নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

\'উম্মে সায়মা\'র প্রথম বর্ষপূর্তি এবং কিছু কথা

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৮





        উম্মে সায়মা; সামু ব্লগে কেটে গেলো তার পুরো একটি বছর। পাওয়া না পাওয়ার হিসেব কষতে কষতে একটা সময় সে দেখলো হারিয়ে যাওয়া গত একবছরে সে পেয়েছে অনেকগুলো নতুন মুখ। তাদের সাথে কখনো উম্মে সায়মার দেখা হয়নি। অদূর ভবিষ্যতে কখনো হবে কিনা তাও বলা যায় না। তবে তাদের কাছ থেকে পাওয়া ভালোবাসা বয়ে বেড়াতে হবে সারাজীবন এ কথা ভাবতেই ঠোঁটের কোনে মৃদু হাসি চলে আসে তার।

         সামহোয়্যার ইন ব্লগ; বাংলা ব্লগ গুলোর মধ্যে যে পথ দেখিয়েছে অন্য ব্লগ গুলোকে কিভাবে পথ চলতে হয় অনেকগুলো মানুষকে এক সূতোয় বেঁধে। এই ব্লগে আজ থেকে ঠিক এক বছর আগে উম্মে সায়মা নামের যে নিকটি জন্ম নিয়েছিল আজ তার বর্ষপূর্তি।  আর আমি সেই উম্মে সায়মা বলছি.....


          ঠিক এক বছর কয়েকঘন্টা আগেও ভাবিনি আমি কখনো ব্লগিং করব। ব্লগিংয়ের ব্যাপারে তেমন কোন স্বচ্ছ ধারনাও ছিল না। টুকিটাকি ডায়েরীতে লেখালেখি করার অভ্যাস সেই ছোটবেলা থেকে। একটু একটু করে বেশ কিছু লেখা জমেছে। কিন্তু অন্তর্মুখী স্বভাবের কারণে কখনো কোথাও প্রকাশ করা হত না। একবছর আগে একদিন হঠাৎ মনে হল কোথাও তো প্রকাশ করি নিজের অনুভূতিগুলো, কেউ তো দেখুক! সেই ভাবনা থেকেই ব্লগে রেজিস্ট্রেশন। আগে কেবল মুখে মুখে কয়েকজনের কাছে সামহোয়্যার ইন ব্লগের নাম শুনেছি। সেভাবে পরিচিতি ছিলনা। কী হয় না হয়, কিভাবে করতে হয় কিছু না জেনে বুঝেই রেজিস্ট্রেশন করে ফেললাম। আর আমার সামনে উন্মোচিত হল এক নতুন দুনিয়া। কত সাহিত্যপ্রেমীর মিলনমেলা এ ব্লগ! কত জ্ঞানীগুণী মানুষের সাহচার্য পেয়েছি, কত নতুন কিছু শিখতে পেরেছি, কত অজানা জানতে পেরেছি!

           রেজিস্ট্রেশন করার সময় ভেবেছিলাম কয়দিন আর ব্লগিং করব, বড়জোর ৩ মাস, ৪ মাস? দেখা যাক কয়দিন আগ্রহ থাকে! শুরুর দিকে তেমন উৎসাহও তৈরি হয়নি। লেখা প্রথম পাতায় যায়না, কেউ আমার লেখা পড়েওনা। তার মানে কী আমার লেখার মান তেমন একটা ভালো না? এসব ভেবে কিছুটা হতাশ হচ্ছিলাম। আমার প্রথম পোস্ট ছিল একটি কবিতা-'বলতে পারিস?'। সে কবিতায় প্রথম মন্তব্য পেয়েছি এক মাস পর! আর প্রথম পাতায় সুযোগ পেয়েছি দীর্ঘ ৭ মাস পর। তবু ব্লগিং শুরুর প্রায় প্রথম থেকেই কয়েকজন সিনিয়র ব্লগার পাশে থেকে উৎসাহিত করেছেন। আর এ সকল সহব্লগারদের আন্তরিকতা এবং ভালোবাসায় এক বছর ধরে তাই বহাল তাবিয়তেই টিকে আছি!

         বিভিন্ন সময় পোস্টে মন্তব্য করে যারা উৎসাহ ও সাহস জুগিয়েছেন ; আহমেদ জী এস, খায়রুল আহসান, শাহরিয়ার কবীর, ভ্রমরের ডানা, ঋতো আহমেদ, জুন , মানবী, জাহিদ অনিক, নাগরিক কবি, মৌমুমু, বিজন রয়, সুমন কর, পুলহ, মনিরা সুলতানা, নাঈম জাহাঙ্গীর নয়ন, সেলিম আনোয়ার, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, সামু পাগলা০০৭, পুলক ঢালী, মাহমুদুর রহমান সুজন, আরাফআহনাফ, পথহারা মানব, মোস্তফা সোহেল, শুভ_ঢাকা, মোহেবুল্লাহ অয়ন, মুশি-১৯৯৪, মলাসইলমুইনা, পলাশমিঞা, বিলিয়ার রহমান, মাহবুবুল আজাদ, ওমেরা, দ্যা ফয়েজ ভাই, জেন রসি, শায়মা, গেম চেঞ্জার, শাব্দিক হিমু, কাজী ফাতেমা ছবি, আবু হেনা ভাই, মোটা ফ্রেমের চশমা, ক্লে ডল, ইতি সামিয়া, ধ্রুবক আলো, ফরিদ ভাই, চাঁদগাজী, ডঃ এম এ আলী , দেবজ্যোতিকাজল, প্রামাণিক, কথাকেথিকথিকথন , গিয়াস উদ্দিন লিটন, ইতি সামিয়া, কাল্পনিক_ভালোবাসা, সিফটিপিন, সৈয়দ আবুল ফারাহ্‌, সামিউল ইসলাম বাবু, অতৃপ্তচোখ, কালীদাস, হাতুড়ে লেখক, নাদিম আহসান তুহিন, ব্রতশুদ্ধ, বিদ্রোহী ভৃগু,  নীলপরি, সোহানী, স্বপ্নের_ফেরিওয়ালা, দিশেহারা রাজপুত্র, অতঃপর হৃদয়, এডওয়ার্ড মায়া, চিন্তক মাস্টারদা, সিনবাদ জাহাজি, কাল্পনিক কামিনী, বে-খেয়াল, সচেতনহ্যাপী, হাসান কালবৈশাখী, ধ্রুবক আলো, নিরব জ্ঞানী, সত্যপথিক শাইয়্যান, সাদা মনের মানুষ, রাজীব নুর, বর্ষন হোমস, কাছের-মানুষ, রক বেনন, মধ্য রাতের আগন্তক, Artcell Sabuj, মানিজার, অনিকেত বৈরাগী তূর্য্য, কানিজ রিনা,  তপোবণ, রায়হানুল এফ রাজ, এই আমি রবীন, বিষাদ সময়, স্বপ্নের শঙ্খচিল, MirroredDoll, মো: নিজাম গাজী, জীবন সাগর, শূন্যনীড়, রুলীয়াশাইন, আখেনাটেন, অভিজিৎ দাস সহ আরো অনেকে। সবার জন্য রইলো নিরন্তর ভালোবাসা।

