নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

উত্তরাধুনিক পাপ

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৪





শুনেছি-
যৌতুক হিসেবে বিএমডব্লিউ পায়নি বলে
বৌকে কেটে টুকরো টুকরো করেছে স্বামী।
গৃহকর্মী হাজার টাকার সেটের একটি পাত্র ভেঙ্গেছে বলে
খুনতির ছ্যাঁকা দিয়ে সারা গা দগদগে করে দিয়েছে শিক্ষিতা গৃহকর্ত্রী।
নাগরিক অধিকার আদায়ে পথে নামলে
যুবক চোখ হারিয়েছে আইন রক্ষাকারীর আঘাতে।

শুনতে পাই-
টাকা হলেই উপমহাদেশের বিখ্যাত চিকিৎসক
মানুষ মরুক কী বাঁচুক কার কী এসে যায়!
ঘুষ দিলে খুনির আসামী বেকসুর খালাস
দেদারসে খুন করতে পারে আরো দু'চারটা।
ধর্ষণ কেবল এক উচ্চমাত্রার আনন্দোৎসব
এক নারী নিয়ে খেলা শেষে হন্যে হয়ে খোঁজে আরেক শিকারের
আইনের নেই কোন ভ্রুকুটি।

আরো শুনতে পাই-
না থাক। সব লিখতে গেলে খুলে খুলে পড়বে
কীবোর্ডের কীগুলো সব
তবু শেষ হবার নয় এ উপাখ্যান ।

এ কেমন অসামঞ্জস্যতা, এ কেমন বৈষম্য!
কেবল কবিকূল উত্তরাধুনিক হল
আর পুরো সমাজ রয়ে গেল আদিমযুগে।
পাশবিকতা করছে পশুর চেয়ে বেশি
বিকৃত মানসিকতা প্রদর্শিত হয় বিকলাঙ্গ সমাজের।
নাহ, দিন পাল্টেছে, পাল্টেছে যুগ
এসব আধুনিক পাপ, উত্তরাধুনিক পাশবিকতা।।

২২.০৭.২০১৭

মন্তব্য ৮০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:



ঠিক শুনেছেন

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৫২

উম্মে সায়মা বলেছেন: আর ভালো লাগেনা এসব শুনতে :|

২| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৫০

কালীদাস বলেছেন: মারহাবা :D
খোশ আমদেদ ;)

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৩

উম্মে সায়মা বলেছেন: স্যাটায়ার করলেন কালীদাস ভাই? #:-S

৩| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৫২

মলাসইলমুইনা বলেছেন: "ভালোবাসি এই সুন্দর ধরণীরে
ভালোবাসি তার ধুলো মাটি বালি "
ভালোবাসি উম্মে সায়মার প্রতিবাদী কবিতা ....

২১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:০২

উম্মে সায়মা বলেছেন: মন্তব্যে প্রীত হলাম মলাসইলমুইনা ভাই।
বাই দ্যা ওয়ে, আপনার পরবর্তী পোস্ট কবে পাচ্ছি?

৪| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৫

কালীদাস বলেছেন: নারে ভাই, সত্যিটাই প্যাঁচায়া লেক্সি :``>>

২১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:০৪

উম্মে সায়মা বলেছেন: আমি প্যাঁচগোছ একটু কম বুঝি ভাই। সাদাসিধা মানুষ :-B
যাই হোক, পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

৫| ২১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:০৭

ফেরদৌসা রুহী বলেছেন: এসব থেকে আমাদের কোনভাবেই মুক্তি নেই।

দিনে দিনে অবস্থা আরো খারাপ হচ্ছে।

২১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:২৫

উম্মে সায়মা বলেছেন: ঠিক আপু। যত দিন যাচ্ছে তত অবস্থা আরো খারাপ হচ্ছে :|

৬| ২১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:১৮

শুভ_ঢাকা বলেছেন: উম্মে সায়মা,

এসব থেকে পরিত্রাণের উপায় কি?

