নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

"আপেক্ষিকতত্ত্ব"

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪



বিশালতার আপেক্ষিকতায়-
সমুদ্র রূপ নেয় পাড়ার ছোট্ট ডোবায়
ক্যাম্পাসের পদ্মপুকুর যেন লোহিত সাগর!
হাওয়াই মিঠাই মেঘ স্নানঘরে ঝর্ণাধারারূপে বয়
বাগানে জন্মানো আগাছা টিউলিপের সারি
সূর্যটা আস্ত ডিমের কুসুম
মুখে নিয়ে টপাটপ পাকস্থলিতে স্থানান্তর।
মায়ের মুখ পূর্নিমা শশীসম
সোলার সিস্টেম একরত্তি ক্যানভাস
প্রেমিকার নীল শাড়ি সুবিশাল আসমান!

সৌন্দর্যের আপেক্ষিকতা বিশ্লেষণে-
দেয়ালে জমে থাকা মাকড়সার জাল কারুকার্যময়
রংধনুরাঙা প্রজাপতির রং ফিকে
বস্তির নবযৌবনা কিশোরী আবেদনময়ী নারী
মেরিলিন মনরো সে কোন ছার!
ডাস্টবিনের নোংরা খুঁজতে থাকা টোকাইয়ের মাঝে
বিধাতার সব সৌন্দর্য লুকিয়ে
সাদা চামড়ায় পরিপাট্য কুৎসিত জঘন্য!
গাঁয়ের কুঁড়েঘরের কাছে হার মানে রূপকথার রাজপ্রাসাদ
লিওনার্দোর মোনালিসা হারিয়ে যায় জয়নুলের দুর্ভিক্ষ চিত্রমালায়।

ভালোবাসার আপেক্ষিকতা পরিমাপ?
সে তো এক উপহাস মাত্র!


১৩.০৭.২০১৭
ছবি: মোবাইলোগ্রাফি


সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৬৪ টি রেটিং +২৬/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০

নূর-ই-হাফসা বলেছেন: অনেক সুন্দর লিখেছেন । দারুন লাগলো আপু

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

উম্মে সায়মা বলেছেন: প্রথম প্লাস এবং মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপু :)
ভালো আছেন আশা করি।

২| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

আপক্ষেকিতার পরিমাপ পরিহাসই বটে!!!!

ভাল লাগল ভিন্ন ভাবনা কাব্য

+++

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

উম্মে সায়মা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো বিদ্রোহী ভৃগু ভাই। প্লাসে কৃতজ্ঞতা।
ভালো থাকুন।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১২

বিলিয়ার রহমান বলেছেন: আপনার হাইপারবোলিক আপেক্ষিকতাগুলো শেষ দুই লাইনে যেন কুপোকাত হয়ে মূরছা গেল!!:)


++

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

উম্মে সায়মা বলেছেন: হাহাহা বিলি ভাইয়া। শেষে আর হাইপারবোলেও কুলোচ্ছিলনা :)
প্লাস দেয়ায় এক আঁটি ধইন্যা B-) (আপনাকে কপি করলাম)

৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২

বিলিয়ার রহমান বলেছেন: এইটা কোন কপি আপি???


ফুল নাকি পাতা???

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

উম্মে সায়মা বলেছেন: ফুলকপি ভাইয়া। হাফ না :P

৫| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:



অবশেষে আইনষ্টাইনের তত্বও ভালোবাসার জগতে প্রবেশাধিকার পাচ্ছে

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

উম্মে সায়মা বলেছেন: সব নিয়েই যেহেতু কবিতা হচ্ছে, আইনস্টাইনই বা বাদ যাবে কেন চাঁদগাজী ভাই!
মন্তব্যে ধন্যবাদ।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

আটলান্টিক বলেছেন: আমি কবিতা কম বুঝি :( :( :(

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

উম্মে সায়মা বলেছেন: আমিও কম বুঝি #:-S

৭| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

মলাসইলমুইনা বলেছেন: এটাকেই বলে রাজকীয় প্রত্যাবর্তন ! দীর্ঘ বিরতি কিন্তু তরবারির ধার কমেনি একটুও | কবিতার কোষমুক্ত তরবারি আগের মতোই বিদ্যুৎ গতিতে সব মেরে কেটে ভালোলাগার লক্ষ্যস্থলে উপস্থিত ! আপেক্ষিকতা নেই কোনো কবিতায় চিরস্থায়ী ভালো লাগা ...|মোবাইলোগ্রাফিটাও দারুন |

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। রাজকীয় প্রত্যাবর্তন? আপনি পারেনও!
চিরস্থায়ী ভালো লাগা জানিয়ে যাবার জন্য অসংখ্য ধন্যবাদ।
ছবি সম্পর্কে মন্তব্যেও কৃতজ্ঞতা....

