নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

পতিভক্তি (একটুখানি রম্য...)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৯



ছোট খালার বিবাহিত জীবনের পঞ্চম বছর চলছে। কিছুদিন হল তিনি দুই মেয়ে আর স্বামীসহ আমাদের বাসায় বেড়াতে এসেছেন। আসার পর থেকে খেয়াল করছি খালা উনার স্বামীর সব কাজকর্মেই মুগ্ধ। তিনি যা-ই করেন আমার খালার কাছে অসাধারন লাগে। আমরা বাসা বদলাচ্ছি। সব উলটপালট। যে জিনিসই খোঁজা হয় ‘এটা কই? ওটা কই?’, কিছুই পাওয়া যায়না। পুরাই উধাও। খালু সারাদিন বাইরে থেকে ঘুরে বাসায় এসেছেন। প্লেটে ভাত বাড়া হয়েছে। কিন্তু বসার জন্য জুতসই কোন জায়গা পাওয়া যাচ্ছেনা। তো খালু একটা জায়নামাজ নিয়ে উলটা করে দুই ভাঁজ করে মেঝেতে বিছিয়ে বসে পড়লেন। আমার খালা তার গুণধর স্বামীর গুণ দেখে সে কী মুগ্ধ। এগাল ওগাল হাসি দিয়ে মাকে বলে ‘আপা দেখলেন রুহির আব্বুর কত বুদ্ধি!’
হয়তো দেখা গেল চুলার গ্যাস কোন দিক দিয়ে লিক হচ্ছে তা খুঁজে বের করে সেরে দিয়েছেন। খালা ঢোল পিটিয়ে সারা দুনিয়াকে জানিয়ে দেবেন উনার স্বামী এ কাজটি করে ফেলেছে।

স্বামীর প্রশংসায় খালা আমার একেবারে ষষ্ঠমুখ। দিনরাত চব্বিশ ঘন্টা উনার মুখ থেকে শুধু জামাইর প্রশংসাবাণীই উচ্চারিত হয় । খালার মতে উনার স্বামী সাকিব আল হাসানের মত অলরাউন্ডার। তিনি বাজারের সব জিনিস সবার চেয়ে কম দামে ভালোটা আনতে পারেন, হোক সেটা কাঁচা বাজার বা শুকনা। কাল আমি বললাম ‘ব্রডব্যান্ড এর লোকগুলোকে কল দিতে হবে। লাইনটা নিচে নামাতে হবে।‘ খালা বলে ‘আরে তোর খালুকে বললে ও-ই করে দিবে। তোর খালু সব পারে।’ ঘরের যে কোন টুকিটাকি সব সমস্যা নাকি তিনি নিজেই সমাধান করেন। আজ বললাম ’১৭ তারিখ তো সুমার বার্থডে। একটা কেক আনতে হবে।’ ‘তোর খালু কে বললেই ঢাকার বেস্ট কেক এনে দিবে। রুহির জন্মদিনেও এনেছিল। সবাই বলছিল এত ভাল কেক কই পেলেন ভাবী!’ আমার পতিভক্ত খালার ভক্তি দেখে আমি আর আমার ছোট বোন অতিষ্ঠ।

ছোট খালা চার বছর আগে ভালোবেসে এই লোকটাকে বিয়ে করেছিলেন। সেই ভালোবাসা এখনো তেমনি অটুট আছে। আমার খালা এমন স্বামী পেয়ে ধন্য। আর খালু আমার খালার এই অসামান্য ভক্তি পেয়ে ধন্য। ধন্য অবশ্য হবারই কথা। এ যুগে কোন লোকই আর এমনটা পায়! তাদের সংসার যে খুব বেশি স্বচ্ছল তা না। কিন্তু তাদের একের অপরের প্রতি এই ভালোবাসা অকৃত্তিম। সেজন্যই আজ তাদের এমন ছোট্ট সাজানো সুখের সংসার।

এরকম মানুষ গুলোই বোধহয় পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী হতে পারে। যারা এমন অন্ধভাবে পাশের মানুষটাকে ভালোবাসতে পারে, বিশ্বাস করতে পারে, মানুষটার উপর ভরসা করতে পারে। আর আমরা যারা সব ঘটনার কারণ খুঁজে বেড়াই, সব কিছুর পেছনে যুক্তি-অযুক্তি দাঁড় করাই তারা সহজে সুখের মুখ দেখতে পাইনা। আমাদের মধ্যে সবসময়ই হাহাকার থেকে যায়। না পাওয়ার বেদনায় আমরা পুড়ে ছারখার হই। জীবন চলার পথে একটু কম বোঝা ধরনের মানুষ হওয়াই বুঝি ভাল। অন্তত কিছু না বুঝে সুখে জীবনটা কাটিয়ে দেয়া যায়। এ-ই বা মন্দ কী!!!

