নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

"Dream"

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৩



(Dedicated to all dedicated teachers)


Let's listen to a story first (by Curwin)…

Once there was a king who wished for his son and sole heir to have a fine education. He sent servants out to post signs that if the king found the teacher fit for such a weighty responsibility, he would allow him to choose his own salary. Many people came from all over the kingdom to apply for the job. After testing all the applicants on the breadth and depth of their knowledge, the king narrowed his choice to three wise men.

He then asked each of the men how much they wanted to be paid and why they felt their services were worthy of that sum. The first man said that he should be paid 10,000 gold coins a month because he was the smartest man in all the land and could give the prince knowledge no one else had.

The second man said that he wanted 20,000 gold coins a month because he was the best teacher in all the land. He spoke of how he could discipline a child to do anything he wanted; he was not afraid even of the prince.

The third man asked only for room and board and enough money to support his family. He said that he knew he was smart but not the smartest and he knew he was a good teacher but not the best. He said that he should be chosen because it would be an honor to serve the king, the prince, and all the people of the land. He said that he wanted the next ruler of his beloved kingdom to be just as wise as his father.

The king, of course, chose the third man … and that is why teachers are paid such low salaries. All joking aside, this parable reminds us of what it means to be a teacher. To some people, teaching is just a job; to others, it represents a place to exert power, a lofty platform to spread knowledge. The finest teacher, however, realizes that he or she is in the classroom to help students achieve their full potential, in whatever form that may take.

When I was a kid, I used to play with my friends acting as teacher-student, doctor-patient, cook and so on. I dreamt of being a renowned doctor of my locality and serve the people as this is the only way of serving the poor countrymen. My maternal grandfather was a Doctor and I have seen him from childhood treating every patient with great care and how people loved him, respected him. Moreover, it is natural in our society that all parents want their children to be doctors or engineers and keep hammering this dream deep into the mind of their children. And every child grows up bearing this in mind that he has to be a Doctor or an Engineer. My parents had also dreamt likewise. And I had no option to dream or think otherwise.

But when I grew up a bit more, I found out many other alternative ways to serve mankind. An honest politician is serving the country, a teacher is serving, a writer, a social worker, a businessman, even a farmer is serving the people in a way or other. It is not mandatory that you have to be either a doctor or an engineer to be ‘someone’. You can be anything you wish, but you have to dedicate your soul to it. That’s all. That’s the secret of legendary. So when I have grown up, I have started to understand the world, maturity was growing up in me, slowly I have realized, ‘No, I don’t want to be a Doctor. This is not my real dream. This is enforced.’ Then I have started thinking, ‘What I want to be then?’ To find out the answer I looked around me. Pathetically I found out that everything is corrupted in our society. Everybody in every sector is being corrupted. Not even the Doctors and the Engineers are excluded from this ‘everybody’. The society is totally polluted with this corruption. I am not talking about exceptions. I became very frustrated and hopeless experiencing this bitter condition of our society. If this continues for long our country will be ruined. But what might be the reason behind this? Why these people are not ethical? Ethics is such a thing that has no connection with religion. One doesn’t need to be religious to be honest. Then what is the problem? It is may be that they are not getting proper moral teaching from childhood. Yes, here lies the problem. Our children do not get proper education, not from family nor from school. Nowadays parents remain busy at work and teachers are being careless of what they are meant to be.

Once I was arguing with a professional counselor about degradation of young generation of present world. His complaint was that young people cannot show respect to the elder and they are becoming more and more arrogant in these days. But the matter of shame and surprise is that more people are educated in this 21st Century than before. The man said, ‘Now people are educated, not well educated.’ He was correct in pointing out the problem.

Thinking about this great disaster at that time I set up my mind to join the teaching field. This seemed to me to be the best way of serving my motherland. It is said that teachers are the artisans who shape human minds and build them as perfect human beings. Yes, I want to be that artisan. There should be rise of a number of efficient teachers in our country to take hold of the bridle of the society to control this upheaval.

From then on teaching became my dream, my passion which I am sure to fulfill. When profession meets passion, success is ineluctable. The stunning fact is that every Doctor or Engineer has to go through this education system where teachers are the rulers and students are the subjects. It depends on a teacher how he will rule!

28.03.2015

মন্তব্য ৩৫ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৫

চাঁদগাজী বলেছেন:


পোস্টের লেখক কোন দেশে থাকেন?

