নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

হতাশার সাতকাহন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৮





মাঝে মাঝে হতাশাগুলো কার্নিভোরাস প্ল্যান্টের মত ঝাপটে ধরে। যেন এক্ষুনি ছিঁড়ে কুরে খেয়ে ফেলতে চায়। মরিয়া যুদ্ধ চলে তাদের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু তারা নাছোড়বান্দা। হতাশার ক্যারিজমা অনেকটা দুঃখের মত। একটা দুঃখ কোনভাবে কাছে আসতে পারলে বাকিগুলোও কোত্থেকে যেন হুড়মুড়িয়ে এসে জড়ো হয়ে যায়। পরজীবী হয়ে মানুষের ভেতর আশ্রয়স্থল গড়ে তোলে। তারপর তাকে কষ্টের জোয়ারে ভাসিয়ে নেয়। অতঃপর হয়তো সেগুলো অশ্রুঝর্ণা হয়ে বয়ে যায় অদৃশ্য কোন সমুদ্রের কোলে। অবশ্য মাঝে মাঝে দুঃখবিলাসীতার মধ্যেও কেমন যেন একটা আনন্দ পাওয়া যায়। অসুখের ভেতর সুখ। অনেকগুলো না পাওয়ার কষ্ট মনে করে আঁখিযুগলকে অশ্রুবর্ষণের জন্য নির্দেশ দেয়া। কিন্তু তারা কি সে কথা কর্ণগোচর করে? মোটেই না। তারা তো সেই কবেই প্রবল বর্ষণে বর্ষণে অশ্রু বিসর্জনে শুকিয়ে পাথরে পরিণত হয়েছে। তখন অবশ্য অনুমতি ছাড়াই তারা স্বীয় কার্য সম্পাদন করেছে। এখন তারা ক্লান্ত। ভীষণ ক্লান্ত। অগত্যা বুকের ভেতরে জলের ফোয়ারা বইয়ে দেয়া। কার সাধ্য তা ঠেকায়? কখনো কখনো করুণ কিছু সুরকে দুঃখবিলাসের সঙ্গী করে নেয়া। তখন সে সুর আর দুঃখ হাতে হাত ধরে এগিয়ে চলে আর মাথা ঠুকে বিলাপ করে। বিশ্বাসঘাতক পাথর চোখ তখন ঠায় তাকিয়ে থাকে চরম নির্লিপ্ততায়। তাদের সঙ্গ দেয়না বিন্দুমাত্র। তাদের দোষ দিয়েও বা কী লাভ! তাদেরও তো চাই খানিক বিশ্রাম।
এ তো গেল দুঃখের সাতকাহন। হতাশার অভ্যেসও তো ওই একই। একটা এলেই বাকি সব হতাশা কাঁধে কাঁধ মিলিয়ে এসে সারি বেঁধে দাঁড়ায়। কে কার আগে এসে ভর করতে পারবে সে প্রতিযোগিতায় মত্ত হয়ে পড়ে। তারপর সব জোট বেঁধে মাথার ভেতর হুটোপুটি করে আর নিঃশেষ করে দিতে চায় নিঃশেষে। যতই তাদের কাছ থেকে মুক্তি পাবার চেষ্টা করা হোক ততই তারা আরো শক্ত  করে চেপে ধরে। কিছুতে আলাদা হতে দেবেনা। কিছুতেই না। পুরোপুরি জ্যান্ত গ্রাস করে ফেলতে পারলে তবেই যেন তাদের কার্যসিদ্ধি হবে। কেবল তখনই তারা ক্ষান্ত হবে। অনেক ধস্তাধস্তির পর একপর্যায়ে হার মানতে বাধ্য হয় পোষক। বিধাতা বোধহয় হতাশাকে একটু বেশিই শক্তিশালী করে ধরায় প্রেরণ করেছেন। একসময় নিজেকে স্বৈরাচারী হতাশার হাতে সঁপে দিতে বাধ্য হতেই হয়। অতঃপর ক্রমেই নিমজ্জিত হতে হয় গভীর হতে গভীরতম হতাশা গহ্বরে।।

মন্তব্য ৫২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এতো হতাশা কেন বোন! হতাশাতো ভালো কিছু নয়। মুটিভেশন হওয়া চাই। জীবনতো একটাই হাসবো গাইবো আড্ডা দিবো। আড্ডায় নাই কেনো?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪০

উম্মে সায়মা বলেছেন: হতাশাকে তো আর কেউ ইচ্ছাকৃত আলিঙ্গন করেনা। আপনাআপনি এসে ভর করে সুজন ভাই। দোয়া করবেন।
আড্ডায় কেন যেন মন দিতে পারছিনা -_- আসব শীঘ্রই.....