মন্তব্য ৯২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর একটা গল্প তৈরি করে বুঝিয়ে দিলেন, আমাদের ভালোবাসলে অন্ধের মতো ভালোবাসাই উচিৎ, তাতেই সবসুখ বিশ্বাস।

ভালো লাগা রইল পোষ্টে। অসাধারণ ভালো লাগার মতো পোষ্ট।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৯

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন ভাই। আসলেই এমন নিষ্পাপ ভালোবাসাই কাম্য। সুখী হওয়া যায়।
ভালো থাকুন সবসময়

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০২

রায়হানুল এফ রাজ বলেছেন: জীবন চলার পথে একটু কম বোঝা ধরনের মানুষ হওয়াই বুঝি ভাল। অন্তত কিছু না বুঝে সুখে জীবনটা কাটিয়ে দেয়া যায়। এ-ই বা মন্দ কী!!!
অনেক ভালো লাগলো। ভালোবাসার শক্তি আসলেই সব কিছুর চেয়ে বেশি।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২০

উম্মে সায়মা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল ভাই। ধন্যবাদ

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৭

সুমন কর বলেছেন: তাদের একের অপরের প্রতি এই ভালোবাসা অকৃত্তিম। সেজন্যই আজ তাদের এমন ছোট্ট সাজানো সুখের সংসার। -- এটাই মূল মন্ত্র।

যা হোক, ইট্টুস রম্য পড়ে মজা পেলাম।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৭

উম্মে সায়মা বলেছেন: যা হোক, একটু মজা তাহলে দিতে পেরেছি.... :)
ধন্যবাদ সুমনদা

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


আপনার আরো ছোট খালামনি আছেন?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

উম্মে সায়মা বলেছেন: চাঁদগাজী ভাই, আরো ছোট থাকলেতো উনি ছোট খালা হতেন না।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: হায়!!! হায়!!হায়!!



এটা রম্য =p~ :-B :P



ঈদ মোবারক!!!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪

উম্মে সায়মা বলেছেন: হায় হায় কেন B-)
ঈদ মুবারক!

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০২

ওমেরা বলেছেন: যতই বুদ্ধি বাড়ে ততই লক্ষী ছাড়ে, কাজেই কম বোঝা ভাল ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪

উম্মে সায়মা বলেছেন: আসলেই মনে হয় তাই। ধন্যবাদ আপু....

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: খুব উপভোগ করলাম।
চরম বিনোদন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬

উম্মে সায়মা বলেছেন: হাহাহা।
ধন্যবাদ রাজীব নুর ভাই....

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২২

এই আমি রবীন বলেছেন: যে যেথায় সুখ খুজিয়া পায়।
কেউ অন্ধ হয়ে কেউ যুক্তি দিয়ে।

তবে অন্ধ বিশ্বাস ভাল নয়।
গল্প ভাল লেগেছে, উপসংহার নয়।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮

উম্মে সায়মা বলেছেন: যে যেথায় সুখ খুজিয়া পায়।
এটাও অনেক গুরুত্বপূর্ণ কথা।
উপসংহারে আমি বলতে চেয়েছি আমরা যারা বেশি বুঝি তারা সবকিছুর ঠিক বেঠিক বিচার করতে যেয়ে সুখটুকু হারিয়ে ফেলি। আপনার চারপাশে একটু লক্ষ করলেই তার প্রমাণ পাবেন।
আপনার গল্প ভাল লেগেছে জেনে ভালো লাগল। ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম....

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

ভ্রমরের ডানা বলেছেন:

পতিভক্তি ভালই লাগছে! খালামনির মত যদি সবাই হত..... চাদগাজী ভাইও ফিদা....:P

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

উম্মে সায়মা বলেছেন: যদি সবাই হত...
এমন হলেই আপনারা পুরুষরা খুশি, না? যা-ই করবেন, বলবেন, সহধর্মিনী হাততালি দিবেন ;)
চাদগাজী ভাইও ফিদা
:P

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

বিষাদ সময় বলেছেন: ..........আর আমরা যারা সব ঘটনার কারণ খুঁজে বেড়াই, সব কিছুর পেছনে যুক্তি-অযুক্তি দাঁড় করাই তারা সহজে সুখের মুখ দেখতে পাইনা। আমাদের মধ্যে সবসময়ই হাহাকার থেকে যায়। না পাওয়ার বেদনায় আমরা পুড়ে ছারখার হই। জীবন চলার পথে একটু কম বোঝা ধরনের মানুষ হওয়াই বুঝি ভাল। অন্তত কিছু না বুঝে সুখে জীবনটা কাটিয়ে দেয়া যায়। এ-ই বা মন্দ কী!!!

চরম সত্য কথা বলেছেন। জীবনের মধ্য বয়সে এসে হাড়ে হাড়ে এটা উপলদ্ধি করছি...........

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

উম্মে সায়মা বলেছেন: হাড়ে হাড়ে এটা উপলদ্ধি করছি..
তাই? সঠিক সময়ে সঠিক উপলব্ধি এলে তো আর কথাই ছিলনা। তবু উপলব্ধিতো করেছেন।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ। ভালো থাকুন

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

আলো_ছায়া বলেছেন: দারুন মজার লাগলো।+++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্লাস পেয়ে ভালো লাগছে :)

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা বেচারীর নিখাদ ভালবাসারে লইয়া ইরাম কল্লেন!!!! ;)

হা হা হা

ভালু ভালু...

+++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

উম্মে সায়মা বলেছেন: একটু বেশিই নিখাদ তো তাই ;)
ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই। ভালো থাকুন।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

মানিজার বলেছেন: চাঁদগাজী বলেছেন:


আপনার আরো ছোট খালামনি আছেন?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪২ ০
লেখক বলেছেন: চাঁদগাজী ভাই, আরো ছোট থাকলেতো উনি ছোট খালা হতেন না।

এই জায়গায় মুজা পাইছি বেশি । =p~

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০১

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। যাক কিছু একটাতে তো মজা পেয়েছেন :)
মন্তব্যে ধন্যবাদ ভাইয়া...