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৮

উম্মে সায়মা বলেছেন: আপাতত মধ্যপ্রাচ্যে চাঁদগাজী ভাই।

২| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৭

উম্মে সায়মা বলেছেন: [একটা পাবলিকেশন্সের ইন্টারভিউয়ের একটা পার্ট হিসেবে এটা লিখেছিলাম। আজ বিশ্ব শিক্ষক দিবসে মনে হল পোস্ট দেই।
বাংলা ব্লগে বাংলা পোস্ট দেয়াই শ্রেয়। কিন্তু সময় এবং ধৈর্য্য কোনটাই নেই বলে ইংরেজীটাই দিয়ে দিলাম। অপরাগতায় মার্জনা কাম্য]

৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৫১

মলাসইলমুইনা বলেছেন: টিচার হবেন যখন, তখন এটা মনে রাখলেই হবে-"The finest teacher, however, realizes that he or she is in the classroom to help students achieve their full potential, in whatever form that may take."আমাদের দেশের শিক্ষার কোনো পর্যায়েই শিক্ষকরা এটা মনে রাখেন না (খুব কম শিক্ষকই রাখেন) | এটাই সমস্যা করে দিচ্ছে শিক্ষাটা ডেলিভারির ক্ষেত্রে |

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৪

উম্মে সায়মা বলেছেন: মনে রাখলেই হবে
মনে রাখার চেষ্টা করি।

এটাই সমস্যা করে দিচ্ছে শিক্ষাটা ডেলিভারির ক্ষেত্রে |
ঠিক বলেছেন। এটাই দুঃখজনক ব্যাপার।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ আপনাকে।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:


Well written,laudable dream. Best wishes for upcoming future...

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৬

উম্মে সায়মা বলেছেন: থ্যাঙ্কস আ লট ডানা ভাই।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:১৪

মলাসইলমুইনা বলেছেন: যথাযথ প্রজ্ঞাপনে নিন্দে তুলে নেওয়া হয়েছে |

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩০

উম্মে সায়মা বলেছেন: আগে আপনার নিন্দার নিন্দা করে নেই। নিন্দে তুলে নিয়ে আমাকে কৃতার্থ করেছেন ;)

৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৬

মিরোরডডল বলেছেন: Excellent writing
"When profession meets passion, success is ineluctable' - strongly agree

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৩

উম্মে সায়মা বলেছেন: থ্যাঙ্কস আ লট MirroredDoll। এটা এমন একটা ব্যাপার, সহমত পোষণ করতেই হবে।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৭

মলাসইলমুইনা বলেছেন: কি আশ্চর্য আমাকে নিন্দে করতে হবে কেন ? আমিতো প্রজ্ঞাপনের সাথে সেটা তুলেই নিলাম ! ভালো কাজের কোনো দাম নেই দেশে এখন !

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

উম্মে সায়মা বলেছেন: ভালো কাজের কোনো দাম নেই দেশে এখন
দেশে না থাকুক বিদেশে তো আছে :P

৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনাকে আড্ডাঘরে দেখা যাচ্ছে না আফা।

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

উম্মে সায়মা বলেছেন: একটু ব্যস্ততায় আছি। সময় করে আসব সবার সাথে আড্ডা দিতে। খবর নেয়ায় ধন্যবাদ অয়ন ভাই। ভালো থাকুন।

৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা !!!

শিক্ষকরা শিক্ষকতায় স্বাধীন, সুন্দর সুখী হোক!
শিক্ষক দিবসের শুভেচ্ছা !!!

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৮

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ মনিরা আপু।।

১০| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ইংরেজি বুঝিনা আপু.....