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২০

ভাইরাস-69 বলেছেন:
মানুষের ভাগ্যটা শেষ কথা নয়,আপনার লেখাতে অল্প কথায় অনেক কিছু বোঝাতে চেয়েছেন। এগুলো হল বাস্তবতার
বিপরীত আচারণ। আমাদের অবিশ্বাস্য অসাধারণ জীবন,একটি সুন্দর পৃথিবী দেখছি। এর চেয়ে আর আনন্দের কি হতে পারে??
কবিগুরুর সবচেয়ে ভাল বন্ধু কে ছিলেন? একমাত্র কলম। আজ থেকে আপনিও আপনার হতাশাগুলোকে বঙ্গপোসাগরে
বিসর্জন দিয়ে হাতে কলম ধরুণ, আর আমাদের জন্য বেশি করে লিখুন !! তবে আর কোন হতাশার গল্প নয়।
শুভ কামনা রইল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৯

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন ভাইরাস-69। আশার বাণী শোনানোর জন্য ধন্যবাদ। আমিও চাই হতাশাগুলোকে সাগরে ভাসিয়ে দিতে....
শুভ কামনা আপনার জন্যেও।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৮

সোহানী বলেছেন: বিধাতা কখনই হতাশাকে শক্তিশালী করে না, শক্তিশালী করে আমাদের দূর্বল মন। মন যদি ঘুরে দাড়াঁয় হতাশা পালায়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪১

উম্মে সায়মা বলেছেন: হুম আপু। সব দোষ মনেরই। মন যদি বুঝত!
মন্তব্যে ধন্যবাদ।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:
যখনি হতাশা আসবে তখনি - ফুঁড়ে ওঠো হতাশার নাগপাশ থেকে মুক্ত হতে নিয়মিত ধ্যানরত হতে হয় নিমগ্ন কাছিমের মত!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০২

উম্মে সায়মা বলেছেন: কবিতাটি আগেও পড়েছিলাম। এখন আবার পড়ে এলাম। এমন করে যদি হতাশাগুলোকে ধূলোয় মিশিয়ে দেয়া যেত!
ধন্যবাদ ডানা ভাই।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৫

মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ !!
এই না হলে কবি !!!
কি দারুন হতাশা 'র ও সাত কাহন লিখে ফেলেছ !


হ্যাঁ যাদের আত্ম বিশ্বাস কম তাদের কে হতাশা পরম আত্মীয় ভাবে ,তাদের কাচেই স্বৈরাচারী হবার সুযোগ পায় হতাশা ;
হতাশা ও আবদেরে বিড়াল ছানার মত ,খুব আবদার তাঁর পোষক কে নিজের অধিকারে নেবার ।

বেশ লিখেছ সায়মা ; আশা করছি হতাশার পোষক দের জন্য এই লেখা এলারমিং হবে ।পারবে নিজেকে শুধরে নিতে ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৩

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর বলেছেন তো আপু। বিড়ালছানার মত ভাব করে নেয়। আমার বোধহয় তাহলে আত্মবিশ্বাসই কম আপু। তাই হতাশা আমাকে কাবু করে ফেলতে পারে।
হতাশার সাতকাহনেও প্রশংসাবাক্যে ধন্যবাদ আপু :)

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দুঃখ আর হতাশা মনে হয় জমজ ভাইবোন। একটার সাথে আরেকটা সবসময় জড়িয়ে থাকে। এ দুটো জিনিসের সাথে সখ্যতা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এ দুটোকে বিনুনীর মত মাথার পেছনদিকে ঝুলিয়ে রাখুন দেখবেন আর অস্বস্তি লাগছে না। মনে মনে এদের অস্তিত্বটাই বেমালুম অস্বীকার করার সংকল্প করুন, আশা করি এড়িয়ে যেতে পারবেন।
অনাগত দিনগুলি দুঃখ আর হতাশামুক্ত হোক, কামনা করি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৫৬