           আলাদা করে সবার কথা বলতে গেলে বলে শেষ করা যাবেনা। তবে কয়েকজনের নাম না উল্লেখ করলেই নয়। আমার পোস্টে প্রথম মন্তব্য করেছিলেন ঋতো আহমেদ ভাই। শাহরিয়ার কবীর ভাই প্রতিটি পোষ্ট পড়েছেন ও মন্তব্য দিয়ে অনুপ্রাণিত করেছেন। আহমেদ জী এস ভাই, খায়রুল আহসান ভাই, ডঃ এম আলী ভাই গঠনমূলক মন্তব্য করে সব সময় পাশে ছিলেন। আহমেদ জী এস ভাই, ড. এম আলী ভাই, জুন আপু কদাচিৎ পোস্ট করেন কিন্তু সেগুলো হয় একেকটি মনি-মুক্তো।  খায়রুল আহসান ভাইয়ের অভিজ্ঞতা প্রসূত জীবনদর্শন সবসময় আকর্ষিত করে। জাহিদ অনিক, শাহরিয়ার কবীর, ভ্রমরের ডানা'র কবিতার মুগ্ধ পাঠক আমি। নাগরিক কবি হঠাৎ কোথায় যেন উধাও হয়ে গেছে। তার কবিতা পড়া থেকে বিরত রেখেছে অনেকদিন। শুনেছিলাম সামনের বইমেলায় তার প্রথম কাব্যগ্রন্থ আসবে। শুভ কামনা তার জন্য। তেমনি প্রিয় ব্লগার মানবী আপু, পুলহ ভাই সহ আরো কয়েকজন অনিয়মিত হয়ে গেছেন। তাদের সবার জন্য ভালোবাসা সবসময়।

পরিশেষে সামহোয়্যার ইন ব্লগকে অশেষ ধন্যবাদ সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেয়ার জন্য। আর সকল সহব্লগারদের প্রতি প্রানঢালা ভালোবাসা এবং শুভ কামনা।।

মন্তব্য ১৪৩ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১৪৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৯

যূথচ্যুত বলেছেন: এক বছরে ৪০ খানা লেখা! বাপস! :-*

আর ইয়ে, শুভ বর্ষফুর্তি :)

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২১

উম্মে সায়মা বলেছেন: ৪০ টা পোস্ট তো আমার কাছে তুলনামূলকভাবে কম মনে হচ্ছে ভাই #:-S যদিও আপনার তুলনায় অনেক বেশি :)
ইয়ে.. ধন্যবাদ।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।

২| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:


বছর পুর্তির অভিনন্দন।

আপনি নিজের মনে ভাবনাকে প্রকাশ করতে পেরে খুশী হয়েছেন; আমরা পাঠক হিসেব আনন্দিত। আরো লিখুন।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৪

উম্মে সায়মা বলেছেন: আপনাকে পাঠক হিসেবে পেয়ে আমিও আনন্দিত চাঁদগাজী ভাই। অসংখ্য ধন্যবাদ।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১১

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! উম্মে সায়মা আপু একটা বছর পার করে ফেললেন।
ব্লগে ইতোমধ্যেই আপনি আপনার নিজের একটা অবস্থান তৈরী করে ফেলেছেন।

অনেক অনেক অভিনন্দন। ভাল লাগে আপনার ব্লগগুলো। টুকরো টুকরো গল্প,কবিতা,দর্শন দিয়ে সাজানো আপনার ব্লগ।
ব্লগের পথচলা হোক আরও দীর্ঘ্য।


যাইহোক, গোটা পোষ্টটাই ভাল লেগেছে।

নাগরিক কবি মনে হয় তার বই ছাপানো নিয়ে কিছুটা ব্যস্ত আছেন।
সামু পাগলা ও মৌমুমুকে দেখি না অনেক দিন।

পোষ্টটা প্রিয়তে গেল। আপনি বলেছেন, জাহিদ অনিক, শাহরিয়ার কবীর, ভ্রমরের ডানা'র কবিতার মুগ্ধ পাঠক আমি।
এই লাইনটা তো প্রিন্ট করে ল্যামেনেটিং করে রাখার মত! ঝিলমিল আর আমার বাচ্চাকাচ্চা বড় হলে ওদের দ্যাখাতে হবে না, দ্যাখ ব্যাটা কত বড় কবি ছিল তোর বাপ !

