নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

"টেলিপ্যাথি সংযোগ নেই"

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৩৪




চিঠি দিয়েছিলাম, পেয়েছো কি?
জানি পাওনি
পাবে কি করে! লিখেছি তো মনের খাতায়,
অদৃশ্য রঙ তুলির আঁচড়ে
তোমার সাথে তো আমার টেলিপ্যাথি সংযোগ নেই
থাকলে ঠিক পেয়ে যেতে!

একেক সময় মনে হয় নির্জন কোন গাঁয়ে চলে যাই
যেখানে বাবুই পাখির ডানায় ভোর হয়, সন্ধ্যা নামে
সারি সারি ঝাউগাছ ঢেকে রেখেছে যে পথ
যার বুকে আঁকাবাঁকা নাম না জানা নদী বয়ে যায়
সেখানে শিশির ভেজা দূর্বায় নগ্ন পায়ে হাঁটি
বিশাল বটবৃক্ষের সুশীতল ছায়ায় দু’ দন্ড জিরোই।

যেখানে কেউ আমায় চেনেনা
হয়তো মাস্টারি করব গ্রাম্য কোন জরাজীর্ণ স্কুলে
ডুরেশাড়ি পরে বাচ্চাদের ইংরেজি, অংক শেখাব
একদম আটপৌরে জীবন কাটাব
সিনেমা উপন্যাসের মত জীবন
ছোট্ট একটা কুঁড়েঘর হবে আশ্রয়
জীবিকা হিসেবে থাকবে সামান্য কিছু
আত্মা জুড়ে থাকবে প্রশান্তি,
ঝুটঝামেলাহীন জীবন।

ব্যস্ত দিনশেষে ক্লান্ত আমি নীড়ে ফিরব,
সাথে স্মৃতি তোমায় নিয়ে
টুকিটাকি কাজ সেরে ছোট্ট টেবিলটায়
খাতা কলম নিয়ে বসব, প্রদীপের আলোয়
নাহ, গল্প কিংবা কবিতা লিখতে নয়
তোমাকে চিঠি লিখব, প্রতিদিন একটি করে
কিছু স্মৃতি রোমান্থন হবে, সারাদিন আগডুম বাগডুম
কি করি না করি তা থাকবে, হবে গল্প স্বল্প
না, কোন স্বপ্ন কিংবা ভবিষ্যতের কথা থাকবেনা
থাকবে শুধু ছন্নছাড়া কিছু কথামালা।

তারপর একদিন, একবছর বা তারও কিছুদিন পর
কোন এক সন্ধ্যায়, অথবা মাঝরাত্রির চাঁদের আলোয়
সবগুলো চিঠি জড়ো করব উঠোনে
দিয়াশলাইয়ের কাঠি জ্বেলে ছুঁড়ে দেব
কাগজের স্তুপের 'পরে
সব পুড়ে খাক, ছাই হয়ে যাবে।

কিন্তু ততদিনে যদি তোমার আমার
হয়ে যায় টেলিপ্যাথি সংযোগ
তবে মুহূর্তকালে তোমার কাছে পৌঁছে যাবে সবগুলো চিঠি
লেখার মুহূর্তেই,
আগুন ভস্মীভূত করতে পারবেনা চিঠির উপাদান
তোমার মনের চিলেকোঠায় রয়ে যাবে স্মৃতি অমলিন।।

৩১.১২.২০১৬

সর্বস্বত্ব সংরক্ষিত
ছবি: গুগল

মন্তব্য ৮৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৩৬

মলাসইলমুইনা বলেছেন: কোনো টেলিপ্যাথি নেই, কোনো চিঠিও পাইনি তবুও এলাম আর পড়লাম আপনার কবিতা | দারুন ভালো লাগলো | ওহ, নাতো টেলিপ্যাথি আছে মনে হয় ! তাইতো জেনে গেলাম মনে হয় টেলিপ্যাথিক ভাবে আপনার কবিতা লেখা আর প্রথম দিকেই তাই মন্তব্য|

