নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

"দেখা হবে কবিতায়"

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৭




ভোরের স্নিগ্ধ বাতাসে কড়া এক কাপ কফি হাতে
সেদিনের পত্রিকা নিয়ে বসবে ব্যালকনিতে,
খুন-ধর্ষন আর রাজনৈতিক সংবাদ শেষে
চলমান সংকট আর বিনোদনের পৃষ্ঠা উল্টে
সাহিত্য পাতার পর্ব-গল্প আর প্রবন্ধের ভীড়ে
চোখ আটকে যাবে বেনামী এক কবিতায়।
পড়তে পড়তে তোমার অন্তরাত্মা কেঁপে উঠবে
বুকের ভেতর শুরু হবে তুমুল ডামাডোল
কেবলই মনে হবে 'এ যে আমাদের কাব্য'!

সেদিন হঠাৎ তোমার রক্তচাপ বেড়ে যেতে পারে
চশমার কাঁচে খানিক বাষ্পও জমতে পারে,
তুমি হারিয়ে যাবে বহু পুরনো স্মৃতির আমাজনে
তুমি ডুবে যাবে স্বপ্নের অতল আটলান্টিকে
তুমি ভাসবে কল্পনার শাদা মেঘে
তুমি উড়বে শত শব্দ প্রজাপতির ডানায়
কবিতা তোমায় জড়িয়ে নেবে শীতের উষ্ণ চাদরের মত!

অাঁতিপাঁতি খুঁজেও পাবেনা কবির কোন নাম
কিংবা থাকবে ছদ্মনামে
কিন্তু নিশ্চিত জানবে
সে তোমার মৌন বৈ নয় আর কেউ!

দেখা হবে কবিতায় বন্ধু, ততদিন বিদায়।।

১৫.০৯.২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত


ছবি: গুগল। [link|http://sangbad24.net/wp-content/uploads/2017/03/newspapers-40]

মন্তব্য ৭০ টি রেটিং +২১/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

কুঁড়ের_বাদশা বলেছেন: সায়মা আপু,আমাদের ছেড়ে কই যাবেন? :( এই আমি আর তুমির চিন্তা বাদ..... আমাদের মাঝে সামু ব্লগে থাকুন। :) :)




কবিতা পড়িয়া একখানা লাইক প্রদান করা হইল। :)

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৫

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। আচ্ছা আপাতত আমি আর তুমি বাদ B-)
আপনার একখানা লাইক পাইয়া আমি যারপরনাই আনন্দিত। ধন্যবাদ জানিবেন কুঁড়ের বাদশা।(আপনি তো একদমই কুঁড়ে নেই আর। পোস্ট করার পর প্রথমেই আপনি পড়লেন। বাহ বাহ!)

২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫০

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!!
কি মিষ্টি ভাবনা ।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৫

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ মনিরা আপু। ভালো থাকবেন।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: বেশ লিখেছেন !!!!

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৯

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই!

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:০২

কুঁড়ের_বাদশা বলেছেন: সায়মা আপু,

দয়া করিয়া আর কখনো এ কুঁড়ের বাদশাকে, কুঁড়ের বাদশা বলিবেন না। হইাতে কুঁড়ের বাদশা মাইন্ড করেন।এখন থেকে শুধুমাত্র বাদশা ভাই বলিয়া ডাকিবেন। কারণ, আমি নিজেকে সবদা বাদশা ভাবি,শুধুমাত্র আমার এ ভাবনা থেকে আপনারা পিছিয়ে আছেন :) :)

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৩

উম্মে সায়মা বলেছেন: আচ্ছা আচ্ছা আমরা বুঝিতে পারি নাই বাদশা ভাই। ক্ষমা করিবেন :) আপনাকে এখন হইতে বাদশা ভাই ই বলিব....

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৭

জাহিদ অনিক বলেছেন:

আঁতিপাঁতি খুঁজেও যে নাম পাওয়া যায় না, অথচ সেই নেই নামেই রটে গিয়েছিল বদনাম !

কবিতায় দেখা হোক, অন্তত কোথাও না কোথাও দেখা তো হোক।
তৃষ্ণা দূর হোক।


শুভ কামনা উম্মে সায়মা আপু।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:১১

উম্মে সায়মা বলেছেন: সেই বদনাম কুড়িয়ে ঝুলিতে ভরে নেই নাম শূন্যে বিলীন হয়ে যায়!

