নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

\'সাথী\'

০৮ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:১৬

ষষ্ঠ-সপ্তম শ্রেণীর দু'বছর গ্রামের হাইস্কুলে ছিলাম। আমার সাথে একটা মেয়ে পড়ত। সাথী। দেখতে শ্যামলা, চিকন গড়ন আর ঘাড় সমান ছোট সিল্কি চুল। মাঝে মাঝে দুই ঝুঁটি করত আবার অনেকসময় চুল ছেড়েই স্কুলে চলে আসত। খুব চঞ্চল ছিল। সারাক্ষণ লাফালাফি, চিৎকার চেঁচামেচি করে ক্লাস মাতিয়ে রাখত। হিন্দি, বাংলা সব গান ওর ঠোঁটস্থ ছিল। 'গানের কলি'তে ওকে হারাতে পারে এমন আর কেউ ক্লাসে ছিলনা। আমাদের পাশের গ্রামেই বাড়ি। প্রায়ই স্কুল ছুটির পর আমার পথের সাথী হত। এটা সেটা গল্প করতে করতে আধাআধি পথ একসাথে এসে পথ আলাদা হয়ে যেত। এভাবেই মোটামুটি ভাল বন্ধুত্ব হয়েছিল। মাঝে মাঝে ওদের বাড়ি বেড়াতেও যেতাম। আন্টি খুব আদর করতেন। হরেক রকম খাবার তৈরি করে খাওয়াতেন। আর বাড়িতে গেলে ওর চাঞ্চল্য আরো বেড়ে যেত। গল্প উপন্যাসে গ্রামের মেয়েদের যেসব দস্যিপনার বর্ণনা থাকে সবই ওর মধ্যে ছিল।  অষ্টম শ্রেনীতে ওঠার পর ওর সাথে আর দেখা হয়নি।

এইচএসসির পর যখন দেশে ফিরি, শুনি ওর বিয়ে হয়ে গেছে। একটা ছেলেও আছে। শুনে কেমন যেন লাগছিল 'এরইমধ্যে বিয়ে হয়ে গেল আবার বাচ্চাও হয়ে গেল!' এরপর কয়েকবার গ্রামে গেলে ওদের বাড়ি গিয়েছিলাম। খুব ইচ্ছে ছিল ওকে দেখার কেমন হয়েছে এত বছর পর। দেখা হয়নি। বাবার বাড়ি বেশি আসেনা। স্বামী,সংসার নিয়ে ব্যস্ত। আমার  নিজেরও পড়াশুনা, চাকরি নিয়ে ব্যস্ততা। তাই আর যোগাযোগও হয়ে ওঠেনি।

সেদিন এক চাচাতো বোন ফোন করে বলল, 'শুনেছিস? তোদের সাথে যে পড়ত একটা মেয়ে, সাথী নামের? ও মারা গেছে!' ব্রেইন স্ট্রোক করেছিল নাকি। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। সাথী আর পৃথিবীতে নেই! ঘন্টাখানেক ঝিম মেরে বসে ছিলাম। আমার চোখের সামনে শুধু দুই ঝুঁটি ঝোলানো, স্কুলের নেভী ব্লু ফ্রক আর সাদা ওড়না পরা চঞ্চলমতি মেয়েটার মুখটা ভাসছিল। সেই সাথী আজ নেই? কতইবা বয়স? সুন্দর সাজানো সংসার, স্বামী, দুই ছেলে ফেলে আজ সে পরপারে। এক লহমায় সব শেষ হয়ে গেল! আল্লাহ তাকে জান্নাতবাসি করুন।

আহ, দুনিয়া কয়দিনের! অথচ প্রতিনিয়ত আমরা কত পার্থিব সুখস্বপ্ন বুনে যাই, কত ভবিষ্যৎ পরিকল্পনা করি! কে নিশ্চয়তা দেবে আমি আগামী ১ বছর,২ বছর বা ৫ বছর বেঁচে থাকব? কে জানে আজই আমার পৃথিবীর শেষ দিন কিনা! আল্লাহ আমাদের পরপারের প্রস্তুতি নেবার তৌফিক দান করুন। আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমীন।।

মন্তব্য ৫৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


সেই চন্চল মেয়েটার অকাল মৃত্যুতে খারাপ লাগলো।

শেষ প্যারা পড়ে আপনার জন্য খারাপ লাগছে; আপনি যেইভাবে বলছেন, আপনাকে সব সময় রেডী থাকতে হবে; বয় বয়, এটা আপনার মনের উপর চাপ সৃষ্টি করবে! একটু কম খাবেন, ব্যায়াম করবেন

