নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

"মেঘবন্ধু"

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৭



মেঘকন্যা,
তুই কি আমার বন্ধু হবি?
তোকে নিয়ে লোকে কত শত কাব্য বুনে
স্বপ্নজালে জড়িয়ে থাকা চিঠি ছোঁড়ে তোর ঠিকানায়
কত কবি মনের আকাশ জুড়ে তোর বসবাস।
খুব জানি তবু তুই ভীষণ একা;
পৃথিবী নামক গ্রহের মত
বৃন্ত থেকে উপড়ে ফেলা ফুলের মত
ঢাউস বইয়ের ছিঁড়ে যাওয়া পৃষ্ঠার মত
ভীষণ একলা আমার মত!

তোর সাথে সই পাতাবো,
দুখে সুখে কান্না হাসির ভাগী হব,
খেলব এক্কা দোক্কা, কানামাছি, বৌচি কিংবা হাডুডুডু…..
তুই কি আমার সখী হবি?
দুজন দুজনায় জড়িয়ে ধরে দুঃখসুখের গল্প কব
তোর ভেলায় চড়ে হারিয়ে যাব কোন সুদূরে
বুকের মাঝে ঝড় তুলে একূল ওকূল ভাসিয়ে দেব
বিলীন হব শূন্যতার গর্ভে, শূন্য হব।।


২৮.০৬.২০১৭

উৎসর্গ: বন্ধু, তোর জন্য
যার মনের কথা চুরি করে লিখেছি :)

মন্তব্য ৫৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৯

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার লিখেছেন ।
কথা গুলো ভালো লাগলো

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৮

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)
ভালো থাকুন।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনেক দিন পর ভালো লাগা একটি কবিতা পড়লাম।

নাম না জানা বন্ধুর প্রতি রইলো একরাশ শুভেচ্ছা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৯

উম্মে সায়মা বলেছেন: সত্যি ভীষণ অনুপ্রাণিত হলাম শাইয়্যান ভাই!
শুভেচ্ছা আপনাকেও

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এমন বন্ধু হওয়াও ভাগ্যের ব্যাপার! খুব সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১১

উম্মে সায়মা বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য....
ভালো থাকুন সবসময়।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৭

ওমেরা বলেছেন: দুইজনেই যেহেতু একা বন্ধু হতে মনে হ্য় মেঘকন্যা রাজি হবে । আপু কবিতা পড়তে আসম্ভব ভাল লেগেছে । আমি কয়েকবার পড়েছি ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৮

উম্মে সায়মা বলেছেন: বন্ধু তো তাকে হতেই হবে আপু :)
আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগল।
ভালো থাকুন....

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৬

চাঁদগাজী বলেছেন:


চুরি হওয়ার মতো মুল্যবান কোনকিছু কোনদিন ছিলো না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৯

উম্মে সায়মা বলেছেন: চুরি হবার মত হয়তো ছিলনা চাঁদগাজী ভাই।  কিন্তু আমার সে বন্ধুটির পড়ে মনে হয়েছে আমি যেন তারই মনের কথা বলে দিয়েছি।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৮

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগার রেশ রেখে গেলাম আপু।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪

উম্মে সায়মা বলেছেন: এ রেশটুকু বেশ যতনে মনে গেঁথে রাখলাম ভাই। ধন্যবাদ।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৪

সৈয়দ ইসলাম বলেছেন:


অসম্ভব ভালোলাগা সহ শুভকামনা জানবেন।
সর্বপ্রকার চুরিই মহাপাপ =p~

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। মন চুরিও? মনের কথা চুরিও? তবে তো জগতে কমবেশি সবাই মহাপাপী :)
অসংখ্য ধন্যবাদ সৈয়দ ইসলাম ভাই। শুকামনা আপনার জন্যেও।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৮

আটলান্টিক বলেছেন: শেষের লাইন দুটো মনে ধরেছে।আমরা শূন্য থেকে এসেছি শূন্যে ফিরে যাব।
++++

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩

উম্মে সায়মা বলেছেন: ঠিক তাই। মেঘেদের সাথে আমাদের কত মিল!
ধন্যবাদ আটলান্টিক। প্লাসে কৃতজ্ঞতা।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬

ধ্রুবক আলো বলেছেন: প্রথম অংশটুকু বেশ ভালো লাগলো +।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৪

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ ধন্যবদ ধ্রুবক আলো ভাই। ভালো আছেন আশা করি।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২২