হোক.....কবিতায় কিংবা গল্পে কিংবা গানে.... কোথাও তো দেখা হোক!

পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ জাহিদ অনিক ভাইয়া।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৬

নূর-ই-হাফসা বলেছেন: বাহ একদম ভালো শাস্তি ।
কবিতায় তবে দেখা হোক ।
আজকের দিন টা খুব ভালো । সব আমার পছন্দের গল্প আর কবিতায় ব্লগ ভরা ।
কবিতা দারুন হয়েছে ।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৮

উম্মে সায়মা বলেছেন: হয়তো দেখা হবে কবিতায়, হয়ে যায়....
আপনার কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।
আমারও ভালো লাগছে বেশ কিছু পছন্দের ব্লগারের লেখা পেয়ে আজ।
ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৪

জাহিদ অনিক বলেছেন:

নাহ ! এত ভারী ভারী কথাবার্তা ভালো লাগছে না।

আপনার থেকে তো আরও না !

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:২০

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। আমি ভারী ভারী কথা বলি? বলতে পারি নাকি? আমি তো পালকের মত হালকা কথা বলি, ফু দিলেই উড়ে যায় ভাইয়া :)

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৬

জাহিদ অনিক বলেছেন:

সেটাই তো !
আপনি সব সময় চনমনে, ফ্রেশ !
এভাবেই থাকুন ২৪*৭

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৭

উম্মে সায়মা বলেছেন: আমি সবসময় চনমনে, ফ্রেশ ? বাহ! শুনে খুশি খুশি লাগছে :)
এমন থাকতে কে না চায়!!

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৩

ওমেরা বলেছেন: আপু কত বছর অপেক্ষা করতে হবে? কবিতা ভাল লেগেছে, ধন্যবাদ আপু।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৮

উম্মে সায়মা বলেছেন: হয়তো এ অপেক্ষার কোন শেষ নেই আপু। কিংবা খুব শীঘ্রই অপেক্ষার অবসান হবে। কে জানে!
ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ.....

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৪

শামচুল হক বলেছেন: অাঁতিপাঁতি খুঁজেও পাবেনা কবির কোন নাম
কিংবা থাকবে ছদ্মনামে
কিন্তু নিশ্চিত জানবে
সে তোমার মৌন বৈ নয় আর কেউ!


দারুণ

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০৯

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকুন।

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫২

শিখা রহমান বলেছেন: মন কেমন করা একরাশ ভালো লাগা....কোথায় যে মন হারালো? হারিয়ে যাওয়া কাকে যে মনে করিয়ে দিলো এই কবিতা!!
কেন যে কবিতা পড়ে মাঝে মাঝেই এমন মনে হয় "এ যে আমাদের কাব্য!"

বিষন্ন সুন্দর কবিতা....

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১২

উম্মে সায়মা বলেছেন: কী সুন্দর করে মন্তব্য করেছেন আপু! কারো যদি মনে হয়েই যায় "এ যে আমাদের কাব্য!", সেখানেই লেখার সার্থকতা :)
পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ আপু.....

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৮

প্রামানিক বলেছেন: অাঁতিপাঁতি খুঁজেও পাবেনা কবির কোন নাম
কিংবা থাকবে ছদ্মনামে
কিন্তু নিশ্চিত জানবে
সে তোমার মৌন বৈ নয় আর কেউ!


চমৎকার কবিতা। খুব ভালো লাগল।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১৫

উম্মে সায়মা বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রামানিক ভাই।
এ লাইনগুলো নিয়ে একটু সন্দিহান ছিলাম। কেমন যেন ছন্দহীন। আপনাদের কোট করে মন্তব্য করা দেখে একটু ভরসা পাচ্ছি। হোক না ছন্দহীন, তবু তো কারো ভালো লেগেছে একটু হলেও!
ভালো থাকুন। শুভ রাত্রি!

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৪৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: গভীর বেদনার এ কবিতায় অনেক ভালো লাগা রেখে গেলাম ।

০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি হাফেজ আহমেদ ভাই....