উম্মে সায়মা বলেছেন: বিনুনির মত ঝুলিয়ে রাখলেও সেই নিজের সাথে সাথেই তো চলবে। পিছু তো আর ছাড়বেনা!
শুভ কামনায় ধন্যবাদ সম্রাট ভাই। ভালো থাকুন।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: কিছু সময় এমনি থাকে হতাশা সব এসে ঘিরে ফেলে । কিছু দিন পর আবার কাটিয়ে উঠতে পারবেন ।
আপু যা ভালো লাগে করুন । নিজের সফলতা গুলো বেশি বেশি ভাবুন ।
অন‍্যের পাওয়ার মাঝেও অনেক না পাওয়া থাকে ,যা আপনি হয়তো পেয়েছেন জানেন এ না ।
আপনার খারাপ মুহূর্ত দ্রুত কেটে যাক । সেই কামনাই করি ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:০০

উম্মে সায়মা বলেছেন: তা ঠিক আপু। এসব হতাশা, মন খারাপ হওয়া সিজনাল। একেকসময় ভর করে বসে তখন মনে হয় জীবনে আর কিছুই করার নেই। এই বুঝি সব শেষ, এমন কষ্ট বুঝি দুনিয়ায় আর কারো হয়না! আবার অনেকদিন পর এমন বোধ কেটে গেলে, অনেকসময় ভালো কিছু ঘটলে বা ভাবলে মনে হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি! মানুষের মন সত্যিই অদ্ভুত!
শুভ কামনার জন্য ধন্যবাদ আপু। ভালো থাকুন।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৩

শুভ_ঢাকা বলেছেন: উম্মে সায়মা,

আপনি হিন্দি গান শুনেন। তাই অনুমান করতে পারি আপনি হিন্দি বুঝেন। আপনাকে নিচের লিংকটি শেয়ার করার আগে নিজে একবার শুনলাম। আমার কাছে ভাল লাগলো তাই আপনার সাথে শেয়ার করলাম।

How to get rid of your Negative Thoughts? By Sandeep Maheshwari (in Hindi)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:০২

উম্মে সায়মা বলেছেন: লিংক শেয়ার করায় ধন্যবাদ শুভ ভাই। একটু বড় মনে হয় ভিডিওটি। দেখে আবার মন্তব্য করব।
তারপর কী খবর? ভালো আছেন?

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০৫

ফিনিক্স! বলেছেন: আমরা যেমন আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশ থাকি, তেমনি অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে অনেক সময় হতাশ হয়ে পরি। কিন্তু দেখা যায়, আমাদের বর্তমানের কঠিন সময় যেমন ক্ষীয় তেমনি অযথা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাও অমূলক। ভালো কিছুর আশায় থাকুন সবসময়, হতাশা কেটে যাবে আশা করি। ভালো থাকুন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৯

উম্মে সায়মা বলেছেন: জানি ভাই। সবই বুঝি। তবুও মাঝে মাঝে হতাশা গ্রাস করে ফেলে। আমিও আশা করি এ হতাশা কেটে যাবে। থাকবে কেবল আশা....
ধন্যবাদ ফিনিক্স। আপনিও ভালো থাকুন। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩২

মলাসইলমুইনা বলেছেন: হ্যা, ঠিক বলেছেন জোটবদ্ধ হতাশাগুলো অনেক সময়ই মনের সুখগুলোকে স্বৈরাচারী শাসনের মতো গ্রাস করতে চায় | হতাশার সুনামি জীবনের উপল উপকূলে আছড়ে পড়তেই পারে, পড়বেই জীবনের যথা নিয়মেই |তবুও তার বিরুদ্ধে আশাবাদীতার চীনের প্রাচীর গড়ে সুখের কলকণ্ঠে ভোরে উঠুক প্রতিটি প্রাণ | সব প্রতিকূলতা কাটিয়ে, হতাশার সুনামি এড়িয়ে জীবনের তরীখানি ভাসুক সৃষ্টি সুখের উচ্ছাসে |