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫০

উম্মে সায়মা বলেছেন: আপনারা আন্তরিকতার সাথে পাশে ছিলেন বলেই এক বছর পার করতে পেরেছি। নাহয় হয়তো কবেই তল্পিতল্পাসহ উধাও হয়ে যেতাম।
ল্যামেনেটিং করে রাখার মত!
হাহাহা। রাখুন না। দেখাবেন আপনার ঝিলমিল আর বাচ্চাদের। বাধ সেধেছে কে? (সাথে আমিও ফ্রীতে বিখ্যাত হয়ে গেলাম ;))
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সবসময় পাশে থাকার জন্য। ভালো থাকুন।

ও, পোস্ট প্রিয়তে নেবার জন্য বাড়তি আরেকটা ধন্যবাদ :)

৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১২

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সামু ব্লগে কেটে গেলো তার পুরো একটি বছর।

আসলে ব্লগিং ভীষণ উপকারী ,বিশেষত যারা নতুন লেখক।অনেক অভিজ্ঞতা সমৃদ্ধ হয় নিজের লেখনি।

আশা করি একই ভাবে পাশে থাকবেন।সাথে থাকবেন।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১০

উম্মে সায়মা বলেছেন: ব্লগিং ভীষণ উপকারী
সত্যিই তাই। খুব ভালো সময় কাটে যতক্ষণ ব্লগে থাকি।
ধন্যবাদ আলিফ ভাই।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৩

প্রামানিক বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১২

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রামানিক ভাই। ভালো থাকুন।

৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন অভিনন্দন এবং অভিনন্দন

শুভকামনা আপনার জন্য,
শুভ হোক আপনার আগামী দিনক্ষণ।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১২

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই সবসময় পাশে থাকার জন্য।

৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৯

মনিরা সুলতানা বলেছেন: বর্ষপূ্র্তি র শুভেচ্ছা ও অভিনন্দন উম্মে সায়মা !!!!!!

বেশ সাজিয়ে গুছিয়ে আন্তরিকতার সাথে প্রকাশ করেছেন নিজের ব্লগীয় অভিজ্ঞতা ;
বেশ মন ছোয়াঁ হয়ে রইলো ।

উত্তোরত্তর সাফল্য কামনা করছি আপনার ব্লগিং ও ব্যক্তি জীবনের ।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৬

উম্মে সায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু। সবসময় এভাবেই পাশে পাবো এ আশা রাখি....

৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অভিনন্দন!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৭

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ ভাই...

৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২১

জেন রসি বলেছেন: অভিনন্দন। শুভ ব্লগিং।






২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৭

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ জানবেন জেন রসি ভাই। ভালো থাকুন

১০| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার পথ চলা শুভ হোক। আপনার মঙ্গল কামনা করি।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৮

উম্মে সায়মা বলেছেন: মঙ্গল কামনায় কৃতজ্ঞতা আব্দুলহাক ভাই। ভালো থাকুন সবসময়।

১১| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৫

সচেতনহ্যাপী বলেছেন: বর্ষপূর্তির শুভকামনা রইলো।। পার হবেন এমন আরো অনেক বছর, সেই কামনায়।।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৯

উম্মে সায়মা বলেছেন: পাশে থাকবেন আশা করি অান্তরিক ধন্যবাদ জানবেন।

১২| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৮

শূন্যনীড় বলেছেন: অভিনন্দন বর্ষপূর্তিতে

সুন্দর সফলতাপূর্ণ আগামী কামনায়।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২২

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ জানবেন।

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩১

গেম চেঞ্জার বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা!!

:) শুভ হোক, সামুতে আপনার পথচলা।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৩

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ গেমু ভাই। পাশে থাকবেন আশা করি :)

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৬

মার্কো পোলো বলেছেন:
অভিনন্দন। শুভকামনা নিরন্তর।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৩

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ জানবেন। ভালো থাকুন।

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার প্রতি শুভ কামনা।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৪

উম্মে সায়মা বলেছেন: শুভ কামনায় ধন্যবাদ সত্যপথিক শাইয়্যান ভাই। ভালো আছেন আশা করি।

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৮

মলাসইলমুইনা বলেছেন: "তুম সালামত রহ হজার বরস
হর বরস কে হো দিন পঁচাষ হজার"
আর লিখুন-কবিতা,গল্প,রম্য,রান্ডম থটস আর সাহিত্যের নাম জানা প্রকারভেদ থেকে সব মণি মুক্ত হাজার বছর ধরে|

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৫

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ। সহব্লগারদের আন্তরিকতায় এতদূর পথ চলা। যতদিন সামুতে আছি এভাবেই সবাইকে পাশে চাই। ভালো থাকুন সবসময়।

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪৬

কালীদাস বলেছেন: কনগ্রাচুলেশনস !:#P
ইয়েই, পার্টি টাইম ;)...............


২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৪

উম্মে সায়মা বলেছেন: চিয়ার্স কালীদাস ভাই। অপেক্ষা করুন। শায়মা আপুর ব্লগবাড়ি থেকে খাবার এনে পরিবেশন করছি B-)

অসংখ্য ধন্যবাদ....