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় উম্মে সায়মা: উদাসী হওয়ার পথে পথে একা চলা মেঘকন্যা এবার আর মেঘদূত নয় -তার কাছেই লেখা উদাসী সুরের চিঠি পড়ে ভালো লাগল | কবিতায় ভালোলাগা অনেক অনেক |

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

উম্মে সায়মা বলেছেন: আপনার কাব্যিক মন্তব্য পেয়ে খুব ভালো লাগল শায়মা আপুর মুরগী মুসাল্লাম ভাইয়া :)
অসংখ্য ধন্যবাদ জানবেন।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি অপূর্ব। সুখ পাঠে মুগ্ধ হলাম।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

উম্মে সায়মা বলেছেন: জেনে খুশি হলাম সুজন ভাই। অনেক অনেক ধন্যবাদ।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০২

সৈয়দ ইসলাম বলেছেন:


জগতের সবাইকে কমবেশি মহাপাপী ভাবলে নিজের ভণ্ডামিকে হালকা মনে হয়। আপনি এসব বুঝবেন না, আপনি তো আর ভণ্ডামির দরজায় পৌঁছতে পারেননি। B-)

আপনার দরজা বুলন্দির দু'আ থাকলো। =p~

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। আরেকদফা হাসিয়ে গেলেন সৈয়দ ইসলাম ভাই =p~

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই :)

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৯

জাহিদ অনিক বলেছেন:
কাল থেকে বেশ কয়েকবার ব্লগে ঢুঁ মেরেছি। কিন্তু আপনার কবিতাটা চোখে পড়েনি, আজ সর্বাধিক লাইক প্রাপ্ত; আলোচিত পাতায় আসার পর দেখলাম। :)

"মেঘবন্ধু"- বেশ ভালো হয় এমন একটা বন্ধু হলে, যে উড়েউড়ে সবসময় মেঘের মত মাথার উপরে থাকবে।
মেঘ কিন্তু প্রায় ১০ প্রকার ! কোন ধরনের মেঘবন্ধু চাই সেটাও ভাবার বিষয় হা হা

ভালো লাগলো সায়মা আপু।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

উম্মে সায়মা বলেছেন: যাক তবু তো চোখে পড়েছে!
১০ প্রকার! সবগুলোর লিস্ট দাওতো। সেখান থেকে বাছাই করব আমার কেমন মেঘবন্ধু চাই :)

পাঠে এবং মন্তব্যে অনেক ধন্যবাদ কবি।

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৪

সামিয়া বলেছেন: তুই কি আমার দুঃখ হবি?
এই আমি এক উড়নচন্ডী আউলা বাউল
রুখো চুলে পথের ধুলো
চোখের নীচে কালো ছায়া।
সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি।
তুই কি আমার দুঃখ হবি?
তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি?
মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি?
তুই কি আমার খাঁ খাঁ দুপুর
নির্জনতা ভেঙে দিয়ে
ডাকপিয়নের নিষ্ঠ হাতে
ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি?
একটি নীলাভ এনভেলাপে পুরে রাখা
কেমন যেন বিষাদ হবি।
তুই কি আমার শুন্য বুকে
দীর্ঘশ্বাসের বকুল হবি?
--আনিসুল হক


১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

উম্মে সায়মা বলেছেন: এ কবিতাটা আমার খুব পছন্দের আপু।
ধন্যবাদ।

১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৫

সামিয়া বলেছেন: কবিতাটি দিলাম ভালোলাগা থেকে , অন্য কিছু ভাব্বেন না্‌ ভালো হয়েছে আপনার কবিতা।।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

উম্মে সায়মা বলেছেন: না আপু অন্যকিছু ভাবছিনা। প্রশ্নের সাথে সাদৃশ্য আছে বলে দিয়েছেন বুঝতে পেরেছি।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩

মনিরা সুলতানা বলেছেন: সবার ই এমন একজন মেঘ বন্ধু থাকে ;
সবার ই একজন থাকতে হয় !
অনেক ভালোলাগা লেখায় সায়মা ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৪

উম্মে সায়মা বলেছেন: থাকে আপু? থাকাটা তো ভাগ্যের ব্যাপার!
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। ভালোবাসা জানবেন :)

১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭

কথাকথিকেথিকথন বলেছেন:




মেঘ বন্ধু হতে গিয়ে মেঘপ্রেমিক হয়ে গেল মনে হচ্ছে !! মেঘাচ্ছন্ন প্রেম ভাল লেগেছে ।

এই ব্লগে আমার প্রথম পোস্টে মেঘ বন্ধু শিরোনামে ছোট্ট একটা কবিতা ছিলো ! মেঘ বন্ধু এবং শিকড় ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২১

উম্মে সায়মা বলেছেন: প্রেমিক আর বন্ধুর মধ্যে তেমন কোন পার্থক্য আছে কী?

