার ভালো লেগেছিল আর কী! সেই ২০১২ তে লেখা।
আপনার উৎসাহ নিবারণের জন্য খুব শীঘ্রই পোস্ট করব আশা করছি।
পাশে থাকায় ধন্যবাদ।

১২| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৯

জাহিদ অনিক বলেছেন: ধরা যাক আমার উৎসাহ নিবারনের জন্য আপনি অতি কষ্ট করে ডায়েরী থেকে লেখাগুলো টাইপ করে ব্লগে দিলেন।
তারপর দেখলেন আমি আর আপনার সেই পোষ্টটা পড়লামই না । তখন কিন্তু আপনার মন খারাপ করা চলবে না।

যারা ডায়েরি লিখে তাদের মন খারাপ বেশি হয়। বিশেষ করে যারা নিজের ডায়েরীতে অন্য প্রাণীর অস্তিত্ব নিয়ে লেখে।
কোথায় যেন পড়েছিলাম, যারা সুখী তারা ডায়েরী লেখে না।

ফালতু বকবকের জন্য ক্ষমাপ্রার্থী।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৪

উম্মে সায়মা বলেছেন: মন খারাপ করা চলবে না।
হাহাহা ভাইয়া। হাসালেন। বাস্তবের, কাছের মানুষগুলো প্রতিনিয়ত কত অবহেলার তীর ছু্ঁড়ে যাচ্ছে। সেগুলোই এখন আর গায়ে মাখিনা আর ব্লগের একজন কেউ লেখা পড়লনা বলে মন খারাপ করে বসে থাকব? সেই বয়স কী আর আছে! না পড়েই দেখুন না ;)
সুখী তারা ডায়েরী লেখে না
হয়তো। তবে আমি প্রতিদিনকার রোজনামচা লিখতাম না। এই হুটহাট হয়তো কবিতা, বা বিশেষ কোন ঘটনা নিয়ে নিজের অভিব্যক্তি। আর তারও আগে পছন্দের গানের লিরিক লিখে রাখতাম। এই-ই।
ক্ষমাপ্রার্থণার কিছু নেই।
ধন্যবাদ আমার ব্লগে কিছুক্ষন সময় কাটানোর জন্য।

১৩| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০০

সেলিম আনোয়ার বলেছেন: আমি শ্রান্ত পথিক
উদ্ভ্রান্ত হয়ে
তোকে খুঁজছি ভীষণ,
তুই আসবি কবে
মনের ময়ূর হয়ে
কবে মেলবি পেখম?

শ্রান্ত পথিক আমি
উদ্ভ্রান্ত হয়ে
খুঁজছি তোকে ভীষণ,
আসবি কবে তুই?
মনের ময়ূর হয়ে
মেলবি কবে পেখম??



ভাল লিখেছেন ।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৭

উম্মে সায়মা বলেছেন: আপনার সাজানোটাও সুন্দর হয়েছে সেলিম ভাই। বেশ ছন্দময় হল। এটা ২০১৪ তে ডায়েরীতে লিখেছিলাম। যেভাবে ছিল সেভাবেই তুলে দিয়েছি। কিছু বদলাইনি আর।
অসংখ্য ধন্যবাদ ভাই।

১৪| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আহ! কি সব অমিত কথা!! খুব ভালো লাগলো অনুকাব্য গুলো

শুভকামনা রইল।

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ নয়ন ভাই।

১৫| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

সুমন কর বলেছেন: ভালো লাগল। +।

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০০

উম্মে সায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমনদা। প্লাসে অনুপ্রাণিত।

১৬| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মোবারক হো হামারে বাহিন আপকো সালামাত রাহে
হায় হায় বহুত আচ্ছা শের পেষ কিয় হ্যাইন
অনেক অনেক সুন্দর পয়ারগুলো। আমার কাছে প্রত্যেকটি অসাধরণ লেগেছে। ভাল থাকুন সবসময়।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৭

উম্মে সায়মা বলেছেন: শুকরিয়া শুকরিয়া.... আপনিও ভাল থাকুন অনেকক।

১৭| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:

জীবনের গতি যাচ্ছে বদলে
আমি নিরুপায়, সৃষ্টি পরাধীন
আমি তো কেবল উত্তাল তরঙ্গে
একেলা এক নৌকা বৈঠাহীন।


বিচ্ছেদটা একটু বেশি হৃদয়ে নাড়াচাড়া দিয়ে গেল !!