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৫

উম্মে সায়মা বলেছেন:
এই নিন কালীদাস ভাই। পার্টির খাবারদাবার। শায়মাপুর কাছ থেকে নিলাম না। পরে চুরির দায়ে পিটুনি খেতে হবে। তাই গুগল মামাই ভরসা B-)

১৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪৮

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন।

আরোও মসৃণ হোক আগামীর পথ চলা।

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩১

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ ভাই।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।

১৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:০৪

ফাহমিদা বারী বলেছেন: আমিও এসেছি। দেখা হবে মাঝে মাঝে। বাস্তবেও হয়ে যেতে পারে কখনো। :)

২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০২

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ আপু। অবশ্যই দেখা হবে একই পথে হাঁটছি যেহেতু।
বাস্তবেও হয়ে যেতে পারে কখনো
সেই আশাও করতেই পারি :)
আপনার ব্লগ দেখেছি। বড় গল্প হওয়ায় সময়ের অভাবে পড়া হয়ে ওঠেনা। সময় করে পড়ব ইন শা আল্লাহ্‌। আপনার ব্লগিং শুভ হোক।

২০| ২৭ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫৮

ফেরদৌসা রুহী বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন আর শুভেচ্ছা রইলো।
লিখতে থাকুন আর এই ব্লগের সাথেই থাকুন।

২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৪

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু। পাশে থাকবেন....

২১| ২৭ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:০৫

চিন্তক মাস্টারদা বলেছেন:
১ম বর্ষপূর্তি উপলক্ষে অভিনন্দন


শুভকামনা থাকলো আগামীর পথ চলায়।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২১

উম্মে সায়মা বলেছেন: শুভকামনায় অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন

২২| ২৭ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:৫১

খালিদ আহসান বলেছেন: আপনাকে অভিনন্দন!! আগামীর জন্য শুভ কামনা। :)

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২২

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ জানবেন খালিদ ভাই। ভালো থাকুন

২৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৩

সুমন কর বলেছেন: বর্ষপূ্র্তি র শুভেচ্ছা এবং শুভ সকাল।

ভালো লিখেছেন। ব্লগিং পথচলা আরো দীর্ঘ হোক।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৯

উম্মে সায়মা বলেছেন: পাশে থাকায় ধন্যবাদ সুমনদা। ব্যস্ততার দরুন প্রতিমন্তব্যে একটু দেরী হয়ে গেল। শুভ রাত্রি....

২৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৩

দীপঙ্কর বেরা বলেছেন: অভিনন্দন। ভাল লাগল।
আমি ৫ মাসে ৫১টা লেখা দিয়েছি। যদিও একটাও অন্যের জন্য নয়। অর্থাৎ প্রথম পাতায় ঠাঁই হয় নি। এমন কি সেফ হওয়ার পরেও। ভাল থাকবেন।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬

উম্মে সায়মা বলেছেন: এমনতো হবার কথা না। আপনি পোস্ট লেখার পর বামদিকে যে প্রথম পাতা লেখা অপশন থাকে ওটায় ক্লিক করেন তো? করলেও যদি সমস্যা হয় কর্তৃপক্ষকে মেইল করুন। শুভ ব্লগিং।
ধন্যবাদ।

২৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪০

খায়রুল আহসান বলেছেন: প্রথম বর্ষপূর্তির অভিনন্দন আর আন্তরিক শুভেচ্ছা! ব্লগে ইতোমধ্যে আপনি একটা ভাল অবস্থান তৈরী করে নিয়েছেন। কামনা করি দিনে দিনে সেটা আরো পোক্ত হোক! এ ব্লগে আপনার মত বিভিন্ন লেভেলের (বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত) অনেক শিক্ষক ব্লগার আছেন। আপনাদের লেখা পড়তে আমার ভাল লাগে, কারণ আপনাদের লেখায় শিক্ষনীয় অনেক কিছু পাওয়া যায়।
আমার নামোল্লেখ করে যে সম্মানটুকু আমায় দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৪

উম্মে সায়মা বলেছেন: আপনি প্রায় শুরু থেকেই এবং প্রথম পোস্ট হতে শুরু করে প্রায় সব পোস্ট আগ্রহসহকারে পড়েছেন এবং মন্তব্য দিয়ে উৎসাহিত করেছেন। আপনার মত একজন গুণীজনের কাছ থেকে অনুপ্রেরণা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কৃতজ্ঞতা খায়রুল আহসান ভাই। ভালো থাকুন সবসময়।

২৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৭

জীবন সাগর বলেছেন: অভিনন্দন

শুভকামনা আপনার জন্য,

শুভ সকাল

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৫

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ জানবেন ভাই। ভালো থাকুন।

২৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৪

দি রিফর্মার বলেছেন: ব্লগিং শুভ হোক। শানিত হোক আপনার লেখনী।
শুভ কামনা রইল।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৭

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ দি রিফর্মার। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

২৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভেচ্ছা সায়মা। ভালো থাকুন সবসময়।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৭

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ শুভ্র। তুমিও ভালো থেকো সবসময়।

২৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪২

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,



বলেন কি মাত্র একবছর হলো !!! আমার তো মনে হলো, আপনি যুগ যুগ ধরে আছেন এখানে - তেমনি সরব ছিলো আপনার পদধ্বনী ।
আমরা মনে হয় কাউকে দিন- তারিখে মাপিনে , মাপি ব্লগে কারো অবারিত, সুন্দর, শালীন পদচারণার শব্দ গুনে গুনে ।
ব্লগের সবাই আমরা এক নতুন পথের যাত্রী । আমাদের এ পথচলা থামার নয় । আপনার পদধ্বনীও এই যাত্রাপথে যেন আরও গভীর, আরও অর্থবোধক নতুন নতুন মাত্রা এনে দেয় ।

সাফল্য কামনায় ।
শুভেচ্ছান্তে ।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১২