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৫

উম্মে সায়মা বলেছেন: দুঃখিত নয়ন ভাই। সময় এবং ধৈর্য্যের অভাবে বাংলায় অনুবাদ করে পোস্ট দিতে পারিনি।
ধন্যবাদ। ভালো থাকুন।

১১| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৫

ধ্রুবক আলো বলেছেন: সময় নিয়ে পড়তে হবে, আপাতত প্রিয়তে রাখলাম।

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৭

উম্মে সায়মা বলেছেন: আশা করি পরে সময় করে পড়ে অনুভূতি জানাবেন। প্রিয়তে রাখায় ধন্যবাদ ধ্রুবক আলো ভাই। ভালো থাকুন।

১২| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০১

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




সেই রামও নেই , সেই অযোধ্যাও নেই ।
অপ্রিয় সত্য হলেও বলতে দ্বিধা নেই , বেশ কিছুকাল থেকেই শিক্ষক আর শিক্ষক নেই , তারা চাকুরিজীবি। আর দশটা কাজের মতোই ছেলেমেয়ে পড়ানো তাদের একটি কাজ । যেখানে টাকাপয়সার আমদানী থাকবে খুবই কম কিম্বা বিনা পরিশ্রমে ।
কেন এমনটা হয়েছে ? এই প্রতিযোগিতার বাজারে কিছু একটা করে টিকে থাকার জন্যে । পরিনামে এ কাজের জন্যে যে প্যাশন থাকার কথা , যে অপরিমেয় দ্বায়িত্বজ্ঞান থাকার কথা সেসবের বালাই চুকে গেছে অনেক আগেই । সমগ্র শিক্ষা ব্যবস্থাটাই মুখ থুবড়ে পড়া । সেখানে কেউ একজন শিক্ষক হয়ে গড়ে উঠবেন এমন শিক্ষাটাই সেখানে নেই । তেমন শিক্ষা অর্জনের তাগিদটাই কারো নেই ।
আপনি যে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন বা দেখাচ্ছেন সেখানে নীচের লিংকটি হয়তো সমাজে প্রকৃত শিক্ষকদের অবস্থান আর তার " কারেজ" কেমন হওয়া উচিৎ তা দেখাতে পারে ----------------“শিক্ষক” একটি অবহেলিত প্রানীর নাম…..(?)

লেখাটি ভালো লাগলো ।

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:১৮

উম্মে সায়মা বলেছেন: তা ঠিক বলেছেন আহমেদ জী এস ভাই। বিশেষ করে আমাদের দেশে এ অবস্থা।
প্রতিযোগিতার বাজারে কিছু একটা করে টিকে থাকার জন্যে ।
এজন্য তাদের দোষও দেয়া যায় না। তারাও তো সেই আমাদের মতই মানুষ।
আপনার লেখাটি পড়েছি। আমার এ লেখার সাথে অনেকটাই রিলেইট করা যায়। ধন্যবাদ লিংকটি শেয়ার করার জন্য।
আর আমাদের দেশে আরেকটা সমস্যা হল শিক্ষককে সঠিক মর্যাদা দেয়া হয়না। তাই শিক্ষকও ভুলে যান এটা কত মহান আর গুরুত্বপূর্ণ পেশা।
লেখাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ভালো থাকুন।

১৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৮

জাহিদ অনিক বলেছেন: গতকাল রাতেই পড়েছিলাম। ভাল লেগেছে বেশ।
একটা কথা এখনও একদম ঠিক, শিক্ষকদের বেতন এখনও অন্য যে কোন পেশার থেকে তুলনামূলক কম। এটা সত্যি দুঃখজনক।

হ্যাঁ এটাও ঠিক, সব শিক্ষক ভাল শিক্ষক নয়।


আপু, আপনি নিজেও কি শিক্ষক? পোষ্ট পড়ে সেরকমই মনে হচ্ছে।

আজকের আমার ঘটনা শেয়ার করি,
কোচিং এ ছাত্রদের জিজ্ঞেস করলাম - তোমরা কি জানো আজকে একটা বিশেষ দিন?

কয়েকজন বলল, জ্বি স্যার জানি।

আমি একটু অবাকই হলাম! বাহ বেশ এরাও তাহলে খোঁজ খবর রাখে যে আজকে শিক্ষক দিবস।

বললাম,
- বলতো কি জন্য আজকে বিশেষ দিন ?

দুই তিনজন একত্রে জবাব দিল,
- আজকে মাশরাফি মর্তুজার জন্মদিন স্যার।


আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। বললাম, হ্যাঁ তো না হয় আছে আরও একট জিনিস আছে আজকে, কেউ জানো?

২৫ জন স্টুডেন্টের কেউ জানে না !

বললাম- আজকে বিশ্ব শিক্ষক দিবস।

একজন বলল,
- তাহলে তো স্যার আজকে ছুটি থাকার কথা !