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

উম্মে সায়মা বলেছেন: প্রথম মন্তব্যের জন্য আপনাকে বাড়তি একটা ধন্যবাদ আগেই দিয়ে রাখি।
টেলিপ্যাথি তো আসলেই আছে দেখা যাচ্ছে। নাহয় আমি 'টেলিপ্যাথি' নিয়ে কবিতা দিলাম আর আপনিও প্রথমেই পৌঁছে গেলেন! B-) আপনার ভালো লেগেছে জেনে আমারো খুব ভালো লাগলো। পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ জানবেন। ভালো থাকুন নিরন্তর।

২| ০৯ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


টেলিপ্যাথি সংযোগ যদি না থাকে উহা গড়ে উঠার সম্ভাবনা নেই; কবিতার বক্তব্য ভালো লেগেছে, টেলিপ্যাথি সংযোগ না থাকলেও জীবন বইতে থাকে, অন্য ধারায় তা প্রবাহিত হবে, জীবন কিছু না কিছু খুঁজে পাবে।

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

উম্মে সায়মা বলেছেন: ঠিক চাঁদগাজী ভাই, জীবন চলবে জীবনের নিয়মে। আপনার কাছে কবিতার বক্তব্য ভালো লেগেছে জেনে অসম্ভব ভালো লাগছে!
আপনার কাছ থেকে প্রশংসা পাওয়া অনেক বড় ব্যাপার। ভালো থাকুন।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫১

প্রামানিক বলেছেন: "টেলিপ্যাথি সংযোগ নেই"

তবুও আশায় আশায় দিন যাচ্ছে।

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

উম্মে সায়মা বলেছেন: হুমম প্রামানিক ভাই, আশা করতে দোষ কী! X((
পাঠে এবং মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: প্রিয়জনের জন্য মনের খাতায় যত চিঠি লেখা হয় তার যদি একটিও বাস্তবে লেখা যেত আর সেই চিঠি যদি প্রিয়জনের কাছে পৌছে যেত তবে হয়তো ভালবাসা স্বার্থক হয়ে ধরা দিত দুজনের কাছেই।
সকাল-সকাল সুন্দর একটি কবিতা পড়ে মন অনেক ফুরফুরে হয়ে গেল।
কবিতায় অবশ্যই প্লাস +++

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

উম্মে সায়মা বলেছেন: চাইলেই কি আর লেখা যায় সোহেল ভাই? তাইতো মনের খাতায় লেখা :)
প্লাস দিয়ে অনুপ্রাণিত করলেন। অসংখ্য ধন্যবাদ।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: খুবই চমৎকার তবে এই ধরনের কবিতা অল্পবয়সীদের কাছে আরো চমৎকার লাগবে।

০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

উম্মে সায়মা বলেছেন: অল্পবয়সীদের কাছে আরো চমৎকার লাগবে
তা হতে পারে। পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ জানবেন। আমার ব্লগে কি এই প্রথম পদার্পণ? স্বাগতম....

৬| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৮

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো । +++++

০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০২

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু। এত্তগুলো প্লাস দিয়ে অনুপ্রাণিত করে গেলেন....

৭| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: 'রঙ তুলির আঁচড়ে' কিভাবে চিঠি লেখা যায়? অবশ্যই আবেগ থেকে বলেছেন। নজরুল যেমন আবেগ থেকে লিখেছিলেন- পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।

সব কিছু মিলিয়ে ভালো হয়েছে।

০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯

উম্মে সায়মা বলেছেন: লেখা যাবেনা কেন রাজীব ভাই! ইয়া বড় একটা ক্যানভাস নেবেন তারপর রং তুলি দিয়ে লিখে ফেলবেন। হাহাহা।
লিখেছি তো মনের খাতায়,
অদৃশ্য রঙ তুলির আঁচড়ে

মনের খাতায় সব সম্ভব ভাই। আর এ রং তুলিও তো অদৃশ্য :)