উম্মে সায়মা বলেছেন: 'মোরা আর জনমে হংসমিথুন ছিলাম.....' তাই হয়তো আপনার মনে হচ্ছে যুগ যুগ ধরে আমি এখানেই আছি :)
একটু মজা করলাম। আসলেই দিন তারিখ দিয়ে হৃদ্যতা মাপা যায়না। কারো সাথে বন্ধন কয়েকদিনেই অটুট হয়ে যায়, কারো কারো সাথে কয়েক বছরেও না। সামু ব্লগ এবং আপনাদের সাথেও তাই হয়েছে আমার। আপনারা পাশে আছেন বলেই ব্লগিং উপভোগ করেছি এবং এতদিন ধরে নিয়মিতই পদচারণার শব্দ রেখে যাচ্ছি। আশা করি সামনের দিনগুলোতেও এভাবেই পাশে পাব।
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আহমেদ জী এস ভাই।

৩০| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৪

ধ্রুবক আলো বলেছেন: আহমেদ জি এস ভাইয়ের মতই আমারও একই কথা,বলেন কি মাত্র একবছর হলো !!! আমার তো মনে হলো, আপনি যুগ যুগ ধরে আছেন এখানে - তেমনি সরব ছিলো আপনার পদধ্বনী ।

অনেক শুভ কামনা রইলো, অভিনন্দন। ব্লগিং চলুক....

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৯

উম্মে সায়মা বলেছেন: কী বলেন! আপনারও তাই মনে হয়? জেনে ধন্য হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন ধ্রুবক আলো ভাই।

৩১| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মাত্র একব বছর! আমি তো ভাবছিলাম আপনি যুগ যুগ ধরে এখানে আছেন।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২১

উম্মে সায়মা বলেছেন: আরে বাহ। সবার দেখি মনে হয় আমি যুগ যুগ ধরে ধরে এখানে ছিলাম! ধন্য ধন্য....
ধন্যবাদ অয়ন ভাই। ভালো আছেন আশা করি।

৩২| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:

বর্ষপূ্র্তি’র শুভেচ্ছা.... :)

জাহিদ অনিক, শাহরিয়ার কবীর, ভ্রমরের ডানা'র কবিতার মুগ্ধ পাঠক আমি।

বাকি দুজনের ক্ষেত্রে কথা প্রযোজ্য !!! :-B


২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৫

উম্মে সায়মা বলেছেন: তিনজনের নাম লিখেছি, সুতরাং তিনজনের ক্ষেত্রেই প্রযোজ্য :)
ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই। ভালো থাকুন।

৩৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩১

নতুন নকিব বলেছেন:



একটা শুভকামনা না জানিয়ে যেতে পারলুম না। ভেবেছিলুম, অফলাইনে একটু মেরে চলে যাব। পারলুম কই?

অন্তহীন শুভেচ্ছা। আসলেই ভাবি নি, আপনার মাত্র বছরকাল চলছে এখানে। চলতে থাকুন অফুরন্ত পথ। স্নিগ্ধ আলোকে। জ্ঞান বিলিয়ে-জ্ঞান কুড়িয়ে।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৬

উম্মে সায়মা বলেছেন: শুভ কামনা জানিয়ে যাওয়ায় আন্তরিক ধন্যবাদ নতুন নকিব ভাই।
আমারও মনে হচ্ছে যেন বহুদিন ধরে আপনাদের সাথে আছি। সবার আন্তরিকতাই এর কারণ।
ভালো থাকুন।

৩৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৭

রাসেল উদ্দীন বলেছেন: হ্যাপী ব্লগিং উম্মে সায়মা!
একটা পার্টির আয়োজন করেন। ব্লগিং বার্ষিকীতে আমরা আপনাকে গিফট করব। ভালো জমবে.....

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৮

উম্মে সায়মা বলেছেন: কী গিফট করবেন বলুন তাড়াতাড়ি। আমি এক্ষুনি পার্টির আয়োজন করছি ;)

অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকুন

৩৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২২

সেলিম আনোয়ার বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন আর নিরন্তর শুভকামনা রইলো।হ‍্যাপি ব্লগিং।+

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪১

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই। শুভ কামনা আপনার জন্যেও।

৩৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৭

নীলপরি বলেছেন: আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা ।

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৬

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু :) শুভেচ্ছা রইল।

৩৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অভিনন্দন আপনাকে বর্ষপূর্তির। !:#P

সেই সাথে ভালালাগা আপনার বর্ষপূর্তির স্মৃতিচারণে

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৭

উম্মে সায়মা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল। ধন্যবাদ জানবেন।

৩৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

নাগরিক কবি বলেছেন: উম্মে সায়মা আপু ব্লগে কিন্তু আম আসি মাঝে মাঝে। আপনাদের লেখা গুলো পড়ে যাই। আজ আপনার পোস্ট পড়ে আবার লগ ইন করলাম। ভালোবাসা নিবেন। আমাকে মনে রেখেছেন তার জন্য কৃতজ্ঞ। আর হ্যাঁ - বইমেলাতে অবশ্য আমার বই পাবে। হয়তো দেখা হবে, হয়তো না। ভাল থাকুন সর্বদা

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫৪

উম্মে সায়মা বলেছেন: মাঝে মাঝে আসো শুনে ভালো লাগল। আশা করি আবার নিয়মিত হবে।
কবির অটোগ্রাফসহ বইয়ের অগ্রিম বুকিং দিয়ে রাখলাম। শুভ কামনা নিরন্তরর.....

৩৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ বাহ মাসীমা'রও
একসাল পুরালো!
মেয়ের মতো মা'ও বেশ
নামধাম কুঁড়ালো!!

যদিও সে শুরু থেকে
করেছে তা অস্বীকার;
মোর চোখে দেবে ধূলো
সাধ্য কি আছে তার?

মেয়ের ছটা মা'তে পড়ে
এছাড়া বা গতি কি?
র'লেই বা ব্লগে সাথে
অতেই বা ক্ষতি কি?

মিছেই লাজেতে মাসী
করে শত পেখনা;
রঙেঢঙে মা-মেয়েতে
সে কি মিল দ্যাখনা?

