নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

অপূর্ণতাই জীবন

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩১






তোমায় আমি ভালোবাসিনি শাসন করার জন্যে কারণে অকারণে
ভালোবাসার কবিতা শোনাবো বলেও ভালোবাসিনি
কেবল ভালোবাসার মুগ্ধতায় বুঁদ হয়ে থাকব বলে ভালোবেসেছি।

কখনো কখনো কোন চাওয়াই পায়না পূর্ণতা
তবু এ অপূর্ণতাতেই কোথায় যেন ভালো লাগা থাকে লুকোনো,
থাকে পাবার তীব্র আকাঙ্ক্ষা।

এ আকাঙ্ক্ষাই জীবন
এ অপূর্ণতাই জীবন।।



( পুরনো ডায়েরীতে খুঁজে পাওয়া র‌্যান্ডম থট্স...)
ডিসেম্বর, ২০১৪

মন্তব্য ৬৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৯

মো: নিজাম গাজী বলেছেন: আসলেই অপুর্নতাই এক পূর্ন জীবন। শুভকামনা আপনার তরে হে লেখিকা। ভালো থাকুন সর্বদা।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১০

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ মো: নিজাম গাজী ভাই। আমার ব্লগে আপনাকে স্বাগতম....

২| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫০

মলাসইলমুইনা বলেছেন: "এ আকাঙ্ক্ষাই জীবন
এ অপূর্ণতাই জীবন।"

পুরোনো ডাইরিগুলো সব খুঁজে বের করুন শীঘ্রই | থটসগুলো জরুরি ভিত্তিতে শেয়ার করুন আমাদের সাথে | জীবনের আশা, ভালোবাসা, আর তত্ত্বকথা একই সাথে শিখি | যা বলতে চাইলাম ক্লিয়ার হলোতো - মানে ভালো লাগলো খুব, প্রিয় কবি !!

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৬

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। আর বেশি পুরোনো ডায়েরী নেই। আর আছে ছোটবেলার কবিতার ডায়েরী B-)
যাক আপনার ভালো লেগেছে তাহলে! জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ।

৩| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৪

ইসমাঈল আনিস বলেছেন: অসাধারণ হয়েছে৷

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২১

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ইসমাঈল আনিস ভাই। আমার ব্লগে আপনাকে স্বাগতম....

৪| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৫৬

জীবন সাগর বলেছেন: অল্প কথাতে ভালোবাসার সারাংশ বলে গেছেন আপু।

মুগ্ধতা আপনার পুরনো ডায়েরিতে,

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৫

উম্মে সায়মা বলেছেন: আন্তরিক ধন্যবাদ জীবন সাগর ভাই। ভালো থাকুন।

৫| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:১৮

শূন্যনীড় বলেছেন: খুব সুন্দর কাব্য, ভালোবাসার সার কথাই বলে গেছেন কবি

ভালো লাগা জানিয়ে গেলাম।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৯

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগা যত্ন করে তুলে রাখলাম শূন্যনীড়। অসংখ্য ধন্যবাদ।

৬| ১২ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:১৮

জাহিদ অনিক বলেছেন:



অপূর্ণতাতেই কোথায় যেন ভালো লাগা থাকে লুকোনো,
থাকে পাবার তীব্র আকাঙ্ক্ষা
- কথাটা চিরন্তন সত্য। কোনকিছু পাওয়া হয়ে গেলে তার প্রতি আর ভাললাগাটা আগের মত থাকে না। তারথেকে না পাওয়াতেই যেন সব পূর্ণতা।
অবশ্য পাওয়া হয়ে গেলেও এই পূর্ণতাটা আনার আসে যখন সেটা হারিয়ে যায়।


ভাল লাগল আপনার ডায়েরী থেকে পাওয়া কথাগুলো।

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১০

উম্মে সায়মা বলেছেন: ঠিক বলেছেন জাহিদ অনিক ভাইয়া। অপূর্ণতাতেই যেন সব পূর্ণতা!
আন্তরিক ধন্যবাদ জানবেন.....