আর লাইনটি সুকান্তের। নিচে জগতারন ভাই বলেছেন। ব্যাপার না। ভুল তো মানুষেরই হয়।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ ভাই। ভালো থাকুন।

৮| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫২

জগতারন বলেছেন:
নজরুল যেমন আবেগ থেকে লিখেছিলেন- পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।

হাইলাইট উক্তিটি সুকান্ত ভট্টাচার্য-এর করা। (কাজী) নজরুলের না @ রাজীব নুর।

আর (মহিলা) কবি কবিতা লিখলেন বাংলা ভাষায় আর প্রতীকি ছবি দিলেন বিদেশে কোন মহিলার ইহা কি বাংলা সাহিত্যে যায়?
সম্প্রতি যদিও এরকম অহরহ দেখা যায় !

০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

উম্মে সায়মা বলেছেন: হাহাহা জগতারন ভাই, ভালো বলেছেন। কবিতার সাথে যায় এমন বাঙ্গালী মেয়ের ছবি গুগলে পেলাম না তাই যেটা সামনে পেয়েছি সেটাই দিলাম। আপনি পেলে সাহায্য করতে পারেন। তাহলে বদলে দেব। :)
ধন্যবাদ।

৯| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১২

রাজিব হোসেন পানি বলেছেন: সুন্দর একটা কবিতা...

০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ ভাই। আমার ব্লগে আপনাকে স্বাগতম। অনুসরনে কৃতজ্ঞতা।

১০| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সাতসকালে চমৎকার একটি কবিতা উপহার দিয়ে মনটাকে ফুরফুরে করে দেয়ার জন্য পোস্টে প্লাস।

০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

উম্মে সায়মা বলেছেন: সাতসকালে আপনার মনটাকে ফুরফুরে করে দিতে পেরে কবিতাটি সার্থকতা পেল।
অসংখ্য ধন্যবাদ।

১১| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রোমান্টিক কবিতা। ভালো লাগলো।


ধন্যবাদ বোন উম্মে সায়মা।

০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

উম্মে সায়মা বলেছেন: আপনাকে আমার ব্লগে পেয়ে খুব ভালো লাগছে হেনা ভাই। অান্তরিক ধন্যবাদ জানবেন। অনেক অনেক ভালো থাকুন।

১২| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
চাঁদগাজী ভাই বলেছেন:
টেলিপ্যাথি সংযোগ না থাকলেও জীবন বইতে থাকে, অন্য ধারায় তা প্রবাহিত হবে, জীবন কিছু না কিছু খুঁজে পাবে।


আমারও একমত।

জীবন তার নিজ পথে প্রবাহমান। প্রকৃতি সেই পথকে প্রশস্ত করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। আমাদেরকে সেই চেষ্টাকে মূল্যায়ন করে তা থেকে মুক্তা কুড়াতে হবে।

ভাল থাকুন নিরন্তর।

০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৪

উম্মে সায়মা বলেছেন: জীবন তার নিজ পথে প্রবাহমান। প্রকৃতি সেই পথকে প্রশস্ত করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। আমাদেরকে সেই চেষ্টাকে মূল্যায়ন করে তা থেকে মুক্তা কুড়াতে হবে।
খুব সুন্দর কথা বলেছেন সত্যপথিক শাইয়্যান ভাই। আপনার মন্তব্যে প্লাস :)
আপনিও অনেক ভালো থাকুন।।

১৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২

বানেসা পরী বলেছেন: [sb]নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম
বন্ধুর কাছে মনের খবর ক্যামনে পৌঁছাইতাম...

সুন্দর কবিতা।
আহারে,টেলিপ্যাথি সংযোগ থাকলে কত ভালই না হত!

০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৭

উম্মে সায়মা বলেছেন: হুম পরী আপু। টেলিপ্যাথি থাকলে টেলিফোন, টেলিগ্রাম কিছুই আর দরকার হত না।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

১৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০০

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,





টেলিপ্যাথির সংযোগ লাগেনা । টান যদি গভীর হয় তবে ব্যস্ত দিনশেষে ক্লান্ত কেউ নীড়ে ফিরলে স্মৃতিরা একে একে সংযোগ দিয়ে যাবে হৃদয়ে হৃদয়ে । আর একবার সে সংযোগে স্মৃতির আগুন জ্বলে উঠলে নেভানো বিষম দায় হয়ে উঠবে !