আপনার প্রথম পোস্টটটি পড়ে এলাম। খুব ভালো লিখেছেন। কাকতালীয়ভাবে শিরোনামটা মিলে গেল! যদিও নামটা খুব কমন। খুব সহজেই মাথায় চলে আসে। কিন্তু এছাড়া আর কোন নাম মনেও পড়লনা।

ধন্যবাদ জানবেন কথাকথিকেথিকথন ভাই.....

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসীম মুগ্ধতা :)

অমন সখি কি চাইলেই মেলে! এতো সাত রাজার ধনের চেয়ে দামী :)
তবে যে ভাগ্যবান পেয়েছে সে জানে- সে সখির মর্ম।

দারুন কাব্যে +++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৮

উম্মে সায়মা বলেছেন: চাইলেই মেলেনা বলেই তো এত মিনতি বিদ্রোহী ভৃগু ভাই :)

আপনার মুগ্ধতা প্রকাশে মুগ্ধ হলাম! অনেকগুলো প্লাসে কৃতজ্ঞতা......

২১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




মেঘদলের যেন আপনার মতোই - " কেটেছে একেলা বিরহের বেলা আকাশকুসুম চয়নে ......" ।

মেঘের একাকীত্বে আপনার বাড়িয়ে দেয়া আমন্ত্রনের ভাষার বিজন রোদন ভালো লাগলো ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৮

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর একটা লাইন উদ্ধৃতি দিলেন আহমেদ জী এস ভাই।
প্রশংসাবাক্যে অনুপ্রাণিত হলাম। আন্তরিক ধন্যবাদ জানবেন।
শুভ কামনা রইল।

২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১২

শাহরিয়ার কবীর বলেছেন: সায়মার কবিতা পড়ে আমি মুগ্ধ ! :)



মনের আকাশ থেকে সব মেঘ কেটে যাক! :)


শুভ কামনা রইল ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০০

উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।
ভালো থাকুন সবসময়।

২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩

জায়েদ হোসাইন লাকী বলেছেন: বাহ! দারুণ লিখেছেন কবি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৩

উম্মে সায়মা বলেছেন: আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগল। ধন্যবাদ।

২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৫

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৪

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সুমনদা :)
ভালো থাকুন সর্বদা।

২৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৬

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:

বুকের মাঝে ঝড় তুলে একূল ওকূল ভাসিয়ে দেব
বিলীন হব শূন্যতার গর্ভে, শূন্য হব।।
চরন দুটি আসাধারন হয়েছে....

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৪

উম্মে সায়মা বলেছেন: চরনদুটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। একটি চরনও যদি পাঠক মনে জায়গা করে নিতে পারে সেটাই সার্থকতা :)
ধন্যবাদ। ভালো থাকুন।

২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০

আখেনাটেন বলেছেন: কী অাকূল আবেদন! মেঘকন্যারা কি না শুনে পারে?

আচ্ছা, মেঘবালকদের বাদ দিয়ে মেঘকন্যাদের ধরলেন ক্যান?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

উম্মে সায়মা বলেছেন: শুনলেই হল! :)
সখা না খুঁজে সখী খুঁজি কেন? ভাববার বিষয়! উত্তর খুঁজে পেলে আপনাকে জানাব :)
ধন্যবাদ।

২৭| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৭

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ভালো লাগলো।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১:১৩

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

২৮| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৬

খায়রুল আহসান বলেছেন: আমি এমন এক মেঘকন্যাকে চিনি।
কবিতার শেষ চরণটা আলাদাভাবে উল্লেখ করার মত- খুবই ভাল লেগেছে।
উৎসর্গটাও।
কবিতায় + +

০১ লা মে, ২০১৮ বিকাল ৫:৫৫

উম্মে সায়মা বলেছেন: বাহ। আমারতো তবে আপনার চেনা সেই মেঘকন্যার সাথেই সই পাতানো উচিৎ!
কবিতা পাঠ, মন্তব্য এবং প্লাসে আন্তরিক কৃতজ্ঞতা খায়রুল আহসান ভাই।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.