৭| ১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: অপুর্ণতাই জীবন কবিতায় একেছেন বেশ সুন্দর করে , পাঠে ভাল লাগল ।
কিছু চাওয়ার পাওয়া আছে, যা হয়তো ভুল নয়, তাই বলে কিন্তু তা অপুর্ণ নয়, অপুর্ণতা থেকে পুর্ণতার খোঁজে ঘুরতে ঘুরতে এই জিজ্ঞাসায় কেটে যায় সারাট জীবন । অপুর্ণ নয় এমন কিছু অনুভুতি পাওয়া গেলেও তা সবময় অপুর্ণই থেকে যায় । অপুর্ণতাটাকে কেও সাদামাটা ভাবে নেন, কেউ আবার কোনো একটা পর্যায় পর্যন্ত এসে থেমে যান ; কারো চেষ্টা থাকে অব্যাহত। তবে নিজকে বিসর্জন দিয়ে ভালবাসার জনকে সন্তুষ্ট করার মতো ভালবাসার পাত্র পাত্রীর বড়ই অভাব রয়েয়ে এ বিশ্ব চরারে । সবচেয়ে মঝার ব্যপার হলো ভালবাসার সার্বজনীন সংজ্ঞা দেওয়া আজ পর্যন্ত সম্ভব হয়নি।তাই ভালবেসে পুর্ণতা আর অপুর্ণতাটা ইদানিং একটি আপেক্ষিক বিষয়ে পরিনত হয়েছে ।

তবে বলা যায় ভালবাসার বৈশিষ্ট্যই হল মানুষের জন্য কল্যাণ বয়ে আনা । অনেকেই মানেন, ভালবাসা স্বোৎসারিত, নিরহংকার সর্বস্ব, কোনো অতি পার্থিব জগতে ভালবাসার পরিপূর্ণতা সন্ধান করা বৃথা। ভালবাসা কখনো উদ্দেশ্য প্রনোদিত আবার কখনো সম্পুর্ণ নীজের অজান্তে উদ্দেশ্য-বর্জিত কোনরূপ চাওয়া- পাওয়া কিংবা শুভা -শুভ চেতনার ঊর্ধ্বে। ভালবাসার ক্ষেত্র বিশেষ নেই, এখানে পুর্ণতা ও অপুর্ণতা একিভুত , মানুষ যখন হয়ে যায় নীজের কাছে দায়বদ্ধ কেবল তখনি ভালবাসার অপুর্ণতা দেখতে পাওয়া যায় , অপর দিকে বিশ্ব জগতকে নীজের মধ্যে ধারণ করে নিতে পারলে পুর্ণতার স্বাদ পায় ।

ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য ।

শুভেচ্ছা রইল ।


১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

উম্মে সায়মা বলেছেন: কবিতার ভাব সুন্দর করে বিশ্লেষণ করে মন্তব্য দিয়ে নগন্য কবিতাটিকে পূর্ণতা দিয়েছেন ডঃ এম এ আলী ভাই।

সবচেয়ে মজার ব্যপার হলো ভালবাসার সার্বজনীন সংজ্ঞা দেওয়া আজ পর্যন্ত সম্ভব হয়নি।
ভালোবাসার কোন সংজ্ঞা হয়না আসলে। একেক জনের কাছে একেকরকম।

বিশ্ব জগতকে নীজের মধ্যে ধারণ করে নিতে পারলে পুর্ণতার স্বাদ পায় ।
আমরা নাদান বান্দারা তো পারিনা। তাই পূর্ণতার স্বাদও পাইনা। কেবল মনে হয় কী যেন নেই!

অসংখ্য ধন্যবাদ রইল....

৮| ১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৫

মিরোরডডল বলেছেন: "এ আকাঙ্ক্ষাই জীবন
এ অপূর্ণতাই জীবন"

So true! loved it

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

উম্মে সায়মা বলেছেন: থ্যাংকস আ লট!