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্বামীর প্রশংসায় খালা আমার একেবারে ষষ্ঠমুখ।


ছোট খালা চার বছর আগে ভালোবেসে এই লোকটাকে বিয়ে করেছিলেন। সেই ভালোবাসা এখনো তেমনি অটুট আছে। আমার খালা এমন স্বামী পেয়ে ধন্য।

এরকম মানুষ গুলোই বোধহয় পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী হতে পারে। যারা এমন অন্ধভাবে পাশের মানুষটাকে ভালোবাসতে পারে, বিশ্বাস করতে পারে, মানুষটার উপর ভরসা করতে পারে।

আপনার খালার মতো সবারই খালা যদি এরকম হতো, তাহলে কতই না ভালো হতো। চমৎকার লিখেছেন। ধন্যবাদ বোন উম্মে সায়মা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

উম্মে সায়মা বলেছেন: আরেহ রম্যের জাদুকর হেনাভাই আমার পোস্টে! অনেক অনেক ধন্যবাদ জানবেন।
কতই না ভালো হতো
ইশ! একটু আগে ডানা ভাইকেও বললাম। এমন হলেই খুশি। তাইনা? যা-ই করবেন, বলবেন, সহধর্মিনী হাততালি দিবেন ;)
ভালো থাকুন সবসময়...

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৫

নিভু প্রদীপ বলেছেন: মা তুমি দীর্ঘ জীবী হোক......তোমার ভালবাসা...হোক তেমন.................. চমৎকার লিখেছে তুমি উম্মে সায়মা।[উম্মে=মা]

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৫

উম্মে সায়মা বলেছেন: আপনার মন্তব্য ঠিক বুঝিনি।
যাই হোক। ধন্যবাদ।

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৬

নিভু প্রদীপ বলেছেন: মা দীর্ঘ জীবী হোক......তোমার ভালবাসা...হোক তেমন.................. চমৎকার লিখেছে তুমি উম্মে সায়মা।[উম্মে=মা]

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৬

উম্মে সায়মা বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৭

জাহিদ অনিক বলেছেন: ইদের ছুটি কাটিয়ে আজই ঢাকায় ফিরেছি। ব্লগে ঢুকতে একটু ভয় ভয় লাগছিল। কতদিন পরে ঢুকতেছি না জানি কি অবস্থা ব্লগের!

ঢুকেই এটা দেখে পড়া শুরু করলাম, মনে মনে ভাবছিলাম,

"ইশ আপনার খালার মত যদি আমারও একটা বৌ হত !!! B-) B-)


০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২১

উম্মে সায়মা বলেছেন: হাহাহা..... ভয় ভয় লাগবে কেন? তা ঈদ কেমন কাটল?
আমারও একটা বৌ হত !
একটা হলেই হত তো? :P

ধন্যবাদ....

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪০

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২১

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ আপু...

১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




একটা সুন্দর মেসেজ দিয়ে গেলেন !

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৩

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই। আপনাকে পোস্টে পেয়ে ভালো লাগছে।
ভালো থাকুন সবসময় এই কামনা।

২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪০

জাহিদ অনিক বলেছেন: ভাল বেশ ভাল। ইদ ভাল গেছে।

একটা দিয়েই হবে। একজন মানুষের কয়টা লাগে !! B:-) B:-)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৮

উম্মে সায়মা বলেছেন: আচ্ছা আচ্ছা। দোয়া করি আমার খালার মত আপনার একটা বউ হোক :-B

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০২

মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা অন্ধ ই হয় রে আপুনি !
তবে জন সন্মুখে প্রকাশে অন্ধত্ব পরিত্যাজ্য :P

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২১

উম্মে সায়মা বলেছেন: তবে জন সন্মুখে প্রকাশে অন্ধত্ব পরিত্যাজ্য
হাহাহা। তা ঠিক। তবে অন্ধ তো অন্ধই। সে কি আর জনমানুষ দেখে? :P
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ আপু..

২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৮

শায়মা বলেছেন: খালার জন্য ভালোবাসা !!!!!!! :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৩

উম্মে সায়মা বলেছেন: আরেহ শায়মা আপু যে আমার পোস্টে! আমার ব্লগে মনে হয় অনেকদিন পর এলেন।
ধন্যবাদ....

২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৫

জাহিদ অনিক বলেছেন: দোয়া করি আমার খালার মত আপনার একটা বউ হোক :-B ধইন্যবাদ B:-) :-B

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৯

উম্মে সায়মা বলেছেন: :)

২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

বিদেশে কামলা খাটি বলেছেন: শুভকামনা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

২৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:২৬

ডঃ এম এ আলী বলেছেন: এরকম মানুষ গুলোই বোধহয় পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী হতে পারে। যারা এমন অন্ধভাবে পাশের মানুষটাকে ভালোবাসতে পারে, বিশ্বাস করতে পারে, মানুষটার উপর ভরসা করতে পারে। আর আমরা যারা সব ঘটনার কারণ খুঁজে বেড়াই, সব কিছুর পেছনে যুক্তি-অযুক্তি দাঁড় করাই তারা সহজে সুখের মুখ দেখতে পাইনা। আমাদের মধ্যে সবসময়ই হাহাকার থেকে যায়। না পাওয়ার বেদনায় আমরা পুড়ে ছারখার হই। জীবন চলার পথে একটু কম বোঝা ধরনের মানুষ হওয়াই বুঝি ভাল।
খুব ভাল কথা বলেছেন বুকা হওয়ার জন্য আর কোন দু:খ নাই ।