৮| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক দিন পরে বোনটি আমার কি নিয়ে এলো, এতো দেখছি দর্শণ কাব্য! আমার চোখের অসীম কিছু।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৮

উম্মে সায়মা বলেছেন: মন্তব্যে ধন্যবাদ সুজনভাই।
বেশ কিছুদিন ব্লগ থেকে দূরে ছিলাম। ভালো আছেন আশা করি।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

মিথী_মারজান বলেছেন: বাহ্!
দারুণ!!!

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু :)

১০| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লিখেছেন। কবিতায় লাইক।।।

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৮

উম্মে সায়মা বলেছেন: কবিতায় লাইক দিয়ে ধন্য করলেন শাহাদাৎ হোসাইন ভাই। ভালো থাকুন।

১১| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৩

তাসবীর হক বলেছেন: ভালো লাগল।লেখায় । তবে বাস্তবতার আপেক্ষিক তত্ত্ব এর চাইতেও বিরাট ইতিহাসের বিষয়।নিজের ভালবাসার মানুষটিও বাস্তবতার চোটে অনেক সময় শাকচুন্নি হয়ে যায়।আরো জানতে চোখ রাখুন কাশেম টিভিতে..

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৩

উম্মে সায়মা বলেছেন: বাস্তবতা তো সবসময়ই কল্পনার চেয়ে কঠিন। তা এই কাশেম টিভি কোথায় দেখতে পাওয়া যাবে ভাইয়া?
ভালো লাগা জানিয়ে যাওয়ায় ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম।

১২| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৫

মনিরা সুলতানা বলেছেন: একদম একদম কঠিন ধারালো রচনা !!!
মলা ভাইয়ার মত বলছি ধার একটু ও কমে নি !!!!!

অনবদ্য রুপকে চিরস্থায়ী ভালোলাগা ।

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:০৫

উম্মে সায়মা বলেছেন: বেশি ধারে সব কেটে না যায় আপু ;)
সামান্য লেখায় আপনাদের এত ভালো লাগা রেখে আমাকে বারবার কৃতজ্ঞ করে ফেলেন। অশেষ ধন্যবাদ আপু।
ভালো থাকুন।

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লাগলো + । বেশ দারুন লিখেছেন।

বিলি ভাই আর গাজী ভাইয়ের মন্তব্যও খুব ভালো লাগলো।

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:০৮

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ধ্রুবক আলো ভাই।
আমারও খুব ভালো লেগেছে মন্তব্যগুলো। উনাদের মন্তব্য সবসময় বেশ উপভোগ্য হয় :)

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

কুঁড়ের_বাদশা বলেছেন: সায়মা আপু :P কবিতায় একখানা লাইক প্রদান করা হইল। ;)
টাকা থাকলে মেয়েরা টাকমাথা ওয়ালা বর তাদের কোন সমস্যাই না। :P
এটাও আপেক্ষিকতত্ত্ব এর মধ্যেও পড়ে। এটাই বাস্তবতা :P

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৩৪

উম্মে সায়মা বলেছেন: আপনার লাইক যত্ন করে রাখা হইল কুঁড়ের বাদশা ভাই :)

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ ! দারুণ কবিতা।
ব্লগের চাঁদগাজী দাদু আর বিজ্ঞানী আইনস্টাইন দাদু; তাদেরকে বোঝা কারো পক্ষে চারটি খানি কথা না।
এই দই দাদুর এক দাদুর আপেক্ষিকতত্ত্ব নিয়ে কিছু লিখেছিন, আপনার আপনিও বা কম কিসের !
কবিতা পড়ে খুব ভাল লাগলো। অনেক দিন পরে আপনার কবিতা পড়লাম। আশা করি,ভাল আছেন, এবং ভাল থাকুন।

১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।
আপনিও অনেক অনেক ভালো থাকুন।

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২১

জাহিদ অনিক বলেছেন:




আপনার লেখা কবিতাগুলোর তালিকা করা হলে এই কবিতাটা অনেক উপরে থাকবে।

অসাধারণ লিখেছেন উম্মে সায়মা আপু। অনেকদিন পরে ব্লগে ফিরে এসে দুর্দান্ত এক কাব্য উপহার দিলেন।
আমি দুইবার পড়ে নিলাম। প্রতিটি বিশ্লেষণ ভালো লাগার মত।

শেষ দুইলাইনে শান্তি পাবে নিখিল ভারত ভালোবাসা সংঘ।
অনেক অনেক ধন্যবাদ এমন কবিতার জন্য।

১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২

উম্মে সায়মা বলেছেন: আমি আসলে নিজের লেখা খুব একটা যাচাই করতে পারিনা। তুমি এটাকে কাতারের প্রথম দিকে রাখায় মনে হচ্ছে ও আচ্ছা আসলেই কি তাই? ধন্যবাদ মূল্যবান মতামত জানানোর জন্য।
অনেকদিন পর ব্লগে পোস্ট দিতে পেরে ভালো লাগছে।
ভালো থেকো।