বিষাদময় রোমান্টিকতার শেষেও কিন্তু কবি একটি মধুর সংযোগ প্রত্যাশী । বোঝা গেলো কবি অস্থির ।

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩১

উম্মে সায়মা বলেছেন: সংযোগ দিয়ে যাবে হৃদয়ে হৃদয়ে
সে সংযোগটাই তো কিঞ্চিত টেলিপ্যাথি হয়ে যাবে।
মধুর সংযোগ প্রত্যাশী
প্রত্যাশাইতো বাঁচিয়ে রাখে আমাদের...
কবি অস্থির
অস্থিরতা প্রকাশ পেয়েছে কী? বুঝতে পারিনি ঠিক।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ আহমেদ জী এস ভাই। ভালো থাকুন।

১৫| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৭

জাহিদ অনিক বলেছেন:

টেলিপ্যাথি; বেশ ইন্টারেসেটিং। বছর দুই আগে আমার এমন হত ধরুন, সেলফোন হাতে নিয়ে ফোনবুকে কারও নাম্বার খুজছি ঠিক সেই মুহুর্তেই তার কল চলে আসত। ইহা টেলিপ্যাথি কিনা জানি না।


যেখানে কেউ আমায় চেনেনা
হয়তো মাস্টারি করব গ্রাম্য কোন জরাজীর্ণ স্কুলে
ডুরেশাড়ি পরে বাচ্চাদের ইংরেজি, অংক শেখাব
- আমাকে আপনার সহকারী হিসেবে নিয়োগ দিয়েন প্লিজ! এই শহর আমারও ভাল লাগে না। আমি ফিজিক্স, ক্যামেস্ট্রি আইসিটি শিখাতে পারব বাচ্চাদের।


বেশ এবার কবিতায় ফেরা যাক,
কবিতাটি পড়ে দুইটা গান মাথায় আসলো,
১। উপরে বানেসা পরী যেটা বলেছে সেটা;
২। চিঠি কেন আসে না আর দেরী সহে না

যদিও চিঠি আর টেলিপ্যাথি আকাশ-পাতাল।

তবুও আপনার কবিতা থেকেই দুই লাইন নিয়ে আপনার জন্য শুভ কামনা রইলো, টেলিপ্যাথি সংযোগ প্রতিষ্ঠিত হোক; এক এক করে সঠিক দিঠিতে পৌঁছে যাক সব চিঠি।

ততদিনে যদি তোমার আমার
হয়ে যায় টেলিপ্যাথি সংযোগ
তবে মুহূর্তকালে তোমার কাছে পৌঁছে যাবে সবগুলো চিঠি




বাই দ্যা ওয়ে, ৩১.১২.২০১৬ নতুন বছরের আগে আগে একদম নতুন করে, নব উদ্যমেই টেলিপ্যাথি শুরু হলে বেশ হত!

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

উম্মে সায়মা বলেছেন: ঠিক সেই মুহুর্তেই তার কল চলে আসত
এমন আমারও হত মাঝে মাঝে। তখন খুব অবাক এবং ভালো লাগা কাজ করে। তাইনা?

সহকারী হিসেবে নিয়োগ দিয়েন

হাহাহা ওকে :) আমরা একটা কোচিং সেন্টার খুলে ফেলতে পারি সেখানে ;) বাচ্চাদেরকে সব বিষয়ে পন্ডিত বানিয়ে ফেলব....