০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯

উম্মে সায়মা বলেছেন: চাঁদগাজী ভাই, রেডী তো সবাইকেই সবসময় থাকতে হবে। এমন মৃত্যুগুলো তা আরো বেশি করে মনে করিয়ে দেয়।

আপনার মন্তব্য পড়ে কষ্টের মধ্যেও হেসে ফেললাম |-)

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৩১

মলাসইলমুইনা বলেছেন: হ্যা এটাই আমাদের জীবন | কোনো নিশ্চয়তা নেই আগামী কাল কার কি হবে | তবুও আমরা স্বপ্নের পসরা সাজাই জীবনকে ঘিরে | এটাই আমাদের সীমাবদ্ধতা মনে হয় সবার যে সব কিছুই দেখি কিন্তু তবুও এই অনিশ্চয়তটা বুঝতে পারিনা | আল্লাহ আপনার আপনার ছোট বেলার বন্ধুর উপর অনুগ্রহ করুন সেই দোয়া করি |

০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

উম্মে সায়মা বলেছেন: তাইতো ভাইয়া। এমন ঘটনাগুলো দেখলে অনিশ্চয়তাটা আরো বেশি অনুভূত হয়। তাও কিছুক্ষনের জন্য। পরে তো আবার সব ভুলে দুনিয়ায় মত্ত হয়ে যাই!
দোয়া করার জন্য ধন্যবাদ।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:২০

অলিউর রহমান খান বলেছেন: আমি গল্প, কবিতা পড়তে ভালোবাসি। ছোট বেলা থেকেই গল্পের প্রতি অন্যরকম একটা ঝোঁক ছিলো। যে কোন জায়গায় গল্প দেখলেই আগ্রহ নিয়ে বসে পড়ি গল্পে মন ভেজানোর জন্য। লিখাটা চোখে পড়তেই ঠিক একি ভাবে প্রচন্ড আগ্রহ নিয়ে বসেছিলাম নতুন কোন গল্পে হারিয়ে যাবো বলে।

সাথীর গল্পটা যে পরিশেষে এভাবে চোখ বিজিয়ে যাবে বুঝতে পারিনি। মাঝে মাঝে আমার ইচ্ছে হয় সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাই। কি হবে এত কিছু দিয়ে! দু’দিনের দুনিয়ায় জন্য কত শত স্বপ্ন সাজিয়ে রেখেছি কিন্তু মাঝে মাঝেই সব কিছু মিছে মনে হয়; তবু নতুন করে স্বপ্ন সাজাই। হয়তো কোন একদিন স্বপ্ন গুলো বুকে ধরেই চলে যাবো অচিন পুরে।

আপনার বান্ধবীর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ্ যেন ওনাকে কবুল করে জান্নাত দান করেন।
আমিন।।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬

উম্মে সায়মা বলেছেন: আমিন....
জীবনটা এমনই ভাই। ওই গানটার মত,
"হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ।"

ধন্যবাদ।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫২

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: কোনো নিশ্চয়্তা নেই। জীবনের একটা সেকেন্ডও ভবিষ্যৎ বলতে পারেনা আসলে। সাথীর জন্য শুভ প্রার্থনা রইলো।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮

উম্মে সায়মা বলেছেন: সেটাই আপু। আর এটা জেনেও আমরা না জানার ভান করে দুনিয়া নিয়ে মত্ত হয়ে থাকি।
শুভ প্রার্থনার জন্য ধন্যবাদ আপু।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৪

মৌমুমু বলেছেন: একসাথে অনেকটা সময় কাটানো মানুষগুলো যখন পরপারে চলে যায় তখনই কেন যেন তাদেরকে আরো বেশি করে দেখতে ইচ্ছে করে। আমার মেজ চাচা ক্যান্সারে মারা গেছেন আজ প্রায় অনেক বছর কিন্ত এখনো আকাশের দিকে তাকালে চাচার কথা মনে পরে। যদি আর একটিবার তাকে দেখতে পেতাম! কিন্ত কখনোই আর দেখা হবেনা তাকে। চাচার কোন বেবি ছিলনা তাই উনি আমাকে বাবার মতই আদর করতেন।
আপনার ফ্রেন্ড সাথীকে আল্লাহ্ জান্নাত নসিব করুন। আমিন।
ভালো থাকবেন আপু।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০২