১৭| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৩

সোহানী বলেছেন: ভালোবাসার আপেক্ষিকতার পরিমাপ........ অসাধারন। ভালো লাগলো ++++++++

১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪

উম্মে সায়মা বলেছেন: এত্তগুলা প্লাস পেয়ে ভীষণ অনুপ্রাণিত হলাম সোহানী আপু।
শুভেচ্ছা জানবেন।

১৮| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৩১

মলাসইলমুইনা বলেছেন: উম্মে সায়মা : "আপনি পারেনও !"
হাহ, প্রিয় মুনিরা সুলতানার মন্তব্য দ্রষ্টব্য | রিএনসিয়োর করুন আমার বক্তব্যে কোনো ভুল নেই !
আর জাহিদ অনিকের প্রথম মন্তব্যের সাথে পুরোই দ্বিমত; ত্রিমত বা চতুর্থমতও হতে পারে... | "আপনার লেখা কবিতাগুলোর তালিকা করা হলে এই কবিতাটা অনেক উপরে থাকবে।" আপেক্ষিকতার তত্ব পুরোপুরি প্রয়োগ করলাম মন্তব্যে দ্বিমত করতে | না হে কবি, উম্মে সায়মার শ্রেষ্ঠ কবিতা তালিকা সহজেই করা যাবে না | কোন কবিতা তালিকার উপরে থাকবে সেটা সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে নিরুপন করতে হলে উপায় একটাই|সেজন্য টস করা ছাড়া কোনো পথ নেই !

১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭

উম্মে সায়মা বলেছেন: ইশ ভাইয়া, এত প্রশংসা আমি কোথায় রাখি! আপনারা সবাই যেহেতু বলছেন তাই একটু একটু বিশ্বাস করতে শুরু করেছি যে আসলেই বোধহয় মোটামুটি ভালোই হয়েছে। এমন অকৃত্তিম আন্তরিকতায় কৃতজ্ঞ করে রাখলেন।
ভালো থাকুন সবসময়।

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮

সুমন কর বলেছেন: হুম, বেশ ভালো লিখেছেন।

১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

উম্মে সায়মা বলেছেন: কবিতা পাঠে মতামত রেখে যাওয়ায় ধন্যবাদ সুমনদা।
ভালো থাকুন।

২০| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: একটা কথাই বলব - বারবার পড়লেও এই কবিতার জৌলুশ কমবে না; এতটাই ভালো হয়েছে।

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ অয়ন ভাই। আপনার প্রশংসা মাথায় তুলে রাখলাম....

২১| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪২

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




আপেক্ষিকতত্ত্বে ঠাসা কবিতায় মন্তব্য করতে গেলে সেটাও আবার আপেক্ষিকতার দোষে দুষ্ট হয় কিনা, এই ভয়ে মন্তব্যে বিরত রইলুম । :||
তবে আপনার কবিতা আপেক্ষিকতায় নতুন মাত্রা দিয়েছে বলতেই হয় ।
তাই বেশ কিছুদিন পরে ফিরে এলেও মনে হলো হাযার বছর পরে ফিরে এলেন ।

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৬

উম্মে সায়মা বলেছেন: হোক না আপেক্ষিক, তবু করুন মন্তব্য।
অবশ্য করবেন না বলে তো একটু করেই ফেললেন :)
ধন্যবাদ আহমেদ জী এস ভাই। অনেকদিন পর এসে আপনাদের সাথে মন্তব্য আদানপ্রদান হয়ে ভালো লাগছে খুব।
ভালো থাকুন।

২২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৭

মো: নিজাম গাজী বলেছেন: বাহ বাহ এতো আপেক্ষিক তত্ত্ব দিয়ে লেখিকা থেকে একেবারে বিজ্ঞানী হয়ে গেলেন। শুভকামনা প্রিয়া লেখিকা।

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১০

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। একেবারে আইনস্টাইন হয়ে গেছি নিজাম ভাই :)
অনেক ধন্যবাদ জানবেন। ভালো থাকুন।

২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৩

জুন বলেছেন: বেশ অনেকদিন পর ভালোবাসার একটি তত্ব নিয়ে আসলেন উম্মে সায়মা ।
অনেক ভালোলাগলো কবিতাটি । তবে ভালোবাসা মনে হয় এখন আইন্সটাইনের তত্বের মত স্বতসিদ্ধ নয় ।বিভিন্ন মোহে ক্ষনে ক্ষনে পালটে যায় এর রঙ রূপ ।
+

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫

উম্মে সায়মা বলেছেন: তাইতো বললাম আপু। সব আপেক্ষিক। একেক জনের কাছে একেকরকম। ক্ষনে ক্ষনে পালটে যায় এর রঙ রূপ।
সুন্দর মন্তব্যে ভালো লাগা আপু। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।

২৪| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৪

কথাকথিকেথিকথন বলেছেন:





আপেক্ষিকতত্ত্বে ভালোবাসা কী তবে শুধুই উপহাস ? ভালবাস কী তবে ইতিহাসে রাখেনি কোন ছাপ!