লেখায় একটি পজিটিভ দিক ফুটে উঠেছে দেখে ভাল লাগল ।

শুভেচ্ছা রইল ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

উম্মে সায়মা বলেছেন: বোকা হওয়ার জন্য আর কোন দু:খ নাই
হাহাহা ডঃ এম এ আলী ভাই। আমিও বোকা হতে চাই.....
পাঠে এবং মন্তব্যে অশেষ ধন্যবাদ।

২৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৪৩

বিদেশে কামলা খাটি বলেছেন: ভাল।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

উম্মে সায়মা বলেছেন: আবারো ধন্যবাদ

২৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪১

সাদা মনের মানুষ বলেছেন: খুতখুতে লোকেরা সুখী হতে পারেনা, ছাড় দেওয়ার মানসিকতা সুখ এনে দেয়।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৯

উম্মে সায়মা বলেছেন: খুব সত্যি কথা বলেছেন কিন্তু আমরা এটা বুঝতে চাইনা।
আমার পোস্টে আপনাকে পেয়ে ভালো লাগছে। ধন্যবাদ।

২৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

মলাসইলমুইনা বলেছেন: আপনার এই লেখাটা ব্লগেই আরেক জনের একাউন্টে আছে (আজকেও আছে লেখাটা) | বোঝাযাচ্ছে আপনি এর লেখিকা কিন্তু আপনার লেখাটা যে কপি করা সেই কথাটা মনে হয় ওই ব্লগারের ব্লগে দেখিনি | কথাটা বললাম আপনার হয়তো কাজে লাগতে পারে এটা ভেবে |বাই দ্যা ওয়ে, রোমিও জুলিয়েটের প্রেম অমর হবে, লাইলী মজনু নিয়ে কাব্য হবে আর ছোটোখালাকে নিয়ে রম্য | ছোট খালার পক্ষ থেকে লেখার বিরুদ্ধে তীব্র নিন্দে জ্ঞাপন করা হলো, এবং ভবিষ্যতেও হবে |

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৬

উম্মে সায়মা বলেছেন: তথ্যটি জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ মলাসইলমুইনা ভাই। কবিতা চুরি হয় দেখেছি, তাও নিয়ে ফেসবুকে দেয়। কিছু বলিনি। সবারই হয় শুনি। এখন আবার সামান্য এ রম্যও কপি করতে হবে? তাও এ ব্লগেই! আমি খু্ঁজে পাচ্ছিনা। কষ্ট করে লিংকটা এখানে দিলে উপকার হত! ( আমার এ লেখা দুবছর আগের। পোস্টে উল্লেখ করিনি। কবে নিজের লেখার জন্য নিজেই চোর বনে যাই সে চিন্তায় আছি!)

রোমিও জুলিয়েটের প্রেম অমর হবে, লাইলী মজনু নিয়ে কাব্য হবে আর ছোটোখালাকে নিয়ে রম্য |

হাহাহা...মজার কথা বলেছেন। আমিও তীব্র নিন্দা জ্ঞাপন করলাম ;)
আমার ব্লগে আপনাকে স্বাগতম....

২৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

মলাসইলমুইনা বলেছেন: আমি ইচ্ছে করেই ব্লগারের নামটা বলিনি | ভাবলাম আবার গীবত হয়ে যায় কি না | কিন্তু আপনি অসামান্য শালীনতার পরিচয় দিলেন নিজে সেটা না জানতে চেয়ে | মুগ্ধ হলাম আপনার শালীনতার পরিচয় পেয়ে | আশাকরি এই গুনটা সবসময় যেন আপনার সাথে সাথেই থাকে |অনেক ধন্যবাদ মুগ্ধ করার জন্য | চমকে দেবার জন্য | ইটস রিয়েলি নাইস টু নো সাচ এ নাইস পার্সন/ব্লগার |

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৯

উম্মে সায়মা বলেছেন: এভাবে বলে আমাকে বিব্রত করলেন ভাই। আমিও সাধারণ মানবীয় আবেগের উর্ধ্বে নই। আমারও আগ্রহ জন্মেছে দেখার জন্য যে কে কপি করল আমার লেখা। আগের প্রতিমন্তব্যে বলেছিও আপনাকে সেই পোস্টের লিংক দিতে। আপনি বোধহয় খেয়াল করেননি।
যাই হোক, আপনি যদি দিতে না চান সমস্যা নেই। কী আর এমন লেখা আমার! তেমন কিছুই আসে যায়না। তবে যে করেছে সে অন্যায় করেছে। এখন একদম প্রতিবাদ না করলে সে ভবিষ্যতে আবার করবে, অন্যদের সাথেও করবে। আর এ নিয়ে ব্লগে অনেক কিছু হয়েছেও। আপনি নতুন বলে হয়তো জানেননা। আস্তে আস্তে বুঝতে পারবেন সব।
ভালো থাকুন। শুভ কামনা।