চিঠি আর টেলিপ্যাথি আকাশ-পাতাল।
কবিতায় চিঠি, টেলিপ্যাথি দুটোর কথাই আছে। তাই এ দুটো গানের কথা মনে হতেই পারে :)

নব উদ্যমেই টেলিপ্যাথি শুরু হলে বেশ হত!
টেলিপ্যাথি কি আর বললেই হয়? হয়তো সারাজীবন কেটে যাবে তবু টেলিপ্যাথি সংযোগ হবে না। এ তো নিছক কল্পনা....

কবিতা পাঠ করে এমন বিশদ মন্তব্য দেয়ায় অসংখ্য ধন্যবাদ জাহিদ অনিক ভাইয়া। ভালো থাকুন

১৬| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩

সামিয়া বলেছেন: সুন্দর কবিতা +++

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৮

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

১৭| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: টেলিপ্যাথি সংযোগ আহালে সত্যি যদি থাকতো ।:D কবিতা টা আমার খুব পছন্দ হয়েছে । ভালো লাগল

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৪

উম্মে সায়মা বলেছেন: আহা, যদি থাকতো!
আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ।

১৮| ০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: প্লাসের জন্যে অনেক ধন্যবাদ।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৭

উম্মে সায়মা বলেছেন: :)

১৯| ০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা কি সুন্দর সরল জীবনের স্বপ্ন এমন সত্যি ই কেবল সিনেমা উপন্যাসে সম্ভব _

বেশ মিষ্টি কবিতা সায়মা যে কবিতা আমাদের কে ভালোবাসাতে শিখায় সুন্দর স্বপ্ন দেখায় ।

শুভ কামনা :)

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫০

উম্মে সায়মা বলেছেন: কেবল সিনেমা উপন্যাসে সম্ভব
ঠিক আপু। বাস্তবে সম্ভব না :|
অনুপ্রাণিত করে গেলেন আপু। অনেক অনেক ধন্যবাদ।

২০| ০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +++

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৫

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ধ্রুবক আলো ভাই। ভালো থাকুন।

২১| ০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্টিকি পোস্টের ৯৭ নম্বর মন্তব্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৬

উম্মে সায়মা বলেছেন: দেখছি হেনা ভাই। ধন্যবাদ।

২২| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০২

কুঁড়ের_বাদশা বলেছেন:


সায়মা আপু, কবিতা খুব সুন্দর হয়েছে+++

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১১

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ কুঁড়ের_বাদশা :)

২৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:


সবাই দেখি কবিতা ভাল বলেছে; আমারও বক্তব্য একই কবিতা ভাল হয়েছে!!!!!!! :)




শুভ কামনা রইল।

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭

উম্মে সায়মা বলেছেন: সবাই ভালো বলেছে দেখে ভালো বললেন শাহরিয়ার কবীর ভাই? B:-) ভালো না লাগলেও বলতে পারেন কিন্তু। কিছু মনে করবনা :)
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ.....

২৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় মন্তব্য কি করবো খোঁজে পাচ্ছিানা কবির আরাধোনারই যখন কবিতা, আবেগ যখন রঙ্গের মাধুরীতে আবীর হয়ে দেয় ধরা, কবি যখন স্বপ্ন বাসরে বাসায় ভেলা তখন কতো শত-শত আকুতি সমুদ্র সফেনের মতো কিনারে এসে ভেসে যায়, শব্দেরা বাজায় শঙ্কর ওদাসী বায়ে গুলের ফুলগুলো দোল খায় সাথে কবির কবিতার সব্দকতেক কাগজের বুকে অতৃপ্তির বায়নাগুলো খচ্চিত হয় তখন যে অর্গ সাজানো হয় তা ক্ষনকালের স্বপ্নই শুধু, অবুঝ মন তখনো বুঝেনা ওপারে ঢেউয়ের খেলা!

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯

উম্মে সায়মা বলেছেন: কী মন্তব্য করবেন বলে তো খুব সুন্দর কাব্যিক একটা মন্তব্য করে ফেললেন সুজন ভাই :)
অনেক অনেক ধন্যবাদ। ভালো আছেন আশা করি।

২৫| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫০

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




অস্থির এ জন্যে যে , একবার সব ছেড়ে ছুড়ে কবি নির্জন কোন গাঁয়ে চলে যেতে চায়, দুঃখে মাষ্টারনী হতে চায় , চায় আটপৌরে জীবন কাটাতে আবার অন্যদিকে টেলিপ্যাথি সংযোগের আশায় আশায় পথ চেয়ে থাকে ...........................