৯| ১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: অপূর্ণতাই জীবন কবিতার শিরনামটাই অনেক ভাল লাগল আপু।
কবিতায়+++

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

উম্মে সায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সোহেল ভাই। ভালো থাকুন

১০| ১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:



এ আকাঙ্ক্ষাই জীবন
এ অপূর্ণতাই জীবন।।


ইউনিভারসাল ট্রুথ।

ধন্যবাদ বোন উম্মে সায়মা।

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

উম্মে সায়মা বলেছেন: আন্তরিক ধন্যবাদ হেনা ভাই। আপনাকে পোস্টে পেয়ে ভালো লাগছে। ভালো আছেন আশা করি....

১১| ১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩০

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
+।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬

উম্মে সায়মা বলেছেন: আপনার মোটামুটি লেগেছে এবং একটা প্লাস দিয়েছেন তাতেই খুশি সুমনদা। ভালো থাকুন.....

১২| ১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৩

পুলহ বলেছেন: "কেবল ভালোবাসার মুগ্ধতায় বুঁদ হয়ে থাকব বলে ভালোবেসেছি.."-- কথাটা ভালো লাগলো !
"তবু এ অপূর্ণতাতেই কোথায় যেন ভালো লাগা থাকে লুকোনো,
থাকে পাবার তীব্র আকাঙ্ক্ষা।"-- এ প্রসঙ্গে কবি জাহিদ অনিকের মন্তব্য-অংশের সূত্র ধরে বলছি- একজন মানুষ কি কখনো আরেকজনকে পুরোপুরি পায় !! আমার আগে মনে হতো- পায় বুঝি ! কিন্তু এখন আবার ভাবি- একজন মানুষের মধ্যে ভ্যারিয়েশন এতো বেশি, যে - সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর পর্যবেক্ষণে তাকে প্রতি মুহূর্তে নতুন নতুনভাবে আবিষ্কার করা যায় হয়তো। পাওয়া যায় নতুন রূপে, নতুন করে...
তাই সারাজীবন পার হয়ে যায়- কিন্তু কাউকে আমাদের পাওয়া হয় না। পুরোপুরি ! অথচ আমরা ভাবি- পেয়েছি !

কেমন আছেন সায়মা? ব্লগে ঢুকি, কিন্তু নানা কারণে আগের মত আর সময় দিতে পারি না। তারপরো লগড ইন না হয়ে আপনাদেরকে অনলাইন দেখি, সুযোগ পেলে লেখাও পড়ি। বড় ভালো লাগে চেনা মানুষগুলোকে দেখে !
শুভকামনা জানবেন !

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৫

উম্মে সায়মা বলেছেন: কথাটা ভালো লাগলো !
এটুকু আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল :)

পাওয়া যায় নতুন রূপে, নতুন করে
আপনার পর্যবেক্ষণ যথাযথ। মানুষের রূপ ক্ষণে ক্ষণে বদলায়। তাই কাউকে পুরোপুরি বুঝতে পারা প্রায় অসম্ভব। হয়তো এই মুহূর্তে আমি একজনকে বুঝতে পারছি, কিন্তু নিকট ভবিষ্যতেই যে তার স্বরুপ বদলে যাবেনা তার নিশ্চয়তা কে দিতে পারে!

আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। আপনাকে অনেকদিন পর পোস্টে পেয়ে ভীষণ ভালো লাগছে। আন্তরিকতায় কৃতজ্ঞতা। আপনার লেখা মিস করি। আশা রাখি শীঘ্রই আবার ব্লগে নিয়মিত হবেন।
আপনার জন্যেও অনেক অনেক শুভ কামনা!

১৩| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৯

ভ্রমরের ডানা বলেছেন:



খুব সুন্দর লেখেছেন আপু! শুধুই মুগ্ধতা!