উম্মে সায়মা বলেছেন: আমিন। আপনার চাচাকেও আল্লাহ জান্নাতবাসী করুন। কাছের মানুষগুলো চলে গেলে বেশি খারাপ লাগে। যে গতকালও আমার আশেপাশে ঘুরছিল, কথা বলছিল সেই মানুষটা আজ নেই! ভাবতেই গা শিউরে ওঠে।
আপনিও ভালো থাকবেন আপু।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শেষ প্যারায় যা বলার বলেই দিয়েছেন। মানুষ অযথাই দাম্ভিকতা দেখায়। অথচ সে কতই না দুর্বল।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

উম্মে সায়মা বলেছেন: :|
ঠিক অয়ন ভাই। আমরা মাঝে মাঝে ভুলেই যাই এ কথা।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন:



সবার জন্য মৃত্যই তো সত্য । তবে ক্ষণজন্মাদের জন্য বেশ কষ্ট হয় । শেষের উপলব্ধি যথার্থ । মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, মৃত্যু ব্যতিরেকে অন্য্য সবকিছু নিয়ে ব্যাস্ত থাকে ।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১১

উম্মে সায়মা বলেছেন: শেষ বয়সে এসে কেউ মারা গেলে কষ্ট হলেও মনে হয় এটাই তো স্বাভাবিক। মেনে নেয়া যায়। কিন্তু এত কম বয়সে কেউ দুনিয়া থেকে চলে গেলে তখন সব চিন্তাভাবনা ক্ষণিকের জন্য থেমে যায়। জীবনের সবচেয়ে বড় সত্য চোখের সামনে এসে হাজির হয়।
মন্তব্যে ধন্যবাদ।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

নূর-ই-হাফসা বলেছেন: চঞ্চল মানুষ গুলো খুব তাড়াতাড়ি সবার মন জয় করে । আমি ঠিক যতটা চুপচাপ স্বভাবের ছিলাম আমার এক ফ্রেন্ড ঠিক ততটা চঞ্চল স্বভাবের ছিল । এখন আর খুঁজেও ক্লাস ৮ থেকে ওকে আর পাইনি ।
আপনার লেখা টা পড়ে খুব খারাপ লাগলো । অনাকাঙ্ক্ষিত মৃত্যু গুলো বেশ কষ্টের ।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

উম্মে সায়মা বলেছেন: আমি ঠিক যতটা চুপচাপ স্বভাবের ছিলাম আমার এক ফ্রেন্ড ঠিক ততটা চঞ্চল স্বভাবের ছিল
আমারও এমন অবস্থাই ছিল আপু। আমার সাথে তুলনা করলে ওর চঞ্চলতা তাই বেশিই চোখে পড়ত।
আর সে মানুষটা আজ নেই!

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

আলো_ছায়া বলেছেন: মৃত্যু সত্য তবে কিছু মৃত্যু মানতে কষ্ট হয়।
আল্লাহ্ উনার পরিবারের সহায় হোন।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

উম্মে সায়মা বলেছেন: জানি মরতে হবেই, মরবেই। তবু মানতে কষ্ট হয়। :|

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩১

ঋতো আহমেদ বলেছেন: সাথীর অকাল মৃত্যু আপনাকে অবাক ও ব্যাথিত করেছে। এটাই স্বাভাবিক। মৃত্যু একটি অবশ‍্যম্ভাবি ঘটনা যা সবার জীবনে ঘটবে। তাই বলে সবসময় মৃত্যু ভয়ে ভীত হয়ে থাকলেও চলবে না। পৃথিবীর সুখস্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা জীবনকে সুন্দর করে যাপনের জন্য প্রয়োজনীয়। সেই সাথে ধর্মীয় মূল্যবোধ ও পরপারের পরিকল্পনারো প্রয়োজন আছে। দুটো কে সমন্বয়ে জীবন সুখের ও সুন্দর। ধন্যবাদ সায়মা।

সাথী কে আল্লাহ বেহেস্ত নসিব করুন এই প্রার্থনা করছি।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন ঋতো ভাই।
দুটো কে সমন্বয়ে জীবন সুখের ও সুন্দর
এটাই মূল কথা। কিন্তু আমরা এটাও কি মনে রাখতে পারি?
আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুন। ধন্যবাদ।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

সুমন কর বলেছেন: হুম, মৃত্য সব সময় আমাদের সাথেই আছে......!!

০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

উম্মে সায়মা বলেছেন: :| হুম সুমনদা, আর যে কোন সময় সামনে এসে হাজির হবে!