৩০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৫

মলাসইলমুইনা বলেছেন: আপনি বললে আমি ওই লিংকে বলতে পারি লেখা সরিয়ে নেবার জন্য | কিছু মনে করবেন না ব্লগারের নাম না বলবার জন্য | আপনার একটা লেখা লেখা চুরি যাক বা না যাক আপনার কিছু যাবে আসবে না | আপনার হাত লেখায় খুবই ভালো | আরো অনেক ভালো ভালো লেখা আপনি লিখবেন আমি জানি | এই বেচারা লজ্জ্বিত হয়ে আর হয়তো লিখতেই পারবেনা ব্লগে |

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১১

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ আবার এসে মন্তব্য করার জন্য। নাম না বললে সমস্যা নেই। আপনি না বললে তো আমি জানতেই পারতামনা কেউ যে কপি করেছে।
বলতে পারি লেখা সরিয়ে নেবার জন্য
বললে উপকার হয়। আর তাকে বলবেন কারো লেখা কপি করলে কার্টেসি দিতে হয়। এ সামান্য জ্ঞান নিয়ে ব্লগিং করতে আসা উচিৎ। লেখা চুরি অন্যসব চুরির মতই পাপ। এটা বরং তার চেয়ে জঘন্য। তার সুন্দর ব্লগিং কামনা করি....
আপনার হাত লেখায় খুবই ভালো |
একটু বেশি ফেললেন বোধহয়। আমি অত প্রশংসার যোগ্য নই। আর খুব একটা লিখিও না। যা টুকিটাকি লিখি ব্লগে পোস্ট দেই আর সবার সাথে ব্লগিং করে ভালো কিছু সময় কাটাই। এই-ই। কারো ভালো লাগলে নিজের ওয়ালে, ব্লগে পোস্ট দেবে সেটা সমস্যা না। সমস্যা হল আপনাকে আগেই বলেছি কবে নিজের লেখার জন্য অন্যে আমাকেই চোর বলে বসে B:-) এমন অভিজ্ঞতা আছে সেজন্যেই বলছি। (আপনার সাথে অনেক কিছু শেয়ার করলাম। আশা করি কিছু মনে করবেননা। ভালো থাকুন সবসময়)

৩১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:০০

মলাসইলমুইনা বলেছেন: জব ডান | ব্লগারের একাউন্টে মন্তব্য করে জানিয়ে দিয়েছি যে লেখাটা যে আপনার সেটা যেন অবশ্যই এড করে দেন | আপনাকে সেটা সরাসরি জানাতে বলেছি | এটাও বলেছি আমাকে জানানোর কিছু নেই এ'ব্যাপারে | কারণ লেখার মালিকা আপনি | দেখা যাক অনুরোধে কাজ হয় কি না | ভালো থাকবেন | আর আপনার লেখার হাত সত্যিই বা ভালো | ওটা বানিয়ে বা আপনাকে ইমপ্রেস করার জন্য বলিনি | ওটা আপনার লেখা পড়েই বলেছি | বাই দ্যা ওয়ে, আমি আপু নাকি ভাইয়া এই বিশ্বাস/অবিশ্বাস, নিশ্চিত/অনিশ্চিত সম্ভাবনার উপর ক্যামাফ্লোজের একটা চাদর আছে বলে মনে করেছিলাম | সেই চাদরটা আমি সরাইনি এখনো | আপনার সম্বোধন দেখে জানতে ইচ্ছে করছে আমার ক্যামাফ্লোজের কোন ফুটো দিয়ে দেখে আপনি আপনার সম্বোধনের ব্যাপারে নিশ্চিত হলেন? জানাবেন |

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৩৩

উম্মে সায়মা বলেছেন: জব ডান |
আন্ততরিকতায় কৃতজ্ঞ হলাম। দেখা যাক কি হয়!

আপনার লেখা পড়েই বলেছি
আচ্ছা ধন্যবাদ। প্রশংসায় উচ্ছ্বসিত। আমার অন্যান্য লেখাও পড়ে দেখার আমন্ত্রণ রইল। আর গঠনমূলক সমালোচনা করলেও খুশি হব।

কোন ফুটো দিয়ে দেখে আপনি আপনার সম্বোধনের ব্যাপারে নিশ্চিত হলেন?
হাহাহা। সাধারণত এমন কনফিউজিং নিক হলে আমি সম্বোধন ছাড়াই মন্তব্য করি। আপনার নিক আরো কার কার পোস্টে যেন দেখেছিলাম। মনে হল ভাইয়াই হবেন। তাই আন্দাজে ঢিল মেরে দেখলাম। না হলে তো আপনি বলতেনই 'সরি, আমি ভাইয়া না। আপু।' :)
নাকি আমিও ওমেরা আপুর মত ভাপু ডাকব? না না, তা ডাকা যাবেনা। তাহলে তো মিক্সড জেন্ডার হয়ে যাবেন B-)
ভালো থাকবেন। শুভ রাত্রি।