অনুকাব্য ভাল হয়েছে +

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৬

উম্মে সায়মা বলেছেন: কাব্যানুভবে ধন্যবাদ শাহরিয়ার ভাই.....

১৮| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: আপু! অসাধারণ লিখেছ! প্রত্যেকটি সুন্দর! এত অল্প কথায় এত বেশি কিছু বলা যায়! বাহ!
ভালো থেকো।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৪

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ আপু :) তোমার এত ভালো লেগেছে জেনে খুশি হলাম। তুমিও অনেক ভালো থাকো।

১৯| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৭

জেন রসি বলেছেন: অনুকাব্যগুলোতে গল্প লুকিয়ে আছে।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৯

উম্মে সায়মা বলেছেন: গল্প খুঁজে নেয়ায় ধন্যবাদ ভাইয়া।
এখানে ১ আর ৩ নং ২০১৪ তে লেখা। ২ আর ৪ নং ২০১৬ তে। ডায়েরী থেকে নেয়ার সময় দেখলাম এগুলোকে পরপর সাজালে মিলে যাচ্ছে। তাই এভাবে দেয়া। ভালো থাকবেন।

২০| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৮

মৌমুমু বলেছেন: খুব সুন্দর অনুকাব্য আপু।
ভালো লাগা রইল।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩১

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ আপু।

২১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সবগুলাই ভাল, ৩ নম্বরটা বেশি ভাল।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৪

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল

২২| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২০

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: শব্দ ছোয়া, ঠোট মিলানো ফুলেল ছোয়া
অভিমানকে মিলিয়ে দিয়ে গড়ছে ভালবাসা।
ঘুমকুমারী হয়েছে আজ ফুল কুমারী
রুদ্ধ দুয়ার খুলেছে আজ ভালোবাসায়।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৭

উম্মে সায়মা বলেছেন: সুন্দর মন্তব্যে ধন্যবাদ ভাই। অনেকদিন পর আমার ব্লগে এলেন। ভালো আছেন আশা করি

২৩| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:

অপেক্ষা প্রেম বিচ্ছেদ বিরহ..........অতঃপর কবি হাসলেন...

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৮

উম্মে সায়মা বলেছেন: বিরহের পর কি তবে সুখ?
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ ডানা ভাই

২৪| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪০

ভ্রমরের ডানা বলেছেন:





অপেক্ষা প্রেম বিরহ বিচ্ছেদ এই চারটি জিনিসের পর একজন কবি প্রেমের যথার্থতা বুঝিতে সক্ষমতা লাভ করেন। কবি হাসিলেন বলতে কবি কবিতা লেখিতে আরম্ভ করিলেন বুঝিয়েছি।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:২০

উম্মে সায়মা বলেছেন: আচ্ছা আচ্ছা। রুপক কথা কম বুঝি ডানা ভাই। :|
ধন্যবাদ।

২৫| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:২২

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতা লিখছেন allegory তো বুঝতেই হবে কবি :D রুপক কবিতাতেই যে আসল মজা....

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৫

উম্মে সায়মা বলেছেন: রুপক কবিতাতেই যে আসল মজা
তা ঠিক। তবে আমি একটু কম বুঝি এই যা। আপনার কবিতাগুলো দারুন হয় :)

২৬| ২৮ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন:

২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৫

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা......

২৭| ২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৪৭

নীলপরি বলেছেন: বাহ , খুব ভালো কবিতাগুলো ।

২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৭

উম্মে সায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু। ভালো থাকুন

২৮| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৪

বিজন রয় বলেছেন: মানুষের যখন কোন কাজ থাকে না, তখন প্রেম করে
আর
মানুষের যখন কোন কাজ থাকে না তখন কবিতা লেখে
আর
মানুষের যখন কাজ থাকে না তখন কবিতা পড়ে।

হা হা হা .............
উন্মে সায়মা।

২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫০

উম্মে সায়মা বলেছেন: হাহাহা বিজনদা..... একদম ঠিক। আমার এক্কেবারে কোন কাজ নেই ;)

পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ। ভালো থাকুন।

২৯| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৫

বিজন রয় বলেছেন: আমি তো আপনাকে বলি নাই। বলেছি মানুষকে।
আপনি তো মানুষের মতো।

আপনি তো কবি।

প্রেম করলেই প্রেমিক হওয়া যায় না
কবিতা লিখলেই কবি হওয়া যায় না
সব মানুষ কবি হতে পারে না।

হা হা হা ..................