২১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩০

উম্মে সায়মা বলেছেন: পরিত্রাণের উপায়তো দেখিনা শুভ ভাই। আমাদের নৈতিক অবক্ষয় এর মূল কারণ। আর আইনেরর সঠিক প্রয়োগ না হওয়াটাও বিরাট ভূমিকা রাখছে এসব ক্ষেত্রে।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

৭| ২১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩২

মলাসইলমুইনা বলেছেন: আমি আপাতত নো ম্যান | অপূর্ণতাই জীবন, কাটে 'টিক টক টিক টক' | ''দখিনা হাওয়ারা আর আসেনা'' তাই 'কবিতা তোমায় দিলাম ছুটি' | 'মিথ্যেবাদী মন' 'নস্টালজিয়া'য় 'মনে পড়ে মরীচিকা প্রেম' 'তবুও ভালোবাসি'| হয়তো আবার দেখা হবে | আজ সব 'ডায়েরীবন্দী অনুভূতি' | কবে লিখবো আবার জানি না |

২১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪৬

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। আপনার মন্তব্যে মজা পেলাম মলাসইলমুইনা ভাই :)
নো ম্যান হবেন কেন? শায়মা আপুর মত বলি আপনি ক্যামোফ্লাজের আড়ালেই আছেন। আমরা কিন্তু কিছু জানিনা ;)
ডায়েরীবন্দী অনুভূতিগুলো বের করে আনুন। সেই অপেক্ষায়....

৮| ২১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪৯

মলাসইলমুইনা বলেছেন: আমার সব কথাতো আপনি শিরোনাম দিয়েই বলেদিয়েছেন |তাই বলতে খুব সুবিধা হলো |এর জন্য ধন্যবাদ বলা হয় নি | এবার বলছি, অনেক ধন্যবাদ |

২১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫৮

উম্মে সায়মা বলেছেন: আপনি যে আমার শিরোনামগুলো এত সুন্দর করে জোড়া দিয়ে অনুভূতি প্রকাশ করেছেন সেজন্য আপনারই একটি ধন্যবাদ পাওনা।
আপনি যে আমার ব্লগ ঘুরে দেখেছেন এবং শিরোনামগুলো নিয়ে ভেবেছেন সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা।

ভালো থাকুন নিরন্তর....

৯| ২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫১

পুলক ঢালী বলেছেন: উত্তরাধুনিক পাশবিকতা

কবিতা বুঝিনা তাই উত্তরাধূনিক পাশবিকতাও বুঝিনা ;) আসলে পাশবিকতার সাথে যতই বিশেষণ যোগ করুন না কেন যেমন:
আদিম পাশবিকতা, আধূনিক পাশবিকতা তাতে মূল পাশবিকতার কোন পরিবর্তন হবেনা। পাশবিকতা বলতে আমরা পশুরমানসিকতা বুঝাই যদিও এটা ভুল। আসলে আপনার (এই আপনি কিন্তু আপনি নন আম জনতা) ক্ষুধা পেলে যদি ১৫দিন বা ৩০দিন খেতে না পান তাহলে আপনিও পশুর মত আচড়ন করবেন। কেন করবেন? জৈবিক চাহিদা মিটাতে, পশুরাও তাই করে। আমাদের সমস্যা হল একটা পূরন হলে আরেকটার পিছনে ছুটি, এর বিরাম নেই, যেমন: আপনার যথেষ্ঠ টাকা পয়সা আছে, ভোগ বিলাসে জীবন কাটাতে পারবেন, কিন্তু' তারপরও আপনি সন্তুষ্ট নন, কারন' তখন আপনার ক্ষমতার প্রয়োজন হবে, আপনি চাইবেন দশজন আপনার কথায় উঠবোস করুক, তাতে' আপনার মানসিক তৃপ্তী ছাড়া বস্তুগত কোন লাভ হবেনা, কিন্তু' তাতেও আপনি একঘেয়েমির শিকার হবেন এবং কয়েকদিন পর বিরক্ত হয়ে চাইবেন ১০০ জন আপনার কথায় চলুক। এইজন্যই আদিকাল থেকে রাজা বাদশাহরা রাজ্যের বিস্তৃতি বাড়িয়েছেন মানুষের বিরুদ্ধে মানুষকে যুদ্ধে লাগিয়ে, মানুষকে খুন করে আর এই উত্তরাধূনিক যুগেও তা চলমান আছে এর তুলনায় কয়েকটা খুন,ধর্ষন আর ঘুষ তো নস্যি। আরো অনেক বলার আছে। মানুষের ইন্সটিংক্টকে দমনের জন্য সভ্যতার কপড় পড়িয়ে যে সমাজ ব্যবস্থা চালু করা হয়েছে তা কতটুকু ফলপ্রসু তা বিচার বিশ্লেষন করা প্রয়োজন, কিন্তু' বিষয়টি এত সহজ নয়! এই জন্য যে, এর সাথে ধর্মীয় রীতিনীতি যুক্ত হয়েছে এবং ধর্মও এক নয় বহুধর্ম বিশ্বাস প্রচলিত রয়েছে। নাহ্ অহেতুক লেকচারের ক্ষান্তি দেওয়া দরকার নাহলে মন্তব্যই পোষ্টের চেয়ে বড় এই দোষে দোষী হবে ;) । এখন থামলাম :D =p~ =p~ =p~
ভাল থাকুন। :) (হ্যাপী স্লিপীং with sweet dream)