৩২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০৫

মলাসইলমুইনা বলেছেন: প্রেম ভালোবাসার লেখা জোখাগুলো পড়তে আমি কেমন যেন দুনিয়ার স্লো | একটা বই-ই আমার জীবনে প্রেমের জেনেও আমি পড়ে শেষ করতে পেরেছিলাম খুব দ্রুত আর সেটা হলো আমার খুবই প্রিয় লেখক আর্নেস্ট হেমিংওয়ের " এ ফেয়ারওয়েল টু আর্মস" | মনে হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ছায়া বেশি থাকতেই সেটা সম্ভব হয়েছিল, নইলে হয়তো সেটাও শেষ হতো না | আপনার লেখাগুলোর মধ্যেও ভালোবাসা, ভালো লাগার কথা অনেক | আপনার ইনভিটেশনটা নিলাম আপনার লেখা পড়ার | স্লো হয়তো হবে কিন্তু ঈশপের সেই কাছিমটার মতো আস্তে আস্তে গেলেও ঠিকই পড়ে ফেলবো |

আপনার সুইডিশ বন্ধু ওমেরার সম্বোধনটা আমার পছন্দ হয়েছে | সে খুবই নির্ভর টাইপের মেয়ে | কিন্তু ওমেরার না জানা দেশের বন্ধু আপনি খুব কনফিডেন্ট নিজের ব্যবহারে | আমাকে সম্বোধন দেখে তাই ভেবেছি | যাহোক আপনাদের দুই গোয়েন্দার কারো কোনো সম্বোধনেই আমার কোনো কমেন্টস নেই |হিঃ হিঃ হিঃ, আমি ক্যামাফ্লোজের আড়ালেই থাকি ! আপনি নিশ্চই খুব ভালো ছাত্রী | নিশ্চই ব্যাগ ভর্তি নাম্বার পান পরীক্ষায় |ভারী গোছানো লেখার স্বভাব আপনার (উইথ হেডিং এন্ড হাইলাইটস)| অনেক ধন্যবাদ নেবেন |

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

উম্মে সায়মা বলেছেন: আস্তে আস্তে গেলেও ঠিকই পড়ে ফেলবো |
না না থাক দরকার নেই। আপনার যা পড়তে ভালো লাগে সেগুলোই পড়বেন। আমি চাইনা কেউ কষ্ট করে, বাধ্য হয়ে আমার লেখা পড়ুক। ঠিকই বলেছেন আমার লেখাগুলোর মধ্যে ভালোবাসা, ভালো লাগার কথা অনেক। ইনফ্যাক্ট প্রায় সব প্রেম-বিরহেরই। (এছাড়া আর কিছু আসেনা।কি আর করা!) আপনি চাইলে আমন্ত্রণ ফিরিয়ে নিতে পারি :)

আমি ক্যামাফ্লোজের আড়ালেই থাকি
আচ্ছা আপনি রহস্যাবৃতই থাকুন। কিছু কিছু রহস্য থাকাও ভালো....

আপনি নিশ্চই খুব ভালো ছাত্রী |
হাহাহা। না আমি খুব ভালো ছাত্রী নই। তবে কিছু ভালো ছাত্রছাত্রী তৈরির প্রয়াসে আছি। আপনিও কিন্তু বেশ গুছিয়ে লিখেন।
ধন্যবাদ মন্তব্যের জন্য....

৩৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: ছোট খালা চার বছর আগে ভালোবেসে এই লোকটাকে বিয়ে করেছিলেন। সেই ভালোবাসা এখনো তেমনি অটুট আছে।" ব্যাপারটা কৌতুহলোদ্দীপক। যাহোক, ভালো লেগেছে পারিবারিক গল্প।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪০

উম্মে সায়মা বলেছেন: কৌতুহলোদ্দীপকই বটে! আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল। ধন্যবাদ।
আমার ব্লগে আপনাকে স্বাগতম...

৩৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শান্তি থাকলে ভাঙা ঘরও বেহেশতের বাগান হয়ে যায়।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪২

উম্মে সায়মা বলেছেন: একদম ঠিক বলেছেন ভাই। শান্তিই সবচেয়ে বড় ব্যাপার।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।।

৩৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৪

মলাসইলমুইনা বলেছেন: শ্রদ্ধেয়া উম্মে সায়মা: আপনি এবার সত্যিই লজ্জ্বায় ফেলে দিয়েছেন আমাকে | আগে বলবেন না আপনি টিচার | সেই ছোট বেলার প্রাইমারি স্কুলে হালকা শীতের কোনো দুপুরে সবুজ পাহাড়ের/টিলার উপরে জামান স্যারের ক্লাস, বা তীব্র গরমে কৃষ্ণ চূড়ার ছায়ায় করা হামিদ স্যারের ক্লাস থেকে শুরু করে আমার জীবনে দেশ বিদেশের আমার টিচারদের প্রভাব অনেক | আপনি তাদের স্বগোত্রীয় হলে আমার আগের সব রসিকতা করা মন্তব্যগুলো এই মুহূর্তেই ফিরিয়ে নিলাম | এবং ভবিষ্যতেও নো রসিকতা | এই স্ট্রাকচারাল এডজাস্টমেন্টটা করতেই হবে | তার জন্য আবার আমাকে স্নব ভাববেন না |

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১২

উম্মে সায়মা বলেছেন: শ্রদ্ধেয়া? হাহাহা। স্বগোত্রীয় হলেও আপনার তো আর টিচার না আমি। এখানে আমরা সহব্লগার। সেটাই বড় পরিচয়। লজ্জিত হবার কিছু নেই।
পাহাড়ের/টিলার উপরে, কৃষ্ণ চূড়ার ছায়ায়
আপনি কি সবসময় খোলা জায়গায় ক্লাস করেছেন নাকি!
যাই হোক, শুভেচ্ছা জানবেন।