২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৪

উম্মে সায়মা বলেছেন: মানুষের মতো? :P মানুষ নই? কবিও হতে পারলাম কোথায় #:-S
"আমি হয়তো মানুষ নই,
মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা
আর হতো না, তোমাকে ছাড়া সারাটা রাত
বেঁচে থাকাটা আর হতো না।"
---নির্মলেন্দু গুণ
হুমম বুঝেছি আপনি ঢালাওভাবে সবার কথা বলেছেন। আমি নিজেকে তাদের কাতারে ফেলেই উত্তর দিলাম।
প্রেম করলেই প্রেমিক হওয়া যায় না
কবিতা লিখলেই কবি হওয়া যায় না
সব মানুষ কবি হতে পারে না।

সত্যি কথা বলেছেন বিজনদা....

৩০| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৫

বিজন রয় বলেছেন: অটঃ আপনিও কি বিদেশে থাকেন?

২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৮

উম্মে সায়মা বলেছেন: হ্যাঁ। আপনিও বলতে?
আর কার কথা বলছেন?

৩১| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১০

বিজন রয় বলেছেন: ওই ধরুন..........
ওমেরা
গুলশান কিবরীয়া
সুলতানা শিরীন সাজি

ইত্যাদিরা।

২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৬

উম্মে সায়মা বলেছেন: ও আচ্ছা আচ্ছা

৩২| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২২

বিজন রয় বলেছেন: লেখক বলেছেন: ও আচ্ছা আচ্ছা

কি বুঝলেন?

২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬

উম্মে সায়মা বলেছেন: বুঝলাম যে এদের কথা বুঝিয়েছেন :) আরো অনেকেই তো থাকেন দেশের বাইরে.....

৩৩| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৯

বিজন রয় বলেছেন: ও আচ্ছা আচ্ছা।

২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৮

উম্মে সায়মা বলেছেন: :)

৩৪| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

কথাকথিকেথিকথন বলেছেন:



দুই চার বেশি ভালো লেগেছে ।

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন ভাই। আমার পোস্টে বোধহয় প্রথম এলেন। স্বাগতম.....

৩৫| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২০

সামিউল ইসলাম বাবু বলেছেন: বেশ ভালোলাগলো

কবিতা ও কমেন্ট

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:৪৯

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ বাবু ভাই....

৩৬| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর অনুকাব্য কবিতাগুলো

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ২:৩২

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকুন

৩৭| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৩

সনেট কবি বলেছেন:

কবি উম্মে সায়মার ‘অনুকাব্যের মিলন’ কবিতা গুচ্ছের সারমর্ম-

মনের মযূরে স্মরে ময়ূরী একান্তে
সেতার অপেক্ষা ক্লান্ত মেলতে পেখম
একত্রে বৃষ্টির শব্দে তালে তাল রেখে
নাচতে দু’জনে মিলে মনের আনন্দে।
আর প্রেম? সে চাইলে হতে পারে সব
প্রেমে‘মনে ধরে যারে নায়ে ধরে তারে’
প্রবাদের মতো হয় মনের অবস্থা,
যেথা প্রেমাস্পদ হয় শেষ কথা কারো।

বিচ্ছেদ বিরহ কষ্টে হিমায়িত মন
অচল একাকী হয়ে অভিমানে মরে
বাস্তবে মরার আগে, এ যে জীবম্মৃত।
কেন তবে প্রেমাস্পদে ভুলে থাকা আর
তাকে ছেড়ে চলা কোন বিরান প্রান্তরে?
এ অন্যায়ে সমস্বরে চাই প্রতিকার।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৩:০০

উম্মে সায়মা বলেছেন: প্রতিকার কি আর চাইলেই হয় সনেট কবি ভাই?
আপনারর সুন্দর সনেট মন্তব্য আমার কবিতার শোভা বাড়িয়ে দিল। ধন্যবাদ.....