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৭

উম্মে সায়মা বলেছেন: মন্তব্যে আসার জন্যে ধন্যবাদ পুলক ভাই।
আসলেই আমাদের মানুষদের মূল সমস্যা হল আমাদের চাহিদার শেষ নেই। তৃপ্তি নেই। আমরা যতই পাই, আরো বেশি চাই।
থামলেন কেন? ভালোই তো বলছিলেন। শেষ করতেন! আমরা কিছু দার্শনিক কথাবার্তা শুনতে বসলাম আর আপনি মাঝপথে হুট করে থেমে গেলেন #:-S
ভাল থাকুন। :) (হ্যাপী স্লিপীং with sweet dream)
:) আপনিও ভালো থাকুন....

১০| ২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৬

রাসেল উদ্দীন বলেছেন: হায় এখানে শুনেছি খবর চরম সর্বনাশ
ঠিক চিনেছি আমার বোনের রক্তমাখা লাশ!
ঐ হায়েনার ফান্দে পড়ে পিষ্ট জনগণ
থামুন সাহেব! থামুন! - এসব নষ্ট আয়োজন
জাগেনি আজো তরুণসমাজ হয়নি তবু বোধ
পণ করবে বদলা নিতে- খুনের প্রতিশোধ!

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৮

উম্মে সায়মা বলেছেন: সুন্দর লিখেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

১১| ২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৫

ধ্রুবক আলো বলেছেন: এগুলো শুনতে আর ভালো লাগে না!! মানুষ দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে।

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪০

উম্মে সায়মা বলেছেন: আমারো ধ্রুবক আলো ভাই। তবু প্রতিনিয়ত শুনতে হয় :(
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

১২| ২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই সত্য কথাগুলোর প্রকাশ হয়েছে ...

তবুও আমরা লজ্জিত হই না..... প্রতিবাদ করিনা কোনো!
কারণ, আমপিপুলের জুস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।।
সামাজিক অবক্ষয়ের চরম মূল্য দিতে হচ্ছে ....

কবিতায় ভালো লাগা রইল খুব

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৬

উম্মে সায়মা বলেছেন: আমরাও এসব দেখতে দেখতে বোধশক্তিহীন হয়ে গোছি নয়ন ভাই।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

১৩| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০১

ভ্রমরের ডানা বলেছেন:



এ কেমন অসামঞ্জস্যতা, এ কেমন বৈষম্য!
কেবল কবিকূল উত্তরাধুনিক হল
আর পুরো সমাজ রয়ে গেল আদিমযুগে।
-সঠিক বলেছেন। মানুষের বিবেক হারিয়ে গিয়েছে!

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০১

উম্মে সায়মা বলেছেন: ঠিক। বিশেষ করে আমাদের দেশের মানুষের মূল্যবোধের অবক্ষয় চরমে!

পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ ডানা ভাই।

১৪| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: সুন্দর। হয়েছে।

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০১

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই....