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০১

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ডানা ভাই। লেখাটি পোস্ট করার সময় ভাবছিলাম এত অসাধারণ সব লেখার ভীড়ে এমন সাধারণ একটা লেখা দিচ্ছি, সবাই নিশ্চয়ই বলবে 'এটা কিছু হল!'
কিন্তু আপনাদের প্রসংশাসূচক মন্তব্য পেয়ে আত্মবিশ্বাস কিছুটা ফিরে এসেছে। ভীষণ অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন সবসময়.....

১৪| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৮

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!!

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০২

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু।
শুভেচ্ছা জানবেন।

১৫| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৭

ধ্রুবক আলো বলেছেন: এ আকাঙ্ক্ষাই জীবন
এ অপূর্ণতাই জীবন।।
তবুও বেঁচে থাকা!
প্লাস+

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক আলো ভাই। প্লাসে অনুপ্রাণিত.....

১৬| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লিখেছেন+



শুভ কামনা রইল,কবি।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৭

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই। আপনার জন্যেও শুভ কামনা.....

১৭| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪০

রুলীয়াশাইন বলেছেন: কি’যে ভালো লাগলো !

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৮

উম্মে সায়মা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো খুব। ধন্যবাদ।
আমার ব্লগে আপনাকে স্বাগতম.....

১৮| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

ফয়সাল রকি বলেছেন: এ আকাঙ্ক্ষাই জীবন
এ অপূর্ণতাই জীবন।।

পূর্ণতা মানে কিন্তু জীবনের শেষ নয়...

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১১

উম্মে সায়মা বলেছেন: সেটাই রকি ভাই। জীবন পুরোটাই অনিশ্চত।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

১৯| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

এডওয়ার্ড মায়া বলেছেন: অতঃপর সকল অপর্ণতায় পূর্ণ জীবন !!

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১২

উম্মে সায়মা বলেছেন: ঠিক। অপূর্ণতাতেই জীবন পূর্ণ হয়।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

২০| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৮

শায়মা বলেছেন: বাহ আপুনি!


ভালোবাসা কি এখনও এমনি আছে এটা তো পুরান দিনের কথকথা!

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৬

উম্মে সায়মা বলেছেন: ভালোবাসা কি এখনও এমনি আছে
আছে হয়তো কিংবা নেই। কে জানে! পরীক্ষা করে দেখতে হবে ;)
অনেকদিন পর আপনাকে আমার পোস্টে পেয়ে ভালো লাগলো আপু।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

২১| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১০

শায়মা বলেছেন: :)


ভালোবাসার মৃত্যু হয় !!!!!

আমি জানি আমি জানি!!!!!!

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪

উম্মে সায়মা বলেছেন: মৃত্যু হতে হতেও আবার কোথায় যেন একটু আঁচ রেখে যায়!
ফের এসে মন্তব্য করার জন্যে আবার ধন্যবাদ আপু.....

২২| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আসলেই তো! অপূর্ণতায় থাকে না পাওয়ার কষ্ট।তখন পাওয়ার আকাঙ্ক্ষা জাগে। সেটা নিয়ে আমরা সুন্দর সুন্দর কল্পনা করি। এভাবেই তো জীবন কেটে যায়।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২০

উম্মে সায়মা বলেছেন: সেটাই অয়ন ভাই। সব পেয়ে গেলে কিন্তু পাবার আনন্দ আর থাকবেনা। তাই জীবনে কিছু অপূর্ণতাও থাকা দরকার....
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

২৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০০

অভিজিৎ দাস বলেছেন: বেশ হয়েছে কবিতাটি, তবে ভাষা ও ছন্দে আরো ক্ষানিকটা চাতুর্য থাকতে পারতো । সত্যিই আপনার জীবনদর্শনটা ভাবিয়ে তুলে । ধন্যবাদ ।