৩৮| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৬

রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক ভালো লাগলো আপু।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ঈদ মুবারক....

৩৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৬

মৌমুমু বলেছেন: ভালো লিখেছেন আপু।
ভালো থাকবেন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ আপু। ঈদ মুবারক :)

৪০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: অনবদ্য কবিতা

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ শাওন ভাই। আমার ব্লগে আপনাকে স্বাগতম...

৪১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৯

হুদাই পাগলামি বলেছেন: তুমি চাইলেই বৃষ্টি হবে
শুষ্ক ধারায় জল,
তুমি চাইলেই সৃষ্টি হবে
মোনালিসা, মনসামঙ্গল।



খুব লিখেছেন।++++
২ খুবি ভাল লাগল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৩

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ ভাই। প্লাসে অনুপ্রাণিত। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৪২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




ছোট ছোট অনুভূতি নিয়ে অনুকাব্য । শিরোনাম সাজানোতে অনুভবের ধারাবাহিকতা আছে ।
প্রেম পর্বটি বেশি ভালো লাগলো ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আহমেদ জী এস ভাই। আপনার মন্তব্য পেয়ে যেন আমার পোস্টটি পূর্ণতা পেল। পাশে থাকায় কৃতজ্ঞতা। ভালো থাকুন সবসময়....

৪৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৯

মলাসইলমুইনা বলেছেন: ওরে বাপস ! এজন্যইতো বিপ্লব বিদ্রোহ এতো অপছন্দ আপনার ! যে এতো চমৎকার প্রেমের অনুকাব্য লেখে সে বিপ্লবী কবি হবার/কবিতা লেখার ধারে কাছে না গেলেই সৌরজগতের মঙ্গল ! তাতেই সৌরজগৎ আরো বেশি দিন টিকে থাকার রসদ পাবে | দারুন ভালো লাগলো |

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৫

উম্মে সায়মা বলেছেন: আমিও আপনার মত বলি ওরে বাপস! সৌরজগৎ? একটু বেশি হয়ে গেল না? যাই হোক, আন্তরিক ধন্যবাদ জানবেন :)

এখানে ১ আর ৩ নং ২০১৪ তে লেখা। ২ আর ৪ নং ২০১৬ তে। ডায়েরী থেকে নেয়ার সময় দেখলাম এগুলোকে পরপর সাজালে মিলে যাচ্ছে। তাই এভাবে দেয়া।

৪৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:০৫

মলাসইলমুইনা বলেছেন: আমার ভালোলাগাগুলো মাইল আর কিলোমিটারে মাপতে চাইলে হবে কেন ? আসলেই অনুকাব্যগুলো খুব ভালো লেগেছে |

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৭

উম্মে সায়মা বলেছেন: হায় হায় ভালোলাগাকে মাইল আর কিলোমিটারে কিভাবে মাপে! #:-S
অনুকাব্যগুলো আপনার ভালো লেগেছে জেনে আমার সত্যি ভালো লাগছে।
ধন্যবাদ।

৪৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

মলাসইলমুইনা বলেছেন: "আমিও আপনার মত বলি ওরে বাপস! সৌরজগৎ? একটু বেশি হয়ে গেল না?" এই মাইল কিলোমিটারে কে ওরে বাপস বলে প্রতিমন্তব্যে ? অনুকাব্য পড়ে আমার কেমন লাগলো সেটাইতো আমি শুধু বললাম !

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১০

উম্মে সায়মা বলেছেন: কেমন লাগলো সে অনুভূতি প্রকাশ করতে গিয়েই তো একটু বেশি বলে ফেললেন কি না সেটাই বলছিলাম আর কী!

৪৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৬

মলাসইলমুইনা বলেছেন: জ্বি না ম্যাডাম | এবসুলিউটলি নট !

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৯

উম্মে সায়মা বলেছেন: আচ্ছা আচ্ছা ওকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.