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৬

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। লেখাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

অন্য যে কোন পেশার থেকে তুলনামূলক কম
আসলেই দুঃখজনক। আর এ সমস্যা আমাদের দেশেই বেশী। এমন মহান একটা পেশার দামই দিতে পারলনা দেশের মানুষ। এজন্যই দেশের এ অবস্থা। অথচ অ্ন্য যে কোন দেশেই শিক্ষকদের মর্যাদা সবচেয়ে বেশী।

আপনি নিজেও কি শিক্ষক?
হ্যাঁ ভাইয়া, আপনার ধারনা সঠিক।

২৫ জন স্টুডেন্টের কেউ জানে না !
এটাই এ যুগের বাস্তবতা। অথচ তারা প্রত্যেকেই ভ্যালেন্টাইনস ডে, ফ্রেন্ডশিপ ডে কবে ঠিকই জানবে।

এনিওয়ে মনিরা আপুর পোস্টে আপনার জন্য একটা মন্তব্য রেখে এসেছিলাম। দেখা হয়নি মনে হয় #:-S
ভালো থাকুন।

১৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:০২

শুভ_ঢাকা বলেছেন: When profession meets passion, success is ineluctable.

এটা বাক্যটি আমার কাছে খুব ভাল লেগেছে। যে কোন প্র্যাফেশনের সাথে প্যাশন যুক্ত হলে সে unstoppable হবে।

খুব ভাল লিখেছেন উম্মে সায়মা।

০৬ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:০৮

উম্মে সায়মা বলেছেন: প্যাশন যুক্ত হলে সে unstoppable হবে।
তাতো অবশ্যই।

অসংখ্য ধন্যবাদ শুভ ভাই। আপনাকে আমার ব্লগে পেয়ে খুব ভালো লাগছে। ভালো থাকুন।

১৫| ০৬ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩০

জাহিদ অনিক বলেছেন: মনিরা আপুর পোষ্টে আমার জন্য রেখে যাওয়া মন্তব্য একদম দেখা হয় নি !

দেখে নিচ্ছি জলদি। :-B

০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৭

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ :)

১৬| ০৬ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


দেশের ভেতরে ছেলেমেয়েদের ও পরিবারগুলোর ভাবনাশক্তি সীমিত হয়ে গেছে; তাই, প্রশ্ন করেছিলাম, লেখক কোথায় থাকেন!

০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১১

উম্মে সায়মা বলেছেন: যেখানেই থাকি দেশের মানুষই তো। আর লেখাটিও দেশে বসেই লেখা।
অসংখ্য ধন্যবাদ চাঁদগাজী ভাই।

১৭| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: বাংলায় লিখলে আমার জন্য পড়তে সুবিধে হতো !! :P


তারপরেও কষ্ট করে পড়লাম !!ভালো লিখেছেন।

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৩৭

উম্মে সায়মা বলেছেন: সময় এবং ধৈর্য্যের অভাবে বাংলায় অনুবাদ করে পোস্ট দিতে পারিনি বলে দুঃখিত।
কষ্ট করে পড়েছেন তাই আন্তরিক ধন্যবাদ রইল শাহরিয়ার কবীর ভাই।

১৮| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৯

খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন। ছবিটাও খুব ভাল লেগেছে।
এদেশে একজন গ্রাজুয়েট শিক্ষকের চেয়ে একজন গাড়ীচালকের বেতন ভাতা বেশী। কোন পেশাকে অসম্মান করছিনা, কিন্তু শিক্ষকদের বেতন-ভাতা আরো অনেক বেশী বাড়ানো উচিত। সমাজে তাদের সম্মান আরো বাড়ানো উচিত। স্কুল কলেজগুলোতে পরিচালনা পর্ষদের অশিক্ষিত, অর্ধ-শিক্ষিত ব্যক্তিদের দ্বারা শিক্ষকদের নিয়ন্ত্রণ প্রবণতা বন্ধ করা উচিত।
পোস্টে ভাল লাগা + +

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪

উম্মে সায়মা বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন খায়রুল আহসান ভাই।
আমাদের/ সমাজের অসঙ্গগতির কারণেই আজ এ অবস্থা। অনেক শিক্ষক বুঝতেই পারছেন না এটা যে কত মহান একটা পেশা। তাদের দোষ দিয়েও লাভ নেই। তারাও তো মানুষ!
প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম।
শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.