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪৮

মলাসইলমুইনা বলেছেন: লেডি উইথ দ্যা ল্যাম্প উম্মে সায়মা, আবার রক্ত চাপ বাড়িয়ে, ম্মৃতির আমাজনে চুবিয়ে ঝামেলা করবার কি দরকার ? আপনি না সেই কবে জোরসে ঠুসি ঘুষি টুশি বা মার্ দেবেন দেবেন না ঘোষণা করে সন্ন্যাসিনী ! তাহলে এই ঝামেলা কেন ? হতে পারে না কোনো সামনে সামনি দ্যাখ্যা সাক্ষাৎ বা কথা বলা ? (আপনার উত্তর যাই হোক) কবিতায় ভালোলাগা সুপার গ্লুর মতো আটকে দিলাম | সিম্পলি সুপার্ব |

০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

উম্মে সায়মা বলেছেন: আমার লেখার কি আর কোন মাথামুন্ডু আছে ভাই! যখন যা মন চায় লিখি। একবার সন্নাসিনী হয়ে যাচ্ছি আবার সংসারের প্রতি তীব্র আকর্ষণ (লেখায়)। আসলে মনে হয় মানবমনের ধর্মই এমন। কখন কোন দিকে হাওয়া বয় সে নিজেই জানেনা!
আপনার সুপার গ্লু দিয়ে আটকে দেয়া ভালো লাগা আজীবনের জন্য লাগিয়ে রাখলাম।
অনেক অনেক ধন্যবাদ মলাসইলমুইনা ভাই.... ভালো থাকুন।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৭

মিথী_মারজান বলেছেন: বাহ্!
সকালে ব্লগে এসেই চমৎকার একটা কবিতা পড়লাম।
আমার নিজেরইতো বুকের ভেতরটা আবেগে কিছুটা ভারী হয়ে উঠল।
এমনি এক সকালে তিনি যখন এই কবিতাটি পড়বেন তার অনুভূতি আর সারাদিনের অস্হিরতা না জানি কেমন হবে!

অ-নে-ক ভাললাগা আপু।
শুভ সকাল। :)

০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

উম্মে সায়মা বলেছেন: পাঠককে কিছুটা আবেগী করে দিতে পারাতেই লেখার সার্থকতা আপু :)
আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো.....
ভালো থাকুন।

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪২

শায়মা বলেছেন: বাহ আপুনি!!!!!!!!!!!!

সত্যিই আমি মুগ্ধ!!!!!!!

এমন একখানা আমিও লিখবো ভাবছি!!!!!!!


তবে আমি লিখবো অন্য কারণে-

কারণটা পরে বলবো! :)

০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫

উম্মে সায়মা বলেছেন: লিখে ফেলেন আপু আরেকটা অপ্সরাচন্দ্র ঠাকুরীয় খটমটে, দাঁতভাঙ্গা কবিতা B-) আর সাথে কারণটাও জানতে চাই.....
আপনার মুগ্ধতা প্রকাশে মুগ্ধ :)

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৮

রাসেল উদ্দীন বলেছেন: তা... এতসুন্দর কবিতা ভাবনা কি স্বপ্নে পাইলেন? কবি?

০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। না ভাই, স্বপ্নে পাইনি। আমার স্বপ্ন মনেই থাকেনা, কি আর পাব!
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ রাসেল ভাই।

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার!!!
অনেক ওজনের কয়েকটি শব্দ চয়ন হয়েছে যেখানে ভাবনারা প্রজাপতি।

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

উম্মে সায়মা বলেছেন: প্রজাপতির ডানায় চড়েই তো কল্পনা ভেসে আসে আর শব্দেরা খেলা করে যায়।
অসংখ্য ধন্যবাদ সুজন ভাই। ভালো থাকুন।

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: দেখা হোক সরাসরি সাক্ষাতে তারপর লিখে ফেলেন কবিতা । !:#P

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

উম্মে সায়মা বলেছেন: কবিতা হয়তো আর লেখাই হবেনা,সাক্ষাতে কিংবা অসাক্ষাতে!
আবারো ধন্যবাদ সেলিম ভাই।

২০| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫১

মোস্তফা সোহেল বলেছেন: আরও সব মুগদ্ধ করা কবিতা নিয়ে দেখা হোক বন্ধুর সাথে শিঘ্রই।
কবিতা খুব সুন্দর হয়েছে আপু।
ভাল থাকুন।

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

উম্মে সায়মা বলেছেন: এমন সব কল্পনা কল্পনাতেই রয়ে যায়। তাই নয় কি?
আপনার কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগল সোহেল ভাই। আন্তরিক ধন্যবাদ জানবেন।