কবিতা চমৎকার লেগেছে....

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২২

উম্মে সায়মা বলেছেন: ভালোবাসা কি কোনভাবেই পরিমাপ করা যায়? তুলনা করা যায়? তাই তার আপেক্ষিকতা না বলাই থাক.... (আসলে আর কিছু মনে আসছিল না :P হাহাহা)
অশেষ ধন্যবাদ জানবেন.....

২৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসা কিন্তু উপহাস নয় । :) +++

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১১

উম্মে সায়মা বলেছেন: ভালোবাসাকে উপহাস বলিনি সেলিম ভাই। ভালোবাসার পরিমাপ করতে যাওয়াকে বলেছি।
প্লাস দেয়ায় ধন্যবাদ :)
ভালো থাকুন।

২৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৩১

ভ্রমরের ডানা বলেছেন:




বাহ! চমৎকার কবিতা! বিষয়বস্তু খুবই সুন্দর ও প্রাসঙ্গিক! আসলে মনের সৌন্দর্যইই আসল। ওঠা ঠিক থাকলে বিশ্ব স্বপ্নময় হবে!

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৩৩

উম্মে সায়মা বলেছেন: ঠিক বলেছেন ডানা ভাই।
ধন্যবাদ ধন্যবাদ....

২৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৮

জনৈক অচম ভুত বলেছেন: নির্ভেজাল সত্য কথা। ভালবাসার আপেক্ষিকতা পরিমাপ উপহাস ছাড়া কিছু নয়।
কবিতা ভাল হয়েছে। না, শুধু ভাল না, অসাধারণ হয়েছে। :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩২

উম্মে সায়মা বলেছেন: সাধারণ আপনার চোখে অসাধারণ হয়ে ধরা দিয়েছে। জেনে ধন্য হলাম।
শুভেচ্ছা জানবেন।

২৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

বিজন রয় বলেছেন: উপমায় ভরপুর কবিতা।

শশীসম শব্দটি ভাল লাগেনি।

পুরোটা ভাল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪১

উম্মে সায়মা বলেছেন: শব্দটা পরিবর্তন করার চেষ্টা করব।
ধন্যবাদ জানবেন বিজনদা।

২৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৫

আখেনাটেন বলেছেন: শব্দের কারুকাজ চমৎকার।

ভালোলাগা অসীম যদিও তা অাপেক্ষিকতায় পরিপূর্ণ। ;)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৮

উম্মে সায়মা বলেছেন: ঠিক ঠিক। এ ভালোলাগা ওঠানামা করে সময়ের সাথে, মেজাজ অনুযায়ী।
ভালোলাগা জানিয়ে যাওয়ায় ধন্যবাদ..... :)

৩০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫

সৈয়দ ইসলাম বলেছেন: আসলেই

কবিতা যদি থাকে উপমায় ভরপুর
কবিতা হয়ে যায়
উর্বশীর মায়াজালে বন্দি নূপুর।



ধন্যবাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৫

উম্মে সায়মা বলেছেন: ছন্দে ছন্দে ভালো লাগা জানিয়ে যাওয়ায় অসংখ্য ধন্যবাদ
ভালো থাকবেন।

৩১| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: চমৎকার একটা কবিতা পড়লাম, আপু।

ধন্যবাদ আজকের পোস্টে লিংক এড করার জন্য।


শুভ কামনা রইলো।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৫

উম্মে সায়মা বলেছেন: লিংক ফলো করে আমার কবিতাটি পড়ে মন্তব্য রেখে যাবার জন্য অসংখ্য ধন্যবাদ।

৩২| ২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪৪

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা! কবিতার শিরোনাম এবং শিরোনামের নীচে দেওয়া 'মোবাইলোগ্রাফী' ছবিটাও বেশ সুন্দর!
আপনি অনেকদিন ধরে ব্লগে অনুপস্থিত আছেন। ভালো আছেন তো?
শুভকামনা....

৩১ শে মে, ২০২২ রাত ৮:৫৫

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই। এত দেরীতে মতব্যের উত্তর দেয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বেশ অনেকদিন পর সামুতে লগিন করলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু ব্যস্ততা এত আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলেছে যে এত ভালোবাসার জায়গা সামুতেও আর সময় দিতে পারিনা। আশা করি আপনিও ভালো আছেন। ভালো থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.