ভালোই করছো মাসী
ব্লগিংটা খাসা;
ধরে রেখো,ছেড়োনাকো
জেনো ভালোবাসা।

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৮

উম্মে সায়মা বলেছেন: কি করি ভাইজান, শেষ পর্যন্ত আমাকে নিয়েও ছড়া কাটলেন কোথায় ভাবলাম বাধাই করে দেয়ালে টাঙিয়ে রাখবো তা না মাসী টাসী বলে মেরে দিলেন #:-S X(
যাই তবুও একখান ধন্যবাদ দিয়েই দিলাম :) ভালো থাকুন।

৪০| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন:

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৯

উম্মে সায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুজন ভাই শুভেচ্ছা এবং ফুল দেয়ার জন্য। ফুলগুলো টবে সাজিয়ে রাখলাম :)

৪১| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৫

এম ডি মুসা বলেছেন: শুভেচ্ছা শুভকামনা ।

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ।

৪২| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৯

ওমেরা বলেছেন: প্রথম বর্ষপূর্তির অভিনন্দন আর আন্তরিক শুভেচ্ছা আপু।

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫২

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ আপু। খুব সুন্দর ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন :)

৪৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৮

শুভ_ঢাকা বলেছেন: উম্মে সায়মা, বর্ষপূর্তির উপলক্ষে অভিনন্দন আর শুভেচ্ছা রইলো।

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৩

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ শুভ ভাই। ফুলগুলো যত্ন করে তুলে রাখলাম :)

৪৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। সময় এভাবেই বয়ে যায়- নি:শব্দে অগোচরে..

বর্ষপূর্তি যুগ পূর্তি হোক, সিলভার, গোল্ডেন জুবিলি....

শুভেচ্ছা, শুভকামনা সবসময় :)

+++

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৫

উম্মে সায়মা বলেছেন: ঠিক তাই বিদ্রোহী ভৃগু ভাই। সময় কোনদিক দিয়ে যায় টেরই পাওয়া যায়না।
শুভকামনায় ধন্যবাদ জানবেন। ভালো থাকুন

৪৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি ব্লগিং উপভোগ করছেন, আমরা আপনার লিখা উপভোগ করছি।
আপনি এক বছরেই ব্যাপক পরিচিত ব্লগার। আমার প্রথম পোস্টে প্রথম মন্তব্য এসেছিল দুই বছর পর। :P
হ্যাপি ব্লগিং, অনেক শুভ কামনা জানবেন উম্মে সায়মা।

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০১

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। সবই আপনাদের আন্তরিকতা। নাহয় আমি কখনো ভাবিইনি আমার লেখা পড়ার যোগ্য। আমি জানি আমি কী সব অখাদ্য লিখি! ব্লগেও ভয়ে ভয়ে পোস্ট করি কে আবার কী বলে। কিন্তু পোস্ট করার পর সবার প্রশংসা এবং অনুপ্রেরণামূলক মন্তব্য পেয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে আসে। মনে হয় যাক তাহলে অতটাও খারাপ লিখিনি বোধহয়।
কৃতজ্ঞতা পাশে থাকার জন্য।

৪৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬

মলাসইলমুইনা বলেছেন: উম্মে সায়মা : ফুলগুলো ফুলদানিতে তুলে রাখুন | আমাদের কেউ ফুল দিয়ে টিয়ে শুভেচ্ছা জানাতে চায় না খুব বেশি | আপনারগুলো নিয়ে নিতে কখন যে আবার ডাকাত হতে ইচ্ছে করবে কে জানে ! প্রিয় কবি বর্ষ পূর্তির আবারো শুভেচ্ছা |

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৫

উম্মে সায়মা বলেছেন: ঝটপট ফুলদানিতে রেখে দিয়েছি। চোর ডাকাতের ভয়ে তো এখন মনে হচ্ছে তালা দিয়ে রাখতে হবে ;)
তবে যত যাই হোক মনের ফুলদানি থেকে তো ডাকাতি করতে পারবেননা। ফুলগুলো তো সেখানে রেখেছি :)
আপনাকে আবারো ধন্যবাদ মলাসইলমুইনা ভাই।

৪৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫০

অনিক_আহমেদ বলেছেন: টুকটুক করে এক বছর পার করে ফেললেন........
কংগ্রেচুলেশন। :D
আশা করি সুন্দর কবিতা দিয়ে আমাদের এভাবেই বার বার সারপ্রাইজ করতে থাকবেন। :)

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৬

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ অনিক ভাই। আশা করি সবসময় এভাবে পাশে থাকবেন।

৪৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা আপুনি!!!!!!!

কি করি ভাইয়ার ছড়িতায় হাসছি!!!!!!!!! :P

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৮

উম্মে সায়মা বলেছেন: আপনাকেও অনেক ভালোবাসা আপু :)
দেখলেন কারবার? কোথায় ভাবলাম আমাকে নিয়ে কি করি ভাইয়ার ছড়া বাধাই করে দেয়ালে টাঙিয়ে রাখবো তা না মাসী টাসী বলে মেরে দিল |-)

৪৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬

তারেক ফাহিম বলেছেন: বর্ষপুর্তীতে অভিন্দন।

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৯

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ তারেক ফাহিম ভাই।

৫০| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: অনেক অনেক শুভ কামনা।

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১০

উম্মে সায়মা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাজীব নূর ভাই।

৫১| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: বর্ষপূর্তিতে অনেক অনেক শুভকামনা আপি!:)


কেবল তো এক বছর পার হলো!!:)

ব্লগে আপনার আরো অনেকগুলো বছর কাটুক !:)

আপনার বিচরনে মুখরিত হোক এই ব্লগ!:)

শুভকামনা!:)