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩১

মিথী_মারজান বলেছেন: আল্লাহ্ আপনার বান্ধবীকে জান্নাত দান করুক, আমিন।

মনটা খারাপ হয়ে গেল উনার কথা ভেবে, মা হারা দুই সন্তানের কথা ভেবে।
অকাল মৃত্যুগুলো আসলেই মেনে নিতে কষ্ট হয়।
আল্লাহ্ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯

উম্মে সায়মা বলেছেন: আমিন।
এমন মৃত্যুগুলো খুব কষ্টদায়ক হয় আপু। আল্লাহ ওর ছেলেগুলোকে ভালো রাখুক।

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই হঠাৎ মৃত্যুগুলো আমাদের মাঝে মাঝে বুঝিয়ে দেয় জীবন কত ছোট! তবুও আমরা বুঝতে চাইনা। ছুটে চলি অবিরাম...

১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫০

উম্মে সায়মা বলেছেন: হুম। তবু আমরা দুনিয়ার মোহে বিভোর। এই মৃত্যুগুলো ক্ষণিকের জন্য মনে করিয়ে দেয় কেবল!

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




কিশোরী বয়েসে যে চঞ্চলা মেয়েটির সাথে আপনার সখ্যতা গড়ে উঠেছিল , একটি বয়েসে যাকে দেখতে চেয়েও দেখা হয়নি, যাকে স্মরণে রেখেছিলেন অনেক কাল তার স্মৃতিকে যেন অমর করে রাখলেন মন খারাপের এমন লেখায় ।

নিয়তির উপরে হাত নেই মানুষের ।




১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬

উম্মে সায়মা বলেছেন: এমন নিয়তি মেনে নেয়া কী ভীষণ কষ্টের! যে চলে গেল সে তো গেলই, কিন্তু যারা বেঁচে থাকে তাদের বেশি কষ্ট হয়। বিশেষ করে তার বাবা-মা, স্বামী, পুত্রদের কথা ভাবছি।
আমার যে আর দেখা হয়নি সেটা ভেবেও খারাপ লাগে :|
মন্তব্যে ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাথীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাকে বেহেশতে নসীব করুন।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৯

উম্মে সায়মা বলেছেন: আমিন।।
দোয়া করার জন্য ধন্যবাদ হেনা ভাই।

১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৩

মনিরা সুলতানা বলেছেন: আল্লাহ আমাদের পরপারের প্রস্তুতি নেবার তৌফিক দান করুন। আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমীন।।

আমাদের বন্ধু গ্রুপের ও এমন সব অকাল মৃত্যু মনে ভীষণ দাগ কাটে ;
আল্লাহ তোমার বন্ধুকে জান্নাত বাসী করুন ।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬

উম্মে সায়মা বলেছেন: আমিন।
ভাবতে কেমন লাগে না আপু? যে মানুষটা কয়দিন আগেও আমার সাথে ছিল, কথা বলেছে, হেসেছে, সে মানুষটা আজ আর নেই! কী অদ্ভুত নিয়ম!

১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

জাহিদ অনিক বলেছেন:

হুম !
দুঃখজনক কথা।

সাথীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।


গ্রামের মেয়েদের বিয়ে একটু জলদিই হয়ে যায়। আমার দুই তিনজন বন্ধুও বিয়েথা করে এক বাচ্চার মা হয়ে গেছে। কেউ কেউ আবার দুই বাচ্চার বাবাও হয়ে গেছে।
জীবন যেখানে যেমন।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

উম্মে সায়মা বলেছেন: তা তো হয়ই। আমি ছোটবেলায় গ্রামে যেসব মেয়েদের সাথে পড়েছি এইচএসসির পর দেশে গিয়ে শুনেছি প্রায় তার অর্ধেকেরই বিয়ে হয়ে গেছে। কেমন জীবন তাদের! গ্রামের ওইটুকু গন্ডীর মধ্যে আটকে আছে।
দোয়া করার জন্য ধন্যবাদ অনিক।

১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৫

জুন বলেছেন: উম্মে সায়মা আপনার লেখায় সাথীর জন্য অনেক কষ্ট হলো । আমার স্কুল ফ্রেন্ড কয়েক বছর আগে ক্যান্সার ধরা পরার তিন মাসের মধ্যে চলে গেল । আপনার মত ও আমার স্মৃতিতে প্রতি মুহুর্তে গেথে আছে। সাথী জান্নাতবাসী হোক সেই কামনাই করি।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮

উম্মে সায়মা বলেছেন: ক্যান্সার ধরা পরার তিন মাসের মধ্যে চলে গেল ।
:| এমন করে মৃত্যু সবাইকে কেড়ে নেবে। ভাবতেই কেমন লাগে। তাইনা আপু?

১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৮

ধ্রুবক আলো বলেছেন: আপনার ঘটনাটা শুনে খুব কষ্ট লাগলো। আসলে মৃত্যু কখন কার আসবে কেউই জানে না।
মৃত্যু হচ্ছে একটা চিরন্তন সত্য!