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৩

উম্মে সায়মা বলেছেন: আপনার সমালোচনামূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। খুব খুশি হয়েছি।
ভাষা ও ছন্দে আরো ক্ষানিকটা চাতুর্য থাকতে পারতো ।
সবকিছুই আরো ভালো করার সুযোগ থাকে। আমি এটাকে ঠিক কবিতা বলিনা। শুধু কিছু ভাবনা শেয়ার করা। আর তাছাড়া এটা একদম প্রথমদিকের লেখা। তখন ছন্দ সম্পর্কে তেমন ধারনা ছিলনা। কবিতা হিসেবে লিখিওনি যে ছন্দ থাকবে। আর আমার ভাষা বরাবরই এমন সহজ সরল হয়। কেন যেন কঠিন করে আা খুব ভারী ভারী শব্দ দিয়ে লিখতে পারিনা।

আমার ব্লগে আপনাকে স্বাগতম। ভালো থাকুন।

২৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক - অপূর্ণতাই জীবন। কবিতা ভালো লেগেছে- র‍্যান্ডম থটস।

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৪

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ছাই ভাই। অনুপ্রাণিত হলাম।
আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগছে। ভালো থাকুন নিরন্তর।

২৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৮

আখেনাটেন বলেছেন: সুন্দর লিখেছেন।

আপনার কবিতার প্রথম কয়টা লাইন পড়ে মধ্যযুগের কবিওয়ালা শ্রীধর কথকের একটি কবিতার কথা মনে পড়ে গেল:

'ভালোবাসিবে বলে ভালোবাসিনে
আমার স্বভাব এই তোমা বিনে আর জানিনে
বিধু মুখে মধুর হাসি দেখতে বড় ভালোবাসি
তাই শুধু দেখিতে আসি দেখা দিতে আসিনে।

ভালো থাকুন।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৬

উম্মে সায়মা বলেছেন: শ্রীধর কথকের কবিতাটি আগে পড়িনি।সুন্দর। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার কবিতা পাঠ এবং মন্তব্যের জন্যেও ধন্যবাদ।
আমার ব্লগে আপনাকে স্বাগতম। আপনিও ভালো থাকুন।

২৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৬

নীলপরি বলেছেন: ভালো লাগলো । +++++

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৩

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ আপু। এত্তগুলো প্লাসে অনুপ্রাণিত।
ভালো থাকুন।

২৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭

আশরাফুল এষ বলেছেন: অপূর্ণতা আছে বলেই আজ পূর্ণতার এত কদর । সবার পূর্ণ হবার মহা সমারোহ । খুব ভাল লাগলো পড়ে । ভালবাসার মাঝেও একটা মুগ্ধতা আছে ,কাওকে ভালবাসতে পারার মাঝেও পূর্ণতা আছে ।যদিও না পাওয়া সেখানে বিলাপ করে কাঁদে।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৫

উম্মে সায়মা বলেছেন: কবিতা পড়ে সুন্দর গোছানো একটা মন্তব্য রেখে যাওয়ায় আন্তরিক ধন্যবাদ আশরাফুল এষ।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।

২৮| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৯

অনিক_আহমেদ বলেছেন: কেবল ভালোবাসার মুগ্ধতায় বুঁদ হয়ে থাকব বলে ভালোবেসেছি।
আহ। কত মায়া, কত প্রেম!
খুব সুন্দর হয়েছে। এক কথায় অসাধারণ!