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১২

উম্মে সায়মা বলেছেন: আপনাদের সান্নিধ্য পেয়ে ভালোই লাগে বিলি ভাই। দোয়া করবেন যেন আরো অনেকদিন থাকতে পারি এ মিলনমেলায়।
শুভকামনায় ধন্যবাদ জানবেন।

৫২| ২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

জুন বলেছেন: ভীষন ভাবে সন্মানিত বোধ করছি উম্মে সায়মা :)
আপনার ব্লগীয় পথচলা দীর্ঘায়িত এবং সফল হোক এই প্রত্যাশা রইলো :)

অটঃ বিভিন্ন কারনে অনেকের সব পোষ্টে তার মাঝে আপনিও আছেন, নিয়মিত যেতে পারি না তার জন্য আন্তরিক দূঃখিত ।

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৮

উম্মে সায়মা বলেছেন: আপনি সম্মানিত একজনই জুন আপু। আপনাকে সম্মানিত করে আমি সম্মানিত বোধ করছি।
দুঃখিত হবার কিছু নেই আপু। এটা খুবই স্বাভাবিক। আমি নিজেও একন আর ব্লগে সেভাবে সময় দিতে পারিনা। তাই অনেক ভালো ভালো পোস্টও মিস হয়ে যায়।
শুভকামনায় ধন্যবাদ আপু। ভালো থাকুন।

৫৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৭

করুণাধারা বলেছেন: অভিনন্দন বর্ষপূর্তিতে।

শুভকামনা আগামী বছরগুলির জন্য।

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩০

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন.....

৫৪| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫৪

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: লিসটে দেহি আমার নাম নাইক্কা

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৪

উম্মে সায়মা বলেছেন: মনে লয় আপনি এর আগে আমার কোন পোস্টে মন্তব্য করেননি :) আমি চেষ্টা করেছি মোটামুটি সবার নাম যুক্ত করার।
চিন্তা নেই। পরেরবার নিশ্চয়ই আপনার নাম থাকবে। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৫৫| ২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৮

সামিয়া বলেছেন:
বর্ষপূর্তির জন্য অভিনন্দন শুভেচ্ছা এবং শুভকামনা রইলো ।।


২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪০

উম্মে সায়মা বলেছেন: গোলাপ বাগানের গোলাপ সযত্নে তুলে রাখলাম সামিয়া আপু।
অসংখ্য ধন্যবাদ জানবেন।

৫৬| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৬

দীপঙ্কর বেরা বলেছেন: এমন হওয়ার কথা নয়। তাও হয়েছে। somewhereblog. in এর এটাই বিশেষত্ব।

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪২

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। নিচে মলাসইলমুইনা ভাইয়ের দেয়া লাইনগুলো আপনার জন্য তুলে দেই।
ধোরোনা,ধোরোনা দোষ
করোনা করোনা রোষ
দোষে গুনে মাটির মানুষ !
(ডঃ আশরাফ সিদ্দিকী)
আর সামু তো মানুষেরই তৈরি :)
আপনি মেইল করুন। আশা করি সমাধান পেয়ে যাবেন। ধন্যবাদ।

৫৭| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১২

মলাসইলমুইনা বলেছেন: ধোরোনা,ধোরোনা দোষ
করোনা করোনা রোষ
দোষে গুনে মাটির মানুষ !
(ডঃ আশরাফ সিদ্দিকী)

মনে একবারই এসেছিলো চিন্তা | কিন্তু তাই কি আর আপনার শুভেচ্ছামালা ডাকাতি করি ! ও নিরাপদ অসংখ্য ব্লগারের জাগ্রত পাহারায় (আমিও কিন্তু তার মধ্যে আছি) | আবারো শুভেচ্ছা |

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৭

উম্মে সায়মা বলেছেন: যাক বাবা বাঁচা গেল!
অনেক অনেক পাহারাদার (শুভাকাঙ্ক্ষী) পাওয়া গেল।
আপনার শুভেচ্ছা দিয়ে তো আমার ঝুলি ভরে গেল :) এত এত শুভেচ্ছা কোথায় রাখি!
আবারো ধন্যবাদ ভাই B-)

৫৮| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫২

মলাসইলমুইনা বলেছেন: ক্রিকেট সিজন চলছে এখন | দুই একটা শুভেচ্ছা থ্রো করে দেন উইকেট বরাবর |আমার শুভেচ্ছার দু একটা উইকেট পরে গেলেওকোনো সমস্যা নেই | আপনি সবার শুভেচ্ছারই থাকবেন | এবার শুভ কে আর আচ্ছা বললাম না | শুভ বিদায় !

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৭

উম্মে সায়মা বলেছেন: দিলাম পাঠিয়ে ক্রিকেট টিমকে শুভেচ্ছা। সাথে আমার পক্ষ থেকেও। :)
বিদায়....

৫৯| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:


নাস্তা পানির কোন ব্যবস্থা আছে, সায়মা ?? :) কিংবা,শুকনা খেজুর !!! চরম খিদা লেগেছে !!!! :)

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০১

উম্মে সায়মা বলেছেন:
এই নিন শাহরিয়ার ভাই। আজওয়া খেজুর। যত ইচ্ছা খেতে পারেন B-)

৬০| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২

দীপঙ্কর বেরা বলেছেন: 'আপনি মেইল করুন। আশা করি সমাধান পেয়ে যাবেন'

- একবার নয়, অনেক অনেক বার মেল করেছি। 'কাল্পনিক ভালোবাসা' পোষ্টে কথা বলেছি। এ পর্যন্ত নিজস্ব লেখা ৫২ টা পোষ্ট করেছি। অন্যের পোষ্টে ১৫১ বার মন্তব্য করেছি। http://www.somewhereinblog.net এ সব করেছি কিন্তু প্রথম পাতায় লেখা ছাড়া আর সব হয়েছে। আপনাকে বার বার বিরক্ত করলাম। ভাল থাকবেন। শুভ ব্লগিং।

০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

উম্মে সায়মা বলেছেন: আপনার সমস্যর সমাধান হয়েছে দেখে ভালো লাগল। ব্লগিং আনন্দময় হোক। শুভ কামনা

৬১| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৩

এফ.কে আশিক বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা
আরো সুন্দর হোক আগামীর পথ চলা...