১৫| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪১

জাহিদ অনিক বলেছেন:

কেবল কবিকূল উত্তরাধুনিক হল
- কিছুটা অবাক হয়েছিলাম; কবিরা কি করে উত্ত্রাধুনিক হল! আমার তো নিজেকে আধুনিক বলেই মনে হয় না ;) হাঃ হাঃ


উপরে কালীদাস ভাই ভাল স্যাটায়ার করেছেন।


ভাল লাগলো এই প্রতিবাদী কাব্য; ইশ সবাই যদি কবি হত এভাবে তাহলে আর পাশবিকতা হত না । কিন্তু বুঝলাম না, কবিতার নাম উত্তরাধুনিক পাপ; আবার লিখেছেন কেবল কবিকূল উত্তরাধুনিক হল।

দুইটা লাইন কেমন যেন তালগোল পাকিয়ে দিচ্ছে। B:-)

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৫

উম্মে সায়মা বলেছেন: কবিরা কি করে উত্তরাধুনিক হল!
কবি বলতে কবিতা বুঝিয়েছি আর কী।

শুনেছি
এখন আর কোন ছন্দে কবিতা লেখা হয়না
লেখা যায়না
স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত... কোনটাই নয়।
এখন কিনা উত্তরাধুনিক যুগ
ছন্দ মেলালে কবিকে গাল শুনতে হয়
‘ব্লাডি ব্যাকডেটেড’!
কবিতা হতে হয় খটোমটো শব্দের বুননে
কিছু রূপক কথামালা
যার অর্থ হবে উচ্চমার্গীয়
বুঝতে হলে পাঠকের দরকার মস্তিষ্কের বেশ কসরত।

[উহ্য প্রথমাংশ B-)]

সবাই কবি হলে 'আমাদের দেশটা স্বপ্নপুরী' হয়ে যেত।

নাহ, দিন পাল্টেছে, পাল্টেছে যুগ
এসব আধুনিক পাপ, উত্তরাধুনিক পাশবিকতা।।

এখনো কি তালগোল পাকিয়ে দিচ্ছে?

পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ জাহিদ অনিক ভাইয়া....

১৬| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শিরোনামটা ভাল হয়েছে। এসব কখনো থামবে?

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৭

উম্মে সায়মা বলেছেন: এসব কখনো থামবে?
দুঃখজনক হলেও সত্য যে থামার তেমন কোন সম্ভাবনা দেখা যাচ্ছেনা :|

পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ অয়ন ভাই....

১৭| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমরা মানুষ বড্ড আজীব সার্থের জন্য বনের পশুকে ও হার মানাই।

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৯

উম্মে সায়মা বলেছেন: সেটাই সুজন ভাই। এসব মানুষকে পশুর সাথে তুলনা করলে পশুকেও অপমান করা হয়!

পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

১৮| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

মনিরা সুলতানা বলেছেন: নিদারুণ অবক্ষয় আজ ।

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫

উম্মে সায়মা বলেছেন: হ্যাঁ আপু :(
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

১৯| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯

আখেনাটেন বলেছেন: এসব আধুনিক পাপ, উত্তরাধুনিক পাশবিকতা।। -- এই পাশবিকতার নিষ্ঠুর রূপ দেখে চলেছে গোটা বিশ্ব প্রতিনিয়ত। দেখছি আমরা ঘরে ও বাইরে।

সুশাসন যদিও কিছুটা পারে সমাজের এই যুগ যুগ ধরে চলে আসা কদর্য ও হিংস্র অবয়বটির লাগাম টেনে ধরতে। কিন্তু দুর্ভাগ্য জাতির যে আমরা শাসনের আগে উপসর্গ 'সু' বসাতে পারে নি স্বাধীনতার প্রায় অর্ধ-শতাব্দি পরেও। অাপসোস।

আপনার কবিতা পড়ে কিছুটা হলেও মন ভারী হয়ে গেল। ভালো থাকুন। ভালো থাকুক নির্যাতনের শিকার মানুষগুলো। নিপাত যাক অসুরেরা।