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৯

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ অনিক_আহমেদ ভাই।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।

২৯| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩২

কালীদাস বলেছেন: জটিলতা কম। কবিতা ভাল লাগসে :)

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫৬

উম্মে সায়মা বলেছেন: ভালো লেগেছে? বলছেন?
আমি তো আপনাদের মত সিনিয়র ব্লগারদের বিরক্তির কথা ভেবে একটা লেখা পোস্ট করতে ২ বার ভাবি। এ লেখাটার ক্ষেত্রেও এক। পোস্ট দিচ্ছিলাম আর ভাবছিলাম না জানি কে কী বলে! সরাসরি না বললেও মনে মনে চৌদ্দ গুষ্ঠী উদ্ধার করবে। কিন্তু কি আর করা। এটা ছাড়া তো কিছু পারিও না। B:-)
যাই হোক আপনি ভালোলাগা জানিয়েছেন এটা আমার জন্য অনেক বড় পাওনা। আন্তরিক ধন্যবাদ জানবেন।
ভালো থাকুন।

৩০| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০২

কালীদাস বলেছেন: সিনিয়র ব্লগার মানে কোন পূজার দ্রব্য না যে লেখার আগে দশবার সমালোচনার ভাবতে হবে। হ্যাঁ, ভাবতে হবে লেখার কোয়ালিটি নিয়ে কিন্তু সেটা নিজের জন্য, ব্যক্তিবিশেষের ভয়ে না। আমি ব্লগে আসার তিনমাসের মাথায় এক ঘাড়তেড়ার ভুল বের করে ব্যাপক ক্য্যঁচাল লাগিয়ে দিয়েছিলাম। হিসাবে আমিও তখন নতুন ছিলাম। সবাইকে খুশি করে চলতে হলে দুনিয়া ছেড়ে মঙ্গল গ্রহে ঘর বানাতে হবে।

সেকেন্ড, কোন লেখা খারাপ লাগলে কারণটা মেনশন করা উচিত ক্রিটিকের। আমি সেটার চেষ্টা করি। কাজেই আমাকে ভয় পাওয়ার কিছু নেই ;) গুড লাক :)

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৪৫

উম্মে সায়মা বলেছেন: সিনিয়র ব্লগার মানে কোন পূজার দ্রব্য না
হাহাহা। আমি সিনিয়রদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখারই চেষ্টা করি। দিন শেষে তো সহব্লগারই।
কিন্তু ক্যাচাল করতে ভালো লাগেনা। ওসব এড়িয়েই চলি। ঝামেলা দেখলে ১০ হাত দূরে থাকি।

কাজেই আমাকে ভয় পাওয়ার কিছু নেই
ভয় পাই ঠিক তা না। সমালোচনা করলে আমার ভালোই লাগে। কি লিখছি একটা ধারনা পাওয়া যায়। মিথ্যা প্রশংসা করলেতো সে স্কোপটা আর হয় না। কিন্তু কারো বিরক্তির কারণ হতে চাইনা। ব্লগে সবাই কবিতার উপর যে হারে বিরক্ত আমিতো একবার ভেবেছিলাম প্রথম পাতায় লেখার সুযোগ পেলেও কবিতার মত পোস্টগুলো প্রথম পাতায় দেবনা :P যারা আমার ব্লগে ঢুকে পড়ে কেবল তারাই পড়বে... পরে অবশ্য সে চিন্তা বাদ দিয়েছি। তবে কম কম পোস্ট দেই। আর মাঝে মাঝে অন্যকিছু দেয়ার চেষ্টা করি।
অনেক বকবক করে ফেললাম :-B
ধন্যবাদ।

৩১| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৩

আরাফআহনাফ বলেছেন: এতো এতো মন্তব্যে সবাই কিছু না কিছু লাইন "কোট" করেছে - আমি এসে দেখি কোন লাইন কপি/পেষ্ট করার বাকী নেই!