২১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৩

আখেনাটেন বলেছেন: বেশি বেশি মনে পড়ুক। সাথে ঝরে পড়ুক ঝর্ণাধারার মতো কবিতার শব্দমালা। বিদায় বললে তো সব শেষ হয়ে যায়।

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

উম্মে সায়মা বলেছেন: শেষ হবার জন্যেই তো বিদায় বলা আখেনাটেন ভাই :) (আচ্ছা আপনার নিকটার মানে কি??)
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

২২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পত্রিকা খুলে এরকম কবিতা পেলে সে তো খুব তীব্রভাবে স্মৃতিকাতর হয়ে যাবে। বেচারা।

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

উম্মে সায়মা বলেছেন: আহা বেচারা B-)
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ অয়ন ভাই।
আপনার তিন গোয়েন্দা কদ্দুর?

২৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অবস্থা ভাল না আফা। সময় লাগবে মনে হচ্ছে। :(

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

উম্মে সায়মা বলেছেন: আচ্ছা সময় নিয়েই লিখুন। নিজে তৃপ্ত না হলে কিছু লেখা উচিৎ না। আমরা অপেক্ষায় রইলাম আধুনিক তিন গোয়েন্দার :)

২৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




এককথায় চমৎকার একটি কবিতা । কবির নাম নেই , তবুও কবিকে কতোকালের চেনা চেনা মনে হয় !

শেষের কবিতার মতোই যেন বলে গেলেন ---
মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ।
ভার তার না রহিবে, না রহিবে দায় ।
হে বন্ধু, বিদায়.......


০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

উম্মে সায়মা বলেছেন: কবির নাম নেই , তবুও কবিকে কতোকালের চেনা চেনা মনে হয় !
এমনই হবার কথা, তাইনা আহমেদ জী এস ভাই? স্মৃতির কোন নাম লাগেনা, পরিচয় লাগেনা!
রবীন্দ্রনাথ আমাদের মনের সব কথাই আগেই বলে গেছেন! (শেষের কবিতা পড়া হয়নি :|)
অনুপ্রেরণামূলক মন্তব্য এবং প্লাসে অত্যন্ত প্রীত হলাম :) ভালো থাকুন সবসময়।

২৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

সুমন কর বলেছেন: আহ, সুখপাঠ্য। +।

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে সুখপাঠ্য লেগেছে এ আমার জন্য অনেক বড় পাওনা সুমনদা!

২৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

ধ্রুবক আলো বলেছেন: বেশ চমৎকার কবিতা। +++++

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

উম্মে সায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক আলো ভাই। এত্তগুলো প্লাস দিয়ে অনুপ্রাণিত করে গেলেন.....

২৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

তারেক ফাহিম বলেছেন: সবার শেষে তাহলে বিনোদনের পাতা 8-|

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৯

উম্মে সায়মা বলেছেন: কখন কোন পাতা সে সিরিয়াল তো মনে রেখে লিখিনি তারেক ফাহিম ভাই 8-|
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

২৮| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৩

জেন রসি বলেছেন: কবিতা কবি এবং পাঠকের মাঝে এক অধরা সম্পর্কের জন্ম দেয়।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১

উম্মে সায়মা বলেছেন: আমার কবিতা কি তা পারে জেন রসি ভাই? মনে হয়না এখনো তেমন কিছু লিখতে পেরেছি।
তবু আপনারা পড়ছেন তাতেই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ জানবেন।

২৯| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: এ রকম লুকোচুরি খেলা আর না খেলে........ !! :P আর নাহয় তার ঠিকানা দেন, তারে ধরিয়া-বাঁধিয়া লইয়া আসি !!!! !:#P




কবিতা ভালো হয়েছে+++

শুভ কামনা রইল।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩

উম্মে সায়মা বলেছেন: হাহাহা শাহরিয়ার কবীর ভাই। অদৃশ্যকে, স্পর্শহীনকে কি ধরে বেঁধে আনা যায়? :P

পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত.....