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪১

উম্মে সায়মা বলেছেন: ঠিক বলেছেন ভাই। এই সুশাসনের অভাবেই আজ এ অবস্থা। সমাজের এ অসঙ্গতিগুলো খুব পীড়াদায়ক।
নিপাত যাক অসুরেরা।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

২০| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: দাবন কখনো হয় না মানুষ !!!!!! কিছু বলার ভাষা নেই !! :( :(

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৫

উম্মে সায়মা বলেছেন: :(

২১| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
দানব কখনো হয় না মানুষ !!!!!! কিছু বলার ভাষা নেই !! :( :(


২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৮

উম্মে সায়মা বলেছেন: রূপকথাতেও রাক্ষস থাকে। তাহলে বাস্তবে তো আর কথাই নেই। রাক্ষস খোক্কসে ভরা থাকবে এটাই স্বাভাবিক :|
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই.....

২২| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২০

কথাকথিকেথিকথন বলেছেন:




বাস্তব নৃশংস, তাই এ নিয়ে ভাবি না । এই পৃথিবীতে মানুষ যতদিন আছে ততদিন অমানুষও থাকবে ।

আপনার কবিতা ভাল লেগেছে ।

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০২

উম্মে সায়মা বলেছেন: ভাবতে না চাইলেও বারবার নৃশংসতা ঘটে মনে করিয়ে দেয় :|
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল। ধন্যবাদ।

২৩| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৭

সুমন কর বলেছেন: বাস্তবতা ফুঁটিয়ে তুলেছেন। সুন্দর হয়েছে।
+।

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৪

উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ সুমনদা। প্লাসে অনুপ্রাণিত।
ভালো থাকুন।

২৪| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশ, কাল, সভ্যতা এগিয়েছে বহুদূর কিংন্তু মানুষের আদি পাশবিকতা পাল্টায়নি, আছে আগের মত।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৩

উম্মে সায়মা বলেছেন: মানুষই সব এগিয়ে নিয়েছে কিন্তু নিজে এগুতে পারেনি।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) ভাই।

২৫| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১২

ঋতো আহমেদ বলেছেন: এইসব পাশবিকতা আগেও ছিল এখনো আছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে তাহলে আমরা আধুনিক হলাম কীভাবে! সভতার অগ্রগতি হচ্ছে? না কোনো গতি নেই, সভ্যতার মুখোশ পরে আছি কেবল!?

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৬

উম্মে সায়মা বলেছেন: সভ্যতার অগ্রগতি হচ্ছে কিন্তু মানুষ সভ্য হচ্ছেনা। আর যত দিন যাচ্ছে তত বেশিই যেন অসভ্য হচ্ছে। অসভ্যতামির নতুন নতুন পন্থা বের করছে!
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ ঋতো ভাই।

২৬| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খুব ভাল লাগলো।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৭

উম্মে সায়মা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল লিটনভাই। ধন্যবাদ জানবেন।

২৭| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নৈতিকতার অবক্ষয়ের দরুণ সমাজের এ পরিণতি।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৯

উম্মে সায়মা বলেছেন: ঠিক বলেছেন তূর্য্য ভাই। এ থেকে যে কিভাবে মুক্তি মিলবে কে জানে!
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

২৮| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর ক'রে অসুন্দরকে লিখেছেন

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪১

উম্মে সায়মা বলেছেন: বলছো? মন্তব্যে অনুপ্রেরনা পেলাম। আন্তরিক ধন্যবাদ শুভ্র। ভালো আছো আশা করি।

২৯| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সমাজের চরম অবক্ষয়কে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার কী মনে হয় শুধু সুশাসনে এসব থেকে মুক্তি আসবে? আসলে যতদিন না আমরা নিজেরা নিজেদের চরিত্রকে বদলাতে পারছি ততদিন এসব চলতেই থাকবে। তাই চরিত্রকে সংশোধন করাই সময়ের দাবী।
লেখার জন্য ধন্যবাদ।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৫

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সম্রাট ভাই।
চরিত্রকে সংশোধন করাই সময়ের দাবী।
তাতো অবশ্যই। কেবল সুশাসনই এর সমাধান নয়। সমস্যার মূলে রয়েছে নৈতিক অবক্ষয়। নৈতিকতাবোধ না জন্মালে এসব চিত্র বদলাবেনা।
ভালো থাকুন