কবি অস্থির না তো কি ?

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১০

উম্মে সায়মা বলেছেন: আহমেদ জী এস ভাই, মানুষের মন সবসময় এক দোলাচলে দোলে। আমার মনে হয় এটা সব মানুষের ক্ষেত্রেই প্রতিনিয়ত হয়। মানুষ মাত্রেই সর্বদা এক অস্থিরতা বিরাজমান। (কিছু স্থির মানুষ থাকতে পারে। তারা এক্সেপশন)
আবার এসে মন্তব্য করে যাওয়ায় ধন্যবাদ ভাই। ভালো থাকুন নিরন্তর।

২৬| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৭

সুমন কর বলেছেন: ভালো লাগল। +।

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১০

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সুমনদা। প্লাস পেয়ে খুশি হলাম :) ভালো থাকুন।

২৭| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৭

নাগরিক কবি বলেছেন: আহ হা, চিঠি

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

উম্মে সায়মা বলেছেন: আহা চিঠি!
নাগরিক কবি অনেকদিন পর ব্লগে এল। পোস্ট টোস্ট দাও। একটু তোমার কবিতাও চুরি হোক। একা আমাদেরটা হবে কেন ;)

২৮| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৮

যূথচ্যুত বলেছেন: চিঠি না পাওয়ার কারণ ডাক বিভাগের অব্যবস্থা-ও হতে পারে ;)

আর আপনি শিয়োর, ব্যাপারটা টেলিপ্যাথি? টেলিগ্রাম নয়? কারণ সেক্ষেত্রে 'উপরে নীচে টরেটক্কা'-র একটা স্কোপ ছিল। :P

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

উম্মে সায়মা বলেছেন: ডাক বিভাগের অব্যবস্থা-ও হতে পারে
হাহাহা। চিঠি তো পোস্টই করা হয়নি। ডাকবিভাগ আর কীইবা করতে পারত!
টেলিগ্রাম তো জাগতিক ব্যাপার। করতে চাইলে একটা ব্যবস্থা হয়েই যেত। এই উপরে নীচে টরেটক্কাটা কি একটু বলুন তো? #:-S

পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ জানবেন।

২৯| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:২০

মলাসইলমুইনা বলেছেন: আরো একবার আপনার আজকের এই কবিতা পড়ে আমারও একটা কবিতা লিখতে ইচ্ছে করছে | ইস কবিতার হাতটা যদি একটু শক্ত হতো ! শুধু কি নাই টেলিফোন, নাইরে পিয়ন -কবিতার মাথা, ভাষা কিছুই নেই ! ধন্য টা আর বললাম না -টেলিপ্যাথিতে বুঝে নিয়েন কত বড় একটা ধন্য....... আবারো বলতে চাইলাম !

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮

উম্মে সায়মা বলেছেন: লিখেই ফেলুননা। আপনার কবিতা তো দেখেছি আগেও। খুব সুন্দর লিখেন! আর বিনয় দেখাতে হবেনা :)

দেখলাম পোস্টে লাইক দিয়েছেন। আমার কোন পোস্টে এ বোধহয় আপনার প্রথম প্লাস। ধন্য হলাম :)
(বুঝতে পারছিলাম এ অপশনটা আপনি বুঝে উঠতে পারেননি। ব্যাপার না। সবাই আস্তে আা্স্তেই শেখে, বোঝে.... :-B)

৩০| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন:




হৃদয় দিয়ে হৃদয়ের ব্যবচ্ছেদ যেখানে সেখানে জাগতিক কিছুর আর কী আছে প্রয়োজন! অদৃশ্য অনুভবে সংযোগ হয়ে যাক...