৩৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩০

মলাসইলমুইনা বলেছেন: ঠিক আছে সম্বোধনহীন মন্তব্য করলাম | এই খোলা জায়গায় ক্লাসের ব্যাখ্যাটা দেওয়া জরুরি মনে হচ্ছে | নইলে আবার কনফিউশন ক্রিয়েট করা হয়ে যাবে মনে হয় | এই দুটো ক্লাস মনে হয় খুব সম্ভবত ক্লাস টু বা থ্রির | আমাদের লাল ইটের একতলা ক্লাস রুমটা মাঝে মাঝে সামারে খুব গরম হয়ে যেত | স্কুলে ওই একটা রুমেই মনে হয় তখন ফ্যান ছিল না | সামারে খুব গরম পড়লে জামান স্যার মাঝে মাঝে বাইরে ক্লাসটা নিতেন | আমরা সবাই ধরে ধরে ব্যাল্ক বোর্ডটা বাইরে নিয়ে আসতাম ওটার স্ট্যান্ডটাসহ | আর সামারে কৃষ্ণ চূড়ার তলায় হামিদ স্যার নিতেন ফিজিক্যাল এক্সসারসাইজ ক্লাস | বহুদিন আগের কথা | বিস্মৃতির ধুলোবালিতে এখনো ঢাকেনি | অনেক ধন্যবাদ আপনাকে |

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৫

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ। আচ্ছা বুঝলাম আপনি নিয়মিত খোলা মাঠের ছাত্র ছিলেন না :)
জীবনের এ স্মৃতিগুলোই সবচেয়ে মজার। আর বয়সের ভারে কুঁজো হয়ে গেলেও এসব ভোলা যায়না। ভালো লাগল আপনার স্মৃতিকথা শুনে। ভালো থাকুন।

৩৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

কথাকথিকেথিকথন বলেছেন:



একটুখানিই রম্য ! শেষের ব্যাখ্যা চমৎকার । ভাল লেগেছে ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৬

উম্মে সায়মা বলেছেন: আপনার চমৎকার লেগেছে জেনে খুব ভালো লাগল। অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকুন।

৩৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

ফয়সাল রকি বলেছেন: সবাই তো ছোটখালার প্রসংসা করছে, কিন্তু আপনাদের বিরক্ত লাগে না?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২০

উম্মে সায়মা বলেছেন: আপনাদের বলতে কারা? পোস্টে লিখেছি,
আমার পতিভক্ত খালার ভক্তি দেখে আমি আর আমার ছোট বোন অতিষ্ঠ।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ রকি ভাই। ভালো থাকুন।

৩৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৭

জুন বলেছেন: আপনার খালার স্বামীর প্রতি অপরিসীম ভালোবাসার কথা রম্য করে লিখেছেন যা পড়ে খুব মজা পেলাম উম্মে সায়মা । শেষের প্যারায় যা বলেছেন তা কি সঠিক ?
জীবন চলার পথে একটু কম বোঝা ধরনের মানুষ হওয়াই বুঝি ভাল
+

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮

উম্মে সায়মা বলেছেন: জুন আপু, একটুখানি রম্য পড়ে মজা পেয়েছেন জেনে ভালো লাগল। অনেকদিন পর আপনাকে আমার ব্লগে পেয়ে খুব খুশি লাগছে।
ভালো আছেন আশা করি।
শেষের প্যারায় যা বলেছেন তা কি সঠিক ?
চারপাশের সম্পর্কগুলো দেখে আমারতো তাই মনে হয় আপু.....
অসংখ্য ধন্যবাদ।

৪০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: লেখাটা পড়ে মুগ্ধ হলাম।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৭

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকুন।

৪১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২১

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: জীবন চলার পথে একটু কম বোঝা ধরনের মানুষ হওয়াই বুঝি ভাল। অন্তত কিছু না বুঝে সুখে জীবনটা কাটিয়ে দেয়া যায়। এ-ই বা মন্দ কী!!! সহমত।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:০৫

উম্মে সায়মা বলেছেন: সহমত পোষণ করার জন্য ধন্যবাদ। আমার ব্লগে আপনাকে স্বাগতম জিসান ভাই।

৪২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৫

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: রম্য হলো কিভাবে? /:) /:) /:) /:) /:)

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:০৭

উম্মে সায়মা বলেছেন: একটুখানি রম্য করে উপস্থাপনের চেষ্টা করেছি। আপনার কাছে যদি রম্য মনে না হয় তবে সেটা আমার ব্যর্থতা।
ধন্যবাদ জিসান ভাই।

৪৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩২

সোহানী বলেছেন: জীবন চলার পথে একটু কম বোঝা ধরনের মানুষ হওয়াই বুঝি ভাল। .............

শতভাগ সহমত।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২২

উম্মে সায়মা বলেছেন: পোস্ট পড়ে মন্তব্য রেখে যাবার জন্য ধন্যবাদ আপু। ভালো থাকুন।

৪৪| ০৩ রা অক্টোবর, ২০১৭ ভোর ৪:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আশায় আশায় তবু এই আমি থাকি...
যদি আসে কোনদিন সেই
সুখ পাখি....