৩০| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৬

জাহিদ অনিক বলেছেন:



বিস্তারিত বিশ্লেষণমূলক প্রতিমন্তব্যে ধন্যবাদ।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৬

উম্মে সায়মা বলেছেন: আপনাকেও ফের এসে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৩১| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৯

খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা দারুণ হয়েছে, কবিতাও।
কেবল কবিকূল উত্তরাধুনিক হল
আর পুরো সমাজ রয়ে গেল আদিমযুগে
- চমৎকার দুটো চরণ।
যতদিন অসুরদের পাশবিকতা দেখে কবিকূল দগ্ধ হবেন এবং তাদের মধ্যে কেউ কেউ আপনার মত প্রতিবাদী হবেন, ততদিন আশা হারাবো না।
কবিতা ভাল লেগেছে। + +

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৮

উম্মে সায়মা বলেছেন: আশায় আশায় বুক বেঁধে রই.......
ভালো লাগা জানিয়ে যাওয়ায় অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
প্লাসে কৃতজ্ঞতা। ভালো থাকুন।

৩২| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১২

নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন । ++

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৯

উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ নীলপরি আপু......

৩৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৮

জুন বলেছেন: প্রতিটি অক্ষর প্রতিটি লাইনের সাথে সহমত উম্মে সায়মা । গৃহকর্মী হাজার টাকার সেটের একটি পাত্র ভেঙ্গেছে বলে
খুনতির ছ্যাঁকা দিয়ে সারা গা দগদগে করে দিয়েছে শিক্ষিতা গৃহকর্ত্রী
তারপর ও তারা দুবেলা পেট পুরে খেতে পারে না । এই হলো আমাদের সমাজ । উত্তরাধুনিক কবিরা নিজেদের আধুনিক কবিতার মতই দেশের প্রতিটি স্তরে সচেতনতা/ সভ্যতা/ অগ্রসরতা নিয়ে আসুক সেই প্রত্যাশায় ।
+

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৩

উম্মে সায়মা বলেছেন: এটাই আপু। আমরা কত হাজার হাজার টাকা সৌখিনতার জন্য খরচ করে ফেলি অথচ গরীব অসহায়দের একটু সাহায্য করতে যত অনীহা।
দেশের প্রতিটি স্তরে সচেতনতা/ সভ্যতা/ অগ্রসরতা আসুক.....
পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

৩৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৩

মলাসইলমুইনা বলেছেন: ৪৩২,০০০ সেকেন্ড ! মানে পুরে পাঁচ দিন লেখা নেই ? ব্যাপার কি ?

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪০

উম্মে সায়মা বলেছেন: সেকেন্ডও ক্যালকুলেট করে ফেলেছেন! আসলে ইচ্ছা করেই একটু গ্যাপ দিয়ে পোস্ট দেই। অত ঘন ঘন পাঠকদের বিরক্ত করার কোন মানে হয়না। লিখি তো সব অকবিতা। 8-| আর খুব বেশি লিখি না তো। অত সময়ও পাইনা সবসময়। (বর্ষপূর্তি পোস্ট আসিতেছে.... :))
আন্তরিকতায় ধন্যবাদ ভাই। ভালো থাকুন।

৩৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪৮

মলাসইলমুইনা বলেছেন: শান্তি, শান্তি !! বড়সড়ো বর্ষপূর্তি পোস্টের জন্য একটু ছুটি নিতেই পারেন ! কিন্তু সেটার দেরি থাকলে রান্ডম থটসের মতো রান্ডম কিছু হলেও আমাদের ভালো লাগবে |

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫৪

উম্মে সায়মা বলেছেন: নাহ্ দেরী নেই। শীঘ্রই আসছে। পাশে থাকায় কৃতজ্ঞতা জানবেন.....

৩৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:০০

মলাসইলমুইনা বলেছেন: সব সময় (যতদিন ব্লগে আছি) | খুশি হলাম বর্ষপূর্তি কাছে এসে পড়েছে জেনে ! অনেক ভালো থাকুন |

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

উম্মে সায়মা বলেছেন: আশা করি আপনারও এমন অনেক বর্ষপূর্তি আসবে.....