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩

উম্মে সায়মা বলেছেন: মৃত্যু হচ্ছে একটা চিরন্তন সত্য!
সেটাই ধ্রুবক আলো ভাই! তবু আমরা মানতে চাইনা।

২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব কষ্ট লাগল। এভাবে চলে যাওয়াটা মেনে নেয়া কষ্টকর। তবুও কিছুই করার নেই। জন্মের সাথে মৃত্যুটাও ওতপ্রোতভাবে জড়িত।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৮

উম্মে সায়মা বলেছেন: :| জন্মালে মরতে হবে। বিধাতার অমোঘ নিয়ম!

২১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: আল্লাহ্ উনার পরিবারের সহায় হোন।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৮

উম্মে সায়মা বলেছেন: আমিন.....

২২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

ওমেরা বলেছেন: দুনিয়া কয়দিনের জানি আবার কথায় কথায় বলিও কিন্ত বলার একটু পরই ভুলে যেয়ে কয়দিনের দুনিয়ার রংগে মেতে উঠি ।আল্লাহ উনার গুনাহ গুলো ক্ষমা করুন ।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২০

উম্মে সায়মা বলেছেন: ঠিক আপু। জেনেও ইচ্ছে করেই ভুলে থাকার ভান করি। কী বোকা আমরা!
দোয়া করার জন্য ধন্যবাদ। আমিন।

২৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

সেলিম আনোয়ার বলেছেন: অল্প বয়সে বিয়ে ব্যাপারটি আমার বিবেচনায় বেশির ভাগ ক্ষেত্রে নেতিবাচক।সংসারধর্ম পালনকরার যোগ্য হবার পর বিয়ে করা দরকার।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২২

উম্মে সায়মা বলেছেন: সংসারধর্ম পালনকরার যোগ্য হবার পর বিয়ে করা দরকার।
অবশ্যই সেলিম ভাই। কিন্তু অনেক বাবা মা-ই এটা বুঝতে চান না। মনে করেন বিয়ে হলে এমনিতেই শিখে যাবে!

২৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩

কালীদাস বলেছেন: দুঃখজনক। তার উপর বাচ্চাটার কি অবস্হা আল্লাহ জানে।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

উম্মে সায়মা বলেছেন: হ্যাঁ ভাই। ওর বাচ্চাদের কথা ভাবলে এত খারাপ লাগে। এত ছোট বাচ্চাদের মা চলে গেলে কী অবস্থা হয় তা আমরা সবাই জানি :| আল্লাহ ওদের সহায় হোক।

২৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ বিজনদা। আপনাকেও নতুন বছরের বিলম্ব শুভেচ্ছা!

২৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

মলাসইলমুইনা বলেছেন: পুরোনো বছরের সূত্র ধরে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা | আপনি কই ? দেশে বিদেশে ? আকাশে বাতাসে ? ব্লগেতো দেখি নেই !

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১

উম্মে সায়মা বলেছেন: আমি দেশে নাই, বিদেশে নাই। আকাশে নাই, বাতাসে নাই। কোত্থাও নাই :)

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। ভালো আছেন আশা করি।

২৭| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৩

শুভ_ঢাকা বলেছেন: সাথী জান্নাতবাসী হোক এই দোয়া করি। আর তার দুই শিশু পুত্রদ্বয়কে যেন ঈশ্বর দেখে রাখেন।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩

উম্মে সায়মা বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন।
ভালো আছেন আশা করি।

২৮| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৫

সোহানী বলেছেন: খারাপ লাগলো সাথীর কথা পড়ে। এরকম সাথীরা দেশের আনাচে কানাচে... অল্প বয়সে বিয়ে ওদের জীবনের সর্বনাশ নিয়ে আসে।


যেখানেই থাকুক একই চঞ্চলতা নিয়ে থাকুক............

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৭

উম্মে সায়মা বলেছেন: হ্যাঁ আপু। খিুব খারাপ লাগে :| এবারে দেশে গিয়ে এমন আরো কয়েকটা ঘটনা শুনলাম। গ্রামেগঞ্জে এখনো ভয়াবহ অবস্থা!
ভালো থাকুন আপু.....

২৯| ২২ শে জুন, ২০১৯ বিকাল ৩:৪৪

খায়রুল আহসান বলেছেন: মন খারাপ করা গল্প। সাথীর জন্য প্রার্থনা ....

২৪ শে জুলাই, ২০১৯ ভোর ৫:০০

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.