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২২

উম্মে সায়মা বলেছেন: আমিতো প্রাচীর গড়তেই চাই। দুইটা ইটের গাঁথুনি দিতেই একটা খসে পড়ে। এ করে করে দেয়াল আর তৈরি হয়না। শেষে হতাশারই জয় হয়। জানি কিছুই স্থায়ী নয়। এ জীবনের স্বাভাবিক চক্র। দোয়া করবেন।
ভালো আছেন আশা করি। ধন্যবাদ।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯

জাহিদ অনিক বলেছেন:


হতাশা বন্দনা ভালো লাগলো সায়মা আপু।
হতাশারত অবস্থায় হতাশা কথন পড়তে ভালো লাগে। মানুষ চায় কেউ তার কথাগুলো বলে দিক। কেউ তারমত করে তার হতাশার কথা লিখে তাকেই পড়তে দিক।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬

উম্মে সায়মা বলেছেন: না না কবি। মনিরা আপু যেমন বলেছে, এ লেখাকে এলার্মিং হিসেবে নাও নিজেকে শুধরে নিতে। আমাদের হতাশাকে জয় করতেই হবে যে করেই হোক।
ভালো থেকো।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সায়মা আফা, আপনার হতাশা আমার সাথে ভাগ করে নেন। সমস্যা না হলে পুরোটাই পাঠিয়ে দেন। আমি হচ্ছি হতাশার যম! B-)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৮

উম্মে সায়মা বলেছেন: তাই নাকি অয়ন ভাই? তাহলে তো খুব ভালো। অপেক্ষা করুন। আপনাকে আমার সব হতাশা পার্সেল করে পাঠিয়ে দিচ্ছি। হাহাহা।
ভালো থাকুন সর্বদা....

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

বিদেশে কামলা খাটি বলেছেন: পৃথিবীটা অনেক সুন্দর। এখানে হতাশ হবার কোন অবকাশ নেই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

উম্মে সায়মা বলেছেন: হুম পৃথিবীটা অনেক সুন্দর। তবে সবার জন্য সবসময় না বোধহয় -_-
মন্তব্যে ধন্যবাদ।

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

মিথী_মারজান বলেছেন: দুঃখ আর হতাশা আছে জন্যই আমরা সুখ অনুভব করি, আশার স্বপ্ন দেখি।
তবে সুখ, দু:খ, হতাশা, স্বপ্ন কোনটাই অবশ্য অতিরিক্ত থাকা ভালো না।
ডাক্তারদের দেয়া প্রেসক্রিপশনের মত করে পরিমিত ডোজে এগুলোও জীবনে দরকার আছে মনে হয়।
হা হা হা।

সুন্দর লিখেছেন সায়মা আপু।
ভালোবাসা। :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

উম্মে সায়মা বলেছেন: হ্যাঁ আপু। মাঝে মাঝে ডোজ বেশি হয়ে যায় আর কী :) তখন মরনঘাতী হয়ে যায়।
ধন্যবাদ আপু। অনেক ভালোবাসা......

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

ওমেরা বলেছেন: আপু আপনার কাছেই তো শিখেছি “অপূর্ণতাই জীবন” তাহলে এত হতাশা কেন আপু !!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২২

উম্মে সায়মা বলেছেন: ওমেরা আপু, জানিতো অপূর্ণতাই জীবন। তবু মন তো মানতে চায়না!
ভালো আছেন আশা করি।