৩৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৫

বিলিয়ার রহমান বলেছেন: আপনার কবিতায় তিনটে জিনিস পেলাম???

১। বাস্তবতা
২। বাস্তবতা
৩। বাস্তবতা

কবিতা পাঠের পর আপনাকে তিনটে জিনিস দিয়ে গেলাম

১। মুগ্ধতা
২্। মুগ্ধতা
৩। মুগ্ধতা!:)

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

উম্মে সায়মা বলেছেন: কবিতায় এতগুলো জিনিস পাওয়া আর দেয়ার বিনিময়ে আমি আপনাকে গুনে গুনে তিন দু'গুনে ছয়টা... না না, এক বস্তা ধন্যবাদ দিলাম B-)

৩৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

মলাসইলমুইনা বলেছেন: বর্ষপূর্তি নিয়ে আমার একদমই ভাবনা নেই | প্রথম লেখাটাতেই বলেছি এই আসরে "আমি পথ ভোলা পথিক..." | চলেও যাবো হয়তো তেমনি | না, আসলে যেমন একা এসেছিলাম তেমন আর যাওয়া হবে না | অজস্র স্মৃতি থাকবে সাথে যাবার সময় | আমি তা নিয়েই খুশি থাকবো | নো কমপ্লেইন | ভালো থাকুন |

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

উম্মে সায়মা বলেছেন: এমনই মনে হয় প্রথমে। কিন্তু কিছুদিন থাকলে, সবার সাথে একটা সুন্দর সম্পর্ক হয়ে গেলে দেখবেন কেমন যেন একটা টান অনুভব করছেন এ ব্লগের প্রতি। তখন আর ছেড়ে যেতে ইচ্ছে করবেনা। আপনিও অনেক ভালো থাকুন।

৩৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

মলাসইলমুইনা বলেছেন: একটা জিনিস খুঁজতে খুঁজতে চলে এসেছিলাম | আমি যে লেখাও শুরু করবো এই ব্লগে তা আসলেই ভাবিনি | তারমধ্যে আপনারাও যেন কেমন ! আমার প্রথম পাতায় না আসা লেখাগুলো কেমন করে যেন নিজেরাই খুঁজে খুঁজে পড়লেন | আমি যা না, আমার লেখা যত না পড়ার মতো তার চেয়েও অনেক বেশি ভালোলাগা জানালেন | অল্প সময়ের সেই সুন্দর পরিচয়টা আমি অবশ্যই মনে রাখবো| কিন্তু নানা কারণে নিজের মধ্যেই একটা ব্যাটেল চলছে লিখাটা চালিয়ে যাবো কি যাবোনা সেটা নিয়ে | দেখা যাক | তবে যাই হোক আপনাদের কথা আমার খুবই মনে থাকবে |ভালো থাকুন |

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১৭

উম্মে সায়মা বলেছেন: এভাবেইতো নতুন পথে চলা শুরু হয়। আশা করি এ চলা হবে অবিরাম। তবে অবশ্যই মনের বিরুদ্ধে জোর করে নয়। যেভাবে কমফোর্ট ফিল করেন সেভাবেই এগুবেন। নিয়মিত যে লিখতে হবে তাও না। সবার ব্যক্তিগত সুবিধা-অসুবিধা থাকে। চেষ্টা করবেন মাঝে মাঝে লিখতে। জীবনের একঘেয়েমি থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন ব্লগিং করে, কিছুক্ষনের জন্য হলেও।
শুভ কামনা....

৪০| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৪৪

রাতুল_শাহ বলেছেন: আপনার লেখনি দারুণ, গোছানো।

আপনার শোনার ধৈর্য সহ্য অনেক। বিদ্রোহ বিপ্লবী প্রতিবাদী কাউকে পেতে যাচ্ছি আমরা।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:০৮

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ রাতুল ভাই। অনুপ্রাণিত হলাম :)
কি দেখে আপনার মনে হল আমার শোনার ধৈর্য সহ্য অনেক। ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.