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১১

উম্মে সায়মা বলেছেন: এমন সংযোগ সবারই কাম্য। কিন্তু চাইলেই কি আর হয়??

পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ জানবেন।

৩১| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

মলাসইলমুইনা বলেছেন: আপনি যদি জানতেন আমার হিংসার মাত্রাটা ! বিলিয়ার ভাইয়ের আজকের তথ্যবহুল পোস্টটাতে আপনার জ্বলজ্বলে নামটাতো দেখেছেন নাকি ? আমার একটা মন্তব্যও সেখানে আছে |সেটার ফয়সালা হবার আগে এই মন্তব্যটা করা যায় কিনা সে নিয়েও কি কম ভাবতে হলো ! তাও এই মন্তব্যটা করলাম প্রিয় ব্লগারের ব্লগে | আর আপনার অবজারভেশনটা ঠিক আছে | প্রথম প্রথম খেয়াল করিনি | লেখা পড়ে ভালো লাগাটা জানিয়েই মনে হতো কাজ শেষ | জানার কোনো শেষ নেই !

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৮

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। হিংসা করার কিছু নেই ভাই। আপনি আমার চেয়ে অনেক ভালো লিখেন। ব্লগে নতুন বলে হয়তো এখনো চোরের চোখে পড়েননি। নিজেরটা চুরি হলে বুঝতেন কেমন লাগে B:-) আগে আমারও মনে হত এ আর এমন কী। করলই বা। কিন্তু এখন দেখি প্রচন্ড রাগ হয়। আর নিজের লেখার জন্য নিজের চোর সাব্যস্ত হবার জোগাড়!
আসলেই জানার কোন শেষ নেই! ভালো থাকুন।

৩২| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪

যূথচ্যুত বলেছেন: উপরে নীচে টরেটক্কা

আপনি সাড়ে চুয়াত্তর দেখেননি, না?

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২০

উম্মে সায়মা বলেছেন: না তো। গুগলে সার্চ দিয়ে দেখলাম এটা উত্তম কুমারের মুভি! দেখতে হবে। ধন্যবাদ।

৩৩| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫১

অনিক_আহমেদ বলেছেন: ওয়াও! খুব ভাল হয়েছে আপু। টেলিপ্যাথি সংযোগ থাকলে খারাপ হত না...জীবনটা আরো সহজ হয়ে যেত।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২১

উম্মে সায়মা বলেছেন: ঠিক ভাইয়া। কত্ত ভালো হত!
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

৩৪| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫১

অনিক_আহমেদ বলেছেন: ওয়াও! খুব ভাল হয়েছে আপু। টেলিপ্যাথি সংযোগ থাকলে খারাপ হত না...জীবনটা আরো সহজ হয়ে যেত।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২২

উম্মে সায়মা বলেছেন: ভালো থাকুন।

৩৫| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

আখেনাটেন বলেছেন: ভালোবাসায় টেলিপ্যাথিটা জরুরী। অদৃশ্য তারের বন্ধন টুটে গেলেই সব শেষ। :((


চমৎকার কবিতা।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৭

উম্মে সায়মা বলেছেন: টেলিপ্যাথি আমার মনে হয় অনেক গভীর। ভালোবাসা থাকলেও সবসময় তৈরি হয়ে যায়না....
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৩৬| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: ভাবনাটা অসাধারণ!

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৮

উম্মে সায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকুন।

৩৭| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২০

কালীদাস বলেছেন: এই জিনিষ থাকলে আমার কতগুলা টাকা বাইঁচ্চা যাইত মোবাইলের বিল পারপাস /:)

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩০

উম্মে সায়মা বলেছেন: আহা! আমারও, আমাদের সবার B-) কত মজাই না হত!
আন্তরিক ধন্যবাদ জানবেন কালীদাস ভাই।

৩৮| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ইন্টারেস্টিং ! এত কষ্ট করে লেখা চিঠি গুলা মূহুর্তের মধ্যে পুড়ে যাবে! :(