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

পুলক ঢালী বলেছেন: ম্যাডাম আপনাকে খুঁজতে গিয়ে দেখি হতাশায় ডুবে আছেন । আহ্ কি জ্ঞানের গভীরতা দেখতে পেলুম চমৎকৃত হলাম। এই অভাজনের ধৃষ্ঠতা ক্ষমা করলে একটা কথা বলার স্পর্ধা দেখাতে পারি তা হলো আশার পরিমান কমিয়ে দেয়া। যদি জানেন যে সফল হবেন তারপরও আশা না করলে হতাশা ছোবল মারতে পারবে না এবং সফল হলে আনন্দটা উপরি পাওনা--। নির্লীপ্ত হওয়ার চেষ্টা করুন ঝিনুকের খোলের মত নির্লীপ্ততার চাদরে নিজেকে আবদ্ধ করে ফেলুন। (বলা সহজ করা খুব কঠিন, মনকে কঠোর করার চর্চা করতে হবে যদিও এই বয়সে পিচ্চী ম্যাডামের জন্য বিশেষ করে স্পর্শকাতর কবি মনের জন্য আরো কঠিন কারন আপনাদের অন্তর্দৃষ্টি বাহ্যিককে ভেদ করে আরো গভীর গভীরতর আঁধারে লুকোনু মুক্তোর সামান্য আলোটুকুও দেখতে পায় সমস্যা এখানেই। হৃদয়ে যে পাথর বেধেছি তা স্বর্ণের আকরিক, স্বর্ণটুকু পেতে দুর্ভেদ্য আকরিক ভেদ করার যন্ত্রনাটুকু থেকে কারোই রেহাই নেই জীবনটা এমনই :) )
ভাল থাকুন।

view this link

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫

উম্মে সায়মা বলেছেন: হ্যাঁ, আশাই যত নষ্টের মূল পুলক ভাই। খুব চেষ্টা করি আশা না করতে। তবু কোত্থেকে যেন আশা জন্মেই যায়। আর তা থেকে হতাশায় রূপ নেয়। তবুও এখন অনেকটা নির্লিপ্ত থাকতে পারি। এ লেখাটা আগের। পোস্ট করা হয়নি তখন। এখন অবশ্য অতটাও হতাশায় ডুবে নেই। তবু হতাশা তো আসা যাওয়ার মধ্যেই থাকে। এটাই হতাশার ধর্ম। মানুষ যেহেতু হয়েছি এর মধ্য দিয়ে যেতেই হবে।
আর কী যে বলেন ধৃষ্টতা। কত সুন্দর দর্শন দিলেন। মানতে একটু কষ্ট এই যা।
চমৎকার গানটি শেয়ার করার জন্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকুন।

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৫

সুমন কর বলেছেন: হুম, না চাইলেও হতাশা এসে আমাদের মাঝে বুদ হয়ে থাকে..........অল্প কথায় ভালো লিখেছেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সুমনদা। ভালো থাকবেন।

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৫

তারেক_মাহমুদ বলেছেন: হতাশাভরা কাব্য ভাল লাগলো, হতাশা সাফল্যের অন্তরায়, তাই হতাশাকে ঝেড়ে ফেলে সাফল্যের পথে এগিয়ে যাওয়া উচিৎ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬

উম্মে সায়মা বলেছেন: মন্তব্যে ধন্যবাদ তারেক ভাই।
শুভ কামনা রইল।

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৫

জাহিদ অনিক বলেছেন:


মনিরা আপু যেমন বলেছে, এ লেখাকে এলার্মিং হিসেবে নাও নিজেকে শুধরে নিতে। আমাদের হতাশাকে জয় করতেই হবে যে করেই হোক।


হুম্ম মনিরা আপু যখন বলেছেন তখন তার কথার উপর আর কিছু নেই--
যদি কারো হতাশ লাগে সে যেন বটিকা হিসেবে খুঁজে নেয় এই লেখাটা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৪৩

উম্মে সায়মা বলেছেন: তাইতো। হতাশ কাউকে দেখলেই এখানে পাঠিয়ে দেবে। হাহাহা
ভালো থেকো সবসময়।

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৭

মনিরা সুলতানা বলেছেন: আহা আমি তো কবি আর লেখক দের বলি নাই , বলেছি পাঠক দের কে নিতে ।
কবি 'দের মাঝে হতাশা ,বিষাদ না থাকলে পাঠকদের মনের কথা কে লিখবে !!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৪৫

উম্মে সায়মা বলেছেন: আচ্ছা আপু। তাহলে হতাশারা ঘিরে থাকুক আমাদের, না? :)
কাউকে না কাউকে তো তাদের গ্রহণ করতেই হবে। নাহয় বেচারারা যাবে কোথায়! :P