০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২১

উম্মে সায়মা বলেছেন: সকলে সুখপাখির অপেক্ষায়.....
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

৪৫| ২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৭

খায়রুল আহসান বলেছেন: "জীবন চলার পথে একটু কম বোঝা ধরনের মানুষ হওয়াই বুঝি ভাল" - কম কম বোঝাই ভাল, বেশি বুঝতে গেলেই জীবনে ছন্দপতন আসে।

সাধারণতঃ, এ্যাপ্রিসিয়েশনের পেছনে থাকে ভালবাসার প্রেরণা। ভালবাসা না থাকলে ঠিকমত এ্যাপ্রিসিয়েশন আসে না।

আপনার খালা খালুর এই পারস্পরিক এ্যাপ্রিসিয়েশনের বর্তমান ধারা কেমন চলছে?

"কবে নিজের লেখার জন্য নিজেই চোর বনে যাই সে চিন্তায় আছি" (২৮ নং প্রতিমন্তব্য) - মাস খানেক বা দুয়েক আগে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। মুহূর্তের মধ্যে সেখানে একজন পাঠক 'লাভ' দিলেন এবং একটা মন্তব্যও করলেন। খানিক পরে তার ওয়ালে গিয়ে দেখি আমার পোস্টটাকে তিনি হুবহু কপি-পেস্ট করে ঝুলিয়েছেন। সেখানে নিমেষেই বহু গুণমুগ্ধ পাঠকের লাইক, লাভ ইত্যাদি এবং বেশ ক'টি এ্যাপ্রিশিয়েটিভ মন্তব্যও পেয়েছেন। আমি সেখানে মন্তব্য করলাম, আমার পোস্টটাকে আপনি কপি-পেস্ট করে এখানে লিখেছেন, অথচ আমার নামোল্লেখ করেন নি। আমি আমার পোস্টে আপনার মন্তব্যের স্ক্রীনশট রেখেছি। আপনি যদি অনতিবিলম্বে এখানে মূল রচয়িতার ক্রেডিট কার্টেসী উল্লেখ না করেন, তবে আমি সেটা এখানে পোস্ট করে দিব। তিনি একটি মফস্বল শহরের কলেজে ইংরেজীর প্রভাষক। এজন্য তার প্রতি কিছুটা সম্মান দেখিয়ে স্ক্রীনশটটা আমি সরাসরি না পোস্ট করে তাকে একটি সুযোগ দিয়েছিলাম। পরমুহূর্তেই দেখি তিনি আমার মন্তব্যটা মুছে দিয়েছেন এবং ছোট্ট করে এক কথায় আমার নামোল্লেখ করেছেন। সেখানেও তিনি একটু কার্পণ্য করেছেন, নামটা তিনি ট্যাগ করেন নি, ফলে আমাকে বারে বারে ফিরে গিয়ে পোস্টটা দেখে আসতে হয়েছে। আমার সন্দেহ হয়, এতদিনে সেই নামোল্লেখটাও হয়তো তিনি মুছে দিয়েছেন। ওনার সদিচ্ছা থাকলে উনি আমার সৌজন্যের প্রত্যুত্তরে আমাকে ইনবক্সে ভুল স্বীকার করতে পারতেন। এখন একজন কলেজ প্রভাষক যদি এ কাজটা করতে পারে, তবে আমরা আর কার কাছে কী আশা করতে পারি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত নাম করা বিশ্যবিদ্যালয়ের পিএইচডি পরীক্ষার্থীরাও তো দেখলাম কপি-পেস্ট করা থিসিস লিখে ধরা খেয়ে লঘুদন্ড লাভ করেছেন।

পোস্টে পঞ্চদশতম ভাল লাগা + +।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ৮:১০

উম্মে সায়মা বলেছেন: বর্তমান ধারা কেমন চলছে?
ভালোই তো যতদূর জানি। যদিও অনেকদিন কাছ থেকে দেখার সু্যোগ পাচ্ছি না। কয়েকবছর আমি দেশের বাইরে ছিলাম। আর দেশে ফেরার পর এই মহামারী।
আমরা আর কার কাছে কী আশা করতে পারি?
খুবই হতাশাব্যাঞ্জক এবং দুঃখজনক এই ব্যাপারগুলো খায়রুল আহসান ভাই। কেমন মন মানসিকতা এদের আমি ভেবে পাইনা। শুভবোধের উদয় হোক তাদের৷
পুরানো পোস্টে এসে + এবং ভালো লাগা জানিয়ে মন্তব্য রেখে যাবার জন্য ধন্যবাদ।

৪৬| ২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৪

খায়রুল আহসান বলেছেন: সদ্যপ্রয়াত আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম এর মন্তব্যটা পড়ে মনটা কেমন হয়ে গেল! বড় ভাল একজন মানুষ ছিলেন তিনি, বড় গুণী একজন ব্লগার এবং গল্পকার।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ৮:১২

উম্মে সায়মা বলেছেন: আমারও পুরানো আরেকটা পোস্টে উনার মন্তব্য দেখে মন খারাপ হয়ে গিয়েছিল। এভাবেই আমরা সবাই একসময় স্মৃতি হয়ে যাব। ভাবতেই কেমন লাগে।
ভালো থাকবেন খায়রুল আহসান ভাই। নিজের খেয়াল রাখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.