০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ রইল। ভালো থাকুন।

৬২| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৭

আরজু পনি বলেছেন: অভিনন্দন রইল, উম্মে সায়মা।
ব্লগিং শুভ হোক।

০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগল। ভালো থাকুন।

৬৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩২

প্রামানিক বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন।

০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

উম্মে সায়মা বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন প্রামানিক ভাই। প্রতিমন্তব্যে বিলম্বের জন্য দুঃখিত। ভালো থাকুন।

৬৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:০৭

মলাসইলমুইনা বলেছেন: পাঠক থাকলেই কি চলবে এতো সময় ? লিখতেওতো হবে তাই না ? দীর্ঘ্য বিরতি হয়ে যাচ্ছে প্রিয় ব্লগার !

০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯

উম্মে সায়মা বলেছেন: কিছুদিন পাঠক হবার স্বাদটাও নাহয় নিলাম। মাঝে মাঝে বিরতি দিতে ভালো লাগে। উল্টো করে বললে টানা পোস্ট দিতে ইচ্ছে করেনা। আলসেমিও এর একটা কারণ হতে পারে।
আপনার পোস্টটি খুব সুন্দর হয়েছে। ভালো থাকুন :)

৬৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:২৯

ভ্রমরের ডানা বলেছেন:


অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আঘামীর দিনগুলোর জন্যে!

০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০০

উম্মে সায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডানা ভাই। ভালো থাকুন নিরন্তর।

৬৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

মলাসইলমুইনা বলেছেন: লেখায় প্রথম "লাইক" টা দেখে ভাবছিলাম আমার লেখায় আবার লাইক দেয় এটা কে হতে পারে ? চেক করতে গিয়ে দেখি আপনি ! প্রথম যে কথাটা মনে আসলো সেটা হলো কবিরা যে কত ভাবুক হয় ! আমার লেখাতেও লাইক ! কিন্তু তারপরে ভাগ্যবানও মনে হলো নিজেকে এটা ভেবে যে ব্লগে আমার কিছু শুভার্থীও আছে | থ্যাংকস এ লট |

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৩

উম্মে সায়মা বলেছেন: আপনি একটু বেশিই বিনয়ী ভাই। লাইক তো দেবারই কথা। আপনার লেখা তো অবশ্যই লাইক ডিজার্ভ করে!
ওয়েলকাম। শুভ কামনা রইল.....

৬৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫১

দীপংকর চন্দ বলেছেন: অভিনন্দন। অনেক।

পথ চলা সুন্দর হোক।

শুভকামনা। শুভকামনা।

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৪

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকুন।

৬৮| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

বিলিয়ার রহমান বলেছেন: আরো অনেক দিন ব্লগিং করার দোয়া করে গেলাম!!!:)


এবার দোয়ার হাদিয়া দেন আপি!!!!:)

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২১

উম্মে সায়মা বলেছেন: দোয়া কবুল হোক বিলি ভাইয়া :)
দোয়ার হাদিয়া দোয়া। B-) আল্লাহ্‌ আপনাকে অনেক অনেক ভালো রাখুন। কবীর ভাইকে দেয়া খেজুর থেকে কিছু খেতে পারেন হাদিয়া হিসেবে... :-B

৬৯| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১

নিয়াজ সুমন বলেছেন:
আরো সুন্দর ও প্রানবন্তময় হোক আপনার ব্লগিং…
অভিনন্দন সায়মা আপু, -
বর্ষপুর্তিতে আপনার জন্য আমার পক্ষ থেকে এক ঝুড়ি জুইঁ ফুলের শুভেচ্ছা।

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

উম্মে সায়মা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ঝুড়িভর্তি জুইঁ ফুলের শুভেচ্ছার জন্য। ফুলগুলো সাজিয়ে রাখলাম মনের বারান্দায়....

৭০| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

হাতকাটা হাকিমুল বলেছেন: উপরের লিস্টে দেখি আমার নামটাই নাই :(
রেগে গেছি X(( সহ ব্লগার না হলে আইজকা আপনার হাত কেটে নিতাম হে হে হে :D

আপুরে আরও ১০০ বছর বেঁচে থাকুন, ভাল থাকবেন আপু :)

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫১

উম্মে সায়মা বলেছেন: আপনার নিকটা দেখলেই তো আমার ভয় লাগে #:-S এই আইডিয়া এল কোত্থেকে??
আপনি বোধহয় আমার ব্লগে এই প্রথম এলেন। তাই আপনার নাম নেই। আমি তো ভবিষ্যৎ দেখতে পারিনা :)
এত বছর বেঁচে কি হবে ভাই? কম সময় ভালোভাবে বাঁচতে পারি যেন সে দোয়া করবেন :)
আপনিও অনেক অনেক ভালো থাকুন।

৭১| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১৩

ডঃ এম এ আলী বলেছেন: বছর পুর্তিতে রইল প্রাণডালা শুভেচ্ছা ।
সামনের দিন গুলি প্রস্ফুটিত
হোক , বিকশিত হোক
আরো নতুন নতুন
অভিধায় ।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

উম্মে সায়মা বলেছেন: শুভ কামনায় অসংখ্য ধন্যবাদ জানবেন ডঃ এম এ আলী ভাই। ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.