প্রায় ৩ বছর আগে যদি আপনার ভাবনা এই হয়, তবে বর্তমানের কথাও শুনতে চাই ;)

সুন্দর হয়েছে - প্রতিটা লাইন,
মুগ্ধতা জানিয়ে গেলাম।

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৮

উম্মে সায়মা বলেছেন: আরেহ ফয়সাল ভাই আমার পোস্টে? আসুন :) আসুন, বসুন। তারপর কি খাবেন বলুন। ঠান্ডা না গরম? ;)

কোন লাইন কপি/পেষ্ট করার বাকী নেই!
এই কপি/পেষ্টে আমি আনন্দিত :) আপনি যে এসেছেন আমি তাতেই খুশি। কপি/পেষ্ট করা লাগবেনা ;)

বর্তমানের কথাও শুনতে চাই
এখন আর কোন ভাবনা নেই। বর্তমানে অনুভূতিহীন! |-)

আপনার মুগ্ধতা যত্ন করে তুলে রাখলাম......
অনেক অনেক ভালো থাকুন।

৩২| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪৭

খায়রুল আহসান বলেছেন: জীবনের কোন কিছুতেই পূর্ণতা নেই। পূর্ণতা আসে জীবনের অবসানে।
র‍্যান্ডম থটসগুলোতে সিমেট্রী এনে দিতে পারলে ভাল কবিতা/সাহিত্য পাওয়া যায়।
কবিতা ভাল লেগেছে। + +
ডঃ এম এ আলী এর মন্তব্যের (৭নং) দ্বিতীয় অনুচ্ছেদটা চমৎকার লাগলো। +
১২ নং মন্তব্য (পুলহ এর) এবং আপনার প্রতিমন্তব্য, দুটোই ভাল লেগেছে। +
২৫ নং মন্তব্যে আখেনাটেন উদ্ধৃত মধ্যযুগের কবিওয়ালা শ্রীধর কথকের কবিতাংশটুকু আপনার কবিতার সাথে প্রাসঙ্গিক এবং চমৎকারভাবে তা উদ্ধৃত হয়েছে।
৩০ নং প্রতিমন্তব্য আর ৩১ নং মন্তব্যটাও ভাল লেগেছে। +

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৪

উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
আপনি পোস্টের প্রতিটি লাইনসহ প্রত্যেকটি মন্তব্য প্রতিমন্তব্য খুঁটিয়ে পড়েন এবং কবিতা ও মন্তব্যের ব্যাপারে মূল্যবান মতামত প্রদান করেন আর ভালো লাগা জানিয়ে যান! এজন্যে আমি আপনার মন্তব্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। কৃতজ্ঞতা।

পূর্ণতা আসে জীবনের অবসানে।
একেবারে বাস্তব কথা! তার আগে আসলে পূর্ণতা পাওয়া সম্ভব না। আর আমাদের মানুষের স্বভাবই এমন। যতই পাই তবু মনে হয় কি যেন নাই.....

ডঃ এম এ আলী ভাইয়ের করা মন্তব্যটি আমারো খুব ভালো লেগেছে। আমার ছোট্ট সাদামাটা কবিতার কী সুন্দর করে বিশ্লেষণ দিয়েছেন!
পুলহ ভাইকে অনেকদিন পর মন্তব্যে পেয়ে আমার বেশ ভালো লাগল।

ভালো থাকুন নিরন্তর.....

৩৩| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৮

মলাসইলমুইনা বলেছেন: আর র‌্যান্ডম থট্সগুলো কোথায় গেলো?

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৮

উম্মে সায়মা বলেছেন: আরো কিছু র‌্যান্ডম থট্স পোস্ট করেছি, যদিও বেশি পুরোনো নয়। পড়ে দেখতে পারেন।
আন্তরিকতায় ধন্যবাদ....

৩৪| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৭

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




যে কারো র‍্যান্ডম থটস, অন্য মানুষের কাছে অবোধ্য এক ভাষা । কেউ কেউ স্বভাবের বিরোধিতা করে , তাকে রূপান্তরিত করেন চরিত্রবান কবিতায় । আপনার কবিতাটিও মনে হলো তেমনই ।

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৯

উম্মে সায়মা বলেছেন: ঠিক তাই আহমেদ জী এস ভাই। র‍্যান্ডম থটস একটু সাজিয়ে নিয়েছি আর কী। ঠিক কবিতাও বলা যায়না।

পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জানবেন। ভালো আছেন আশা করি....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.