৩০| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
অদৃশ্যকে,স্পর্শহীনকে বাস্তবিক অথে ধরা ছোঁয়া যায় না,তবে কল্পনায় সাত আসমান-জমিন ভ্রমণ করা যায় কিন্তু বেশি পরিমানে অলীকতার স্বপ্ন নিয়ে ভ্রমন করতে গিয়ে, আবার সিজোফ্রেনিয়ার রুগী হয়ে যান!!! :) একারণে অল্প কথা বোঝাতে চেয়েছিলাম, লুকোচুরির খেলা বাদ দিতে। তবে কবিতা হিসাবে বিবেচনা করলে আবারও বলি মন্দ হয়নি। :)



০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

উম্মে সায়মা বলেছেন: হেহেহে, কে কাকে বলে :P সিজোফ্রেনিয়ার রুগী হলে সবার আগে আপনি হবেন। কারণ আপনি সবচেয়ে বেশি কল্পনার সাগরে ভাসেন B-) আপনার পদ্মাবতী, কবিতা আরো কাকে কাকে নিয়ে যেন!
কবিতা মন্দ হয়নি জেনে খুশি হলাম :)

৩১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরিব্বাপ! এত গভীর ভাবার্থ! এমন কবিতা লেখা আপনাকেই সাজে! আমরা শুধু এর রসাস্বাদন করেই খালাস। ভালবাসা এভাবেই বয়ে চলুক নিরবধি।

সুন্দর।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

উম্মে সায়মা বলেছেন: ইশ লজ্জায় ফেলে দিলেন সম্রাট ভাই। কী আর এমন লিখেছি!
তবু আপনি যে এর রসাস্বাদন করেছেন তাতেই ধন্য হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন।

৩২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫

সকাল রয় বলেছেন: ভালো লাগা কবিতা

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৩

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ জানবেন। ভালে থাকুন।

৩৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

জুন বলেছেন: বিদায় নয় উম্মে সায়মা । আমরা চাই ব্লগের পাতায় আপনার সশব্দ পদচারনা :)
ভালোবাসার কবিতায় অনেক ভালোলাগা ।
+

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩২

উম্মে সায়মা বলেছেন: আপনার আন্তরিক মন্তব্য পেয়ে প্রীত হলাম জুন আপু। ভালো থাকুন নিরন্তর.....

৩৪| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

খায়রুল আহসান বলেছেন: কেবলই মনে হবে "এ যে আমাদের কাব্য!" - খুব সুন্দর করে ভেবেছেন, এবং ভেবে কবিতায় আরো সুন্দর করে প্রকাশ করেছেন।
অাঁতিপাঁতি খুঁজেও পাবেনা কবির কোন নাম - পেলেও বা কী হবে? যাক... মন্তব্যগুলো থেকেই বেশ বুঝতে পারছি, আপনার এ কবিতা অনেককে স্পর্শ করে গেছে। আমাকেও।
আপনি শেষের কবিতা পড়েন নাই জেনে (২৪ নং প্রতিমন্তব্য) কিছুটা অবাকই হলাম বটে!
আপনি ভাল আছেন তো? অনেকদিন আমার কোন লেখায় আপনাকে পাইনি।

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

উম্মে সায়মা বলেছেন: কবিতা সম্পর্কে আপনার সুন্দর অভিমত প্রদানে ধন্যবাদ খায়রুল আহসান ভাই। আপনাকে একটুখানি হলেও স্পর্শ করেছে জেনে আপ্লুত হলাম :)
আমারই অবাক লাগে আমি এখনো শেষের কবিতা পড়িনি বলে। কয়েকবার পড়া শুরু করেও পড়া হয়ে ওঠেনি। আবার সংগ্রহ করেছি। এবার পড়ে ফেলব......

আমি ভালো আছি। কিছু ব্যক্তিগত ব্যস্ততায় বেশ কিছুদিন ব্লগে আসা হয়ে ওঠেনি। আবার চলে এলাম আপনাদের সবার লেখা পড়তে। আপনিও ভালো আছেন আশা করি।

৩৫| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৫

আরাফআহনাফ বলেছেন: তুমি হারিয়ে যাবে, বহু পুরোনো স্মৃতির আমাজনে
তুমি ডুবে যাবে, স্বপ্নের অতল আটলান্টিকে।


+++++++++++

কবিতা খুব সুন্দর হয়েছে - চশমা পড়া লোকটাকে ধন্যবাদ, তার জন্যই এ কবিতার জন্ম!
কবিতায় হলেও দেখা হোক - শুভ কামনা সবসময়ের।

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৮

উম্মে সায়মা বলেছেন: এত্ততততগুলো প্লাস!!!
আপনাকেও এত্তগুলো ধন্যবাদ ফয়সাল ভাই। শুভ কামনার জন্যেও।
কতদিন আপনাদের সাথে আগের মত আড্ডা হয়না। ভালো আছেন আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.