১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

উম্মে সায়মা বলেছেন: এত কষ্ট করে লেখা চিঠি গুলা মূহুর্তের মধ্যে পুড়ে যাবে এটা ইন্টারেস্টিং অয়ন ভাই? :-B
হাহাহা। মজা করলাম। ধন্যবাদ জানবেন। ভালো আছেন আশা করি।

৩৯| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, এক বছর ধরে লেখা চিঠি গুলো পুড়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে! সৃষ্টি করতে লাগল ১ বছর আর ধ্বংস করতে কয়েক সেকেন্ড।

আড্ডাঘরে আসবেন আশা করি।

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১২

উম্মে সায়মা বলেছেন: এটাইতো জগতের নিয়ম অয়ন ভাই। গড়তে অনেক সময় লাগে কিন্তু ভাঙ্গতে শুধু দরকার একটা মুহূর্ত! ধন্যবাদ।
চেষ্টা করব আসতে.... ভালো থাকবেন।

৪০| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৩১

রাতুল_শাহ বলেছেন: আপনি টেলিপ্যাথি বিশ্বাস করেন?
কত চেষ্টা করলাম মানুষটার সাথে আত্নিক যোগাযোগের, কিন্তু কোনদিন হয় নাই।

কিছু মনে করবেন না, আপনাদের বাড়ি কি গ্রামে?

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৪০

উম্মে সায়মা বলেছেন: টেলিপ্যাথি বিশ্বাস করেন?
বিশ্বাস করি কিছুটা। কিন্তু সবার দ্বারা সম্ভব না সেটা খুব বুঝি।

আপনাদের বাড়ি কি গ্রামে?

কিছু মনে করার কি আছে! গ্রামে তো অবশ্যই। কিন্তু থাকি ইট পাথরের শহরে।

পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ রাতুল ভাই।

৪১| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

খায়রুল আহসান বলেছেন: "অদৃশ্য মনের খাতায়" চিঠিটি লেখার আট মাস পর পাঠকদের নিকট দৃশ্যমান করলেন, সেজন্য ধন্যবাদ।
চমৎকার কিছু ভাবনা চিঠিতে প্রতিফলিত হয়েছে, যা "কোরা কাগজ" এর জয়া ভাদুরীর কথা মনে করিয়ে দেয় (আধুনিক জীবন ছেড়ে প্রত্যন্ত গ্রামে গিয়ে শিক্ষকতা করা, আনমনে প্রতিদিন ডায়েরী লেখা, ইত্যাদি)।
ক্যাপশনের ছবিটা খুব সুন্দর।
"কোরা কাগজ" এর একটা গানঃ
মেরা জীবন কোরা কাগজ
কবিতায় ১৮তম ভাল লাগা + +

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

উম্মে সায়মা বলেছেন: পাঠকদের নিকট দৃশ্যমান করলেন
চিঠি দৃশ্যমান করিনি তো খায়রুল আহসান ভাই। চিঠি নিয়ে কিছু কথা :)
'কোরা কাগজ' গানটা শুনেছিলাম। মুভিটা দেখা হয়নি। দেখতে হবে।
প্লাস পেয়ে ভীষণ অনুপ্রাণিত হলাম....

৪২| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

খায়রুল আহসান বলেছেন: টেলিপ্যাথি সংযোগ যদি না থাকে উহা গড়ে উঠার সম্ভাবনা নেই; কবিতার বক্তব্য ভালো লেগেছে, টেলিপ্যাথি সংযোগ না থাকলেও জীবন বইতে থাকে, অন্য ধারায় তা প্রবাহিত হবে, জীবন কিছু না কিছু খুঁজে পাবে -- চাঁদগাজী এর এ মন্তব্যটা দারুণ লাগলো।

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৭

উম্মে সায়মা বলেছেন: আমারও ভালো লেগেছে। এটাই বাস্তবতা।
ধন্যবাদ জানবেন। ভালো থাকুন।

৪৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬

সকাল রয় বলেছেন: :)

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫১

উম্মে সায়মা বলেছেন: :) :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.