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮

সৈয়দ ইসলাম বলেছেন: Don't sad বইটি পড়তে পারেন। বাংলায় আছে বিভিন্ন নামে। 'হতাশ হবেন না' বা আরো কত নাম।
লেখক ড. আয়েয আল করনী

বইটি ইন্টারনেশনাল বেস্ট সেলার অর্জন করে নিয়েছে অনেক বছর পূর্বে। খুব উপকারী বই। তবে বাংলা পড়তে গেলে ভাল অনুবাদক দেখে কিনবেন।



শুভকামনা থাকলো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সাজেশানের জন্য। পড়ে দেখব :)
শুভকামনা আপনার জন্যেও। আমার ব্লগে স্বাগতম.....

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




সময় বয়ে চলে নদীর স্রোতের মতো । সেই স্রোতে ভেসে চলা সুখ-দুঃখ, হাসি-কান্না, আশা-নিরাশা কখনই একই ঘাটে নোঙর ফেলে বসে থাকেনা , না সময়ের নদীতে, না জীবনে !
তাই হতাশার সাতকাহনে আশার পাঁচফোড়ন পড়েই ! দুঃখের পাঁচালীতেও একসময় ঢুকে পড়ে সুখের গীত ।


১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩১

উম্মে সায়মা বলেছেন: সেই আশায়ই জীবন বয়ে নিয়ে যাওয়া আহমেদ জী এস ভাই। আশার পাঁচফোড়ন পড়ুক। ঢুকে পড়ুক সুখের গীত।
মন্তব্যে অনেক ধন্যবাদ....

২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

প্রামানিক বলেছেন: হতাশা না চাইলেও জীবনে অটোমেটিকেলি দেখা দেয়। অনিচ্ছা সত্বেও হাতাশা থেকে দূরে থাকা মুশকিল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০০

উম্মে সায়মা বলেছেন: ঠিক তাই প্রামানিক ভাই। হতচ্ছাড়া হতাশা B:-)
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

২৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬

জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত বলেছেন: শুভ কামনা রইলো.....

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৪

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ।

২৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪

খায়রুল আহসান বলেছেন: হয়তো জীবনের কিছু সাময়িক অভিজ্ঞতা থেকে এটা লিখেছেন, কিন্তু খুব সুন্দর করে লিখেছেন। মন্তব্যের ঘরেও অনেকে অনেক ভাল ভাল কথা বলেছেন, সুপরামর্শ দিয়েছেন। কিন্তু দিন শেষে, হতাশাকে কাটিয়ে উঠতে কেবল হতাশাগ্রস্তকেই প্রয়াসী হতে হবে, যা অত্যন্ত কষ্টদায়ক এবং ক্লান্তিকর।
হতাশা ঘিরে ধরলে, মনটা যা করতে চায়, তাই করবেন। তবে ডিপ্রেশনটা খুবই সাংঘাতিক একটা রোগ। রগীকে কুঁড়ে কুঁড়ে নিঃশেষ করে দেয়। তাই, সময় থাকতেই সাবধান হবেন, যেন ঐ স্টেজে না যায়।
প্রত্যেক কষ্টেরই অবসান আছে, নিশ্চয়ই প্রত্যেক কষ্টেরই অবসান আছে!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৭

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
ডিপ্রেশনটা খুবই সাংঘাতিক একটা রোগ
একদম ঠিক। কতবার নিঃশেষ হতে হতে ফিরে আসি।
অবশ্যই সব কষ্টের অবসান আছে... সেই আশায় আছি। দোয়া করবেন আমার জন্য।
ভালো থাকুন নিরন্তর।

২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২১

ঋতো আহমেদ বলেছেন: দুঃখ বিলাস, নির্লিপ্ততা, হতাশা এগুলো কোনোটাই ভালো কিছু নয়। লাইফ ইজ এলসহোয়ার.. লাইফ ইজ বিউটিফুল..

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৪

উম্মে সায়মা বলেছেন: হয়তো ঋতো ভাই। সেই বিউটিফুল লাইফের খোঁজ এখনো পাইনি :|
ভালো আছেন আশা করি। অনেকদিন আপনার কবিতা পড়িনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.